• Bengali Word lease English definition [লীস্‌] (noun) [countable noun] ইজারা; পাট্টা; লিজ।
    by/on lease ইজারা বা পাট্টা দ্বারা: We took the factory/land on lease. give somebody/get a new lease of life নবজীবন বা অধিকতর সুখী জীবনযাপনের সুযোগদান/লাভ করা। □ (verb transitive) ইজারা দেওয়া বা নেওয়া। lease-lend ১৯৪১ খ্রিষ্টাব্দে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অন্যান্য দেশে সমরোপকরণ পাঠানোর প্রদত্ত ক্ষমতা। leasehold (noun), (adjective) পাট্টাপ্রাপ্ত, ইজারাবলে অধিকৃত জমি বা সম্পত্তি; তুলনীয় = free hold, দৃষ্টান্তস্বরূপ = free 1 (৩). leaseholder (noun) ইজারাদার।