• Bengali Word in 1 English definition [ইন্‌] (adverbial particle) (out-এর বিপরীত) ১ (বহু ক্রিয়াপদের সঙ্গে ব্যবহৃত হয়; এদের কতকগুলির অর্থ স্বতঃস্পষ্ট; যেমন, come in (enter), আবার কতকগুলির অর্থ স্বতঃস্পষ্ট নয়, যেমন give in (=surrender); ঐসব ক্রিয়াপদ দ্রষ্টব্য)।
      (২) be in (ক) বাড়িতে থাকা: I’ll not be in until ৪ o’clock. (খ) আসা; এসে পৌঁছা: The train is not in yet. (গ) (ফসল সম্বন্ধে) সংগৃহীত/গোলাজাত হওয়া The rice crop is safely in. (ঘ) প্রাপণীয় হওয়া; Mangoes are in now, বাজারে উঠেছে; পাওয়া যাচ্ছে। (ঙ) ঢল হওয়া: Bell-bottomed trousers are in again. (চ) নির্বাচিত/ক্ষমতাসীন হওয়া: The Democrats are in. (ছ) জ্বলা: The fire is still in. (ঝ) (ক্রিকেট, বেসবল) ব্যাট করা: The local team is in. (৩) be in for something (ক) (বিশেষত কোনো অপ্রীতিকর) সম্ভাব্য অভিজ্ঞতার মুখোমুখি হওয়া: We are in for an unpleasant surprise, আমরা বোধ করি একটা অপ্রীতিকর চমকের সম্মুখীন। (খ) যোগ দেওয়া; অংশ নেওয়া: She is in for the 100 meters sprint. have it in for somebody প্রতিশোধ নিতে অধীর হওয়া। be in on something (কথ্য) যোগ দেওয়া; শরিক হওয়া: Do you like to be in on this project? day in, day out; week in, week out; year in, year out একটানা দিনের পর দিন; সপ্তাহের পর সপ্তাহ; বছরের পর বছর। in and out একবার ভিতরে; একবারে বাইরে: The old man is always in and out of hospital, (বারবার অসুস্থ হয়ে) কেবলই হাসপাতালের ভিতর-বাইর করছেন। be (well) in with somebody কারো সঙ্গে সম্পর্ক গড়ে তোলা (এবং তার বন্ধুত্ব থেকে সম্ভবমতো লাভবান হওয়া)। (৪) (বিশেষ্যের আগে): ভেতরকার; আভ্যন্তর; অন্তর্বর্তী: an in-hospital patient, অভ্যন্তর-রোগী-চিকিৎসাকালে যে রোগী হাসপাতালে অবস্থান করে (out-patient-এর বিপরীত)।
    • Bengali Word in 2 English definition [ইন্‌] (preposition(al)) (বহু (noun(s) ও 'verb(s)' -এর সহযোগে in-এর প্রয়োগ ঐসব 'noun' ও 'verb'-এর ভুক্তিতে দ্রষ্টব্য, যেমন 'in print', in memory, fall in an examination).
