Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word doze Bengali definition [ডোউজ্‌] (verb intransitive) ঘুমে ঢুলু ঢুলু করা; তন্দ্রাচ্ছন্ন হওয়া; ঝিমানোdoze away তন্দ্রাচ্ছন্ন হয়ে সময় পার করা। doze off তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়া; অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়া। □(noun) [countable noun] পাতলা ঘুম; তন্দ্রা।
  • English Word dozen Bengali definition [ডাজ্‌ন্‌] (noun) (সাধারণত plural) অপরিবর্তিত; অনির্দিষ্ট সংখ্যা বোঝাতে plural হয়) (১) তিন গণ্ডা; বারোটি; এক ভজন: Oranges are Tk. 1৪0 a dozen. We buy them in dozens. talk nineteen to the dozen অবিরত কথা বলা। (২) dozens of বিপূলসংখ্যক: I have seen dozens of people during the last few days. half a dozen = ছয়টি। a round dozen পূর্ণ ভজন।
  • English Word drab Bengali definition [ড্র্যাব্] (adjective) (১) (অপিচ noun) নিষ্প্রভ বাদামি বা মেটে রং(২) (লাক্ষণিক) নীরস; একঘেয়ে বৈচিত্র্যহীন; আকর্ষণীয় নয়(৩) (কথ্য) ইতর বা বাজে মেয়েলোক; বেশ্যা
  • English Word drachma Bengali definition [ড্যাক্‌মা] (noun) আধুনিক গ্রিক মুদ্রা
  • English Word draconian Bengali definition [ড্রাকোউনিআন্‌] (adjective) (আইন সম্বন্ধীয়) অতিশয় কঠোর ও নির্মম: draconian laws/measures. (খ্রি. পূ. (৬২১) সালে এথেন্সে Draco প্রবর্তিত আইনের মতো)।
  • English Word draft 1 Bengali definition [ড্রাফ্‌ট্ America(n) ড্র্যাফ্‌ট্] (noun) [countable noun] (১) রূপরেখা; খসড়া; মুশাবিদা: a draft for a speech/letter/Bill. (২) ব্যাংক কর্তৃক টাকা দেওয়ার আদেশনামা: bank-draft. (৩) বিশেষ কোনো উদ্দেশ্যে বৃহৎ কোনো দল থেকে একটি ক্ষুদ্র দল বাছাই করা; এভাবে নির্বাচিত দল বা তার অন্তর্ভুক্ত ব্যক্তিthe draft এ ধরনের নিযুক্তি। draft card (noun) সেনাবাহিনীতে বাধ্যতামূলক চাকরির জন্য আহূত হওয়ার চিঠি বা কার্ড। (৪) (America(n))= draught.
  • English Word draft 2 Bengali definition [ড্রাফ্‌ট্ America(n) ড্র্যাফ্‌ট্] (verb transitive) (১) খসড়া বা মুশাবিদা করা: to draft a speech. (২) (America(n)) বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে চাকরির জন্য নির্বাচন করা; বৃহৎ দল থেকে ক্ষুদ্রতর দল বাছাই করাdraftee (noun) (America(n)) সেনাবাহিনীতে বাধ্যতামূলক চাকরির জন্য বাছাইকৃত/নির্বাচিত। drafting খসড়া বা মুসাবিদা করার কাজ; যেভাবে তা করা হয়েছে: The drafting of the bill is ambiguous.
  • English Word draftsman Bengali definition [ড্রাফ্‌ট্‌স্‌মান America(n) ড্র্যাফ্‌ট্‌স্‌মান] (noun) (plural draftsmen) খসড়া প্রণয়নকারী ব্যক্তি, বিশেষত স্থাপত্যকর্মের নকশা অঙ্কনকারী; কোনো বিল বা দলিল যেভাবে প্রণীত/লিখিত হয়েছে সেই কর্মের জন্য দায়ী ব্যক্তি
  • English Word drafty Bengali definition [ড্রাফ্‌টি America(n) ড্র্যাফ্‌টি] (adjective)(draftier, draftiest), (America(n))= draughty.
