L পৃষ্ঠা ১৩
- English Word limey Bengali definition [লাইমি] (noun) (plural limes) (America(n) অপশব্দ) ইংরেজ বা নাবিক।
- English Word limit 1 Bengali definition [লিমিট্] (noun) [countable noun] সীমা; সীমারেখা; সর্বশেষ প্রান্ত; পরিধি; চৌহদ্দি; বাধানিষেধ নিয়ন্ত্রণ: city limits, speed limit, time limit, limits of patience. within limits সীমা বজায় রেখে। without limit সীমা ছাড়িয়ে; অবাধে। off limits (America(n)) নিষিদ্ধ এলাকা; কাউকে ঢুকতে দেওয়া হয় না এমন স্থান। That’s the limit (কথ্য) সহনশক্তির চরমসীমা। age limit যে বয়সের ঊর্ধ্বে কাউকে কোনো কাজে অংশ নিতে দেওয়া হয় না।
- English Word limit 2 Bengali definition [লিমিট্] (verb transitive) limit somebody/something (to something) সীমাবদ্ধ করা; নিয়ন্ত্রিত করা। limited (past participle) নিয়ন্ত্রিত; বাধাপ্রাপ্ত; সংকীর্ণ; সীমিত; সীমাবদ্ধ: limited time/income. limited liability company (সংক্ষেপে Ltd.) সীমাবদ্ধ; দায়যুক্ত ব্যবসাপ্রতিষ্ঠান। limitless (adjective) অসীম; সীমাহীন; অনন্ত; প্রচুর; বিশাল: limitless power. limiting (adjective) যা বৃদ্ধি বা অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে: limiting factor.
- English Word limitation Bengali definition [লিমিটেইশন্] (noun) (১) [uncountable noun] সীমাবদ্ধতা। (২) [countable noun] যে অবস্থা সীমাবদ্ধতার সৃষ্টি করে; অসামর্থ্য: He knows his limits.
- English Word limousine Bengali definition [লীমাজীন্] (noun) কাচের গ্লাস দিয়ে সামনের অংশ পৃথককৃত বিলাসবহুল মোটরগাড়ি।
- English Word limp 1 Bengali definition [লিম্প্] (adjective) নরম, শক্ত বা দৃঢ় নয়; নিস্তেজ; দুর্বল: limp bound.
- English Word limp 2 Bengali definition [লিম্প্] (verb transitive) খোঁড়ানো; খুঁড়িয়ে হাঁটা। □ (noun) এ ধরনের হাঁটা: walk with a limp.
- English Word limpet Bengali definition [লিম্পিট্] (noun) পর্বতাদির গায়ে লেগে থাকে এমন ছোট শামুকবিশেষ। limpet mine জাহাজের গায়ে লাগিয়ে দেওয়া যায় এমন বিস্ফোরক।
- English Word limpid Bengali definition [লিম্পিড্] (adjective) (সাহিত্যিক লাক্ষণিক আলংকারিক অর্থ) (তরল পদার্থ, বায়ুমণ্ডল, চোখ) নির্মল; স্বচ্ছ। limpidly (adverb) নির্মলভাবে; স্বচ্ছভাবে। limpidity (noun) [uncountable noun] নির্মলতা; স্বচ্ছতা।
- English Word linchpin Bengali definition [লিন্চ্ পিন্] (noun) দণ্ডের সঙ্গে গাড়ির চাকা আবদ্ধ রাখতে লোহার খিলবিশেষ; (লাক্ষণিক) যন্ত্রের বিভিন্ন অংশ একত্র রাখার অপরিহার্য অংশ বা উপাদান; এরূপ ব্যক্তি যিনি একটি প্রতিষ্ঠানকে একত্র রাখেন।
- English Word lincoln green Bengali definition [লিঙ্কান্ গ্রীন্] (noun) লিঙ্কন শহরে প্রস্তুত উজ্জ্বল সবুজ রঙের কাপড় (রবিনহুড ও তার দলবল এই রঙের কাপড়ের পোশাক পরিধান করত)।
- English Word linden Bengali definition [লিনডান্] (noun) (অপিচ linden-tree)= lime 2
- English Word line 1 Bengali definition [লাইন্] (noun) (১) দড়ি, সুতা, তার প্রভৃতি: fishing lines, telephone lines, crossed line, দ্রষ্টব্য cross 1 (৫). hot line, দ্রষ্টব্য hot 1 (৫). party/shared line একাধিক ব্যক্তি কর্তৃক ভাগে নেওয়া টেলিফোন। (২) লম্বা, সরু রেখা বা লাইন: a straight line, সরল রেখা; Draw a line from A to B. (৩) [uncountable noun] শিল্পকর্মে রেখার ব্যবহার: a line drawing (পেনসিলের দাগ দিয়ে যে ছবি আঁকা হয়); line-engraving (কোনো বস্তুর উপরে রেখার আঁচড় দিয়ে যে খোদাই করা হয়)। (৪) (খেলাধুলায়) খেলার মাঠ বা কোর্টের চারদিকে বা তার ভিতরে যে দাগ দেওয়া হয়: