I পৃষ্ঠা ২০
- English Word inmost Bengali definition [ইন্মোউস্ট্] (adjective) সর্বাধিক অন্তর্মুখী; উপরিতল থেকে সর্বাধিক দূরবর্তী; অন্তরতম; অন্তরতমস্থ; অভ্যন্তরস্থ: my inmost feelings.
- English Word inn Bengali definition [ইন্] (noun) পান্থশালা; সারাই; উত্তরণশালা চটি। দ্রষ্টব্য hotel. innkeeper (noun) সরাইওয়ালা; উত্তরণ গৃহপতি; চটির মলিক। (২) inn of Court ব্যবহারজীবীর পেশা গ্রহণের অধিকার দানের অনন্য ক্ষমতাসম্পন্ন লন্ডনস্থ চারটি ব্যবহারজীবীর সমিতির যেকোনো একটি। দ্রষ্টব্য bar 1(১২).
- English Word innards Bengali definition [ইনাড্জ্] (noun) (plural) (কথ্য) (১) জঠর ও অন্ত্র; নাড়িভুঁড়ি। (২) যেকোনো আভ্যন্তর অংশ।
- English Word innate Bengali definition [ইনেইট্] (adjective) (গুণ ইত্যাদি) সহজাত; সহজ; নিজ; স্বভাবজ; অন্তর্জাতা: innards love of beauty. innately (adverb) সহজাতভাবে; স্বভাবত; সহজভাবে।
- English Word innavigable Bengali definition [ইনন্যাভিগাব্ল্] (adjective) নৌ-চলাচলের অযোগ্য; অনাব্য।
- English Word inner Bengali definition [ইনা(র্)] (adjective) আন্তর; আভ্যন্তর; অভ্যন্তর-; অন্তর-: an inner room, অন্তর্গৃহ। inner city কোনো নগরীর কেন্দ্রবর্তী বা কেন্দ্রের নিকটবর্তী প্রাচীনতম অংশসমূহ; অন্তর্নগরী। inner tube টায়ারের ভিতরে বায়ুপুরিত গোলাকার টিউব; আভ্যন্তর টিউব। the inner man (ক) (দেহের সঙ্গে বৈপরীতাক্রমে) কারো মন বা আত্মা; ভিতরের মানুষ; অন্তঃপুরুষ। (খ) (কৌতুকাত্মক) উদর; ভিতরের মানুষ: satisfy the inner man. innermost [ইনা(র্)মৌস্ট্] (adjective) = inmost.
- English Word inning Bengali definition [ইনিঙ্] (noun) (১) (বেইসবল) খেলার সময়-বিভাগ, যে সময়ে দুটি দলের একটি ব্যাট করে; ইনিং। (২) innings (singular verb) (ক্রিকেট) কোনো খেলোয়াড় বা দল যে সময় ধরে ব্যাট করে; ইনিংস; (লাক্ষণিক) (রাজনৈতিক দল ইত্যাদির) ক্ষমতাধিকারকাল; সক্রিয় কর্মজীবন: have a good innings, (কথ্য) দীর্ঘ, সুখী জীবনের অধিকারী হওয়া।
- English Word innocent Bengali definition [ইনোস্ন্ট্] (adjective) (১) innocent (of) নিরপরাধ; নির্দোষ: innocent of the charge/accusation. (২) নির্দোষ; নির্মল: innocent amusements. (৩) পাপ বা অপরাধ সম্বন্ধে বোধহীন; অপাপবিদ্ধ; নিষ্পাপ; অদুষ্টদোষ; নির্মালচিত্ত: as innocent as a newborn babe. (৪) মূঢ়োচিত সরল; সরলমতি; She is so innocent that she didn’t suspect anything. □ (noun) সরলচিত্ত/নিষ্পাপব্যক্তি, বিশেষ শিশু, শুচিজন; নিরপরাধী। innocently (adverb) অপাপবিদ্ধভাবে, সরলান্তঃকরণে, সরলচিত্তে ইত্যাদি innocence [ইনোস্সান্স্] (noun) [uncountable noun] অপাপবিদ্ধতা; অপরাধশূন্যতা; নিষ্পাপতা; নিরপরাধতা; নিদ্যোষত্ব; নিষ্কলঙ্কত্ব;।
- English Word innocuous Bengali definition [ইনকিউআস্] (adjective) অনপকারী; নির্বিষ: innocuous snakes/drugs.
