• Bengali Word selfie English definition [সেল্‌ফি] (noun) সেলফি; প্রতিকৃতি (কারণ selfie শব্দটি এসেছে selfish থেকে।
      selfie অর্থ হলো প্রতিকৃতি); নিজের তোলা নিজের প্রতিকৃতি, সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যামে ধারণ করা এবং যে কোনো সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেওয়া) করা: She then tweeted a selfie that shows her clearly wearing make-up.
    • Bengali Word selfie stick English definition [সেলফি স্টিক্] (noun) স্মার্টফোনের সঙ্গে লাঠিজাতীয় একটি ডিভাইস, যা লাগিয়ে নিজ ইচ্ছেমতো নানা অ্যাঙ্গেলে ছবি তোলা যায়; সেলফি স্টিক: Selfie stick meet big fines and jail sentence in South Korea
    • Bengali Word selfish English definition [সেল্‌ফিশ্] (adjective) স্বার্থপর; স্বার্থিক; স্বার্থপরায়ণ; স্বার্থচিন্তক; স্বার্থসাধক; আত্মপরায়ণ; আত্মগ্রাহী, act from selfish motives.
      selfishly (adverb) স্বার্থপরের মতো; স্বার্থপরতার সঙ্গে ইত্যাদি। selfishness (noun) স্বার্থপরতা; স্বার্থপরায়ণতা; স্বার্থচিন্তা; আত্মপরায়ণতা; আত্মগ্রাহিতা।
    • Bengali Word selfitis English definition [সেলফিটিস] (noun) সেলফিটিস; অতিরিক্ত নিজের ছবি তোলার প্রবণতা এবং সেই ছবি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দেওয়ার মানসিক সমস্যা।
      ব্যাধিটির তিনটি স্তর হতে পারে। প্রথম স্তরটি ‘বর্ডার লাইন সেলফিটিস’। দ্বিতীয় স্তরটি হচ্ছে ‘অ্যাকিউট সেলফিটিস’। শেষ স্তরটি হচ্ছে ‘ক্রনিক সেলফিটিস’: Are you suffering from selfitis?