H পৃষ্ঠা ৫
- English Word harlequin Bengali definition [হা:লিক্যুইন্] (noun) ইতালীয় কমেডিতে আবির্ভূত চরিত্র; নাচগান ভাঁড়ামিপূর্ণ ইংরেজি নাটকবিশেষের (pantomime) মূকচরিত্র; মুখোশ ও বিচিত্রবর্ণ পোশাক পরিহিত এই চরিত্রটি অত্যন্ত প্রাণবন্ত ও কৌতুকময়; এর থেকে, কৌতুকপ্রিয় ব্যক্তি; সং; ভাঁড়। harlequinade [হা:লিক্যুইনেইড্] (noun) উল্লিখিত ইংরেজি নাটকবিশেষের যে অংশে এই চরিত্রটি প্রধান ভূমিকা পালন করে।
- English Word harlot Bengali definition [হা:লাট্] (noun) (প্রাচীন প্রয়োগ বা গালি হিসেবে) বেশ্যা।
- English Word harm Bengali definition [হা:ম্] (noun) [uncountable noun] ক্ষতি; আঘাত: She meant no harm. কারো কোনো ক্ষতি করতে বা কারো অনুভূতিতে আঘাত করতে চায়নি। do somebody harm কারো ক্ষতি করা। out of harm’s way নিরাপদ স্থানে। □ (verb transitive) ক্ষতি করা: It won’t harm you. harmful [হা:ম্ফুল্] (adjective) ক্ষতিকর। Harmfully [হা:ম্ফালি্] (adverb) harmless (adjective) (১) ক্ষতি করে না এমন: harmless snakes. (২) নির্দোষ; নিরীহ: Quite a few harmless men were wounded in yesterday‘s rioting. harmlessly (adverb)
- English Word harmattan Bengali definition [হা:মাট্যান্] (noun) পশ্চিম আফ্রিকায় ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত প্রবাহিত শুকনো হিমেল উত্তুরে বাতাস।
- English Word harmonic Bengali definition [হা:মনিক্] (noun) (সংগীত) একসুরে বাঁধা ধ্বনি; ঐকতান।
- English Word harmonica Bengali definition [হা:মনিকা] (noun) বাদ্যযন্ত্রবিশেষের নাম; মাউথঅরগ্যান।
- English Word harmonious Bengali definition [হা:মোউনিআস্] (Adjective) (১) সুদৃশ্যভাবে সাজানো: a harmonious group of trees. (২) মিলবিশিষ্ট; বৈরিতামুক্ত: harmonious neighbours. (৩) শ্রুতিমধুর; সুরেলা। harmoniously (adverb)
- English Word harmonium Bengali definition [হা:মউনিআম্] (noun) বাদ্যযন্ত্রবিশেষ; হারমোনিয়াম।
- English Word harmonize, harmonise Bengali definition [হা:মানাইজ্] (verb transitive), (verb intransitive) (১) harmonize (with) সমন্বয়সাধন করা; সাদৃশ্যবিধান করা; (সংগীত) ঐকতান সৃষ্টি করা। (২) harmonize (with) মিল পড়া; খাপ খাওয়া: The colours harmonize well with each other. harmonization, harmonisation [হা:মানাইজে্ইশ্ন্] America(n) হা:মানিজে্ইশ্ন্] (noun)
