I পৃষ্ঠা ২৩
- English Word instruction Bengali definition [ইন্সট্রাক্শ্ন্] (noun) (১) [uncountable noun] শিক্ষা; শিক্ষণ: in geography; give/receive instruction. (২) (plural) নির্দেশ; আদেশ; উপদেশ; give somebody instructions to start at once; instructions (= coded commands) to a computer. instructional [ইন্সট্রাক্শান্ল্] (adjective) শিক্ষণমূলক: instructional films (যেমন শিল্পের) প্রক্রিয়াদিসম্পৃক্ত ছায়াছবি।
- English Word instructive Bengali definition [ইন্স্ট্রাকটিভ্] (adjective) শিক্ষাকর; শিক্ষাপ্রদ; শিক্ষামূলক: books. instructively (adverb) শিক্ষাপ্রদভাবে।
- English Word instrument Bengali definition [ইন্স্ট্রুমান্ট্] (noun) [countable noun] (১) কার্যসাধনের হাতিয়ার বিশেষত সূক্ষ্ম বা বৈজ্ঞানিক কাজের যন্ত্রপাতি: optical instruments, দৃষ্টির সহায়তাকারী যন্ত্রপাতি; (যেমন অণুবীক্ষণ, দূরবীক্ষণ ইত্যাদি) : surgical instruments, শল্যোপচারযন্ত্র (যেমন scalpel বা ছুরিকা। তুলনীয় শ্রমিক ও কারুকর্মীদের tools)। (২) বাদ্যযন্ত্র। (৩) নিজ উদ্দেশ্য সফল করতে ব্যবহৃত অন্যব্যক্তি; নিমিত্তক: be made the instrument of another’s crime. (৪) আনুষ্ঠানিক (বিশেষত আইনসম্মত) দলিল; সাধনপত্র: instrument of abdication. instrumentation [ইন্স্ট্রুমেন্টেইশ্ন্] (noun) [uncountable noun] (১) ঐকতানসংগীতে বিভিন্ন বাদ্যযন্ত্রের জন্য সংগীতের বিন্যাস। (২) বৈজ্ঞানিক যন্ত্রপাতির বিকাশসাধন ও উৎপাদন; যন্ত্রোৎপাদন।
- English Word instrumental Bengali definition [ইন্স্ট্রুমেন্ট্ল্] (adjective) (১) উপায়ভূত; নিমিত্তস্বরূপ; কারণীভূত: be instrumental in signing an agreement. (২) বাদ্যযন্ত্রবিষয়ক: instrumental music, বাদ্যসংগীত; যন্ত্রসংগীত। instrumentalist [ইন্স্ট্রুমেন্টালিস্ট্] (noun) যন্ত্রী; বাদ্যযন্ত্রী; যন্ত্রশিল্পী। instrumentality [ইন্স্ট্রুমেন্ট্যালাটি] (noun) [uncountable noun] নিমিত্তত্ব: by the instrumentality of, উপায়ে; কল্যাণে; দ্বারা।
- English Word insubordinate Bengali definition [ইন্সাবোডিনাট্] (adjective) অবাধ্য; অবিনীত। insubordination [ইন্সাবোডিনেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] অবাধ্যতা; অবশ্যতা।
- English Word insubstantial Bengali definition [ইন্সাব্স্ট্যান্শ্ল্] (adjective) insubstantial ১ অবাস্তব; অসার; নিঃসত্ত্ব; অলীক: an insubstantial vision. (২) অমূলক; অসত্য; ভিত্তিহীন: an insubstantial accusation.
- English Word insufferable Bengali definition [ইন্সাফ্রাব্ল্] (adjective) অত্যুদ্ধত; অসহনীয়রূপে আত্মাভিমানী; অসহনীয়; অসহ্য; দুঃসহ: insufferable insolence.
