Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word inestimable Bengali definition [ইন্‌এস্‌টিমাব্‌ল্] (adjective) অমূল্য; অনর্ঘ্য অনর্ঘ; অপরিমেয়
  • English Word inevitable Bengali definition [ইন্‌এভিটাব্‌ল্] (adjective) (১) অনিবার্য; অপরিহার্য; অবশ্যম্ভাবী; অনতিক্রম্য(২) (কথ্য) অহরহ দেখা বা শোনা যায় বলে সুপরিচিত ও প্রত্যাশিত; অনিবার্য; অবশ্যম্ভাবী: a tourist with his inevitable camera. inevitability [ইন্এভিটাবিলাটি্] (noun) [uncountable noun] অনিবার্যতা; অবশ্যম্ভাবিতা; অনতিক্রম্যতা; অপরিহার্যতা।
  • English Word inexact Bengali definition [ইনিগ্‌জ্যাক্‌ট্] (adjective) অযাথার্থিক; অযথাযথ; অসম্যকinexactitude [ইনিগ্‌জ্যাক্‌টিটিউড্‌ America(n) ইনিগ্‌জ্যাক্‌টিটুড্‌] [noun] [uncountable noun, countable noun] অযাথার্থ; অসম্যকত্ব: terminological inexactitudes, (কৌতুকাত্মক সুভাষণরীতি) পারিভাষিক অতথ্য; অর্থাৎ মিথ্যা।
  • English Word inexcusable Bengali definition [ইনিক্‌স্‌কিউজাব্‌ল্] (adjective) ক্ষমার অযোগ্য; অমার্জনীয়; অক্ষমণীয়: inexcusable conduct/delays.
  • English Word inexhaustible Bengali definition [ইনিগজোস্‌টাব্‌ল্‌] (adjective) অফুরন্ত; অফুরান; অশেষ; অসীম: He is a man of inexhaustible energy.
  • English Word inexistence Bengali definition [ইনিগ্‌জিস্‌টান্‌স্‌] (noun) অভাব; অনস্তিত্ব; অবৃত্তিতা
  • English Word inexorable Bengali definition [ইন্‌একসারাব্‌ল্] (adjective) নিরন্তর; নির্মম; অপ্রতিরোধ্য; অননুনেয়: inexorable demands/pressure. inexorably [[ইন্‌একসারাব্‌লি] (adverb) নির্মমভাবে; অননুনেয়রূপে ইত্যাদি।
  • English Word inexpedient Bengali definition [ইনিকস্‌পীডিআন্‌ট্‌] (adjective) অনুপযোগী; অযুক্তিযুক্ত; অনুচিতinexpediency [ইনিকস্‌পীডআন্‌সি] (noun) [uncountable noun] অনুপযোগিতা; অযুক্তিযুক্ততা; অনৌচিত্য।
  • English Word inexpensive Bengali definition [ইনিক্‌স্‌পেন্‌সিভ্‌] (adjective) সস্তা; সুলভ; সুক্রেয়; কম দামিinexpensively (adverb) সস্তায়; সুলভে; কম দামে।
  • English Word inexperience Bengali definition [ইনিক্‌স্‌পিআরিআন্‌স্‌] (noun) [uncountable noun] অনভিজ্ঞতা; অপরিপক্বতাinexperienced (adjective) অনভিজ্ঞ; অপরিপক্ব।
  • English Word inexpert Bengali definition [ইন্‌এক্‌স্‌পাট্] (adjective) অদক্ষ; অবিজ্ঞ; অবিচক্ষণ; অনভিজ্ঞ; আনাড়ি: inexpert advice/guidance. inexpertly (adverb) অদক্ষরূপে; আনাড়ির মতো।
  • English Word inexpiable Bengali definition [ইন্এক্‌স্‌পিআব্‌ল্] (adjective) (আনুষ্ঠানিক) (১) (অপরাধ) প্রায়শ্চিত্তের অতীত; অশোধনীয়; অনিষ্ককরণীয়; অমার্জনীয়; অমোচনীয়(২) (ক্ষোভ, রোষ, ঘৃণা ইত্যাদি) অপ্রশম্য
  • English Word inexplicable Bengali definition [ইনিকস্‌প্রিকাব্‌ল্] (adjective) ব্যাখ্যার অতীত; অব্যাখ্যেয়
  • English Word inexplicit Bengali definition [ইনিক্‌স্‌প্লিসিট্] (adjective) অস্পষ্ট; অস্পষ্টার্থ; অপরিব্যক্ত; অনভিব্যক্তinexplicitly (adverb) অস্পষ্টভাবে; অনভিব্যক্তরূপে। inexplicitness (noun) অনভিব্যক্ততা; অস্পষ্টতা।
  • English Word inexpressible Bengali definition [ইনিক্‌স্‌প্রেসাব্‌ল্] (adjective) অবর্ণনীয়; অকথ্য; অনির্বাচ্য: inexpressible sorrow/anguish.
