I পৃষ্ঠা ২২
- English Word insobriety Bengali definition [ইন্সাব্রাইআটি] (noun) [uncountable noun] সুরাসক্তি; মদ্যাসক্তি; অতিপান; পানসক্তি।
- English Word insofar Bengali definition [ইন্সাফা(র্)] (adverb) [America(n)] = in so far. দ্রষ্টব্য in 1(১৮).
- English Word insole Bengali definition [ইন্সোউল্] (noun) (জুতার) সুকতলা।
- English Word insolent Bengali definition [ইন্সালান্ট্] (adjective) insolent (to) উদ্ধত; ঔদ্ধত্যপূর্ণ; ধৃষ্ট; অবজ্ঞাপূর্ণ। insolently (adverb) উদ্ধতভাবে ইত্যাদি। insolence [ইন্সালান্স্] (noun) [uncountable noun] ঔদ্ধতা; ধৃষ্টতা; প্রগল্ভতা; দাম্ভিকতা।
- English Word insoluble Bengali definition [ইন্সলিউব্ল্] (adjective) (১) (পদার্থ) অদ্রাব্য; অদ্রবণীয়। (২) (সমস্যা ইত্যাদি) মীমাংসাতীত; অসমাধেয়।
- English Word insolvent Bengali definition [ইন্সল্ভান্ট্] (noun), (adjective) (ব্যক্তি) ঋণ পরিশোধে অসমর্থ; দেউলিয়া। insolvency [ইন্সল্ভান্সি] (noun) [uncountable noun] ঋণ পরিশোধে অসমর্থতা; দেউলিয়াত্ব।
- English Word insomnia Bengali definition [ইন্সমা্নআ] (noun) [uncountable noun] অনিদ্রা। insomniac [ইন্সমনিঅ্যাক্] (noun) যে অনিদ্রায় ভোগে।
- English Word insomuch Bengali definition [ইন্সোউমাচ্] (adverb) এত; এতৎপর্যন্ত।
- English Word insouciance Bengali definition [ইন্সূসিআন্স্] (noun) [uncountable noun] নিরুদ্বেগ; ঔদাসীন্য; নির্লিপ্ততা; নিরাসক্তি। insouciant [ইন্সূসিআন্ট] (adjective) নিরুদ্বেগ; নিশ্চিন্ত; উদাসীন; নির্লিপ্ত; নিরাসক্ত।
- English Word inspect Bengali definition [ইস্স্পেকট্] (verb transitive) সতর্কভাবে পরীক্ষা করা; সংবীক্ষণ/পরিদর্শন করা। inspection [ইন্স্পেকশ্ন্] (noun) [uncountable noun, countable noun] পরীক্ষণ; সংবীক্ষণ, অনুসন্ধান; পরিদর্শন।
- English Word inspector Bengali definition [ইন্স্পেক্টা(র্)] (noun) (১) (স্কুল, কারখানা, খনি ইত্যাদির) পরিদর্শক: Inspector of Taxes, আয়করপরিদর্শক। (২) (British/Britain) সুপারিন্টোন্ডেন্টের চেয়ে নিম্নতর এবং সার্জেন্টের চেয়ে উচ্চতর পদমর্যাদার অধিকারী পুলিশ কর্মকর্তা; দারোগা। inspectorate [ইন্সপেকটারাট্] (noun) পরিদর্শকমণ্ডলী; পরিদর্শনবিভাগ: the Ministry of Education inspectorate.
