Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word inhabit Bengali definition [ইন্‌হ্যাবিট্‌] (verb) বসবাস/বসতি/নিবাস করা; অধিকার করাinhabitable [ইন্‌হ্যাবিটাব্‌ল্] (adjective) নিবসনীয়; বাসযোগ্য; বাসক্ষম। inhabitant [ইন্‌হ্যাবিটান্‌ট্‌] (noun) অধিবাসী; নিবাসী; স্থায়ী।
  • English Word inhale Bengali definition [ইন্‌হেইল্] (verb transitive), (verb intransitive) শ্বাসের সঙ্গে টেনে নেওয়া; নিশ্বাস নেওয়া; ফুসফুসে টেনে নেওয়া: inhale air/ gas/ tobacco smoke. Inhale! Exhale! নিশ্বাস-প্রশ্বাস নিন! inhaler (noun) শ্বাসক্রিয়া সহজসাধ্য করার রাসায়নিক বাষ্প উৎপাদনের যন্ত্রবিশেষ; শ্বাসক।
  • English Word inharmonious Bengali definition [ইন্‌হা: মোউনিআস্] (adjective) সঙ্গতিহীন; বেসুরো; বিসঙ্গত
  • English Word inherent Bengali definition [ইনহিআরান্‌ট্‌] (adjective) inherent (in) স্বাভাবিক বা স্থায়ী অংশ বা গুণরূপে বিদ্যমান; সহজ; স্বাভাবিক; অন্তঃস্থায়ী; অন্তঃশায়ী; আনুষঙ্গিক: inherent nature, স্বভাব; অন্তঃপ্রকৃতি; an inherent quality, স্বাভাবিক গুণ: an inherent love, সহজাত ভালবাসা; the power inherent in the office of the President.
  • English Word inherit Bengali definition [ইন্‌হেরিট্] (verb transitive), (verb intransitive) (১) উত্তরাধিকারী হওয়া; উত্তরাধিকার/রিকথভাগ পাওয়া(২) (গুণ ইত্যাদি) উত্তরাধিকারসূত্রে পাওয়া: He inherited his mother’s love for music. inheritance [ইন্‌হেরিটান্‌স্] (noun) [uncountable noun] উত্তরাধিকার; দায়াধিকার; উত্তরাধিকার প্রাপ্তি; রিকথাধিকার; দায়ভাগ। inheritor (noun) উত্তরাধিকারী।
  • English Word inhibit Bengali definition [ইনহিবিট্] (verb transitive) inhibit somebody (from something/doing something) বাধাগ্রস্ত; প্রতিনিবৃত্ত করা; সংযত/নিয়ত/দমিত করা: inhibit wrong desires and impulses; an inhibited person, নিজের অনুভূতি প্রকাশে অসমর্থ বা অনিচ্ছুক; নিরুদ্ধচিত্ত ব্যক্তি। inhibition [ইনিবিশন্] (noun) [uncountable noun, countable noun] (মনোবিজ্ঞান) যে কাজে বাসনা বা প্রবৃত্তি আছে তার সম্বন্ধে আভ্যাসিক সংকোচ বা নিগ্রহ: some drugs weakens a person’s inhibits. inhibitor [ইন্‌হিবিটা(র্)] (noun) বাধাদায়ক। inhibitory [ইনহিবিট্রি America(n) ইনহিবিটোরি] (adjective) বাধাদানমূলক; নিষেধাত্মক।
  • English Word inhospitable Bengali definition [ইনহসপিটাব্‌ল্‌] (adjective) অনাতিথেয়; আতিথ্যবিমুখ; (স্থান, উপকূল ইত্যাদি) আশ্রয়দান করে নাএমন; আতিথ্যবিমুখ: an inhospitable island. inhospitableness (noun) অনাতিথ্য; অনাতিথেয়ত্ব।
  • English Word inhuman Bengali definition [ইনহিউমান্] (adjective) অমানুষিক; নির্মম; নৃশংস; হৃদয়হীন: inhuman treatment. inhumanity [ইন্‌হিউ্যম্যানাটি] [uncountable noun] অমানুষিকতা; অমানবিকতা; নৃশংসতা: man’s inhumanity to man; [countable noun] (plural inhumanities) অমানুষিক/হৃদয়হীন; কার্যকলাপ।
  • English Word inhumane Bengali definition [ইনহিউমেইন্‌] (adjective) অমানবিক; নিষ্ঠুর; নির্মম; নিষ্করুণinhumanely (adverb) অমানবিকভাবে; নির্মমভাবে ইত্যাদি।
  • English Word inimical Bengali definition [ইনিমিকল] (adjective) inimical (to) (আনুষ্ঠানিক) বৈরী; প্রতিকূল; অননুকূল; অহিতকর; অপরকারী; ক্ষতিকর: actions inimical to friendly relations.
