• Bengali Word finger English definition [ফিঙ্‌গা(র্)] (noun) হাতের আঙুল: There are five fingers (or four fingers and one thumb) on each hand.
    Somebody’s fingers are all thumbs. পোশাকে-আশাকে চালচলনে, কাজেকর্মে অত্যন্ত জবরজং লোক, দ্রষ্টব্য thumb. burn one’s fingers অসাবধানতা বা অন্যায় হস্তক্ষেপের কারণে কষ্ট ভোগ করা। have a finger in every/the pie, দ্রষ্টব্য pie. keep one’s fingers crossed, দ্রষ্টব্য cross 2 (৩). lay a finger on স্পর্শ করা (যত হালকাভাবেই হোক); শাস্তি দেওয়া: I forbid you to lay a finger on the boy. lay one’s fingers on সঠিকভাবে নির্দেশিত করা (যখন ভুল, প্রমাদ ইত্যাদি হওয়ার আশঙ্কা থাকে)। not lift a finger (to help somebody) যথার্থ প্রয়োজনের সময়ে কোনো সাহায্য না-করা। put the finger on somebody (অশিষ্ট) কারো বিরুদ্ধে গোপন সংবাদ প্রদান (অপরাধী ইত্যাদির বিরুদ্ধে)। slip through one’s fingers, দ্রষ্টব্য slip 1 (৩). twist somebody round one’s (little) finger কাউকে নিজের আঙুলে নাচানো (অর্থাৎ কাউকে ইচ্ছামতো পরিচালনা করতে পারা)। finger-alphabet (noun) অন্ধ, মূক ও বধিরদের লেখাপড়ার জন্য উচ্চারিত বিশেষ বর্ণমালা (উঁচু-উঁচু করা এই বর্ণমালা আঙুল দিয়ে স্পর্শ করে পড়া হয়)। finger-board (noun) বেহালা, গিটার প্রভৃতি তারের বাদ্যযন্ত্রের (উপরকার কাঠ) যেখানে আঙুল সঞ্চালন করে বাজানো হয়। finger-bowl (noun) হাত ধোয়ার জন্য ভোজ টেবিলে যে জলপাত্র দেওয়া থাকে। finger(s) breadth (noun) আঙুল-পরিমাণ (= এক ইঞ্চির তিন-চতুর্থাংশ)। finger mark (noun) হাতের আঙুলের ছাপ। finger-nail (noun) হাতের নখ। finger-post (noun) হাতের আঙুল-আঁকা যে খুঁটি পথনির্দেশক বা দিকনির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। fingerprint (noun) হস্তাঙ্গুলির রেখাসমূহের ছাপ (সাধারণত অপরাধী শনাক্তে এই ছাপ নেওয়া হয়)। finger-stall (noun) হস্তাঙ্গুলি রক্ষা আবরণ; অঙ্গুলিত্র; মেজরাফ (সাধারণত আহত আঙুলে থাকে)। fingertip হস্তাঙ্গুলির ডগা; (আলংকারিক অর্থ) সহজ নাগাল। □ (verb transitive) আঙুল দিয়ে স্পর্শ করা: finger a piece of cloth, ছুঁয়ে দেখা; অনুভব করা (গুণাগুণ পরীক্ষা করতে)।