  • English Word inextinguishable Bengali definition [ইনিক্‌স্‌টিঙ্‌গোয়িশাব্‌ল্‌] (adjective) নেবানো বা শান্ত করা যায় না এমন; অনির্বাপ্য; অনির্বাণীয়; অপ্রশমনীয়: inextinguishable hatred.
  • English Word inextricable Bengali definition [ইনিক্‌স্‌ট্রিকাব্‌ল্] (adjective) জট ছাড়ানো যায় না এমন; অনুন্ধরণীয়; সমাধানের অতীত; ব্যাখ্যাতীত; অমোচনীয়; অমোচ্য; অচ্ছেদ্য; নিস্তার নেই এমন; অনিস্তায়: inextricable confusion/difficulties.
  • English Word infallible Bengali definition [ইন্‌ফ্যালাব্‌ল্] (adjective) (১) ভুল বা অন্যায় করতে অসমর্থ; ভুলভ্রান্তির ঊর্ধ্বে; অভ্রান্ত; অপ্রমাদী: Man is not infallible. (২) অমোঘ; অব্যর্থ: infallible remedies/cures/methods/tests. infallibility [ইন্‌ফ্যালাবিলাটি] (noun) ভুল করার সম্ভাবনা থেকে সম্পূর্ণ মুক্তি; অভ্রান্তিসত্ত্বতা: the infallibility of the Pope.
  • English Word infamous Bengali definition [ইন্‌ফামাস্] (adjective) কুখ্যাত; লজ্জাকর; ঘৃণ্য; জঘন্য; অপযশস্কর: infamous behavior; an infamous plot/traitor. infamy [ইন্‌ফামি] (noun) (১) [uncountable noun] কুকীর্তি; অপযশ; কুখ্যাতি; কলঙ্ক; প্রকাশ্য অবমাননা: hold a person up to infamy, কুকীর্তি প্রকাশ করে দেওয়া। (২) [uncountable noun] ঘৃণ্য আচরণ; [countable noun] (plural infamies) গর্হিত কার্যকলাপ; কুকীর্তি
  • English Word infancy Bengali definition [ইন্‌ফান্‌সি] (noun) [uncountable noun] (১) বাল্য; বাল্যকাল; বালত্ব; শৈশব; শিশুত্ব; (British/Britain আইন সম্বন্ধীয়) (১৮) বছরের পূর্ব পর্যন্ত বয়স; অপ্রাপ্তবয়স্কতা(২) বৃদ্ধি বা বিকাশের আদিকাল; আরম্ভ; শৈশব: the infancy of a nation.
  • English Word infant Bengali definition [ইন্‌ফান্‌ট্‌] (noun) (১) শিশু; (আইন সম্বন্ধীয়) অপ্রাপ্তব্যবহার; অপ্রাপ্তবয়স্ক(২) (attributive(ly)) শিশু: infant voice; infant food; infant-school, ৭ বছরের অনধিক বয়সের শিশুদের বিদ্যালয়;infant industries.
