H পৃষ্ঠা ৭
- English Word have 3 Bengali definition [উচ্চারণের জন্য (have 2) দ্রষ্টব্য] (Verb transitive) (১) have to do something [have to: হ্যাফ্ টা; has to: হ্যাস্ টা; had to: হ্যাট্ টা;] প্রয়োজন বাধ্যবাধকতা প্রকাশক: I have to go there. You don’t have to attend today’s meeting. (প্রদত্ত উদাহরণে লক্ষণীয় অর্থসমূহে ব্যবহৃত): Do you often have colds? তোমার কি প্রায়ই সর্দি লাগে? Have you (got) a cold now? তোমার কি এখন সর্দি লেগেছে। Do you have much time for reading? তুমি কি পড়াশুনা করার যথেষ্ট সময় পাও? Have you (got) time to read these notes? এই নোটগুলো পড়ার মতো সময় কি তোমার (হাতে) আছে? Has your cat (got) any kittens now? তোমার বিড়ালের কি এখন বাচ্চা আছে? How often does your cat have kittens? তোমার বিড়াল কখন-কখন বাচ্চা দেয়? Can you have the boy for a couple of days? ছেলেটিকে দিন দুয়েকের জন্য দেখে রাখতে পারবে?
- English Word have 4 Bengali definition [উচ্চারণের জন্য (have 2) দ্রষ্টব্য] non-anom verb ১ (খাবার বা পানীয় হিসেবে) গ্রহণ করা; পাওয়া: There was nothing to be had, পাওয়ার কিছুই ছিল না; Did you have breakfast? What shall we have for lunch? (২) (noun সহযোগে ব্যবহার্য, যাতে have ও উল্লেখিত noun এই noun -এর সঙ্গে অভিন্ন ক্রিয়ার সমর্থক হয়); have a walk; have rest. Let me have a look. Do you ever have dreams? তুমি কি কখনো স্বপ্ন দেখ? (৩) অভিজ্ঞতা লাভ করা; সহ্য করা বা ভোগ করা: I didn’t have much difficulty. Did you have a pleasant trip? Let him/them have it, (অপশব্দ) ঠেলা বুঝুক; উচিত শাস্তি পাক। have had it (অপশব্দ) কপাল মন্দ হওয়া; ভেস্তে যাওয়া: Here come the police- well, we’ve had it! (৪) have something done কোনোকিছু করানো: I must have my shirt ironed. (৫) have somebody do something কাউকে দিয়ে কোনোকিছু করাতে চাওয়া; What would you have me do? আমাকে কী করতে বলো? Have to do with, দ্রষ্টব্য do 2 (১৪). (৬) have something done কোনোকিছুর অভিজ্ঞতা হওয়া বা কোনোকিছু ভোগ করা: I had my pocket picked পকেট মারা গিয়েছিল। (৭) (কথ্য) (ক) ঠকানো; প্রতারণা করা: Don’t let him have you, দেখো, সে যেন তোমাকে না ঠকায়। (খ) হারিয়ে দেওয়া: You had me there! হারিয়ে দিয়েছিলে। (৮) (it ও একটি clause-সহ) প্রকাশ করা; (অভিমত ইত্যাদি) পোষণ করা: Rumour has it (=গুজব আছে) that the President is going to dissolve the Parliament. She will have it (জোর দিয়ে বলছে) that our calculations are wrong. (৯) (adverbial particle ও preps -সহ বিবিধ ব্যবহার): have something back কোনোকিছু