Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word Hellene Bengali definition [হেলীন্‌] (noun) গ্রিক নাগরিক; গ্রিক; প্রাচীনকালে প্রকৃত গ্রিক বংশোদ্ভূত ব্যক্তিHellenic [হেলীনিক্ America(n) হেলেনিক্] (adjective) গ্রিক; গ্রিসীয়; হেলেনিক।
  • English Word hellow Bengali definition [হালোউ] (interjection) = hullo.
  • English Word helm 1 Bengali definition [হেল্‌ম্] (noun) (নৌকার) হাল; কর্ণ: the man at the helm, কর্ণধার; কাণ্ডারি: (লাক্ষণিক) নেতা; the helm of state, (লাক্ষণিক) রাষ্ট্রের হাল; সরকার। helmsman [হেল্‌মজ্‌মান্] (noun) (plural helmsmen) কর্ণধার; কাণ্ডারি; মাঝি।
  • English Word helm 2 Bengali definition [হেল্‌ম্‌] (noun) (পুরাতনী) শিরস্ত্রাণ
  • English Word helmet Bengali definition [হেল্‌মিট্] (noun) শিরস্ত্র; শিরস্ত্রাণ। অপিচ দ্রষ্টব্য sun ভুক্তিতে sun-helmet. helmeted (adjective) শিরস্ত্রধারী; শিরস্ত্রাণধারী।
  • English Word help 1 Bengali definition [হেল্‌প্‌] (noun) (১) [uncountable noun] সাহায্য; সহায়তা; উপকার; অনুবলbe of help (to somebody); be (of) any/much/no/some help (to somebody) সাহায্য করা; সাহায্যে/উপকারে আসা; কাজে লাগা: He can be of much help. (২) a help সাহায্য করে এমন বস্তু বা ব্যক্তি: His recommendation was a great help. (৩) [uncountable noun] প্রতিকার; প্রতিবিধান: There is no help for it. দ্রষ্টব্য help 2 (৩). (৪) [countable noun] গৃহস্থালি কাজে সাহায্য করে এমন (সাধারণত অনাবাসিক ব্যক্তি; ছুটা (কাজের ছেলে/মেয়ে): a home help. দ্রষ্টব্য home 1 (৩). The help came late today. helpful [হেল্‌প্‌ফ্‌ল্] (adjective) উপকারী; সহায়ক; কাজের: be helpful to one’s friends. helpfully [হেল্‌প্‌ফালি্] (adverb) helpfulness (noun) উপকারিতা; উপযোগিতা। helpless (adjective) (১) সাহায্য/সহায়তাবিহীন(২) নিরুপায়; অসহায়; নিঃসহায়; গতিহীন: a helpless invalid. helplessly (adverb) অসহায়ভাবে। helplessness (noun) অসহায়ত্ব; নিরুপায়ত্ব। helper (noun) সাহায্যকারী; সহায়। helping (noun) (বিশেষত) আহারকালে পরিবেশিত খাবারের ভাগ। three helpings of pie; a generous helping of tart.
  • English Word help 2 Bengali definition [হেল্‌প্‌] (verb transitive), (verb intransitive) (১) সাহায্য/সহায়তা; উপকার করাhelp out (বিশেষত সংটককালে) সহায়তাদান/আনুকূল্য করা। (২) help somebody/oneself (to something) খাদ্য, পানীয় ইত্যাদি পরিবেশন করা: May I help you to some more pudding? (৩) can help something/doing something এড়ানো; পরিহার করা; নিবৃত্ত করা; বিরত হওয়া: I don’t associate myself with him more than I can help, প্রয়োজনের বেশি/পারতপক্ষে তার সঙ্গে মিশি না; The child burst into tears, it could n’t help it, না-কেঁদে উপায় ছিল না; It can’t be helped, এটা অবশ্যম্ভাবী ছিল। (৪) So help me God (শপথ উচ্চারণে) (যেহেতু আমি সত্য কথা বলছি ইত্যাদি) ঈশ্বর আমার সহায় হোন
  • English Word helpline Bengali definition [হেল্পলাইন্] (noun) যে নম্বরে ফোন করলে বিপদআপদ বা বিভিন্ন সমস্যা বা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ, সংবাদ বা সাহায্য পাওয়া যায়; হেল্পলাইন: The council is also setting up a telephone helpline.