- English Word harmony Bengali definition [হা:মানি] (noun) (১) [uncountable noun] (অনুভূতি, স্বার্থ, মতামত ইত্যাদির) সাদৃশ্য; মিল: There is a painful lack of harmony in national politics today. be in harmony (with) মিল পড়া; খাপ খাওয়া: Your suggestions are not in harmony with the aims of this projects. (২) [countable noun, uncountable noun] সংগতি; প্রীতিকর সংমিশ্রণ; এরূপ সংগতি বা সংমিশ্রণের দৃষ্টান্ত: the harmony of colour in nature. (৩) [countable noun, uncountable noun] (সংগীত) ঐকতান।
- English Word harness Bengali definition [হা:নিস্] (noun) (collective singular) ঘোড়াকে গাড়ির সঙ্গে জুড়ে দেওয়ার ও তাকে নিয়ন্ত্রণ করার যাবতীয় সরঞ্জাম। in harness (লাক্ষণিক) নিত্যকর্মে রত। die in harness কর্মরত অবস্থায় মারা যাওয়া (অবসরপ্রাপ্ত অবস্থায় নয়)। work/ run in double harness সহযোগী বা স্বামী বা স্ত্রীর সঙ্গে কাজ করা। □ (verb transitive) (১) ঘোড়াকে সাজ পরানো। (২) (বিশেষত বিদ্যুৎ) শক্তি উৎপাদনের জন্য (নদী, জলপ্রপাত ইত্যাদি) ব্যবহার করা।
- English Word harp Bengali definition [হা:প্] (noun) বাদ্যযন্ত্রবিশেষ। □ (verb intransitive) (১) এই বাদ্যযন্ত্র বাজানো। (২) বারবার একই কথা বলা; প্যানপ্যান করা: harp on somebody’s faults. harper, harpist (noun(s)) হার্পবাদক।
- English Word harpoon Bengali definition [হা:পূন্] (noun) তিমি ও অন্যান্য বড় সামুদ্রিক প্রাণী শিকারের জন্য এক জাতের দড়ি-বাঁধা বর্শা; হারপুন। □ (verb transitive) হারপুন দিয়ে বিদ্ধ করা।
- English Word harpsichord Bengali definition [হা:প্সিকোড্] (noun) ষোড়শ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত ব্যবহৃত পিয়ানোসদৃশ বাদ্যযন্ত্র।
- English Word harpy Bengali definition [হা:পি] (noun) (১) (গ্রিকপুরাণ) নিষ্ঠুর দানবীবিশেষ; যার মুখমণ্ডল নারীর মতো ও দেহের বাকি অংশ পাখির মতো ধারালো নখ ও ডানাসংবলিত। (২) অত্যন্ত নিষ্ঠুর; লোভী; নির্দয় নারী।
- English Word harridan Bengali definition [হ্যারিডান্] (noun) জীর্ণদেহ খিটখিটে বৃদ্ধা।
- English Word harrier Bengali definition [হ্যারিআ(র্)] (noun) (১) খরগোশ শিকারে ব্যবহৃত শিকারি কুকুর; (plural) শিকারিদের সঙ্গে যাওয়া এরকম শিকারি কুকুরের দল। (২) মেঠো দৌড়বিদ।
- English Word harrow Bengali definition [হ্যারোউ] (noun) জমিতে দেওয়ার মই। □(verb transitive) (জমিতে) মই দেওয়া; (লাক্ষণিক) মর্ম বিদীর্ণ করা: a harrowing tale of misfortunes.
- English Word harry Bengali definition [হ্যারি] (verb transitive) (১) বিধ্বস্ত করা ও লুণ্ঠন করা; ঘনঘন আক্রমণ করা। (২) হয়রান বা নাকাল করা: Money lenders are haring their debtors.
- English Word harsh Bengali definition [হা:শ্] (adjective) (১) রূঢ়; কর্কশ: a harsh voice. (২) কঠোর; নিষ্ঠুর: a harsh judgement. harshly (adverb) harshness (noun)
- English Word hart Bengali definition [হা:ট্] (noun) প্রাপ্তবয়স্ক (বিশেষত লাল রং) পুরুষ হরিণ।
- English Word hartal Bengali definition [হর্তাল্] (noun) সমস্ত কর্মীর অথবা প্রায় সমস্ত কর্মীর এমন ধর্মঘট, যাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়; হরতাল।
- English Word harum-scarum Bengali definition [হেআরাম্ স্কেআরাম্] (adjective), (noun) (কথ্য) বেপরোয়া (ব্যক্তি)।
- English Word harvest Bengali definition [হা:ভিস্ট্] (noun) (১) ফসল কাটা ও ঘরে তোলার কাজ; এই কাজের সময়; ঘরে তোলা ফসল; This year’s rice harvest. harvest festival ফসল তোলার পর ঈশ্বরের স্তুতিজ্ঞাপক খ্রিস্টীয় ধর্মানুষ্ঠান; নবান্ন। harvest home ফসল তোলার পর কৃষক কর্তৃক ক্ষেতমজুরদেরকে দেওয়া ভোজ। harvest moon (noun) জলবিষুবের (= autumn equinox, ২২ বা ২৩ সেপ্টেম্বর) নিকটতম পূর্ণিমা। (২) (লাক্ষণিক) কর্মফল; শ্রমের ফসল: reap the harvest of one’s hard work, কঠোর পরিশ্রমের পুরস্কার পাওয়া। □ (verb transitive) ফসল কাটা বা ফসল তোলা: harvest rice. harvester (noun) (১) যে ব্যক্তি ফসল কাটে। (২) ফসল কাটা ও তোলার যন্ত্র, বিশেষত যে যন্ত্র ফসল বাঁধাই বা (combine-harvester) মাড়াইয়ের কাজও একই সঙ্গে করে।
- English Word has Bengali definition দ্রষ্টব্য have 1
- English Word has-been Bengali definition [হ্যাজ্ বীন্] (noun) (কথ্য) যে ব্যক্তি বা বস্তু তার আগেকার উৎকর্ষ হারিয়ে ফেলেছে; সেকেলে ব্যক্তি বা বস্তু।
- English Word hash Bengali definition [হ্যাশ্] (verb transitive) hash (up) (মাংস) কুচিকুচি করে কাটা। □ (noun) (১) [uncountable noun] কুচিকুচি করে কাটা মাংসের তরকারি। (২) make a hash of something (লাক্ষণিক) খুব খারাপভাবে কোনোকিছু করা; তালগোল পাকিয়ে ফেলা। settle somebody’s hash কারো সম্পর্কে এমন ব্যবস্থা গ্রহণ করা যাতে সে আর উৎপাত না-করতে পারে। (৩) (কথা) গাঁজা; ভাং।
- English Word hashish Bengali definition [হ্যাশীশ্] (noun) [Uncountable noun] গাঁজা; ভাং।
- English Word hashtag Bengali definition [হ্যাশ্ট্যাগ্] (noun) (plural hashtags) (১) যখন একটি পূর্ণ শব্দ বা বাক্যকে কোনো স্পেস ছাড়া লিখে এর শুরুতে একটি #-কে যুক্ত করা হয় তখন একে hashtag বলে। hashtag-এর ফলে ওই শব্দটি বা স্পেসবিহীন পুরো বাক্যটি #'সহ অন্য সব শব্দ থেকে উজ্জ্বল হয়ে যায়। এর ফলে এটি সহজেই পাঠকের চোখে পড়ে। সর্বপ্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম twitter হ্যাশট্যাগ নিয়ে আসে। ব্যাপকভাবে এর ব্যবহার হয় ইরানে সর্বপ্রথম আহমেদিনেজাদ সরকারবিরোধী আন্দোলনে। হ্যাশট্যাগ কথিত আরব বসন্তে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। # চিহ্নটি কম্পিউটার ও ইন্টারনেট জগতে হাইপারলিঙ্ক করতে প্রাথমিকভাবে ব্যবহৃত হতো: Hashtags have become indices of popularity. hashtag activism [হ্যাশট্যাগ অ্যাকটিভিজাম্] (noun) হ্যাশট্যাগ সক্রিয়তা: Hashtag amplifies the challenge to white feminism.
- English Word hasn’t Bengali definition [হ্যাজ্নট্] = has not. দ্রষ্টব্য have 1