ফিরে পাওয়া: You shall have it back (= তোমাকে ফেরত দেওয়া হবে) next week. have somebody down কাউকে অতিথি হিসেবে আপ্যায়ন করা; l’m having Mr and Mrs Khan down for a few days. have somebody in কাউকে ঘরে আনা: We shall be having the repairing men in next month, সামনের মাসে বাসা মেরামতের লোকেরা আসবে। have something in ঘরে কোনোকিছু থাকা: Do we have enough rice for the rains? have it off/away (নিষিদ্ধ অপশব্দ) কারো সঙ্গে যৌনসম্ভোগ করা। have somebody on কাউকে ধোঁকা দেওয়া। have something on (ক) পরে থাকা: He had nothing on, তার পায়ে কিছু ছিল না। (খ) কাজ থাকা: I have nothing on this evening, আজ সন্ধ্যায় আমার কোনো কাজ নেই। have something out কোনোকিছু তোলানো: have a tooth out, দাঁত তোলানো। have one’s sleep out আপনা থেকে জেগে না-ওঠা পর্যন্ত ঘুমানো; পূর্ণ নিদ্রা দেওয়া: Let him have his sleep out. Have it out with somebody কারো সঙ্গে (কোনো ব্যাপারে) বোঝাপড়া করা। have somebody over/round নিজ ঘরে কাউকে অতিথি হিসেবে পাওয়া; We had Mr. and Mrs. Samad for dinner last night.have somebody up (ক) কাউকে অতিথি হিসেবে অভ্যর্থনা করা। (খ) (সাধারণত passive) (কথ্য) কাউকে হাকিমের সামনে বা আদালতে হাজির করানো: He was up for disobeying the traffic signal.
- English Word have 5 Bengali definition [হ্যাভ্] (noun) (plural) the haves and the have-nots ধনী-নির্ধন।
- English Word haven Bengali definition [হেইভ্ন্] (noun) পোতাশ্রয়; (লাক্ষণিক) আশ্রয় বা বিশ্রামস্থল।
- English Word haven’t Bengali definition [হ্যাভ্ন্ট্] = have not. দ্রষ্টব্য have 1.
- English Word haversack Bengali definition [হ্যাভাস্যাক্] (noun) খাদ্য ইত্যাদি বহনের জন্য সৈনিক, পর্যটক প্রভৃতি কর্তৃক ব্যবহৃত ক্যাম্বিস কাপড়ের ঝোলা বা ব্যাগ।
- English Word havildar Bengali definition [হাবিল্দার্] (noun) সুবেদারের নিচে সেনাবাহিনীর সৈনিকের পদবিশেষ; হাবিলদার।
- English Word havoc Bengali definition [হ্যাভাক্] (noun) [uncountable noun] ব্যাপক ক্ষয়ক্ষতি; ধ্বংস: floods causing terrible havoc. play havoc with/among; make havoc of ধ্বংস বা ক্ষতিসাধন করা।
- English Word haw 1 Bengali definition [হো] (noun) বৈঁচিজাতীয় ফল।
- English Word haw 2 Bengali definition [হো] (verb intransitive), (noun) দ্ৰষ্টব্য hum(৪).
- English Word hawk 1 Bengali definition [হোক্] (noun) (১) বাজপাখি। hawk-eyed (adjective) তীক্ষ্ণদৃষ্টিসম্পন্ন। (২) যে ব্যক্তি বৈদেশিক নীতির ক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগের পক্ষপাতী। দ্রষ্টব্য dove.