  • English Word inimitable Bengali definition [ইনিমিটাব্‌ল্] (adjective) (আনুষ্ঠানিক) অননুকরণীয়; অনুপমেয়inimitably [ইনিমিটাব্‌লি] (adverb) অননুকরণীয়ভাবে।
  • English Word iniquitous Bengali definition [ইনিকোয়িটাস্‌] (Adjective) ঘোর দুর্বত্ত; অন্যায়ী; দুর্বত্তাধম: an iniquitous system/regime. iniquitously (adverb) ঘোর দুর্বৃত্তের ন্যায়। iniquity [ইনিকোয়াটি] (noun) [uncountable noun] ন্যায়বিরুদ্ধতা; অন্যায়; পাপাচার; [countable noun] (plural iniquities) অন্যায়াচার; পাপাচার।
  • English Word initial Bengali definition [ইনিশ্‌ল্] (adjective) আদি; আদ্য; প্রারম্ভিক; প্রাথমিক: the initial letters of a word, the initial stages of an enterprise. □ (noun) আদ্যবর্ণ; আদ্যক্ষর; (বিশেষত কারো নামের)। (verb transitive) (initialled, initialling, initials, America(n) অপিচ initialed, initialing, initials ) (নামের) আদ্যক্ষর চিহ্নিত করা; স্বাক্ষরিত করা: initial a note/document. initially [ইনিশালি] (adverb) প্রারম্ভিকভাবে; প্রাথমিকভাবে।
  • English Word initiate Bengali definition [ইনিশিএইট] (verb transitive) (১) (পরিকল্পনা ইত্যাদি) চালু/প্রবর্তিত করা; (পরিকল্পনার) সূত্রপাত করা: initiate a plan. (২) initiate somebody into something (দল, গোষ্ঠী ইত্যাদির) সদস্য করে নেওয়া; দীক্ষিত করা(৩) initiate somebody into something কোনো বিষয়ের প্রাথমিক বা গূঢ় জ্ঞান দান করা; দীক্ষিত/অভিমন্ত্রিত করা: initiate students into the mysteries of quantum physics. □ (noun), (adjective) দীক্ষিত/অভিমন্ত্রিত (ব্যক্তি): an initiate member of a secret society. initiation [ইনিশিএইশ্‌ন্‌] (noun) দীক্ষা; দীক্ষাকরণ; অভিমন্ত্রণ। (attributive(ly)) initiate ceremonies, অভিমন্ত্রণ-অনুষ্ঠান; দীক্ষাকর্ম।
  • English Word initiative Bengali definition [ইনিশাটিভ্] (noun) (১) [uncountable noun, countable noun] প্রথম পদক্ষেপ: peace initiatives. act/do something on one’s own initiative নিজ উদ্যমে/প্রবর্তনায় করা। have the initiative (যেমন যুদ্ধে) প্রথম পদক্ষেপ গ্রহণের মতো অবস্থানে থাকে। take the initiative (in doing something) প্রথম পদক্ষেপ নেওয়া; উদ্যোগী হওয়া। (২) [uncountable noun] কর্তব্য নির্ণয় করার ক্ষমতা এবং তা সম্পন্ন করার উদ্যোগ: A great leader should have/show/display initiative. (৩) [countable noun] ব্যবস্থাপকসভার বহির্বর্তী সাধারণ নাগরিকদের আইন-প্রণয়ণের প্রস্তাব উপস্থাপন করার ক্ষমতা বা অধিকার (যেমন সুইজারল্যান্ডে)।