- English Word innovate Bengali definition [ইনাভেইট্] (verb intransitive) পরিবর্তন আনা বা সাধন করা; নতুন কিছু (যেমন ভাব, রীতি, ব্যবহার) প্রবর্তন করা। innovator [ইনাভেইটা(র)] [noun] (নতুন কিছুর) প্রবর্তায়িতা; নব্যতার প্রবর্তক। innovation [ইনাভেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] নব্যতাপ্রবর্তন; নূতন প্রবর্তন; নূতন রীতি; নবরীতি; নবমার্গ; নবধারা; নবব্যবহার: technical innovations in poetry.
- English Word innuendo Bengali definition [ইনউএন্ডোউ] (noun) (plural innuendoes) [ইনউএন্ডোউজ্) বক্রোক্তি; ব্যঙ্গোক্তি; ব্যঙ্গ; ছেকোক্তি; কটাক্ষ; শ্লেষ।
- English Word innumerable Bengali definition [ইনিউমারাব্ল্ America(n) ইনূমারাব্ল্] (adjective) অগণনীয়; অগণ্য; অসংখ্যেয়; অসংখ্য; অগণিত; সংখ্যতীত।
- English Word inoculate Bengali definition [ইনাকিউলেইট্] (verb transitive) inoculate somebody (with something) (against something) টিকা দেওয়া: inoculate somebody against smallpox; (লাক্ষণিক) মতামত ইত্যাদিতে মন পূর্ণ করা সংক্রমিত করা: inoculated with noxious doctrines. inoculation [ইনকিউ্যলেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] টিকাদান; টিকা।
- English Word inoffensive Bengali definition [ইনাফেন্সিভ্] (adjective) নিরীহ; নিরীহ; নির্বিরোধ; অপরদ্রোহী; নিরপরাধ: an inoffensive remark/person.
- English Word inoperable Bengali definition [ইন্অপারাবল্] (adjective) (অর্বুধ, স্ফোটক ইত্যাদি) অস্ত্রোপচারের অসাধ্য।
- English Word inoperative Bengali definition [ইন্অপারাটিভ্] (adjective) (আইন, বিধি ইত্যাদি) কার্যকারিতাহীন; বলবত্তাহীন; অচল।
- English Word inopportune Bengali definition [ইন্অপাটিউন America(n) ইন্অপাটূন] (adjective) (বিশেষত সময়) অনুচিত; অনুপযোগী; অসময়োচিত; অসময়োপযোগী: at an inopportune moment, অসময়ে। inopportunely (adverb) অসময়োচিতভাবে ইত্যাদি।
- English Word inordinate Bengali definition [ইনোডিনাট্] (adjective) (আনুষ্ঠানিক) অসংযত; অপরিমিত; আত্যন্তিক: inordinate passions; inordinate demands. inordinately (adverb) অসংযতভাবে ইত্যাদি।
- English Word inorganic Bengali definition [ইনোগ্যানিক্] (adjective) (১) অজৈব: inorganic chemistry, অজৈব রসায়ন। (২) স্বাভাবিক বৃদ্ধিজনিত নয় এমন; অজৈব: an inorganic form of society. inorganically [ইনোগ্যানিক্লি] (adverb) অজৈবভাবে।
- English Word inpatient Bengali definition [ইন্পেইশন্ট্] (noun) চিকিৎসাগ্রহণকালে হাসপাতালে অবস্থানকারী রোগী; আন্তঃরোগী।
- English Word input Bengali definition [ইন্পুট্] (noun) [uncountable noun] input (to) যা ঢোকানো বা সরবরাহ করা হয় যেমন প্রক্রিয়াজাত করার জন্য কম্পিউটারে প্রবিষ্ট উপাত্তে কিংবা যন্ত্র চালানোর জন্যে শক্তির জোগান। দ্রষ্টব্য output(৩) (নির্যাত) input device (noun) একটি স্মৃতিকোষ (memory store) থেকে কম্পিউটারে উপাত্ত স্থানান্তরিত করার যন্ত্র; সম্ভরণকৌশল।
- English Word inqilab Bengali definition [ইন্কিলাব্] (অপিচ inquilab [ইন্কিলাব্]) (noun) [countable noun, uncountable noun] অভ্যুত্থান দীর্ঘজীবী হোক: Inqilab Zindabad. অভ্যুত্থান দীর্ঘজীবী হোক।