- English Word hawk 2 Bengali definition [হোক্] (verb transitive) hawk (about/around) ফেরি করা; (লাক্ষণিক) ছড়ানো: hawk gossip about. hawker (noun) ফেরিওয়ালা।
- English Word hawser Bengali definition [হোজা(র্)] (noun) ভারী, মোটা রশি বা দড়ি; (জাহাজে ব্যবহৃত) ইস্পাতের দড়ি।
- English Word hawthorn Bengali definition [হোথোন্] (noun) প্রায়ই বেড়া দেওয়ার কাজে ব্যবহৃত কাঁটাগাছবিশেষ।
- English Word hay Bengali definition [হেই] (noun) [uncountable noun] খড়। make hay রোদ লাগার জন্য খড় উলটে দেওয়া; (এর থেকে)। hay-maker, hay-making (noun(s)) make hay of বিশৃঙ্খল করা। make hay while the sun shines (প্রবাদ) সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করা। haycock (noun) খড়ের মোচাকার গাদা। hay fever (noun) [uncountable noun] ধুলা বা ফুলের রেণু দ্বারা সৃষ্ট নাক ও গলার রোগ। hay-fork (noun) খড় উলটে দেওয়া ও তোলার জন্য লম্বা হাতলওয়ালা আঁকশিবিশেষ। hay-rick, haystack (noun(s)) খড়ের গাদা। haywire (noun) [uncountable noun] খড়ের আঁটি বাঁধার তার। □ (predicative(ly) adjective) (কথ্য) বিশৃঙ্খল; উত্তেজিত বা বিক্ষিপ্তচিত্ত। go haywire (ব্যক্তি) বিক্ষিপ্তচিত্ত হওয়া বা বিভ্রান্তবোধ করা; (পরিকল্পনা ইত্যাদি) অত্যন্ত বিশৃঙ্খল বা অসংগঠিত হয়ে পড়া।
- English Word haycation Bengali definition [হেকেইশ্ন্] (noun) ('hay' আর 'vacation' মিলে তৈরি 'staycation' অবলম্বনে) খামারবাড়িতে অবসরযাপন: Call it a farm stay or haycation, agritourism is increasingly important to small farmers.
- English Word hazard Bengali definition [হ্যাজাড্] (noun) (১) [countable noun] ঝুঁকি; বিপদ: health hazards, স্বাস্থ্যশূল (যেমন ধূমপান); a career exposed to many hazards; at all hazards, যতই ঝুঁকি/বিপদ আসুক/থাকুক না কেন। (২) [uncountable noun] ঝুঁকিপূর্ণ পাশাখেলা। □ (verb transitive) (১) ঝুঁকি নেওয়া: hazard one’s life, জীবনের ঝুঁকি নেওয়া। (২) সাহস করে কিছু বলা: hazard a remark. hazardous [হ্যাজাড্আস্] (adjective) ঝুঁকিপূর্ণ।
- English Word haze 1 Bengali definition [হেইজ্] (noun) [countable noun, uncountable noun] পাতলা কুয়াশা; (লাক্ষণিক) মানসিক বিভ্রান্তি; আচ্ছন্নতা বা অনিশ্চয়তা।
- English Word haze 2 Bengali definition [হেইজ্] (verb transitive) (America(n)) (কাউকে) অপদস্থ করা; উৎপীড়ন বা নির্যাতন করা।
- English Word hazel Bengali definition [হেইজ্ল্] (noun) [countable noun] ভোজ্য বাদামসংবলিত এক প্রকার ঝাড়গাছ; [uncountable noun] (চোখ) উক্ত বাদামের খোসার (লালচে-বাদামি) রং।
- English Word hazy Bengali definition [হেইজি] (adjective) কুয়াশাচ্ছন্ন: hazy weather; (লাক্ষণিক) অস্পষ্ট; কিয়ৎপরিমাণে আচ্ছন্ন বা বিভ্রান্ত; অনিশ্চিত: a hazy picture of events; hazy about the future. hazily [হেইজিইলি] (adverb) haziness (noun)
- English Word ha’p’orth Bengali definition [হেইপাথ্] (noun) (কথ্য) = halfpenny-worth, দ্রষ্টব্য half (৩).
