H পৃষ্ঠা ৪
- English Word hangnail Bengali definition [হ্যাঙ্নেইল] (noun) হাতের নখের গোড়ায় চামড়ার ছাল।
- English Word hank Bengali definition [হ্যাঙ্ক্] (noun) সুতার ফেটি।
- English Word hanker Bengali definition [হ্যাঙ্কা(র্)] (verb intransitive) hanker after/for something কোনোকিছুর জন্য অত্যন্ত লালায়িত হওয়া: hanker after wealth. hankering (noun) তীব্র লালসা; have a hankering for money.
- English Word hanky Bengali definition [হ্যাঙ্কি] (noun) (শিশুবুলি) রুমাল।
- English Word hanky-panky Bengali definition [হ্যাঙ্কি প্যাঙ্কি] (noun) [uncountable noun] (কথ্য) গুপ্তপন্থা; অসদুপায়; হাতের কারসাজি; অপকৌশল; প্রতারণা।
- English Word Hansard Bengali definition [হ্যান্সা:ড্] (noun) পার্লামেন্টের কার্যবিবরণী।
- English Word hansom Bengali definition [হ্যান্সাম্] (noun) (অপিচ hansomcab) (ইতিহাস) দুই আসনবিশিষ্ট দুই চাকার ঘোড়ার গাড়ি; এতে চালকের আসন গাড়ির ছাদ বরাবর পিছন দিকে থাকে এবং লাগাম ছাদের উপর দিয়ে যায়।
- English Word haphazard Bengali definition [হ্যাপ্হ্যাজা্ড্] (adjective), (adverb) বিশৃঙ্খল; পরিকল্পনাহীন; এলোমেলো; এলোপাতাড়ি। haphazardly (adverb)
- English Word hapless Bengali definition [হ্যাপ্লিস্] (adjective) (পুরাতনী) ভাগ্যহীন; দুর্ভাগা।
- English Word happen Bengali definition [হ্যাপান্] (verb intransitive) (১) happen (to) ঘটা; সংঘটিত হওয়া: How did it happen? What happened next? If anything happens to her (যদি তার কিছু হয়, যদি তার কোনো দুর্ঘটনা ঘটে)। (২) দৈবাৎ ঘটা বা দৈবাৎ হওয়া; ঘটনাক্রমে হওয়া। I happened to be there when the fight between the two groups broke out. It so happened that I had left the key in the lock. as it happens দৈবাৎ; দৈবক্রমে: As it happens, I have all my papers with me. (৩) happen on/upon হঠাৎ বা দৈবক্রমে পাওয়া: I happened on just the book I had been looking for. happening [হ্যাপানিঙ্] (noun) (প্রায়ই plural) ঘটনা: strange happenings.
- English Word happy Bengali definition [হ্যাপি] (adjective) (১) ভাগ্যবান; সুখী; তৃপ্ত: a happy couple. as happy as the day is long অত্যন্ত সুখী। (২) (বিনয়ভাষণে) খুশি: We shall be happy to accept your kind invitation. (৩) (ভাষা, আচরণ, প্রস্তাব) সময়োপযোগী: a happy thought/idea ইত্যাদি। happy-go-lucky [হ্যাপি গোউলাকি] (adjective) যা পাওয়া যায় তা-ই নিয়ে সুখী এমন; ভাবনামুক্ত: He is a happy-go-lucky kind of person. happily [হ্যাপিইলি] (adverb) happiness (noun)
- English Word hara-kiri Bengali definition [হ্যারা কিরি] (noun) [uncountable noun] নিজের পেট চিরে আত্মহত্যা-অতীতে জাপানি সামুরাই যোদ্ধা কর্তব্যপালনে নিজেকে ব্যর্থ মনে করলে এভাবে আত্মহত্যা করত।
- English Word harangue Bengali definition [হ্যারাঙ্] (noun) লম্বা-চওড়া (এবং প্রায়ই তিরস্কারপূর্ণ) বক্তৃতা; লম্বা-চওড়া কথা। □ (verb transitive), (verb intransitive) (কাউকে উদ্দেশ করে) এরকম বক্তৃতা দেওয়া।
- English Word harass Bengali definition [হ্যারাস্ America(n) হার্যাস্] (verb transitive) (১) হয়রান বা নাজেহাল করা; উদ্বিগ্ন করা: harassed by the mob; harassed by the cares of a large family. (২) বারবার আক্রমণ করা; In olden days the southernmost parts of Bengal were harassed by the Mughs. harassment (noun) [uncountable noun] হয়রানি; উৎপীড়ন।
- English Word harbinger Bengali definition [হাবিন্জা(র্)] (Noun) অগ্রদূত; The cuckoo is a harbinger of spring.