boundary line, finishing line. দ্রষ্টব্য linesman. (৫) দেহের, বিশেষত মুখের বৈশিষ্ট্যসূচক রেখা; চর্মাদির কুঞ্চন; হাতের তালুর কোনো রেখা। (৬) (plural) পরিলেখ; মোটামুটি রেখাচিত্র; (জাহাজ নির্মাণশিল্প) নকশা। (৭) সারি: a line of trees/chairs/people, a line of verse, কবিতার চরণ বা পঙ্ক্তি। in (a) line এক সারিতে। in line for ক্রম অনুযায়ী পরবর্তী: He is in line for promotion. on the line (প্রদর্শিত বস্তুসমূহ, বিশেষত চিত্রকর্ম) দর্শকের চোখ বরাবর জায়গার উপরিভাগে টানানো। (৮) ধার; সীমারেখা; নিরক্ষরেখা। draw the line at সীমারেখা নির্দেশ করা, দ্রষ্টব্য draw 1 (১১). (৯) রেললাইন: the up/down line (প্রধান প্রান্তিক স্টেশনের দিকে/হতে): the main line; a branch line. reach the end of the line (লাক্ষণিক বিশেষত সম্পর্কের ক্ষেত্রে) শেষ সীমায় পৌঁছা। (১০) জনসাধারণের পরিবহনের জন্য বাস, জাহাজ, উড়োজাহাজ প্রভৃতির নিয়মিত বন্দোবস্ত বা এরূপ বন্দোবস্তকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান; an air line; shipping lines. (১১) কোনো কর্মের ধারা, গতিপথ, খাত, পথ বা পদ্ধতি: communication lines. choose/follow/take the line of least resistance সবচেয়ে সহজ পথ বেছে নেওয়া। take a strong/firm line (over something) দৃঢ়তার সঙ্গে কোনো সমস্যার মোকাবিলা করা। do something along/on sound/correct, etc lines ভালো বা সঠিক পদ্ধতি অনুসরণ করা। in/out of line with কারো মত মেনে নেওয়া বা প্রত্যাখ্যান করা। bring something into line সম্মত বা একমত করানো। come/fall into line with অন্যদের মতামত বা দৃষ্টিভঙ্গি গ্রহণ করা। toe the line (লাক্ষণিক) দল বা গোত্রের নিয়মকানুন ও নির্দেশাবলি মেনে চলা। the party line কোনো রাজনৈতিক দলের সর্বসম্মত বা স্বীকৃত নীতি। (১২) বংশের পরম্পরা: a long line of descendants. (১৩) লেখার বা ছাপার অক্ষরের লাইন বা সারি। drop somebody a line (কথ্য) পত্রাদি লেখা। read between the lines (লাক্ষণিক) মর্মার্থ উপলব্ধি করা। line printer কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে মুদ্রণযন্ত্রে একবারে এক লাইন করে ছাপা হয়। marriage lines (British/Britain কথ্য) বিয়ের সরকারি প্রমাণপত্র বা সার্টিফিকেট। lines (ক) অভিনেতার জন্য নির্ধারিত সংলাপ। (খ) স্কুলে শাস্তিস্বরূপ নির্দিষ্টসংখ্যক লাইনের হাতে-লেখা লেখা। (১৪) পরস্পর সংযুক্ত প্রতিরক্ষা ফাঁড়ি, পরিখা ইত্যাদি: go to the front line(s). all along the line সকল বিষয়ে; সর্বতোভাবে। go up the line মূল ঘাঁটি ছেড়ে রণাঙ্গনে যাওয়া। (১৫) (সামরিক) সৈন্য-শিবিরের তাঁবু, কুটির ইত্যাদির সারি। (১৬) the line (British/Britain) guards ও rifles ব্যতীত নিয়মিত পদাতিক বাহিনী; (America(n)) সকল প্রকারের নিয়মিত বাহিনী। (১৭) [uncountable noun] (সামরিক) সৈন্যব্যূহ; পাশাপাশি দাঁড়ানো সৈন্যের সারি। line of battle সৈন্য, সাঁজোয়া গাড়ি ইত্যাদির পাশাপাশি অবস্থান। (১৮) (নৌবাহিনী) একই সমান্তরালে অবস্থিত যুদ্ধজাহাজসমূহ। line astern সামনে ও পিছনে অবস্থানরত যুদ্ধজাহাজ। (১৯) কোনো লোকের পেশা বা বৃত্তি: He is in the banking line. (২০) একটি বিশেষ শ্রেণির পণ্যদ্রব্য: a cheap line of raincoats. (২১) Hard lines! কী দুর্ভাগ্য (সমবেদনা প্রকাশার্থে!)। (২২) (অপশব্দ) shoot a line গর্ব বা দম্ভ করা। (২৩) give somebody/get/have a line on something (কথ্য) কোনো কিছু সম্পর্কে জানতে দেওয়া বা পাওয়া।
- English Word line 2 Bengali definition [লাইন্] (verb transitive), (verb intransitive) (১) রেখা দ্বারা চিহ্নিত করা। (২) রেখাবৃত করা। (৩) line up সারিতে দাঁড়ানো বা দাঁড় করানো। দ্রষ্টব্য lineup. line up (for) (America(n)) কিউ (queue) দেওয়া; কোনো কিছু পাওয়ার জন্য সারিতে দাঁড়ানো। line up (with) একই কার্যধারা অনুসরণ করা; জোট বাঁধা। (৪) সারিবদ্ধ করা।