- English Word inspiration Bengali definition [ইন্স্পেরেইশ্ন্] (noun) (১) [uncountable noun] প্রেরণা; অনুপ্রেরণা; অনুপ্রণনা। (২) [countable noun] inspiration (to/ for) প্রেরণার উৎস; অনুপ্রেরণা: His mother is a constant inspiration to him. (৩) [countable noun] (কথ্য) আকস্মিক কোনো উত্তম চিন্তা বা ভাব; প্রেরণা: have a sudden inspiration.৪ [uncountable noun] (বাইবেলের লেখকদের প্রদত্ত হয়েছিল কথিত) ঈশ্বরপ্রেরণা; ঐশীপ্রেরণা। (৫) শ্বাসগ্রহণ, প্রশ্বাস।
- English Word inspire Bengali definition [ইন্স্পাইআ(র্)] (verb transitive) inspire something (in somebody); inspire somebody (with something/to do something) (১) উদ্দীপ্ত/উদ্বুদ্ধ/প্রবুদ্ধ করা; জন্মানো: inspire somebody with hope/enthusiasm/confidence; inspire confidence in somebody; inspire with courage/fear. (২) অনুপ্রাণিত করা; প্রেরণা/ অনুপ্রেরণা দান করা: inspired poets/artists. (৩) (past participle) inspired (adjective) (কথিত বা লিখিত কোনো কিছু সম্বন্ধে) বিশেষ তথ্যের অধিকারী কোনো প্রভাবশালী ব্যক্তি কর্তৃক গোপনে সূচিত; অনুপ্রাণিত।
- English Word inspirit Bengali definition [ইন্স্পিরিট্] (verb transitive) তেজ সঞ্চারিত করা; প্রাণিত করা।
- English Word instability Bengali definition [ইন্সটাবিলাটি] (noun) [uncountable noun] (সাধারণত চরিত্র ও নৈতিক গুণাবলির) অস্থৈর্য; স্থিতিহীনতা।
- English Word install Bengali definition (America(n) অপিচ instal) [ইনস্টোল্] (verb transitive) install somebody/something (in something) (১) (কোনো পদে) অধিষ্ঠিত/অভিষিক্ত করা। (২) (যন্ত্র ব্যবহারের জন্য) সংস্থাপন করা: install a lighting system/generator. (৩) ( কোনো স্থানে) অধিষ্ঠিত করা বা হওয়া: be comfortably installed in a new home. installation [ইন্সটালেইশ্ন্] (noun) [uncountable noun] অভিষেক; সংস্থাপন; অভিষেক অনুষ্ঠান; [countable noun] স্থাপিত বস্তু, বিশেষত যন্ত্র, ব্যবস্থা: a heating installation.
- English Word instalment Bengali definition (America(n) অপিচ installment) [ইন্স্টোল্মান্ট্] (noun) [countable noun] (১) অনেক দিন ধরে প্রকাশিতব্য কোনো কিছুর অংশ; দফা; কিস্তি: a novel that will appear in instalments. (২) (মূল্য বা ঋণ পরিশোধ) কিস্তি; (প্রধানত America(n)) কিস্তিবন্দি।
- English Word instance Bengali definition [ইন্স্টান্স্] (noun) [countable noun] (১) দৃষ্টান্ত; উদাহরণ; নিদর্শন। for instance দৃষ্টান্তস্বরূপ, যেমন। in the first instance প্রথমত। (২) at the instance of অনুরোধে; আগ্রহে। □ (verb transitive) দৃষ্টান্ত/উদাহরণ দেওয়া।
- English Word instant 1 Bengali definition [ইন্স্টান্ট্] (adjective) (১) তাৎক্ষণিক; আশু; ত্বরিৎ: fell instant relief; an instant success. (২) জরুরি; আশু; ত্বরিৎ: in instant need of help. (৩) (সংক্ষেপ inst) (বাণিজ্য; সেকেলে রীতি) বর্তমান মাসের: Your letter of the 5th inst. (৪) (খাদ্য বানানো) দ্রুত ও সহজে প্রস্তুতযোগ্য; তাৎক্ষণিক: instant coffee. instantly (adverb) তৎক্ষণাৎ; অচিরাৎ; অবিলম্বে। □ (conjunction) যেইমাত্র; যখনি।
- English Word instant 2 Bengali definition [ইনস্টান্ট্] (noun) (১) সুনির্দিষ্ট সময়বিন্দু; ক্ষণ: He came in that instant, তক্ষুনি। (২) মৃত্যু: I’ll leave in an instant.
- English Word instantaneous Bengali definition [ইন্স্টান্টেইনিআস্] (adjective) তাৎক্ষণিক: instantaneous death. instantaneously (adverb) তাৎক্ষণিকভাবে; ঝটিতি।
- English Word instead Bengali definition [ইন্স্টেড্] (adverb) বিকল্প হিসেবে; স্থলে; বদলে: If you don’t like coffee, you can try a cup of chocolate instead. instead of (prepositional phrase) (পরে noun, pronoun, gerund বা prepositional phrase থাকবে) স্থলে; বদলে; পরিবর্তে: Let’s play bridge instead of going to cinema.