  • English Word helpmate Bengali definition [হেল্‌প্‌মেইট্], helpmeet [হেল্‌প্‌মীট্] noun(s) উপকারী সহবর্তী বা সহচর; বিশেষত স্বামী বা স্ত্রী; সহভাবী/ সহভাবিনী
  • English Word helterskelter Bengali definition [হেলটাস্কেল্‌টা(র্‌)] (adverb) ছএখান হয়ে; এলোপাতাড়িভাবে (noun) মেলা ইত্যাদিতে শিশুদের খেলার জন্য কাঠ বা ধাতুর সুউচ্চ ঢালু কাঠামোবিশেষ; স্খলনী।
  • English Word helve Bengali definition [হেল্‌ভ্‌] (noun) হাতিয়ার, বিশেষত কুড়ালের হাতল; সৃষ্টি; পরশুদণ্ড
  • English Word hem 1 Bengali definition [হেম্] (noun) কাপড়ের প্রান্ত বা আঁচল; বিশেষত পরিধেয় বস্ত্রের মুড়ি সেলাই করা পাড়; দশা; ধারীhemming-stitch (noun) গাউন, স্কার্ট, ফ্রক ইত্যাদির পাড় সেলাই করার রীতিবিশেষ; মগজি/তেড়শা ফোঁড়। hemline (noun) (বিশেষত) স্কার্ট, ফ্রক, গাউন ইত্যাদির নিম্নভাগ; বসনপ্রান্ত। lower/raise the hemline, ঝুল বাড়ানো/কমানো। □ (verb transitive) (hemmed, hemming, hems) (১) মুড়ি সেলাই করা; মগজি করা: hem a handkerchief. (২) hem about/around/in পরিবৃত/পরিবেষ্টিত করা। hemmed in by the enemy.
  • English Word hem 2 Bengali definition (অপিচ h’m) [হেম্, হ্‌ম্] (interjection) সন্দেহ বা বিদ্রূপ প্রকাশ কিংবা মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহৃত ধ্বনি; হুম। □ (verb intransitive) (hemmed, hemming, hems) হুম করা; আমতা আমতা/ইতস্তত করা। hem and haw/ha = hum and haw / ha, দ্রষ্টব্য hum.
  • English Word hematite Bengali definition (অপিচ haematite) [হেমাটাইট্] (noun) লোহার প্রধান খনিজ উৎস আয়রন অক্সাইড (Fe 2O 3); লোহিতাশ্ম
  • English Word hemisphere Bengali definition [হেমিস্‌ফি্আ(র্)] (noun) গোলার্ধ; অর্ধমণ্ডল; অর্ধভুবনthe Northern/Southern hemisphere বিষুবরেখার উত্তর/দক্ষিণ; উত্তর/দক্ষিণ গোলার্ধ। the Eastern hemisphere ইউরোপ/এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া; পূর্ব গোলার্ধ। the western hemisphere উত্তর ও দক্ষিণ আমেরিকা; পশ্চিম গোলার্ধ।
  • English Word hemistich Bengali definition [হেমিস্‌টিক্] (noun) কবিতার একটি ছত্রের অর্ধাংশ; শ্লোকার্ধ
  • English Word hemlock Bengali definition [হেম্‌লক্] (noun) সূক্ষ্মবিভক্ত পত্র এবং ক্ষুদ্র সাদা পুষ্পবিশিষ্ট উদ্ভিদ এবং এই উদ্ভিজ্জাত বিষhemlockspruce (noun) আমেরিকা ও এশিয়ার চিরহরিৎ বৃক্ষবিশেষ, যার কাঠ অত্যন্ত মূল্যবান।
  • English Word hemoglobin Bengali definition (অপিচ haemoglobin) [হিমাগ্লোউবিন্‌] (noun) [uncountable noun] রক্তের লোহিতকণিকায় বিদ্যমান পদার্থবিশেষ; রক্তরঞ্জক
  • English Word hemophilia Bengali definition (অপিচ haemophilia) [হীমাফি্‌লিআ] (noun) (সাধারণত বংশগত) রোগবিশেষ: এ রোগে ক্ষতস্থান থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে চায় না বলে রক্তক্ষরণ বন্ধ হয় না; রক্তক্ষরণপ্রবণতাhemophillac (অপিচ haemophilia) [হীমাফি্লিঅ্যাক্] (adjective) রক্তক্ষরণপ্রবণতা সংক্রান্ত।
