• Bengali Word hum English definition [হাম্‌] (verb intransitive), (verb transitive) (hummed, humming, hums) ১ গুঞ্জন/গুন গুন করা; গুনগুনানো।
    hummingbird (noun) সাধারণত ছোট আকারের উজ্জ্বল রঙের কয়েক প্রজাতির পাখি, যাদের পাখার কম্পনে গুনগুন ধ্বনি উত্থিত হয়; গুঞ্জন পাখি। humming-top (noun) এক ধরনের ল্যাটিম, যা ঘোরার সময় বোঁ বোঁ শব্দ করে। (২) কর্মচঞ্চল থাকা: a factory humming with activity. (৩) সাধারণত and haw/ha (কথ্য) (দ্বিধা বা সংশয়সূচক) হুঁ হাঁ করা। □ (noun) গুঞ্জন; গুঞ্জরন; কূজন; কলরব।