Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word hasp Bengali definition [হা:স্‌প্‌ America(n) হ্যাস্‌প্‌] (noun) দরজা, জানালা ইত্যাদির কড়া বা আংটা
  • English Word hassle Bengali definition [হ্যাস্‌ল্] (noun) (কথ্য) (১) অসুবিধা; ধাক্কাধাক্কি; ঠেলাঠেলি; a hassle to get on the bus. (২) কথা কাটাকাটি; তর্কাতর্কি; ঝগড়া। □ (verb intransitive), (verb transitive) (১) hassle (with somebody) তর্ক করা; ঝগড়া করা(২) বিব্রত করা; বিরক্ত করা: He kept hassling me.
  • English Word hassock Bengali definition [হ্যাসাক্] (noun) নতজানু অবস্থায় হাঁটু রাখার জন্য গদি
  • English Word haste Bengali definition [হেইসট্] (noun) [uncountable noun] দ্রুততা; ত্বরা; তাড়া; তাড়াতাড়ি: It was done in great haste. Make haste, জলদি করো। More haste, less speed (প্রবাদ) বেশি তাড়াহুড়ো করলে খুব বেশি আগানো যাবে না।
  • English Word hasten Bengali definition [হেইস্‌ন্‌] (verb intransitive), (verb transitive) (১) দ্রুত চলা বা করা: hasten home; hasten to do something. (২) (কাউকে) তাড়াতাড়ি করানো; (কোনোকিছু) ত্বরান্বিত করা
  • English Word hasty Bengali definition [হেইস্‌টি] (adjective) ত্বরিত; ব্যস্তগতি; চটজলদি: hasty preparations; a hasty departure; hasty words (হঠাৎ বলা/ ঝোঁকের মাথায় বলা কথা) regretted afterwords. hastily [হেইস্‌টিইলি্‌] (adverb) hastiness (noun)
  • English Word hat 1 Bengali definition [হ্যাট্] (noun) সাধারণত কিনারাওয়ালা বাইরে পরার টুপিgo/come hat /cap in hand হীনভাবে; গোলামের মতো। send/pass round the hat (সাধারণত ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তির জন্য) চাঁদা চাওয়া বা চাঁদা তোলা। take one’s hat off to (লাক্ষণিক) মুগ্ধ প্রশংসা করা। এর থেকে, hats off to...! চলুন, আমরা...কে অভিনন্দন জানাই! talk through one’s hat (অপশব্দ) বোকার মতো কথা বলা। a bad hat (অপশব্দ) খারাপ লোক। hat-band (noun) টুপিবন্ধনী। hat-pin (noun) এক প্রকার লম্বা পিন, চুলের সঙ্গে টুপি আটকিয়ে রাখতে মহিলারা আগেরকার দিনে এই পিন ব্যবহার করত। hat trick (noun) (ক্রিকেট) পর পর তিন বলে তিনটি উইকেট নেওয়া; ফুটবল প্রভৃতি অন্যান্য খেলায় বা কাজেকর্মে অনুরূপ সাফল্য। hatful [হ্যাট্‌ফুল] (noun) একটি টুপিতে যতটা ধরে। hatless (adjective) টুপি-ছাড়া। hatter (noun) যে টুপি বানায় বা বেচে। as mad as a hatter বদ্ধপাগল।
  • English Word hat 2 Bengali definition [হা:ট্] (noun) গ্রামাঞ্চলের এমন বাজার যা সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে; হাট
  • English Word hatch 1 Bengali definition [হ্যাচ্] (noun) (১) দরজা বা মেঝের ফাঁক; এই ফাঁকের উপরের স্থানান্তরযোগ্য ঢাকনা; বিশেষত (hatchway) জাহাজের ডেকের যে ফাঁক দিয়ে মাল নামানো-উঠানো হয়; দুই কক্ষের মধ্যবর্তী দেওয়ালের ফাঁক, বিশেষত রান্নাঘর ও খাবার ঘরের মধ্যবর্তী দেওয়ালের যে ফাঁক দিয়ে খাবারদাবার আনা- নেওয়া করা হয়under hatches ডেকের নিচে। (২) আড়াআড়িভাবে বিভক্ত দরজার নিম্নাংশ