- English Word HD Bengali definition [এইচ্ডি] (noun) এটি ইংরেজি high definition-এর সংক্ষেপ। যেমন কিছু চ্যানেল এইচডি ছবি, এইচডি ভিডিও আর এইচডি ডিভিডি দেখায়। তবে এইচডি দিয়ে হাইয়ার ডিপ্লোমা (শিক্ষায়); হাইপার অ্যাক্টিভিটি ডিজঅর্ডার (চিকিৎসায়); হাই ডেনসিটি (ফ্লপি ডিস্ক); হাইব্রিড ড্রাইভ (নোটবুকে); হামটি ডামটি (ইংরেজি শিশুতোষ ছড়ায়) বোঝানো হয়।
- English Word he Bengali definition ['strong' বা 'initial' (প্রারম্ভিক) রূপ: হী 'medial' (মধ্যবর্তী) 'weak' রূপ ঈ] (pronoun) (১) সে; তিনি; (পুরুষ): Where’s your father? He is in Chittagong. (২) (prefix হিসেবে) পুরুষ: he-goat. he-man [হী-ম্যান্] (noun) শক্তিমান/বীর্যবান পুরুষ। (৩) (সাহিত্য) he who যে সে; যে কেউ সে।
- English Word he'd Bengali definition [জোরালো বা আদ্যরূপ: হীড, মধ্যবর্তী দুর্বল রূপ ঈড্] = he had; he would.
- English Word he'll Bengali definition [জোরালো বা আদ্য রূপ; হীল; মধ্যবর্তী দুর্বল রূপ প্রায়ই: ঈল্] = he will, he shall.
- English Word he's Bengali definition [জোরালো বা আদ্যরূপ: হীজ্ মধ্যবর্তী দুর্বল রূপ: ঈজ্]= he is, he has.
- English Word head 1 Bengali definition [হেড্] (noun) (১) মস্তক; মাথা। (২) এক মাথার সমপরিমাণ দৈর্ঘ্যের মাপ: Kamal is taller than Jamal by a head. be head and shoulders above somebody (লাক্ষণিক) বুদ্ধিতে বা ক্ষমতায় কারো চোয় অনেক গুণে শ্রেষ্ঠ। (৩) head(s) মুদ্রার যে পিঠে কোনো ব্যক্তির মাথা খোদিত থাকে; এর উল্টো পিঠকে tails বা the tail বলা হয়। heads or tails? নিক্ষিপ্ত মুদ্রার পিঠ দেখে ভাগ্য নির্ণয়ের জন্য মুদ্রাটি উপরে ছুড়ে দেওয়ার আগে সংশ্লিষ্ট কোনো এক পক্ষকে একথা বলা হয়। be unable to make head or tail of something কোনোকিছু একেবারেই বুঝতে না-পারা। (৪) জন; ব্যক্তি: Tk 2 5 a head, মাথাপিছু/জনপ্রতি ২৫ টাকা। (৫) (plural অপরিবর্তিত) এক ঝাঁক পাখি বা একদল পশু (সাধারণত ছাগল বা ভেড়া): 100 head of cattle; a large head (= সংখ্যা) of game. (৬) বুদ্ধি; মেধা; কল্পনাশক্তি। (৭) সহজাত ক্ষমতা: He has no head for business. (৮) আকারে বা অবস্থানে মাথার মতো এমন কোনোকিছু: the head of a pin ; the head of a hammer. (৯) শিরোদেশ বা শীর্ষ: at the head of the page; at the head of the staircase, সিঁড়ির মুখে। (১০) উৎস; উৎসভাগ: The head-waters of the Padma. (১১) (উদ্ভিদ) বোঁটার মাথায় ফুল বা পাতার গুচ্ছ: a flower head; a tight head of cabbage. (১২) (প্রায়ই attributive(ly)) শাসক; নেতা বা সর্দার; প্রধান: heads of government; the head of a family; the head office. Head of state রাষ্ট্রপ্রধান। (১৩) সম্মুখভাগ; পুরোভাগ: at the head of a procession.