  • English Word hemorrhage Bengali definition (অপিচ haemorrhage) [হেমারিজ্‌] (noun) [uncountable noun, countable noun] রক্তক্ষরণ; রক্তস্রাব
  • English Word hemorrhoids Bengali definition (অপিচ haemorrhoids) [হেমারয়ড্‌জ্‌] (noun) (plural) অর্শ; অর্শরোগ
  • English Word hemp Bengali definition [হেম্‌প্] (noun) [uncountable noun] শণ (Indian) hemp শণজাতীয় উদ্ভিদের ফুল, বীজ ও আঠা থেকে প্রাপ্ত মাদকদ্রব্য; ভাং (অন্য নাম cannabis, hashish, marijuana). hempen [হেমপান্‌] (adjective) শণের তৈরি।
  • English Word hemstitch Bengali definition [হেম্‌স্‌টিচ্] (noun) অলংকরণমূলক সেলাইরীতি; রুমাল, তোয়ালে, স্কার্ট, গাউন ইত্যাদির প্রান্তভাগের কিছু সুতা বের করে নিয়ে টানা সুতাগুলি গুচ্ছবদ্ধ করে সেলাইকরণ; ঝালর সেলাই (verb transitive) ঝালর সেলাই করা।
  • English Word hen Bengali definition [হেন্‌] (noun) মুরগি; কুক্কুটী। দ্রষ্টব্য cock 1 (১). henbane (noun) বিষাক্ত উদ্ভিদবিশেষ এবং এই উদ্ভিদ থেকে প্রাপ্ত নিদ্রাকর্ষক মাদকদ্রব্য; বান্‌জ্‌। hen-coop (noun) মুরগির খাঁচা। hen-house (noun) (সাধারণত কাঠের) মুরগির ঘর বা খোপ। hen-party (noun) কেবল মেয়েদের জন্য আয়োজিত মজলিশ; মহিলা মাহফিল। দ্রষ্টব্য stag ভুক্তিতে stag party. hen-pecked (adjective) (পুরুষ) স্ত্রৈণ; স্ত্রীবশ। hen-roost (noun) (১) যে স্থানে মুরগিরা রাত কাটায়; কুক্কুটালয়(২) স্ত্রীজাতীয় পাখি; Guinea-hen চিনা মুরগিpea-hen, ময়ূরী।
  • English Word hena Bengali definition [হেনা] (অপিচ henna, mehendi, mehindi [হেনা, মেহেন্‌দি, মেহিন্‌দি]) (noun) [Uncountable noun] গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ থেকে তৈরি এক ধরনের লাল রং, যা বিশেষত ভারতীয় উপমহাদেশে চুল রঙিন করতে এবং বিভিন্ন উৎসব-অনুষ্ঠান উপলক্ষে নানা ধরনের নক্‌শায় করতল সজ্জিত করতে ব্যবহৃত হয়; হেনা; মেহেদি
  • English Word hence Bengali definition [হেন্‌স্‌] (adverb) (আনুষ্ঠানিক) (১) এখান থেকে; এখন থেকে: a week hence, এক সপ্তাহের মধ্যে। সুতরাং; অতএব; এ কারণে; এই হেতু। henceforth, henceforward (adverb(s)) অতঃপর; ভবিষ্যতে; অদ্যাবধি।
  • English Word henchman Bengali definition [হেন্‌চ্‌মান্‌] (noun) (plural henchmen [হেন্‌চ্‌মান্‌]) বিশ্বস্ত সমর্থক, বিশেষত যে রাজনৈতিক সমর্থক তার নেতার হুকুম বিনা বাক্যব্যয়ে তামিল করে; হুকুমবরদার; তলপিদার; তলপিবহ; খয়েরখাঁ: the Dictator and his henchmen.
  • English Word henna Bengali definition [হেনা] (noun) [uncountable noun] হেনা; মেহেদিhennaed [হেন্‌ড্‌] (adjective) মেহেদিরঞ্জিত।
  • English Word hep Bengali definition [হেপ্] (noun) দ্রষ্টব্য hip 4
  • English Word hepatic Bengali definition [হিপাটিক্] (adjective) যকৃৎ সম্বন্ধীয়; পাণ্ডুবর্ণ; যকৃৎবর্ণ (noun) যকৃতের ওষুধবিশেষ।