I পৃষ্ঠা ২৪
- English Word intellectual Bengali definition [ইন্টালেকচুআল্] (adjective) (১) ধীশক্তি সম্বন্ধী; বৌদ্ধিক; বুদ্ধিবৃত্তিক: the intellectual faculties, বুদ্ধিবৃত্তি। (২) উত্তম ধীশক্তিবিশিষ্ট; মনোজাগতিক বিষয়াদি (সাহিত্য, শিল্পকলা, ভাব, চিন্তা) সম্পর্কে একান্তভাবে আগ্রহী; মেধাবী; মনীষী; বুদ্ধিজীবী: intellectual people. □ (noun) [countable noun] মনীষী ব্যক্তি; বুদ্ধিজীবী: a play/book for the intellectuals. intellectually [ইন্টালেকচুআলি] (adverb) বৌদ্ধিকভাবে ইত্যাদি।
- English Word intelligence Bengali definition [ইন্টেলিজান্স্] (noun) [uncountable noun] (১) বুদ্ধি; বুদ্ধিমত্তা; মেধা; বোধশক্তি; বুদ্ধিবৃত্তি: His intelligence is above average. (২) সমাচার; সংবাদ; বার্তা (বিশেষত গুরুত্বপূর্ণ ঘটনাবলি-সংক্রান্ত): have secret intelligence of the enemy’s plans; the Intelligence Department/Service, (যেমন সেনাবাহিনীতে) যুদ্ধের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও পর্যেষণার জন্য গঠিত বিভাগ। intelligent [ইন্টেলিজান্ট্] (adjective) বুদ্ধিমান; মেধাবী; বিচক্ষণ; ধীমান: intelligent questions/answers. intelligently (adverb) বুদ্ধিমত্তার সঙ্গে।
- English Word intelligentsia Bengali definition [ইন্টেলিজেনট্সিআ] (noun) (সাধারণত সমষ্টিগত singular the intelligentsia) সমাজের যে অংশ বুদ্ধিজীবী এবং গুরুতর বিষয়ে স্বাধীন চিন্তাশক্তিসম্পন্ন বলে বিবেচিত হয় (কিংবা নিজেকে সেইরূপ বিবেচনা করে); বুদ্ধিজীবীসম্প্রদায়।
- English Word intelligible Bengali definition [ইন্টেলিজাব্ল্] (adjective) বোধগম্য; বুদ্ধিগ্রাহ্য; সুবোধ্য; সুগম্য; সুগ্রাহ্য: intelligible speech; an intelligible explanation. intelligibly [ইন্টেলিজাব্লি] (adverb) বোধগম্যভাবে ইত্যাদি। intelligibility [ইন্টেলিজাবিলাটি] (noun) বোধগম্যতা; বুদ্ধিগ্রাহ্যতা; সুগম্যতা; সুগ্রাহ্যতা।
- English Word intemperate Bengali definition [ইন্টেমপারাট্] (adjective) (আনুষ্ঠানিক ব্যক্তি বা তার আচরণ) অসংযত; অপরিমিত; অমিতাচারী; অসংযমী: intemperate habits, অযতাচার; অমিতাচার; (বিশেষত) অত্যধিক সুরাপান; পানাসক্তি; পানাভ্যাস। intemperately (adverb) অসংযতভাবে। intemperance [[ইন্টেমপারান্স্] (noun) [uncountable noun] অসংযম; অমিতাচার; পানাসক্তি।
- English Word intend Bengali definition [ইনটেন্ড্] (verb transitive) (১) intend (for) ইচ্ছা/মনস্থ/সংকল্প করা; উদ্দেশ্য/অভিপ্রায় থাকা: He intended to offer me a job, তার অভিপ্রায় ছিল; This book is not intended for children, শিশুদের উদ্দেশ্যে লেখা নয়; Please introduce me to your intended, (অপশব্দ ) তোমার ভাবী স্ত্রী। (২) intend (by) (প্রাচীন প্রয়োগ) = mean: What did he intend by the word? কথাটার অভিপ্রায় কী?