  • English Word drag 1 Bengali definition [ড্রাগ্] (noun) যা টেনে বা হিঁচড়ে নেওয়া হয়dragnet (ক) মাছ ধরা বা নদীর তলদেশে যা আছে, তা তোলার জন্য টানা জাল; ভারী মই; মাটি আঁচড়ানোর যন্ত্রবিশেষ;(খ) অপরাধীদের ধরতে গৃহীত বিভিন্ন ব্যবস্থা। (২) (কথ্য) অগ্রগতি বা উন্নতির পথে অন্তরায়(৩) [uncountable noun] (অপশব্দ) পুরুষ কর্তৃক স্ত্রীলোকের পোশাক পরিধান: The play was performed in drag; পুরুষগণ স্ত্রীলোকের ভূমিকায় অভিনয় করেছেন এমন নাটক। (৪) (অপশব্দ) সিগারেট বা চুরুটে এক টান
  • English Word drag 2 Bengali definition [ড্র্যাগ্] (verb transitive), (verb intransitive) (dragged, dragging, drags) (১) ভারী কোনো বস্তুকে সজোরে ও ধীরে ধীরে টেনে নেওয়াdrag somebody in to doing something কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কর্মে নিয়োজিত করা। (২) টেনে টেনে চলা; অনুসরণ করাdrag one’s feet (প্রায়ই লাক্ষণিক) গড়িমসি করা; ইচ্ছা করে মন্থর গতিতে কাজ করা। drag up (a child) (কথ্য) খারাপভাবে শিক্ষা বা প্রশিক্ষণ দেওয়া। (৩) drag (on) (সময়, কাজ) ক্লান্তিকরভাবে ধীরে ধীরে অগ্রসর হওয়া বা চলতে থাকা; (চিত্তবিনোদন) নীরস হওয়াdrag out (সময়) অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ করা; বিলম্বিত করা। (৪) হারানো জিনিস উদ্ধারে নদী, হ্রদ ইত্যাদির তলদেশে জাল টানা
  • English Word draggle Bengali definition [ড্র্যাগ্‌ল্‌] (verb transitive), (verb intransitive) মাটির উপর দিয়ে টেনে নোংরা করাdraggled (adjective) (প্রায়ই be draggled) এমনভাবে ভিজিয়ে নোংরা করা যেন ধুলাবালির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে।
  • English Word dragoman Bengali definition [ড্রাগোউমান্] (noun) plural dragomans বিশেষত আরবিভাষী অঞ্চলে কর্মরত দোভাষী ও পথনির্দেশক (গাইড)।
  • English Word dragon Bengali definition [ড্র্যাগান্‌] (noun) শিশুকাহিনিতে কল্পিত সরীসৃপ জাতীয় পাখাওয়ালা বিশাল প্রাণী, যা নিঃশ্বাসে অগ্নি উদ্গিরণ করে এবং ধনাগার পাহারা দেয়; (কথ্য) ভয় উদ্রেককারী; রুদ্রমূর্তি ব্যক্তি। dragonkite (noun) ড্র্যাগনসদৃশ ঘুড়ি।
  • English Word dragonfly Bengali definition [ড্র্যাগ্‌ন্‌ ফ্লাই] (noun) (plural dragonflies) ফড়িং
  • English Word dragoon Bengali definition [ড্রাগূন্] (noun) অশ্বারোহী সৈন্য। □(verb transitive) dragoon somebody (into doing something) কাউকে বলপ্রয়োগে কোনো কিছু করতে বাধ্য করা; হয়রান করা।
  • English Word drain 1 Bengali definition [ড্রেইন্‌] (noun) (১) নালা; নর্দমা; পয়ঃনালাdrains (plural) পয়ঃপ্রণালি। go down the drain (লাক্ষণিক) অপচয়িত হওয়া: All the money spent on him has gone down the drain. drainpipe (noun) ময়লা, জল ইত্যাদি নিষ্কাশনের নল বা পাইপ; নর্দমার নল। drain-pipe trousers চোস্ত ফুল প্যান্টবিশেষ। (২) (লাক্ষণিক) যা অবিরতভাবে অর্থ, শক্তি বা সময় নিঃশেষিত করে; অপচয় বা লোকসানের কারণ: The banks are facing a large drain on their funds. brain drain (noun) মেধাপাচার; কারিগরিবিদ্যা বা বিজ্ঞানে শিক্ষাপ্রাপ্ত ব্যক্তিগণের অধিক উপার্জন বা সুযোগের আশায় বিদেশগমন।
  • English Word drain 2 Bengali definition [ড্রেইন্] (verb transitive), (verb intransitive) (১) drain away/off (তরল পদার্থ) নিষ্কাশন বা প্রবাহিত করা(২) (ভূমি) শুষ্ক করা, শুকানো; পানি বের করে দেওয়া: to drain swamps/marshes. (৩) drain (away/off), drain(of) (লাক্ষণিক) ক্রমান্বয়ে শক্তি বা সম্পদ ব্যয়িত বা ক্ষয়প্রাপ্ত হওয়া: His life was drained away. (৪) পান করা; শূন্য করা: to drain a glass.