  • English Word inject Bengali definition [ইন্‌জেক্‌ট্] (verb transitive) inject something (into somebody/something); inject somebody/something (with something) (১) করল পদার্থ; ওষুধ ইত্যাদি প্রক্ষেপণীর (সিরিঞ্জ) সাহায্যে সজ্যেরে প্রবিষ্ট করানো; অন্তঃক্ষেপ করা; সুচ দেওয়া: inject penicillin into the blood-stream; inject somebody’s arm with penicillin. (২) (লাক্ষণিক): Your nomination will inject some new life into the society. injection [ইন্‌জেকশ্‌ন্‌] (noun) [uncountable noun, countable noun] অন্তঃক্ষেপণ; অন্তঃক্ষেপ; সুচ: three injects of morphia; [countable noun] যে তরল পদার্থ অন্তঃক্ষেপ করা হয়। fuel injection যে পদ্ধতিতে তরল জ্বালানি বাষ্পীভূত করে অন্তর্দাহ ইনজিনের সিলিন্ডারে সিঞ্চন করা হয়; জ্বালানি নিক্ষেপন।
  • English Word injudicious Bengali definition [ইন্‌জূডিশাস্‌] (adjective) (আনুষ্ঠানিক) বিবেচনাহীন/অবিবেচনাপ্রসূত; অবিবেকী: injudicious remarks. injudiciously (adverb) বিবেচনাহীনভাবে, বিচারবুদ্ধিহীনভাবে ইত্যাদি।
  • English Word injunction Bengali definition [ইন্‌জাঙ্‌কশ্‌ন্] (noun) [countable noun] কোনোকিছু করতে হবে বা করা যাবে না, এই মর্মে কর্তৃপক্ষীয় (বিশেষত লিখিত) আদেশ
  • English Word injure Bengali definition [ইন্‌জা(র্‌)] (verb transitive) আহত/আঘাত করা; ক্ষতি/অনিষ্ট করা; ব্যথা দেওয়া; ব্যথিত করা: injured looks, আহত দৃষ্টি; in an injured voice, ব্যথিত কণ্ঠে the dead and the injured.
  • English Word injurious Bengali definition [ইন্‌জআরিআস্] (adjective) injurious (to) (আনুষ্ঠানিক) ক্ষতিকর; অপকারী; অহিতকর; অনিষ্টকর
  • English Word injury Bengali definition [ইন্‌জারি্] (noun) (plural injuries) (১) [uncountable noun] অপকার; ক্ষতি; অনিষ্ট; আহত; পীড়াdo somebody an injury ক্ষতি/অপকার/অনিষ্ট করা। (২) [countable noun] ক্ষত; জখম; আঘাত
  • English Word injustice Bengali definition [ইন্‌জাস্‌টিস্‌] (noun) [uncountable noun, countable noun] অবিচার; অন্যায়do somebody an injustice কারো প্রতি অন্যায়/অবিচার করা।
  • English Word ink Bengali definition [ইঙ্‌ক্] (noun) [uncountable noun] কালি; মসিink-bottle (noun) কালির বোতল ink-pot (noun) দোয়াত; মসিপাত্র। ink-pad (noun) (সিল মারার জন্য) কালির প্যাড inkstand (noun) দোয়াতদান। inkwell (noun) (ডেস্কে) (গর্তের মধ্যে রাখার উপযোগী দোয়াত; মসিধানী)। (verb transitive) ink(in) মসিচিহ্নিত করা; কালির আঁচড় দেওয়া; কালি মাখানো: ink one’s fingers; ink in a drawing. পেনসিলে আঁকা ছবিতে কালির রেখা টানা। inky (inkier, inkiest) মসিলিপ্ত; কালিমাখা; মসিবর্ণ; মসিকৃষ্ণ; মসিময়।
