• Bengali Word door English definition [ডো(র্)] (noun) ১ দরজা; দ্বার; দুয়ার; কপাট।
    (২) back door খিড়কি দরজা; বাড়ির পেছন দিকের দরজা। front door সামনের দরজা; রাস্তার দিকে প্রধান দরজা। next door পাশের বাড়ি; He lives next door. next door to (লাক্ষণিক) প্রায়। two/three doors away/down/off দুই তিনখানা বাড়ির পর। from door to door (ক) এক দরজা থেকে অন্য দরজায়; দ্বারে দ্বারে: He begs from door to door.(খ) বাড়ি-বাড়ি: He sells goods from door to door.(গ) (adjective) a door to door salesman. out of doors ঘরের বাইরে; খোলা জায়গায়। within doors ঘরের মধ্যে; বাড়ির ভিতর। lay something at somebody’s door কাউকে কোনো কিছুর জন্য দায়ী করা বা কোনো কিছু দেওয়া। show somebody the door কাউকে চলে যেতে বলা বা তেমন মনোভাব প্রকাশ করা। to show someone to the door কাউকে বিদায় জানানোর জন্য সৌজন্যবশত দ্বার পর্যন্ত সঙ্গে যাওয়া। shut the door in someone’s face বিমুখ করা; মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া। by the back door গোপনে বা কৌশলে। at the door নিকটবর্তী; দ্বারে উপস্থিত। The examination is at the door. (২) (লাক্ষণিক) উপায়। To shut/close the door to/on অসম্ভব করে তোলা: The union has shut the door to any new agreement. door-knob (noun) দরজার গোলাকার হাতল, যা ঘোরালে তালা খোলে। doorman (noun) হোটেল বা প্রেক্ষাগৃহের সম্মুখে উর্দিপরিহিত দারোয়ান। door-mat (noun) পাপোশ। door-nail (noun) যে গৃহের সবাই মারা গেছে, সেই গৃহের দরজায় বসানো পেরেক। dead as a door-nail নিশ্চিতভাবে মৃত। door-plate (noun) নামফলক; বাড়ি বা ঘরের দরজার আটকানো গৃহস্বামীর নাম লেখা ফলক। doorpost (noun) কপাটের একপার্শ্বস্থ খাড়া কাঠ। deaf as a door-post সম্পূর্ণ বধির বা কালা; বদ্ধকালা। doorstep (noun) বাড়ির দরজার সামনে সিঁড়ির ধাপ। door sill দরজার নিম্নস্থ কাঠ বা পাথরের ফলক। door stopper (noun) (ক) দরজা খোলা রাখার জন্য দ্বারদেশে স্থাপিত বস্তু;(খ) দরজা যাতে দেওয়ালে আঘাত না-করতে পারে, এজন্য দেওয়ালের গায়ে লাগানো রাবারের মাথাওয়ালা ঠেকা। doorway (noun) দেউড়ি; প্রবেশপথ।