- English Word inquest Bengali definition [ইন্কোয়েস্ট্] (noun) inquest (on) তথ্য জানার জন্য সরকারি অনুসন্ধান, বিশেষত যে মৃত্যু স্বাভাবিক কারণে নাও হতে পারে তার সম্বন্ধে অনুসন্ধান; বৃত্তান্তবিচার।
- English Word inquietude Bengali definition [ইন্কোয়াইআটিঊড্] America(n) [ইন্কোয়াইআটূড] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) উদ্বেগ; উদ্বিগ্নতা; অস্বস্থতা; ব্যাকুলতা; অস্থিরতা; অশান্তচিত্ততা।
- English Word inquire Bengali definition [ইন্কোয়াইআ(র্)] (verb transitive), (verb intransitive) inquire something (of somebody) প্রশ্ন/জিজ্ঞাসা/অনুসন্ধান করা; জানতে চাওয়া: inquire a person’s name; inquire what a person wants/at the booking office; inquire of somebody the reason of something. inquire about/concerning/upon তথ্য/খবর জানতে চাওয়া: inquire about trains to Liverpool. inquire after (কারো স্বাস্থ্য বা কুশল) জানতে চাওয়া; প্রশ্ন করা। inquire for (দোকানের পণ্য) চাওয়া দেখতে চাওয়া; দেখা করতে চাওয়া: inquire for a book in a shop; inquire for the manage. inquire into অনুসন্ধান/তদন্ত করা: The department will inquire into the matter. inquirer (noun) প্রশ্নকারী; অনুসন্ধাতা; তদন্তকারী। inquiring (adjective) জিজ্ঞাসু; অনুসন্ধিৎসু; জানেচ্ছু: an inquiring mind; inquiring looks. inquiringly (adverb) জিজ্ঞাসুভাব।
- English Word inquiry Bengali definition [ইন্কোয়াইআরি America(n) ইনকোয়ারি] (noun) (plural inquiries) (১) [uncountable noun] জিজ্ঞাসা; অনুসন্ধান; প্রশ্ন: learn something by inquiry. on inquiry জিজ্ঞাসাক্রমে। court of inquiry (সামরিক) (কারো বিরুদ্ধে আনীত অভিযোগ সম্বন্ধে) তদন্তসভা। [countable noun] প্রশ্ন; তদন্ত: make inquiries about somebody or something; hold an official inquiry into something.
- English Word inquisition Bengali definition [ইন্কোয়িজিশ্ন্] (noun) (১) [uncountable noun, countable noun] পুঙ্খানুপুঙ্খ তল্লাশি বা অনুসন্ধান; (বিশেষত বিচারবিভাগীয় বা সরকারি) সংবীক্ষণ। (২) the Inquisition (the Holy office নামেও পরিচিত) (বিশেষত ১৫শ ও ১৬শ শতকে) প্রতিষ্ঠিক ধর্মমত থেকে বিচ্যুতি দমন এবং নিষিদ্ধ পুস্তকের তালিকা প্রণয়নের জন্য রোমের গির্জা কর্তৃক নিযুক্ত বিচারসভা; ধর্মবিচারসভা।
- English Word inquisitive Bengali definition [ইন্কোয়িজাটিভ্] (adjective) (বিশেষত অন্যের ব্যাপারে) কৌতূহলী; কৌতূতলাম্বিত। inquisitively (adverb) কৌতূহলভরে; সকৌতুলে। inquisitiveness (noun) কৌতূহল; কৌতূহলপরতা।
- English Word inquisitor Bengali definition [ইন্কোয়িজিটা(র্)] (noun) অনুসন্ধাতা; তদন্তকর্তা; (বিশেষত) ধর্মবিচারণসভার সভাসদ (Inquisition (২) দ্রষ্টব্য); সংবক্ষিক। inquisitorial [ইন্কোয়িজিটোরিআল্] adjective সংবীক্ষণিক; অনুসন্ধায়ী; সংবীক্ষকোচিত।
- English Word inroad Bengali definition [ইন্রোউড্] (noun) (বিশেষত কোনো দেশে লণ্ঠনের উদ্দেশ্যে) অতর্কিত হামলা; উপদ্রব। make inroads on/upon উপদ্রব/হামলা করা: make inroads upon one’s leisure time/one’s savings.