  • English Word inkling Bengali definition [ইঙ্‌ক্‌লিঙ্] (noun) [countable noun] give somebody/have/get an/some no inkling (of something) (কোনোকিছুর) আভাস/ইঙ্গিত পাওয়া/দেওয়া ইত্যাদি
  • English Word inlaid Bengali definition [ইন্‌লেইড্] inlay-র, past participle, past tense
  • English Word inland Bengali definition [ইন্‌লান্‌ড্] (adjective) (১) দেশের অভ্যন্তরে সমুদ্র বা সীমান্ত থেকে বহুদূরে অবস্থিত; দেশমধ্যবর্তী; সমুদ্র দূরবর্তী: inland towns; the Inland Sea of Japan, বড় বড় দ্বীপের দ্বারা প্রায়-বেষ্টিত জাপান সাগর। (২) দেশের অভ্যন্তরে নিষ্পন্ন বা প্রাপ্ত; আন্তর্দেশীয়; আভ্যন্তর: inland (=domestic) trade, অন্তর্বাণিজ্য। the inland Revenue (British/Britain) (আমদানিকৃত পণ্যের উপর আরোপিত কর বাদে) দেশের অভ্যন্তরে করের মাধ্যমে প্রাপ্ত অর্থ; অভ্যন্তরীণ রাজস্ব; (কথ্য) উক্ত রাজস্ব আদায়ের দায়িত্বে নিয়োজিত বিভাগ। (adverb) [ইন্‌ল্যান্‌ড্] অভ্যন্তরীণভাবে; অভ্যন্তর অভিমুখে।
  • English Word inlaws Bengali definition [ইন্‌লোজ্‌] (noun) (plural) বৈবাহিকসূত্রে আত্মীয়, কুটুম
  • English Word inlay Bengali definition [ইন্‌লেই] (verb transitive) (past tense, past participle inlaid [ইন্‌লেইড্‌]) inlay (in/into/with) (কাট, ধাতু ইত্যাদির নকশা অন্য ধরনের কাঠ বা ধাতুর উপর) খচিত করা: gold inlaid into ivory; ivory inlaid with gold. □ (noun) [ইন্‌লেই] (১) [uncountable noun] সোনা, রুপা, কাঠ ইত্যাদির উক্তরূপ কাজ, খচিতকরণ; উক্ত কাজের জন্য ব্যবহৃত উপকরণাদি; খচিত নকশা, আলেখ্য ইত্যাদি(২) [countable noun, uncountable noun] (দন্তচিকিৎসা) দাঁতের গর্তে সোনা, প্লাস্টিক ইত্যাদির নিরেট পূর্তিবিশেষ এবং ঐরূপ পূর্তিকরণের পদ্ধতি; খচিত; খচিতকরণ
  • English Word inlet Bengali definition [ইন্‌লেট্] (noun) (১) কোনো বৃহৎ জলরাশি (যেমন সাগরে, হ্রদ) থেকে স্থলভাগের অভ্যন্তরে প্রবিষ্ট কিংবা দুই বা ততোধিক দ্বীপের মধ্যবর্তী সংকীর্ণ জলখণ্ড, খাড়ি(২) (নিবিষ্ট বা প্রবিষ্ট কোনো বস্তু যেমন পোশাকের মধ্যে); নিহিত দ্রব্য(৩) (attributive(ly)) অন্তর্গামী; প্রবেশ: inlet and outlet channels, অন্তর্নালি ও বহির্নালি (যেমন জলাশয়ের)।
  • English Word inmate Bengali definition [ইন্‌মেইট্] (noun) বিশেষত হাসপাতাল, কারাগার বা অন্য কোনো প্রতিষ্ঠানে একত্র বসবাসকারীদের একজন; নিবাসী; বাসিন্দা