১৪ (প্রধানত ব্যক্তিনামের ক্ষেত্রে) অন্তরীপ। (১৫) (জলবিদ্যুৎ কেন্দ্র প্রভৃতির জন্য) কোনো নির্দিষ্ট উচ্চতায় রক্ষিত পানি; আবদ্ধ জলীয় বাষ্প প্রভৃতির আয়তনভিত্তিক চাপ বা শক্তি। (১৬) প্রবন্ধ, রচনা ইত্যাদির প্রধান বিভাগ: an essay written under several heads. (১৭) পাত্রে ঢালা তরল পদার্থের (বিশেষত মদের) ফেনা: the head on a glass of beer. (১৮) পেকে-ওঠা ফোড়ার মুখ: The boil came to a head. come to a head (লাক্ষণিক) চরম অবস্থায় পৌঁছানো; চরম আকার ধারণ করা। (১৯) (বিবিধ phrase) above/over one’s head বোঝা দুঃসাধ্য (এমনভাবে): talk above one’s head এমনভাবে কথা বলা যাতে (কারো পক্ষে) বোঝা মুশকিল হয়ে পড়ে। an old head on young shoulders নবীনের ভিতর প্রবীণের জ্ঞান। bite somebody’s head off কাউকে ক্রুদ্ধভাবে তিরস্কার করা। eat one’s head off (ঘোড়া সম্বন্ধে) প্রচুর পরিমাণে খাওয়া কিন্তু কাজ বলতে গেলে না-করা। give somebody his head কাউকে ইচ্ছামতো চলতে দেওয়া। go to one’s head (ক) (মদ) নেশাগ্রস্ত করা। (খ) উত্তেজিত করা: His successes have gone to his head, তার সাফল্য তাকে আত্মম্ভরী করেছে। have a good head on one’s shoulders কর্মক্ষমতা, বাস্তববুদ্ধি, কাণ্ডজ্ঞান ইত্যাদি থাকা। head over heels এলোমেলো; বিশৃঙ্খল; ডিগবাজি খাওয়া অবস্থায়; (লাক্ষণিক) গভীরভাবে বা সম্পূর্ণরূপে; পুরাদস্তুর: head over heels in love. keep one’s head মাথা ঠাণ্ডা রাখা। keep one’s head above water (লাক্ষণিক) ঋণ সমস্যা ইত্যাদি থেকে মুক্ত থাকা। keep one’s head down বিপদ বা চিত্তবিক্ষেপের কারণগুলো এড়িয়ে চলা। laugh/scream one’s head off অট্টহাসিতে ভেঙে পড়া; হেসে কুটিকুটি হওয়া; চিৎকারে আকাশ মাথায় করা। lose one’s head মাথা ঠিক না-রাখা। (go) off one’s head মাথা খারাপ (হওয়া)। (stand, etc) on one’s head পা শূন্যে তুলে মাথার উপর (দাঁড়ানো): do something (standing) on one’s head, (কথ্য) অতি সহজে করতে পারা। (be promoted) over another’s head /over the heads of others যোগ্যতর আরেক জনের/অন্যদের মাথা টপকে পদোন্নতি পাওয়া। put our/your/their heads together একত্রে বসে শলাপরামর্শ করা। put something to a person’s head কারো মাথায় কিছু (ধারণা, ভাবনা) ঢুকিয়ে দেওয়া। put something out of one’s head কোনোকিছুর ভাবনা বাদ দেওয়া: I put the idea of going abroad out of my head. put something out of somebody’s head কাউকে কোনোকিছু ভুলিয়ে দেওয়া। take something into one’s head কোনোকিছু বিশ্বাস করা বা ধারণা করা: She took it into her head that he was going to desert her. talk one’s head off অতিরিক্ত বকবক করা। talk somebody’s head off বকবক করে কারো মাথা ধরিয়ে দেওয়া। two heads are better than one (প্রবাদ) কোনো দ্বিতীয় ব্যক্তির মতামত, পরামর্শ ইত্যাদি সর্বদা মূল্যবান। turn somebody’s head কাউকে আত্মম্ভরী করে তোলা। (be) weak in the head দুর্বলমস্তিষ্ক বুদ্ধিমান