  • English Word hatch 2 Bengali definition [হ্যাচ্] (verb transitive), (verb intransitive) (১) ডিমে তা দেওয়া; ডিম ফুটিয়ে বাচ্চা বের করা বা ডিম ফুটে বাচ্চা বের হওয়া: hatch an egg. Don’t count one’s chickens before they’re hatched (প্রবাদ) অনিশ্চিত কোনোকিছু উপর খুব বেশি ভরসা করতে নেই; গাছে কাঁঠাল গোঁফে তেল। (২) ষড়যন্ত্র করা; ফন্দি আঁটাhatchery (noun) মাছের ডিম ফুটিয়ে পোনা বের করার স্থান।
  • English Word hatch 3 Bengali definition [হ্যাচ্] (verb transitive) সমান্তরাল রেখা দ্বারা অঙ্কন করা বা খোদাই করাhatching (noun) [uncountable noun] এরূপ সমান্তরাল রেখা।
  • English Word hatch back Bengali definition [হ্যাচ্ ব্যাক্] (noun) এক ধরনের মোটর গাড়ি
  • English Word hatchet Bengali definition [হ্যাচিট্] (noun) হালকা ছোট কুড়ালbury the hatchet ঝগড়া মিটিয়ে ফেলা।
  • English Word hate Bengali definition [হেইট্] (verb transitive) ঘৃণা করা; অত্যন্ত অপছন্দ করা; (কথ্য) দুঃখ করা; He hates politics. She hates dirty beds. I hate to bother you. □ (noun) ঘৃণা: She was filled with hate for her rival.
  • English Word hateful Bengali definition [হেইট্‌ফ্‌ল্‌] (adjective) ঘৃণ্য: The smell of the rotting weeds was hateful to me. hatefully [হেইট্‌ফালি] (adverb)
  • English Word hater Bengali definition [হ্যাট(র্)] (noun) (অপশব্দ) (১) সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ যা কোনো ব্যক্তি বা গ্রুপকে তাদের অপছন্দ বা অননুমোদনসূচক মনোভাবের প্রকাশ ঘটাতে সহায়তা দেয় এটা চূড়ান্ত অর্থে ঘৃণা নয়(২) যিনি এই অ্যাপের প্রয়োগ ঘটান: Facebook has been a particularly vitriolic breeding ground for the haters.
  • English Word hath Bengali definition (old use, poet) = have, has.
  • English Word hatred Bengali definition [হেইট্রিড্] (noun) ঘৃণা; তীব্র বিরাগ
  • English Word hatter Bengali definition [হ্যাটা(র্)] (noun) যে টুপি বানায় বা বেচে
  • English Word haughty Bengali definition [হোটি] (adjective) উদ্ধত; অহংকারী; haughty mien. haughtily [হোটিইলি] (adverb) haughtiness (noun)
  • English Word haul Bengali definition [হোল্] (verb transitive), (verb intransitive) সবলে টানা: Elephants are hauling logs. haul down one’s flag/colours আত্মসমর্পণ করা। haul somebody over the coals (অন্যায় করার জন্য) কাউকে কঠোর তিরস্কার করা। □ (noun) [countable noun] (১) সবলে টানার কাজ; যতদূর কোনোকিছু টেনে নিয়ে যাওয়া হয়: Long hauls on the railways. (২) এক ধাক্কায় যতটুকু পাওয়া যায়; জালের একটানে যে সংখ্যক মাছ ধরা যায়: a good haul of fish.
  • English Word haulage Bengali definition [হোলিজ্‌] (noun) [uncountable noun] (মাল) পরিবহন: The road haulage industry, সড়ক পরিবহনশিল্প।
  • English Word haulier Bengali definition [হোলিআ(র্‌)] (noun) ট্রাকযোগে মাল পরিবহনে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠান; পরিবহনঠিকাদার
  • English Word haulm Bengali definition [হোম্] (noun) (collective singular) শিম; কড়াই, মটর, আলু প্রভৃতির পরিত্যক্ত ডাঁটা
  • English Word haunch Bengali definition [হোন্‌চ্] (noun) মানব বা প্রাণিদেহের পশ্চাদ্দেশ; পাছা; পাঁজর ও ঊরুর মধ্যবর্তী অংশ: Yesterday he was sitting on his haunches.