- English Word intense Bengali definition [ইন্টেন্স্] (adjective) (গুণাবলি সম্বন্ধে) তীব্র; তীক্ষ্ণ; প্রগাঢ়; প্রবল; উদগ্র: intense heat. (২) (অনুভূতি ইত্যাদি সম্বন্ধে) প্রগাঢ়; তীব্র; প্রবল; (ব্যক্তি সম্বন্ধে) উচ্চণ্ড; উগ্র; ভাবাবেগপূর্ণ; আবেগপ্রবণ: intense political convictions. intensely (adverb) তীব্রভাবে, প্রচণ্ডভাবে।
- English Word intensify Bengali definition [ইন্টেন্সিফাই] (verb intransitive), (verb transitive) (past tense, past participle intensified) তীব্রতর/গাঢ়তর/তীক্ষ্ণতর করা বা হওয়া। intensification [ইন্টেন্সিফিকেইশ্ন্] (noun) [uncountable noun] তীব্রতাবৃদ্ধি; গাঢ়তাবৃদ্ধি; তীব্রতাবর্ধন; গাঢ়তাবর্ধন।
- English Word intensity Bengali definition [ইনটেনসাটি] (noun) [uncountable noun, countable noun] (অনুভূতি ইত্যাদির) তীব্রতা; প্রচণ্ডতা; তীক্ষ্ণতা; গাঢ়তা; নিবিড়তা; প্রবলতা; ঐকান্তিকতা; উগ্রতা।
- English Word intensive Bengali definition [ইন্টেন্সিভ্] (adjective) (১) গভীর; প্রগাঢ়; নিবিড়; সংহত: an intensive study of subject, কোনো বিষয়ের প্রগাঢ় পর্যেষণা: intensive methods of horticulture, নিবিড় উদ্যানচাষ পদ্ধতি; an intensive course of instructions, সংহত শিক্ষাক্রম; an intensive bombardment, অবিরল বোমাবর্ষণ। intensive care নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণে রেখে রোগীর চিকিৎসা; নিবিড় পরিচর্যা। intensive care unit হাসপাতালের যে অংশে এ ধরনের করা হয়; নিবিড় পরিচর্যা বিভাগ। (২) (ব্যাকরণ) তীব্রতাজ্ঞাপক: intensive words যেমন a terribly learned man বাক্যাংশে ‘terribly’ শব্দটি তীব্রতাজ্ঞাপক।
- English Word intent 1 Bengali definition [ইন্টেন্ট্] (adjective) (১) (দৃষ্টি) একাগ্র; অনন্যচিত্ত; একায়ত। (২) intent on/upon something/doing something (ব্যক্তি) অভিনিবিষ্ট; একাগ্রচিত্ত; তন্ময়; একচিত্ত: intent on reading; অধ্যয়নপর: He is intent on getting the job. intently (adverb) একাগ্রচিত্তে, অনন্যচিত্তে ইত্যাদি। intentness (noun) একাগ্রতা; তন্ময়তা।
- English Word intent 2 Bengali definition [ইন্টেনট] (noun) (১) [uncountable noun] (প্রধান আইন সম্বন্ধীয়) উদ্দেশ্য: shoot with intent to kill; with goods/evil/malicious intent. (২) (plural) to all intents and purposes সারত; কার্যত।
- English Word intention Bengali definition [ইন্টেন্শ্ন্] (noun) [countable noun, uncountable noun] অভিপ্রায়; অভিসন্ধি; উদ্দেশ্য; সংকল্প: He is yet to make his intentions know. If he has annoyed you. it was without intention. (-) intentioned (adjective) = well-intentioned, শুভাশয়; ill-intentioned, দুরাশয়।
- English Word intentional Bengali definition [ইন্টেন্শানল] (adjective) ইচ্ছাকৃত; উদ্দেশ্যমূলক; পরিকল্পিত; সংকল্পিত। intentionally [ইন্টেন্শানালি] (adverb) উদ্দেশ্যমূলকভাবে; ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে।
- English Word inter Bengali definition [ইন্টা(র্)] (verb transitive) (interred, interring, inters) (আনুষ্ঠানিক) সমাধিত/সমাধিস্থ করা।
- English Word inter alia Bengali definition [ইন্টার্ এইলিআ] (লাতিন) অন্যান্য জিনিসের মধ্যে।
- English Word interact Bengali definition [ইনটার্অ্যাক্ট্] (verb intransitive) পরস্পরের উপর ক্রিয় করা; মিথষ্ক্রিয়া করা। interaction [ইনটার্অ্যাকশ্ন্] (noun) পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া; মিথস্ক্রিয়। interactive [ইনটার্অ্যাকশ্ন্] (adjective) (১) (একাধিক মানুষ বা বস্তু) পারস্পরিকভাবে সক্রিয়, মিথস্ক্রিয়। (২) (কম্পিউটার) কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারকারীর মধ্যে নিরন্তর দ্বিপাক্ষিক তথ্যবিনিময়ে সম্ভব করে তোলে এমন, মিথস্ক্রিয়।