নয়। (২০) (যৌগশব্দে) headache (noun) [countable noun, uncountable noun] (ক) মাথাব্যথা। (খ) (অপশব্দ) মাথা-ধরানো সমস্যা। headband (noun) মাথায় বাঁধার ফিতা। headdress (noun) বিশেষত মহিলাদের অলংকৃত মস্তকাবরণী; পাগড়ি। headgear (noun) টুপি; পাগড়ি; মস্তকাবরণী। headhunter (noun) যে বর্বর বিজয়নিদর্শন হিসেবে বিজিত শত্রুর মাথা কেটে রেখে দেয়; (লাক্ষণিক) নির্দয় রিক্রুটকারী। headlamp (noun) = headlight. headland [হেডলান্ড্] (noun) অন্তরীপ। headlight (noun) রেল-ইনজিন, মোটরগাড়ি প্রভৃতির হেডলাইট। headline (noun) সংবাদ শিরোনাম; শিরোনাম বহনকারী লাইন; (plural) বেতারে বা টেলিভিশনে প্রচারিত সংবাদের মুখ্য অংশ: ‘Here are the news headlines’. headman [হেডম্যান্] (noun) সর্দার; মোড়ল। head-master/head-mistress (noun(s)) স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষয়িত্রী। head on (adjective), (adverb) (সংঘর্ষ) মুখোমুখি: a head-on collision. headphones (noun) (plural) মাথায় বেঁধে ব্যবহার্য (বেতারের) রিসিভার; হেডফোন। headpiece (noun) (ক) শিরস্ত্রাণ; হেলমেট। (খ) বুদ্ধি; মগজ। head quarters (noun) (singular বা plural) সদর দফতর। head-rest (noun) যাতে মাথা হেলান দেওয়া হয়। headroom (noun) = clearance (২). headset (noun) হেডফোন। headship [হেডশিপ্] (noun) প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষয়িত্রীর পদ। headstall (noun) লাগামের যে অংশ ঘোড়া প্রভৃতির মাথায় পরানো হয়। headstone (noun) সমাধিফলক। head-waters (noun) (plural) নদী প্রভৃতির উৎসভাগ। headway (noun) [uncountable noun] অগ্রগতি; উন্নতি। headwind (noun) সরাসরি বিপরীত দিক থেকে প্রবাহিত বাতাস। headword (noun) শিরোনাম হিসেবে ব্যবহৃত (মোটা অক্ষরে মুদ্রিত) শব্দ, যথা অভিধানে আলোচিত শব্দ। headed (adjective) (যৌগশব্দে। three headed তিন মাথাওয়ালা। headless (adjective) মাথা নেই এমন, মস্তকবিহীন।
- English Word head 2 Bengali definition [হেড্] (verb transitive), (verb intransitive) (১) পুরোভাগে বা শীর্ষে থাকা: head a procession. His name headed the list. (২) মাথা দিয়ে স্পর্শ বা আঘাত করা; হেড করা: He headed the ball into the net. (৩) head something/somebody off কারো/কোনোকিছুর সামনে যাওয়া: off a flock of sheep (যাতে এরা ভুল পথে না-যায়); বাধা দেওয়া; ঘটতে না দেওয়া: head off a quarrel. (৪) নির্দেশিত পথে বা দিকে অগ্রসর হওয়া: head north, উত্তরের দিকে যাওয়া; head straight for home, সোজাসুজি ঘরের দিকে যাওয়া; (লাক্ষণিক) heading for disaster, সর্বনাশের পথে যাওয়া।
- English Word header Bengali definition [হেডা(র্)] (noun) (১) অধোমুখ লম্ফ; ঝম্প বা পতন: take a header into a swimming pool, সাঁতারকুণ্ডে অধোমুখে ঝাঁপ দেওয়া। (২) (ফুটবল) মাথা দিয়ে বলে আঘাত; শিরাঘাত; ঢুস।