- English Word harbour Bengali definition America(n) = harbor) [হা:বা(র্)] (noun) (১) পোতাশ্রয়। harbour dues (noun) (plural) পোতাশ্রয়ে জাহাজ নোঙর করার জন্য দেয় মাসুল; নোঙরভাড়া। (২) (লাক্ষণিক) আশ্রয়; নিরাপদ স্থান। □ (verb transitive), (verb intransitive) (১) আশ্রয় দেওয়া; বিপদ ইত্যাদি থেকে রক্ষা করা; লুকিয়ে রাখা: harbour a criminal. (২) মনে স্থান দেওয়া; মনে মনে পোষণ করা: harbour thoughts of revenge. (৩) (পোতাশ্রয়ে) (নাঙর করা। harbourage [হা:বারিজ্] (noun) আশ্রয়স্থল।
- English Word hard Bengali definition [হা:ড্] (Adjective) (১) (নরমের বিপরীতে) শক্ত; কঠিন: as hard as rock. a hard nut to crack (লাক্ষণিক) কঠিন বা দুরূহ সমস্যা; অনমনীয় ব্যক্তি; কঠিন লোক। (২) (সহজের বিপরীতে) বোঝা বা ব্যাখ্যা করা কঠিন এমন; দুর্বোধ্য; দুঃসাধ্য: hard words, কঠিন-কঠিন শব্দ; a hard subject; She is hard to please. (৩) দুর্ভোগ বয়ে আনে এমন; কষ্টকর; পীড়াদায়ক; দুঃসহ: have a hard time; in these hard times. (find something) hard going (কোনোকিছু) কঠিন প্রতীয়মান হওয়া। (find somebody) hard going (কাউকে বোঝা) দুঃসাধ্য মনে হওয়া বা (কারো কথা) ক্লান্তিকর মনে হওয়া। learn (something) the hard way অধ্যবসায় ও কষ্টসহকারে (কোনোকিছু) শেখা। (৪) কঠোর; রূঢ়: a hard husband, যে স্বামী স্ত্রীর সঙ্গে কঠোর আচরণ করে; hard words, রূঢ় ভাষা। be hard on somebody কারো সঙ্গে কঠোর আচরণ করা। drive a hard bargain, দ্রষ্টব্য bargain. take a hard line সন্ধিবিমুখ হওয়া। এর থেকে hard liner (noun) সন্ধিবিমুখ ব্যক্তি। দ্রষ্টব্য line 1 (১১). (৫) (দেহ) পেটানো; পেশল: Physical work makes people hard. as hard as nails (ক) শক্ত ও পেশল; (খ) (লাক্ষণিক) আবেগ বা সহানুভূতিহীন; নির্মম, কঠিন হৃদয়। (৬) সজোর; কষ্টসাধ্য; শ্রমসাধ্য; পরিশ্রমী: a hard blow, hard work. a hard worker. (৭) (আবহাওয়া) অত্যন্ত ক্লেশকর; কঠিন; প্রতিকূল: a hard winter. (৮) (ধ্বনি) কঠিন: The letter ‘C’ is hard in ‘cat’ and soft in ‘city’. (৯) (বিবিধ ব্যবহার) hard and fast (rules, etc) বাঁধাধরা (নিয়ম ইত্যাদি)। hard of hearing কানে কম শোনে এমন; বধিরপ্রায়। hardback/hardcover (noun) শক্ত মলাটে বাঁধানো বই। এর থেকে hardbacked/-covered/-bound (adjective(s)) hardboard [হা:ড্ বোড্] কাঠের বর্জিত অংশ দিয়ে তৈরি শক্ত তক্তাবিশেষ। hard cash (noun) [uncountable noun] নগদ টাকা। hardcore (noun) (ক) (অট্টালিকার ভিত নির্মাণ, রাস্তা তৈরি প্রভৃতির জন্য ব্যবহৃত) ভাঙা ইট, পাথরের টুকরা প্রভৃতি। (খ) যেকোনো নিরেট, কেন্দ্রীয়, মৌলিক বা অন্তর্নিহিত অংশ; কেন্দ্রবিন্দু; প্রাণকেন্দ্র: the hardcore of the opposition. hard court (noun) (টেনিস খেলার) শানবাঁধানো মাঠ (তৃণাচ্ছাদিত নয়)। hard currency (noun) নির্ভরযোগ্য ও স্থিতিশীল মুদ্রা। hard drug (noun) মাদকাসক্তি সৃষ্টি করতে পারে এমন ভেষজ উপাদান; মাদকদ্রব্য- যথা হেরোইন। hardheaded [হা:ড্-হেডিড্] (adjective) বাস্তববুদ্ধিসম্পন্ন; ভাবাবেগহীন; ব্যবসাসুলভ। hardhearted [হা:ড্হা:টিড্] (adjective) পাষাণহৃদয়; অনুভূতিহীন; সহানুভূতিহীন; নির্দয়। hardlabour (noun) [uncountable noun] সশ্রম কারাদণ্ড। hard liquor/drink noun(s) [uncountable noun] কড়া মদ। hard luck/ lines (noun(s)) [uncountable noun] মন্দভাগ্য। এর থেকে, hard luck story করুণা উদ্রেকের উদ্দেশ্যে রচিত বা বর্ণিত কাহিনি। hard shoulder (noun) জরুরি অবস্থায় ব্যবহার্য সড়কের বাঁধানো পার্শ্বদেশ; He pulled his car over to the hard shoulder when one of the tyres burst. hard standing (noun) [uncountable noun] যানবাহনাদি সাময়িকভাবে রাখা বা পার্ক করার জন্য বাঁধানো স্থান। hard water (noun) [uncountable noun] খনিজ লবণমিশ্রিত পানি, এতে সাবানের ফেনা ওঠে না। hardwood (noun) [uncountable noun] (শাল, সেগুন প্রভৃতি) শক্ত, ভারী, টেকসই কাঠ। hardness (noun)
- English Word hard 2 Bengali definition [হা:ড্] (adverb) (১) সজোরে; সব শক্তি প্রয়োগ করে: push/work hard; অতিমাত্রায়: drink hard. hardhitting (adjective) বলিষ্ঠ; তেজোদ্দীপ্ত; ঋজু; সরাসরি। a hardhitting speech. hard-working (adjective) পরিশ্রমী। (২) কঠোরভাবে; প্রবলভাবে: raining hard. (৩) সক্লেশে; কষ্টকরভাবে: hard earned money, কষ্টার্জিত অর্থ। be hard hit (আর্থিক ক্ষতি, প্রিয়জনের মৃত্যু ইত্যাকার কারণে) অত্যন্ত কষ্টে পড়া। be hard pressed (for something) (কোনোকিছুর জন্য) চাপে পড়া। be hard put to it (to do something) (কোনোকিছু করা) কঠিন হয়ে পড়া: I was hard put to it to explain the situation. be hard up অর্থকষ্টে পড়া। be hard up for (something) (কোনোকিছুর) অভাবে পড়া; (কোনোকিছু) খুঁজে না-পাওয়া: He is never hard up for new ideas. (৪) যাতে শক্ত হয়; শক্ত করে: boil eggs hard. hard-baked (adjective) শক্ত করে সেকা; কড়া-সেকা। hard-boiled (adjective) (ডিম) শক্ত করে সিদ্ধ-করা; (লাক্ষণিক) সহানুভূতিহীন; নির্বিকার। hard-bitten (adjective) (ব্যক্তি) দুর্দম; পোড়খাওয়া। (৫) ঘনিষ্ঠভাবে; নিকট থেকে; অবিলম্বে: follow hard upon someone. hard by কাছাকাছি। run somebody hard কাউকে খুব কাছ থেকে অনুসরণ করা; কারো পশ্চাদ্ধাবন করা।
- English Word hard copy Bengali definition [হা:ড্ কপি] (noun) কম্পিউটার থেকে কাগজে বা প্লাস্টিকে প্রিন্ট দেওয়া কপি; প্রিন্টার থেকে মুদ্রিত কপি; হার্ড কপি যা অন্য কোনো যন্ত্রের সহায়তা ছাড়াই পড়া যায়: She began producing hard copy with a desktop computer and printer.