- English Word interbreed Bengali definition [ইন্টাব্রীড্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle interbred [ইন্টাব্রেড্]) ভিন্ন ভিন্ন জাতের প্রাণী বা উদ্ভিদের মধ্যে মিলন ঘটিয়ে সংকর উৎপাদন করা; সংকর প্রজনন করা/করানো।
- English Word intercalary Bengali definition [ইন্টাকালারি America(n) [ইন্টাকালেরি] (adjective) (দিন, মাস) পঞ্জিকাবর্ষকে সৌরবর্ষের সঙ্গ সামঞ্জস্যপূর্ণ করতে সংযোজিত; (বছর) উক্তরূপ সংযোজন-বিশিষ্ট; সৌরাব্দপূরক; নিবেশিত: intercalaryday, অধিদিবস; intercalary month, অধিমাস; intercalary year, অধিবর্ষ; intercalary verse, অধিশ্লোক।
- English Word intercede Bengali definition [ইন্টসীড্] (verb transitive) intercede (with somebody) (for somebody) (শান্তিস্থাপন বা কারো সপক্ষে অনুগ্রহ লাভে) অনুনয়/অনুযাচনা করা; মধ্যবর্তী হওয়া; মধ্যস্থ করা; (অন্যের জন্য) বিনতি/মিনতি করা: with the father for/on behalf of the daughter. intercession [ইনটাসেশ্ন্] (noun) [uncountable noun, countable noun] অনুযাচনা; মধ্যস্থবৃত্তি; মধ্যবর্তিতা; অনুনয়বিনয়।
- English Word intercept Bengali definition [ইন্টাসেপ্ট্] (verb transitive) (বস্তু বা ব্যক্তিকে) যাত্রারম্ভ ও গন্তব্যস্থলের মাঝপথে বাধা দেওয়া বা ধরে ফেলা; মাঝপথে পাকড়াও করা; অভিগ্রহণ করা: intercept a letter/messenger. Our fighter-planes are capable of intercepting enemy’s bombers. interception [ইন্টাসেপ্শ্ন্] (noun) [uncountable noun, countable noun] অভিগ্রহণ; পাকড়াও। interceptor [ইন্টাসেপ্টা(র্)] (noun) যে বস্তু বা ব্যক্তি অভিগ্রহণ করে (যেমন দ্রুতগামী জঙ্গিবিমান); অভিগ্রাহক।
- English Word interchange Bengali definition [ইন্টাচেইন্জ্] (verb transitive) (১) (দুই ব্যক্তি সম্বন্ধে) বিনিময়: interchange views/gifts/letters. (২) (দুটি বস্তুর প্রত্যেকটি) অপরের স্থলে রাখা; অদলবদল করা; পরস্পর পরিবর্তন করা। interchangeable [ইন্টাচেইন্জাব্ল্] (adjective) বিনিময়ার্হ; পরস্পর পরিবর্তনীয়। □ (noun) [ইনটাচেইনজ] [uncountable noun, countable noun] বিনিময়: an interchange of views.
- English Word intercollegiate Bengali definition [ইন্টাকালীজিআট্] (adjective) আন্তঃকলেজীয়: intercollegiate games/debates.
- English Word intercom Bengali definition [ইন্টাকম্] (noun) (কথ্য) আন্তযোগাযোগব্যবস্থা (যেমন বিমানের অভ্যন্তরে সংবাদ আদান-প্রদানের জন্য): receive a message on/upon the intercom.
- English Word intercomimunicate Bengali definition [ইন্টাকামিঊনিকেইট্] (verb intransitive) পরস্পর ভাব/সংবাদ বিনিময়/আদান-প্রদান করা। intercommunication [ইন্টাকমিঊনিকেইশ্ন্] (noun) [uncountable noun] ভাববিনিময়।
- English Word intercommunion Bengali definition [ইন্টাকামিঊনিআন্] (noun) পরস্পরিক সংসর্গিতা (বিশেষত খ্রিস্টানদের বিভিন্ন গির্জা-সংগঠনের মধ্যে); অন্যোন্যসংসর্গিতা।
- English Word interconnect Bengali definition [ইন্টার্কানেকট্] (verb transitive) পরস্পরসংযুক্ত। অন্যোন্যসংযুক্ত করা। interconnected অন্যোন্যসংযুক্ত। interconnection (noun) অন্যোন্যসংযোগ।
- English Word intercontinental Bengali definition [ইন্টাকন্টিনেন্টল্] (adjective) অন্তর্মহাদেশীয়: intercontinental ballistic missiles, অন্তর্মহাদেশীয় দূরবেধী ক্ষেপণাস্ত্র।
- English Word intercourse Bengali definition [ইন্টাকোস্] (noun) [uncountable noun] (১) সংসর্গ; পরস্পর সংসর্গ; মেলামেশা; সম্পর্ক; লোকব্যবহগার; লোকসংসর্গ; আদানপ্রদান; লেনদেন: commercial intercourse. (২) (sexual) intercourse সংগম; যৌনমিলন; সহবাস; মৈথুন; রতিক্রিয়া; রমণ।
- English Word interdenominational Bengali definition [ইন্টাডিনমিনেইশ্ন্ল্] (adjective) মেথডিস্ট; ব্যাপ্টিস্ট, ক্যাথলিক প্রভৃতি বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের মধ্যে সাধারণ বা সমভাবে বিদ্যমান, অন্তর্মাগীয়।