- English Word line 3 Bengali definition [লাইন্] (verb transitive) line something (with something) (১) (কোট, ব্যাগ প্রভৃতির) ভিতরের অংশ ভিন্ন বস্ত্রাদি দ্বারা আস্তৃত/আবৃত করা: a coat lined with silk. দ্রষ্টব্য lining. শক্তি বাড়ানো; শক্তিশালী করা: a steel-lined suitcase. (২) (লাক্ষণিক) (টাকার থলে, উদর ইত্যাদি) পূর্তি করা: He has lined up his purse well (টাকাপয়সা বানিয়েছে)।
- English Word line-up Bengali definition [লাইন্ আপ্] (noun) (১) যেভাবে ব্যক্তি বা বস্তুসমূহকে সাজানো হয়। (২) (ফুটবল প্রভৃতি খেলায়) খেলোয়াড়দের খেলার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ানো। (৩) (বিশেষত রেডিও বা টেলিভিশনে) বিভিন্ন অনুষ্ঠান পর পর যেভাবে সাজানো হয়।
- English Word lineage Bengali definition [লিনিজ্] (noun) [uncountable noun] কুল; বংশ; বংশানুক্রম।
- English Word lineal Bengali definition [লিনিআল্] (adjective) বংশীয়; এক বংশসম্ভূত: a lineal heir. lineally (adverb) বংশগতভাবে।
- English Word lineament Bengali definition [লিনিআমান্ট্] (noun) (আনুষ্ঠানিক) (সাধারণত plural) বৈশিষ্ট্যসূচক মুখাবয়ব: The lineaments of a Dravidian face.
- English Word linear Bengali definition [লিনিআ(র্)] (adjective) (১) রৈখিক; রেখাসংক্রান্ত: a linear design. (২) (দৈর্ঘ্য): linear measurement.
- English Word lineman Bengali definition [লাইন্মান্] (noun) (১) টেলিগ্রাফ ও টেলিফোনের তার যে বসায় ও মেরামত করে (America(n)= linesman). (২) রেলপথ তদারককারী।
- English Word linen Bengali definition [লিনিন্] (noun) [uncountable noun] পাট বা শণের কাপড়; পাট বা শণের কাপড়ে তৈরি পোশাক-পরিচ্ছদ, যেমন বিছানার চাদর, টেবিলের চাদর ইত্যাদি; এই বস্ত্রে তৈরি বিশেষত সাদা অন্তর্বাস। wash one’s dirty linen in public জঘন্য পারিবারিক বা ব্যক্তিগত ব্যাপার জনসমক্ষে আলোচনা করা।
- English Word liner Bengali definition [লাইনা(র্)] (noun) (১) নির্দিষ্ট পথে চলাচলকারী যাত্রীবাহী জাহাজ বা বিমান। (২) liner a (train) (অপিচ freight liner) শিল্প এলাকা থেকে সমুদ্রবন্দর পর্যন্ত দ্রুত মাল খালাসের সুবিধাসহ মালবাহী ট্রেন। (৩) চোখের রেখা গাঢ় করতে ব্যবহৃত পেনসিল, তুলি বা ব্রাশ।
- English Word linesman Bengali definition [লাইন্জ্মান্] (noun) (খেলাধুলা) লাইনসম্যান; রেফারির যে সহকারী বল লাইনে লাগলো কি না বা কোথায় লাগলো তা জানিয়ে দেয়।
- English Word ling 1 Bengali definition [লিঙ্] (noun) [uncountable noun] এক প্রকার গুল্ম।
- English Word ling 2 Bengali definition [লিঙ্] (noun) লম্বা, সরু উত্তর ইউরোপীয় সামুদ্রিক মাছবিশেষ।
- English Word linger Bengali definition [লিঙ্গা(র্)] (verb intransitive) যেতে দেরি বা বিলম্ব করা: linger about/around. lingering (adjective) দীর্ঘকাল স্থায়ী: a lingering illness; lingeringly (adverb) lingerer (noun) যে দেরি করে।
- English Word lingerie Bengali definition [ল্যান্জারি America(n) ল্যান্জারেই] (noun) [uncountable noun] স্ত্রীলোকের অন্তর্বাস।
- English Word lingo Bengali definition [লিঙ্গোউ] (noun) (plural lingoes [লিঙ্গোউজ্]) (হাস্য বা তুচ্ছার্থে) দুর্বোধ্য ভাষা।
- English Word lingua franca Bengali definition [লিন্গোআফ্র্যাঙ্কা] (noun) বহু ভাষাভাষী অঞ্চলে যে ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। যেমন পূর্ব আফ্রিকার সোয়াহিলি ভাষা।