  • English Word infanticide Bengali definition [ইন্‌ফ্যান্‌টিসাইড্] (noun) [uncountable noun] শিশুহত্যা
  • English Word infantile Bengali definition [ইনফান্‌টাইল্] (adjective) শিশুদের পক্ষে স্বাভাবিক; শৈশব; বালকীয়; বালযোগ্য: infantile diseases, শিশুরোগ; infantile pastimes, শিশুকৌতুক; বাললীলা; infantile paralysis = poliomyelitis, অস্থিসারপ্রদাহ; শিশুবিষ্টস্ত। infantilism [ইন্‌ফ্যান্‌টিলিজাম্] (noun) [uncountable noun] দৈহিক ও মানসিক অপরিণত বা প্রতিবন্ধী অবস্থা; বালকীয়ত্ব।
  • English Word infantry Bengali definition [ইন্‌ফান্‌ট্রি] (noun) (সমষ্টিগত singular) [uncountable noun] পদাতিকবাহিনী; পদাতিকinfantryman [ইন্‌ফান্‌ট্রিমান্] (noun) (plural infantry-men) পদাতিক (সৈন্য) দ্রষ্টব্য cavalry.
  • English Word infatuate Bengali definition [ইন্‌ফ্যাচুএইট্] (verb transitive) be infatuated with/by somebody কারো প্রতি মূঢ় প্রেমে জ্ঞানশূন্য হওয়া; মোহগ্রস্ত/উন্মোহিত হওয়া; মোহে পড়া: You are infatuated with that young hussy. infatuation [ইনফ্যাচুএইশ্‌ন্‌] (noun) [uncountable noun] মোহ; সম্মোহ [countable noun] infatuate for w
  • English Word infect Bengali definition [ইন্‌ফেক্‌ট্‌] (verb transitive) infect (with) দূষিত করা; রোগ, অনুভূতি, ভাব ইত্যাদি সংক্রমিত/সঞ্চারিত করা; রোগাক্রান্ত/রোগদুষ্ট করা: infect a wound; infected with cholera. His enthusiasm infected the whole party.
  • English Word infection Bengali definition [ইন্‌ফেক্‌শ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] সঞ্চার; রোগসঞ্চার; সংক্রমণ; রোগসংক্রমণ (বিশেষত জল ও বায়ুর মাধ্যমে), দ্রষ্টব্য contagion. (২) [countable noun] সংক্রামক রোগ বা (লাক্ষণিক) প্রভাব; সংক্রমণ
  • English Word infectious Bengali definition [ইন্‌ফেক্‌শাস্‌] (adjective) (১) সংক্রামক; সাংক্রামিক। দ্রষ্টব্য contagious. (২) (লাক্ষণিক) অন্যদের দ্রুত প্রভাবিত করে এমন; অন্যদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন; সংক্রামক: infectious laughter.
  • English Word infer Bengali definition [ইন্‌ফা(র্)] (verb transitive) (inferred, inferring, infers) infer (from something) (that...) অনুমান করা; সিদ্ধান্তে আসা: We can infer from what he said that he is innocent. inference [ইন্‌ফারান্‌স্‌] (noun) (১) [uncountable noun] অনুমান; উপপত্তি; অনুমিতি: by inference, অনুমানসিদ্ধভাবে। (২) [countable noun] অনুমিতি; অনুমান; সিদ্ধান্ত: The inference is not supported by facts. inferential [ইন্‌ফারেন্‌শ্‌ল্] (adjective) অনুমানসিদ্ধ।
  • English Word inferior Bengali definition [ইন্‌ফিআরিআ(র্)] (adjective) নিকৃষ্ট; অধস্তন; ন্যূন; হীন: inferior goods/workmanship; an inferior officer/court of law; make somebody feel inferior. □ (noun) অধস্তন ব্যক্তি। inferiority [ইন্‌ফিআরিঅরাটি America(n) ইন্‌ফিআরিওরাটি] (noun) inferiority complex হীনমন্যতাবোধ।