  • English Word haunt Bengali definition [হোন্‌ট্] (verb transitive) অভ্যাসগতভাবে কিংবা হরহামেশা কোথাও যাতায়াত করা; (বিশেষত ভূতপ্রেত) প্রায়ই উদয় হওয়া। (২) ঘুরে ফিরে মনে আসা; a haunting face. haunted by fear. □ (noun) যেখানে কোনো ব্যক্তি বা ব্যক্তিবিশেষেরা হরহামেশা যাতায়াত করে; আস্তানা: a haunt of criminals.
  • English Word hauteur Bengali definition [ওউটা(র্)] (noun) [uncountable noun] ঔদ্ধত্য
  • English Word Havana Bengali definition [হাভ্যানা] (noun) কিউবার তৈরি চুরুট; হাভানাচুরুট
  • English Word have 1 Bengali definition [‘I, we, you, they -এর পর সাধারণত রূপ: ভ; বিরতির পর সাধারণত রূপ: হাভ; অন্যত্র সাধারণত রূপ: আভ; strong রূপ: হ্যাভ auxiliary verb ( 3rd person singular হ্যাস/সাধারণত রূপ: জ; শুধু প, ট, ক, ফ, থ, -এর পর: স; শুধু স, জ, শ, জ, চ, জ -এর পর: আজ্‌; বিরতির পর: হাজ্; strong রূপ: হ্যাজ্‌; past tense হ্যাড/‘I, we, you, they’ -এর পর সাধারণত রূপ: ড্; বিরতির পর: হাড্‌; অন্যত্র সাধারণত রূপ: আড্; strong রূপ: হ্যাড্‌; negative(ly) রূপসমূহ: haven’t = [হ্যাভ্‌ন্‌ট্‌ hasn’t = হ্যাজ্‌ন্‌ট্‌; hadn’t = হ্যাড্‌ন্‌ট্] (১) perfect tense সমূহ ও perfect infinitive -এ ব্যবহৃত: I have /I’ve washed my hands. He has/He’s done it. Have you finished? (২) (finite had কে subject- এর আগে ব্যবহার করে if-clause—এর সমার্থ পাওয়া যায়): Had I (= if i had) known. যদি জানতাম…।
  • English Word have 2 Bengali definition [হ্যাভ্‌] anom verb ( 3rd person singular has [হ্যাজ্‌]; past tense, past participle had [হ্যাড্‌]; negative(ly) রূপসমূহ:' haven’t [হ্যাভ্‌ন্‌ট্‌]; hasn’t [ [হ্যাজ্‌ন্‌ট্‌]; hadn’t [হ্যাড্‌ন্‌ট্‌]). (১) (‘be’ ক্রিয়া ব্যবহার করে পুনর্গঠিত করা যায় এমন সব বাক্যে ব্যবহৃত): I have no doubt (= There is no doubt in my mind) that.... (২) বাস্তব কোনোকিছুর অধিকারী হওয়া: He has (got) a fine collection of old paintings. (৩) কোনো দৈহিক বা মানসিক বৈশিষ্ট্যের অধিকারী হওয়া: She has large dark eyes. He has a good memory. (৪) বিভিন্ন সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহৃত: I haven’t many friends here. (৫) ( be + adjective + to-infinitive সমতুল্য বাক্যে abstract noun + to-infinitive - সহযোগে ব্যবহৃত): Will you have the goodness (= please be good enough) to return my book? ৬ (সাধারণত got. সহযোগে কথ্য রীতিতে ব্যবহৃত) মনে রাখা; কোনো মানসিক ক্ষমতা প্রয়োগ করা; অভিজ্ঞতা লাভ করা: Have you (got)/Do you have any idea where she lives? What reason have you (got) for thinking that he’s lying? What kind of assistance have you in mind? (৭) (শুধু infinitive- এ এবং সর্বদা stressed) মেনে নেওয়া; সহ্য করা: I won’t have such nasty things said about me.