- English Word insufficient Bengali definition [ইন্সাফিশ্ন্ট্] (adjective) অপর্যাপ্ত; অপ্রতুল; অপ্রচুর। insufficiently (adjective) অপর্যাপ্তভাবে ইত্যাদি। insufficiency [ইন্সাফ্ন্সি] (noun) অপর্যাপ্ততা; অপ্রতুলতা; ন্যূনতম; অপ্রাচুর্য।
- English Word insular Bengali definition [ইন্সিউলা(র্) America(n) ইন্সালার্] (adjective) (১) দ্বীপসংক্রান্ত। an insular climate. (২) দ্বীপবাসী সম্বন্ধী বা দ্বীপবাসীসদৃশ। (বিশেষত) সংকীর্ণচিত্ত: insular mentality, আত্মকেন্দ্রিক মনোভাব। insularism [ইন্সাল্যারিজাম্], insularity [ইন্সিউল্যারাটি America(n) ইন্সাল্যারাটি] (noun(s) [uncountable noun] সংকীর্ণচিত্ততা; গ্রাম্যতা।
- English Word insulate Bengali definition [ইনসিউলেইট্ America(n) ইনসালেইট্] (verb transitive) insulate (from) (১) তাপের অপচয়-নিবারণ, বিদ্যুতের চলাচল নিবারণ ইত্যাদি উদ্দেশ্যে অপরিবাহী বস্তুর দ্বারা আবৃত বা বিচ্ছিন্ন করা; অন্তরিত করা: insulate a cooking-stove with asbestos; insulating tape. (২) বিমুক্ত/বিশ্লিষ্ট/বিচ্ছিন্ন/অন্তরিত/দূরে রাখা: children carefully insulated from harmful experiences. insulated (adjective) অন্তরিত; অনন্যসংলগ্ন; অনন্যসংযুক্ত। insulator [ইনসিউলেটা(র্)] (noun) [countable noun] অন্তরিত করতে ব্যবহৃত পদার্থ বা কৌশল, বিশেষত অনাবৃত বৈদ্যুতিক তারের ধারক; চীনামাটির তৈরি যান্ত্রিক কৌশলবিশেষ; অন্তরক। insulation [ইন্সিউলেইশ্ন্ America(n) ইন্সালেইশ্ন্] (noun) [uncountable noun] অন্তরণ; অনন্যসংযোগ; অন্তরণসামগ্রী।
- English Word insulin Bengali definition [ইন্সিউলিন্ America(n) ইন্সালিন্] (noun) [uncountable noun] বহুমূত্র রোগের চিকিৎসায় ব্যবহৃত ভেড়ার অগ্ন্যাশয় থেকে প্রস্তুত পদার্থবিশেষ (একটি হরমোন); ইনসুলিন।
- English Word insult Bengali definition [ইন্সাল্ট্] (verb transitive) অপমান/অবমাননা/অসম্মান/অমর্যাদা করা। □ (noun) [ইন্সালট্] [countable noun, uncountable noun] অপমান; অসম্মান; অবমাননা; অবধারণ; অমর্যাদা। insulting (adjective) অপমানজনক; অবমাননাকর; অসম্মানজনক; অমর্যাদাকর। insultingly (adverb) অপমানজনকভাবে ইত্যাদি।
- English Word insuperable Bengali definition [ইন্সিউপ্রাব্ল্ America(n) ইন্সূপ্রাব্ল্] (adjective) (বাধা, বিঘ্ন ইত্যাদি) অনতিক্রম্য; দুর্লঙ্ঘ্য; insuperable barriers.
- English Word insupportable Bengali definition [ইন্সাপোটাব্ল্] (adjective) অসহ্য; অসহনীয়; দুঃসহ; দুর্বহ; অসহ।
- English Word insurance Bengali definition [ইন্শুআরান্স্] (noun) (১) [uncountable noun] বিমা। (২) [uncountable noun] বিমার অর্থ/কিস্তি: How much do you pay in insurance? বিমা বাবদ। insurance policy (noun) বিমাচুক্তি; বিমাপত্র। (৩) [countable noun] বিমাচুক্তি: He has two insurances. (৪) লোকসান, অসাফল্য ইত্যাদির বিরুদ্ধে যেকোনো রকম রক্ষামূলক ব্যবস্থা; রক্ষাকবচ।
- English Word insure Bengali definition [ইন্শুআ(র্)] (verb transitive) insure (against) বিমা করা: insure oneself/one’s life for £ 50,000. the insured বিমাকৃত ব্যক্তি (অর্থাৎ বিমার অর্থ যিনি পাবেন)। the insurer বিমাকারক (অর্থাৎ মৃত্যু; ক্ষতি ইত্যাদি ক্ষেত্রে যে ব্যক্তি বা কোম্পানি বিমার অর্থ পরিশোধের দায়িত্ব নেন)। the insurant [ইন্শুআরান্ট্] (আইন সম্বন্ধীয়) বিমাগ্রহীতা (বিমার কিস্তি যিনি শোধ করেন)।
- English Word insurgent Bengali definition [ইন্সাজানট্] (adjective) (predicative(ly)) বিরল) বিদ্রোহী; অভ্যুত্থানকারী: insurgent troops. □ (noun) বিদ্রোহী সৈন্য।
- English Word insurmountable Bengali definition [ইন্সামাউন্টাব্ল্] (adjective) (বাধাবিপত্তি) অলঙ্ঘ্য; দুর্জয়; অজেয়; অনতিক্রম্য; দুস্তর।
- English Word insurrection Bengali definition [ইন্সারেক্শ্ন্] (noun) [uncountable noun, countable noun] বিদ্রোহ; অভ্যুত্থান; প্রজাবিদ্রোহ; গণঅভ্যুত্থান।
- English Word insusceptible Bengali definition [ইন্সাসেপটাব্ল্] (adjective) সহজে সাড়া দেয় না বা গ্রহণ করে না এমন; অগ্রাহী; বোধশূন্য: insusceptible to kind treatment/flattery; insusceptible to pain. insusceptibility [ইনসাসেপ্টাবিলাটি] (noun) অগ্রাহিতা; বোধশূন্যতা।
- English Word intact Bengali definition [ইন্ট্যাক্ট্] (adjective) অক্ষত; অখণ্ড; অস্পষ্ট; অক্ষুণ্ণ।
- English Word intaglio Bengali definition [ইন্টা:লিওউ] (noun) (plural intaglios [ইন্টা:লিওউজ্]) [uncountable noun] (ইতালীয়) (১) গভীর করে খোদাই। (২) [countable noun] ধাতু বা পাথর কেটে অঙ্কিত মূর্তি বা নকশা, উক্তরূপ মূর্তি বা অঙ্কিত রত্ন; উৎকীর্ণরত্ন। দ্রষ্টব্য cameo.