      (১) (স্থান সম্বন্ধে; at 'দ্রষ্টব্য) -এ, -য়, -তে: in the world; in London; in the village; in the country; in the sky; in town; sitting in the corner of the room (তুলনীয় at the seaside); lying in bed (তুলনীয় Sitting on the bed) in an arm-chair (তুলনীয় on a chair without arms). (২) (দিকনির্দেশনায়) - এ: in this/that direction; ৩ (গতি বা কাজের দিক-সূচক; into দ্রষ্টব্য) –এ ইত্যাদি: break in two. He put his hands in his pocket. She fell in love. (৪) (সময় সম্বন্ধে: সেই সময়) -এ ইত্যাদি: in the 20th c; in the reign of, in autumn etc; in his youth; in the morning etc (তুলনীয় on Sunday morning); at 9 o’clock in the night (তুলনীয় at night); in the beginning; in the day time; in the past/(the) future; in the hour of joy/death etc; She was a beauty in her days, যৌবনকালে; He has known many celebrities in his time, জীবদ্দশায়; The town was a quiet little place in my time, আমি যখন সেখানে ছিলাম। (৫) (সময় সম্বন্ধে) -এর মধ্যে/ভেতরে: in a moment; in a short time/a few days (তুলনীয় in time). (৬)(অন্তর্ভুক্তি -সূচক) -এ ইত্যাদি: 2 4 hours in a day; 2 pints in a quart; a woman in her forties, চল্লিশের কোঠায় বয়স (৪০ থেকে ৪৯ বছর); in the early twenties of this century, বিশের দশকের গোড়ার দিকে (১৯২০ থেকে ২৪ বা ২৫)। There is 20 percent sales tax in the bill, ২০% বিক্রয় করে অন্তর্ভুক্ত। (৭) (অনুপাত-সূচক) -এ; এর মধ্যে; প্রতি… এ: a slope/gradient of one in five. Only two in fifteen candidates could answer the question. (৮) (পোশাকপরিচ্ছদ) পরিহিত: dressed in tattered clothes; the woman in white, শুভ্রবসনা; a prisoner in chains, হাতকড়া-পরানো বন্দি। (৯) (পারিপার্শ্বিক, পরিস্থিতি ইত্যাদির সূচক) ইত্যাদি: in an accident; in arms; sleep in the open; in the dark. (১০) (অবস্থা-দশা-সূচক:in good health; in his sleep; in despair; in secret; in debt; in doubt; in fun/jest/joke; in ruins; in earnest; in tears. (১১) (আকার, রূপ ও বিন্যাসসূচক): a novel in four parts; in appearance; in good order; packed in bundles of five; sitting in rows; dancing in a ring; in alphabetical order. (১২) (প্রকাশের পদ্ধতি, মাধ্যম, উপায়, উপকরণ ইত্যাদি সূচক): in German; in this manner/way; in print; in round figure; in a word. (১৩) (বিস্তার ও মান-সূচক): in part; in some measure; in great number; in great strength; in all মোট; সর্বসাকুল্যে। ১৪ (একাত্মতা-সূচক) We have lost a great friend in him, তার মৃত্যুতে আমরা একজন অভিন্নহৃদয় বন্ধু হারিয়েছি। (১৫) (সম্পর্ক, সম্বন্ধ ও সম্মানসূচক) : five metres in length/depth/height; in some/all respects; week in intelligence; deficient in courage; a country rich/poor in minerals. (১৬) (পেশা, কার্যকলাপ ইত্যাদিসূচক) He is in the civil service/ in business. He was killed in action, যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। (১৭) (in + noun + preposition(al) প্যাটার্নের অসংখ্য prepositional phrase- এ ব্যবহৃত হয়, যেমন) in defence of; in exchange for; in remembrance of; in obedience to. সংশ্লিষ্ট (noun) দ্রষ্টব্য। (১৮) in camera (আইন সম্বন্ধীয়) বিচারকের একান্ত কক্ষে; প্রকাশ্য বিচারসভায় নয়; (কথ্য) গোপনে in that যেহেতু; কেননা; কারণ: Children should not be given too much freedom in that they may misuse it. in as/so far as যতটা…ততটা: He is a Russian in so far as he was born in Russia, but be become a French citizen in 1 9 20. in itself প্রকৃতিগতভাবে; নিরঙ্কুশভাবে; সর্বস্ব; অনন্য সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দেখলে; এমনিতে: Horse-racing is not bad in itself.
    • Bengali Word in 3 English definition [ইন্] (noun) (কেবল) the ins and (the) outs (ক) ক্ষমতাসীন ও ক্ষমতাচ্যুত (রাজনৈতিক) দল।
      (খ) বিভিন্ন অংশ; খুঁটিনাটি ও জটিলতা; নাড়িনক্ষত্র।
    • Bengali Word inability English definition [ইনাবিলাটি] (noun) [uncountable noun] inability (to do something) অক্ষমতা; অসামর্থ্য; অপারগতা।
    • Bengali Word inabsentia English definition [ইন্‌অ্যাবসেন্‌শিআ] (adverb) অনুপস্থিতিতে।