  • English Word drainage Bengali definition [ড্রেইনিজ্‌] (noun) [uncountable noun] (১) নিষ্কাশন প্রক্রিয়া(২) নিষ্কাশনের পথ বা উপায়, যেমন ড্রেন, শহরের নর্দমা ব্যবস্থা(৩) নিষ্কাশিত পদার্থ
  • English Word drake Bengali definition [ড্রেইক্] (noun) পুরুষ পাতিহাঁস
  • English Word dram Bengali definition [ড্র্যাম্] (noun) (১) (বিশেষত ওষুধের বা তরল পদার্থের ওজন) মাত্রা বা পরিমাণবিশেষ (আউন্সের এক-অষ্টমাংশ)। (২) স্বল্প পরিমাণ সুরা
  • English Word drama Bengali definition [ড্রামা] (noun) (১) [countable noun] নাটক; [uncountable noun] (the) drama নাট্যসাহিত্য, নাটকের জন্য রচনা, পরিবেশনা ও মঞ্চায়ন(২) [countable noun, uncountable noun] চমকপ্রদ বা উত্তেজনাপূর্ণ ঘটনাপ্রবাহ
  • English Word dramatic Bengali definition [ড্রাম্যাটিক্] (adjective) (১) নাটক সম্বন্ধীয়: a dramatic performance. (২) নাটকীয়; চমকপ্রদ (ঘটনা)। (৩) (কোনো ব্যক্তির কথা বলার ধরন বা আচরণ সম্বন্ধে) নাটকোচিত; নাটুকেপনাdramatically [ড্রাম্যাটিক্‌লি] (adverb) নাটকীয়ভাবে; নাটকোচিতভাবে। dramatics (noun) (সাধারণত singular verb- এর সঙ্গে) (১) নাট্যকৌশল, অভিনয় ইত্যাদি নিয়ে আলোচনা(২) নাটকীয় আচরণ বা প্রকাশভঙ্গি
  • English Word dramatis personae Bengali definition [ড্র্যামাটিস্‌ পাসোউনাই] (noun) (plural) (লাতিন) নাটকের চরিত্রসমূহ; কুশীলব
  • English Word dramatist Bengali definition [ড্র্যামাটিস্‌ট্] (noun) নাট্যকার
  • English Word dramatize, dramatise Bengali definition [ড্র্যামাটাইজ্] (verb transitive) (১) কোনো গল্প বা উপন্যাসের নাট্যরূপ দেওয়া(২) কোনো ঘটনাকে নাটকীয়তা দেওয়া; নাটকীয় করাdramatization, dramatisation [ড্র্যামাটাইজেইশন্‌ America(n) ড্র্যামাটিজেইশন্‌] (noun)[countable noun, uncountable noun]
  • English Word dramedy Bengali definition [ড্রামেইডি] (noun) [countable noun] (plural dramedies; drama comedy দিয়ে তৈরি) নাটক, সিনেমা ও টিভি প্রোগ্রামের নতুন একটি ধারা; ড্রামেডি: This is a nice little character study and a watchable dramedy.
  • English Word drank Bengali definition [ড্রাঙ্‌ক্‌] drink শব্দের past tense
  • English Word drape Bengali definition [ড্রেইপ্] (verb transitive) (১) drape (round/over) পরদা বা ভাঁজ করা কাপড় দিয়ে ঢাকা; আবৃত করা: to drape curtains over a window, to drape a flag round a coffin. (২) drape (with) আচ্ছাদিত করা; সাজানো: The walls were draped with flags. (৩) drape (round/over) হালকাভাবে ঝুলে থাকতে দেওয়া: He draped his legs over the arms of the chair. □ (noun) [countable noun] (প্রধানত America(n)) পরদা; ঝুলে থাকা ভাঁজ করা কাপড়।
  • English Word draper Bengali definition [ড্রেইপা(র্)] (noun) (British/Britain) পরদা বা কাপড় ইত্যাদিdrapery (noun) (১) [U] ঝালর, পরদা ইত্যাদির ব্যবসা: a drapery store. (২) [countable noun, uncountable noun] (plural draperies) পরদা, ঝালর ইত্যাদি তৈরিতে ব্যবহৃত কাপড়: He deals in drapery.