- English Word harden Bengali definition [হা:ড্ন্] (verb transitive), (verb intransitive) শক্ত, মজবুত, কষ্টসহিষ্ণু ইত্যাদি করা বা হওয়া: harden steel; harden the body; harden the heart; a hardened criminal, ঘাগু আসামি। be hardened to কোনোকিছুর প্রতি ভাবলেশহীন হওয়া। harden off (চারা গাছ) বাইরে রোপণ করার মতো শক্ত হওয়া বা শক্ত করা।
- English Word hardihood Bengali definition [হা:ডিহুড্] (noun) [uncountable noun] সাহসিকতা; বলিষ্ঠতা; স্পর্ধা।
- English Word hardly Bengali definition [হা:ড্লি] (adverb) (১) নামেমাত্র; সবেমাত্র; বড় একটা নয়; পুরোপুরি নয়: I hardly know him. He had hardly begun to speak when the audience broke into disorder. It was so dark I could hardly see anything. (২) (অসম্ভব বা অযৌক্তিক কোনোকিছু বোঝানোর জন্য ব্যবহৃত) They can hardly have finished counting the votes yet. It is hardly what I would call the perfect relationship. (৩) (নেতিবাচক) প্রায় না; বলতে গেলে না: He hardly ever (= কদাচিৎ) goes to the theatre. There’s hardly any rice left. Hardly anybody (= খুব কম লোক) attended the meeting.
- English Word hardship Bengali definition [হা:ড্শিপ্] (noun) (১) [countable noun] কষ্টকর পরিস্থিতি: the hardships of war. (২) [uncountable noun] দুর্ভোগ; কষ্ট: bear hardship in silence.
- English Word hardware Bengali definition [হা:ড্ ওএআ(র)] (noun) (১) (সাধারণত কম্পিউটার) হার্ডওয়্যার হলো সেই সব অংশ যা দৃশ্যত এবং ছোঁয়া যায়, যার কাঠামো আছে। যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড ইত্যাদি; হার্ডওয়্যার: Years ago, it was virtually impossible to upgrade a laptop’s hardware. (২) ধাতু দিয়ে তৈরি জিনিস (যেমন যন্ত্রপাতি, পেরেক, ফিটিংস, গৃহসরঞ্জামসহ দরজা, জানালা ও আলমারিতে ব্যবহৃত তালা, হাতল ইত্যাদি)। (৩) অস্ত্র, সাঁজোয়া যান আর ক্ষেপণাস্ত্রের মতো ভারী সামরিক যন্ত্রপাতি। (৪) মহাকাশযান নিয়ন্ত্রণের যন্ত্রপাতি।
- English Word hardy Bengali definition [হা:ডি] (adjective) (১) শক্ত; কষ্টসহিষ্ণু। (২) (উদ্ভিদ) চরম আবহাওয়ার টিকে থাকতে পারে এমন। (৩) সাহসী; অকুতোভয়। hardiness (noun)
- English Word hare Bengali definition [হেআ(র্)] (noun) খরগোশ। hare and hounds এক ধরনের খেলা, যাতে ‘খরগোশ’ (hare) নাম দেওয়া দুজন কাগজের টুকরা ছড়াতে ছড়াতে মাঠ থেকে মাঠে দৌড়াতে থাকে আর তাদের ধরার জন্য শিকারি কুকুর (hound) নাম-পরা অন্যেরা পিছনে পিছনে ছুটতে থাকে। run with the hare and hunt with the hounds বিবদমান উভয়পক্ষের মন জুগিয়ে চলা; দ্বৈত ভূমিকা পালন করা। mad as a March hare বদ্ধোন্মাদ। start a hare অবান্তর কথা বা প্রসঙ্গ উত্থাপন করা। harebell (noun) গোল পাতা আর ঘণ্টার মতো নীল রঙের ফুলের গাছ; ঝুমকা ফুলবিশেষ, এর গাছ। hare-brained (adjective) তাড়াহুড়ো করে করা এমন; হঠকারী; অস্থিরচিত্র; বোকামিতে ভরা; নির্বোধ: a harebrained scheme. harelip (noun) (জন্ম থেকে) দুই ভাগে বিভক্ত উপরের ঠোঁট; খরগোশ ঠোঁট । □ (verb intransitive) জোরে ছোটা; ছুটে পালানো।
- English Word harem Bengali definition [হা:রীম্] (noun) হারেম; হারেম বা অন্তঃপুরবাসিনী নারীবৃন্দ।
- English Word haricot Bengali definition [হ্যারিকোউ] (noun) (অপিচ haricot bean) (ছোট শিমবিশেষ); শিম, বরবটি প্রভৃতি।
- English Word harijan Bengali definition [হোরিজন্] (noun) হিন্দু সমাজের অস্পৃশ্য সম্প্রদায়কে বোঝাতে মহাত্মা গান্ধি প্রদত্ত নাম; হরিজন।
- English Word hark Bengali definition [হা:ক্] (verb intransitive) (১) (প্রধানত imperative) hark at (কথ্য, খেপানোর জন্য) শোনা; Just hark at her! (২) hark back (to) ইতিপূর্বে করা বা বলা কোনোকিছুর প্রসঙ্গে ফিরে যাওয়া।