- English Word intake Bengali definition [ইন্টেইক্] (noun) (১) [countable noun] নল, প্রণালি ইত্যাদির যেস্থানে পানি, গ্যাস প্রভৃতি ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়; প্রবেশপথ: air-intake of an aeroplane. (২) [countable noun, uncountable noun] (একটা নির্দিষ্ট সময়ের মধ্যে) গৃহীত প্রবেশিত সংখ্যা, পরিমাণ ইত্যাদি; গ্রহণ; আদান; প্রবেশন; ভরতি: an annual intake of 20,000 men (যেমন সেনাবাহিনীতে)। (৩) [countable noun] (খনিতে) বায়ুপ্রবেশপথ। (৪) বিল বা সমুদ্র থেকে উদ্ধারকৃত জমি।
- English Word intangible Bengali definition [ইন্ট্যান্জাব্ল্] (adjective) ধরা বা ছোঁয়া যায় না এমন; স্পর্শাতীত; অস্পর্শনীয়, (বিশেষত) বুদ্ধির অগম্য; দুরধিগম্য: intangible ideas; intangible asserts, (ব্যবসা) যে সম্পত্তি পরিমাপ করা যায় না (যেমন সুনাম); অপরিমাপ্য সম্পদ। intangibility [ইনট্যানজাবিলাটি] (noun) অস্পর্শনীয়তা; দুরধিগম্যতা; অমাপ্যতা।
- English Word integer Bengali definition [ইন্টিজা(র্)] (noun) পূর্ণসংখ্যা (ভগ্নাংশ নয়)।
- English Word integral Bengali definition [ইন্টিগ্রাল্] (adjective) (১) সম্পূর্ণতার জন্য অপরিহার্য; অবিচ্ছেদ্য। (২) সমগ্র; সম্পূর্ণ; অখণ্ড। (৩) (গণিত) পূর্ণসংখ্যা বিষয়ক বা পূর্ণসংখ্যা দ্বারা সূচিত; পূর্ণরাশিক: integral calculus, সমাকলন। দ্রষ্টব্য calculus. integrally [ইন্টিগ্রালি] (adverb) অবিচ্ছেদ্যভাবে, অখণ্ডরূপে, গোটা ইত্যাদি।
- English Word integrate Bengali definition [ইন্টিগ্রেইট্] (verb transitive) (১) (বিভিন্ন অংশ নিয়ে) সমগ্রতাসাধন করা; (যা অসম্পূর্ণ বা অপূর্ণাঙ্গ তাকে) সম্পূর্ণতা দান করা; সংহত করা: an integrated personality, যে ব্যক্তিত্বের শারীরিক, মানসিক ও আবেগিক উপাদানসমূহের মধ্যে পূর্ণ সামঞ্জস্য বিরাজ করে; অখণ্ড/|সুসংহত/সুডৌল বক্তিত্ব। integrated circuit (noun) একটিমাত্র টুকরা (যেমন সিলিকন) দিয়ে তৈরি অতিক্ষুদ্র বিদ্যুৎচক্র; অখণ্ড বিদ্যুৎচক্র। (২) বিভিন্ন গোষ্ঠী বা জাতিসত্তার মিশ্রণের দ্বারা সমতা অর্জন বা সাধন করা; অঙ্গীভূত করা বা হওয়া। integration [ইন্টিগ্রেইশ্ন্] (noun) [uncountable noun] অঙ্গীভূতকরণ; একাঙ্গীভবন; একাঙ্গীকরণ।
- English Word integrity Bengali definition [ইন্টেগ্রাটি] (noun) [uncountable noun] (১) চারিত্রিক সরলতা ও সততা; অখন্ডতা; অভেদ্যতা; শুদ্ধতা; সাধুতা; সত্যশীলতা: a man of integrity; commercial integrity. (২) সম্পূর্ণতা; অখন্ডতা; সমস্ততা: territorial integrity.
- English Word integument Bengali definition [ইন্টিগিউমান্ট্] (noun) (আনুষ্ঠানিক) (সাধারণত প্রাকৃতিক) বহিরাবরণ (যেমন ত্বক, তুষ, খোসা)।
- English Word intellect Bengali definition [ইন্টালেক্ট্] (noun) (১) [uncountable noun] (অনুভূতি ও সহজপ্রবৃত্তির সঙ্গে বৈপরীত্যক্রমে) বোধশক্তি ও বিচারবুদ্ধি; ধী; ধীশক্তি; মেধা: a man of intellect, সৌমেধিক। (২) (সমষ্টিগত singular বা plural-এ) মনীষী(বৃন্দ); সৌমেধিক(- গণ), ধীমান(-গণ): the intellect(s) of the age.