• Bengali Word upper English definition [আপা(র্)] (adjective) উপরের; উচ্চতর; উপরিস্থিত; ঊর্ধ্বতন; ঊর্ধ্বস্থ: the upper lip; the upper arm, দ্রষ্টব্যupper case, দ্রষ্টব্যcase 2 (২).
    upperclass দ্রষ্টব্য class(৩). the upper crust (কথ্য) সমাজের উচ্চতর শ্রেণী। the upper storey (লাক্ষণিক কথ্য) মগজ; মস্তিষ্ক: wrong in the upper storey, বিকলমস্তিষ্ক। have/get the upper hand (of) (কারো উপর) সুবিধা/প্রাধান্য/প্রতিপত্তি লাভ করা। the Upper House (সংসদে) উচ্চতর কক্ষ (হাউজ অব লর্ডস)। upper cut (মুষ্টিযুদ্ধ) প্রতিপক্ষের আত্মরক্ষামূলক ব্যবস্থার ভিতরে বাহু ঢুকিয়ে ঊর্ধ্বমুখী আঘাত; ঊর্ধ্বাঘাত। □(noun) জুতার উপরিভাগ। be (down) on one’s uppers নিঃস্ব/সর্বস্বান্ত হওয়া। uppermost [আপা(র্)মোউস্‌ট্] (adjective) উচ্চতম; প্রধানতম। □(adverb) উপরে; উপরিভাগে: You should not say whatever comes uppermost, যা মনে আসে।