- English Word instep Bengali definition [ইন্স্টেপ্] (noun) আঙুল থেকে গুল্ফ পর্যন্ত মানুষের পায়ের উপরিভাগ; পদপৃষ্ঠ; জুতার পিঠ (যা পদতল ঢেকে রাখে)।
- English Word instigate Bengali definition [ইনস্টিগেইট্] (verb transitive) instigate something/somebody to do something প্ররোচিত/উৎসাহিত করা; উসকানি দেওয়া; উসকানি দিয়ে (কিছু) ঘটানো: instigate workers to stop work; instigate a strike. instigator [ইনস্টিগেইটা(র্)] (noun) প্ররোচক; উসকানিদাতা। instigation [ইন্স্টিগেইশ্ন্] (noun) প্ররোচনা; প্ররোচন; উসকানি।
- English Word instil Bengali definition (America(n) = instill) [ইন্স্টিল্] (verb transitive) (instilled, instilling, instills also instils) instil something into somebody (ভাব ইত্যাদি) ধীরে ধীরে নিবেশিত/সঞ্চারিত করা। instillation [ইন্স্টিলেইশ্ন্] (noun) ধীরসঞ্চারণ।
- English Word instinct Bengali definition [ইন্স্টিঙ্ক্ট্] (noun) [uncountable noun] সহজপ্রকৃতি; উপজ্ঞা: Ducks learn to swim by instinct. (২) [countable noun] সহজাত প্রবর্তনা বা স্বজ্ঞা; সহজবুদ্ধি; নৈসর্গিক বুদ্ধি: He has an uncanny instinct to always find way out. (৩) instinctive [ইন্স্টিঙ্ক্টিভ্] (adjective) সাহজিক; সহজাত। instinctively (adverb) সহজপ্রবৃত্তিতে, সহজাতভাবে।
- English Word institute 1 Bengali definition [ইন্স্টিটিউট্ America(n) [ইন্স্টিটূট্] (noun) [countable noun] বিশেষ (সাধারণত সামাজিক বা শিক্ষাগত) উদ্দেশ্যসাধনের জন্য প্রতিষ্ঠিত সংস্থা বা সংগঠন; অধিসংস্থা।
- English Word institute 2 Bengali definition [ইন্স্টিটিউট্ America(n) [ইন্স্টিটূট্] (verb transitive) (তদন্ত, বিধি, রীতি ইত্যাদি) প্রবর্তন/আরম্ভ/আরোপ/প্রতিষ্ঠিত/বিধান/রুজু করা: institute legal proceedings against somebody; institute restrictions on the use of certain drugs.
- English Word institution Bengali definition [ইন্স্টিউশ্ন্ America(n) ইন্স্টিটূশ্ন্] (verb transitive) (১) [uncountable noun] প্রতিষ্ঠাপন; প্রবর্তন; সংস্থাপন; বিধান; নিয়োজন: the institution of customs/rules etc; institution as a bishop. (২) [countable noun] দীর্ঘকাল ধরে প্রতিষ্ঠাপন্ন আইন, প্রচল বা গোষ্ঠী (যেমন ক্লাব বা সমিতি); সুপরিচিত ব্যক্তি বা বস্তু; প্রতিষ্ঠান। (৩) সমাজকল্যাণমূলক সংগঠন (যেমন অনাথাশ্রম, প্রবীণদের জন্য আশ্রম ইত্যাদি); প্রতিষ্ঠান। institutional [ইন্স্টিউশান্ল] (adjective) প্রাতিষ্ঠানিক। institutionalize, institutionalise [ইন্স্টিউশানালাইজ্ (verb transitive) প্রতিষ্ঠানে পরিণত করা। institutionalized (participial adjective) প্রাতিষ্ঠানীভূত।
- English Word instruct Bengali definition [ইন্সট্রাক্ট্] (verb transitive) (১) শিক্ষা দেওয়া; শেখানো; পড়ানো; শিক্ষাদান/পাঠদান করা; প্রশিক্ষণ দেওয়া: instruct a class in arithmetic; instruct recruits/a class of apprentices. (২) উপদেশ/নির্দেশ/আদেশ দেওয়া: instruct somebody to remain alert. (৩) অবহিত/জ্ঞাপন করা; সংবাদ/খবর দেওয়া: He was instructed by his principal that the goods had already been shipped. instructor [ইন্সট্রাক্টা(র্)] (noun) শিক্ষক; প্রশিক্ষক। instructress [ইন্সট্রাক্ট্রিস্] (noun) শিক্ষয়িত্রী।