Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word droppings Bengali definition [ড্রপিঙ্‌জ্‌] (noun) জীবের অন্ত্রনিঃসৃত রস বা মল
  • English Word dropsy Bengali definition [ড্রপ্‌সি] (noun) [uncountable noun] জলউদরী বা পেটফোলা রোগ; শোথরোগdropsical [ড্রপ্‌সিক্‌ল্‌] (adjective) শোথ সম্বন্ধীয়; উদরী রোগাক্রান্ত।
  • English Word dross Bengali definition [ড্রস্‌ America(n) ড্রোস্] (noun) [uncountable noun] (১) ধাতু গলালে যে ময়লা বা গাদ জমে; ধাতুমল; ময়লা(২) (লাক্ষণিক) মূল্যহীন বস্তু; আবর্জনাdrossy (adjective) বাজে; অপরিশোধিত; ভেজাল। drossiness (noun)
  • English Word drought Bengali definition [ড্রাউট্] (noun) [countable noun, uncountable noun] অনাবৃষ্টি; বৃষ্টির অভাব; পিপাসা; শুষ্কতাdroughty (adjective) বৃষ্টিহীন; জলশূন্য; তৃষিত; অতিশয় শুষ্ক।
  • English Word drove 1 Bengali definition [ড্রোউভ্] drive 2- এর past tense
  • English Word drove 2 Bengali definition [ড্রোউভ্‌] (noun) একত্রে তাড়িত পশুপাল; চলমান জনতা: droves of tourists. drover (noun) পশুপাল তাড়িয়ে বিক্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া যায় পেশা; পশু ব্যবসায়ী।
  • English Word drown Bengali definition [ড্রাউন্‌] (verb transitive), (verb intransitive) (১) ডুবে মরা বা ডুবিয়ে মারা: He drowned the kittens. He was drowned; নিমজ্জিত করা। (২) drown out (শব্দ) এত তীব্র হওয়া যে তা অন্য শব্দকে অস্পষ্ট করে: The noise drowned her voice. (৩) (লাক্ষণিক) নিমগ্ন করা; লুপ্ত করা: He drowned himself in work.
  • English Word drowse Bengali definition [ড্রাউজ্‌] (verb intransitive), (verb transitive) ঝিমানো; তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রালু হওয়া; ঘুমের ঘোরে হতবুদ্ধি হওয়া; নিষ্ক্রিয় হওয়াdrowse away ঘুমের ঘোরে বা তন্দ্রাচ্ছন্ন হয়ে সময় কাটানো; to drowse away one’s time. □ (noun) তন্দ্রাচ্ছন্ন অবস্থা।
  • English Word drowsy Bengali definition [ড্রাউজি] (adjective) (drowsier, drowsiest) তন্দ্রালু; অলস; নিষ্ক্রিয়; নিদ্রা উদ্রেক করে এমন: a drowsy afternoon. drowsily (adverb) drowsiness (noun)
  • English Word drub Bengali definition [ড্রাব্‌] (verb transitive) (drubbed, drubbing, drubs) পেটানো; লাঠি দিয়ে আঘাত করাdrubbing (noun) লাঠিপেটা: give somebody a good/sound drubbing.
  • English Word drudge Bengali definition [ড্রাজ্‌] (noun) চাকর; মজুর; যে ব্যক্তি একঘেয়ে ক্লান্তিকর খাটুনি খাটে। □(verb transitive) একেঘেয়ে ক্লান্তিকর খাটুনি খাটা; অপ্রিয় ও নিচু কাজে কঠোর পরিশ্রম করা। drudgery (noun) নীরস একঘেয়ে খাটুনি বা পরিশ্রম।
  • English Word drug Bengali definition [ড্রাগ্] (noun) [countable noun] (১) ওষুধ বা ওষুধ তৈরি করার কাজে ব্যবহৃত উপাদানdrug store (noun) ওষুধ বিক্রয়ের দোকান; (America(n)) যে দোকানে ওষুধ ও প্রসাধনী ছাড়াও রকমারি দ্রব্য, হালকা খাবার ও পানীয় বিক্রি করা হয়। (২) নেশা উদ্রেককারী বস্তু বা মাদকদ্রব্য (যেমন আফিম, কোকেন), যা নিদ্রাচ্ছন্নতা বা অসাড়তা আনে: a drug addict, মাদকাসক্ত ব্যক্তি; drug addiction মাদকাসক্তি; a drug pedlar মাদক বিক্রেতা; ফেরিওয়ালা। (৩) অভ্যাস সৃষ্টি করে এমন বস্তু(৪) a drug on the market অবিক্রয়যোগ্য পণ্য; যে পণ্যদ্রব্যের চাহিদা নেই। □(verb transitive) কাউকে নিদ্রিত বা অচেতন করার জন্য খাদ্য বা পানীয়ে মাদকদ্রব্য মেশানো বা মাদকদ্রব্য খাওয়ানো; They drugged the guards and robbed the bank.
  • English Word drug-driving Bengali definition [ড্রাগ্‌ ড্রাইভিং] (noun) (British/Britain) (বিকল্প বানান 'drugdriving') মাদকের প্রভাবে গাড়ি চালানো. □ (noun) drug-driver মাদকাসক্ত চালক: We don’t have the laws or the technology to punish drug-drivings properly.
  • English Word drugget Bengali definition [ড্রাগিট্] (noun) [countable noun, uncountable noun] মেঝে ঢাকার মোটা পশমি বস্ত্রবিশেষ
  • English Word druggist Bengali definition [ড্রাগিস্‌ট্] (noun) (১) (British/Britain) ওষুধ বা ওষুধের উপাদান বিক্রেতা(২) (America(n)) ওষুধ ও প্রসাধনী ছাড়াও যে ব্যক্তি অন্যান্য বস্তু, হালকা খাবার ও পানীয় বিক্রি করে
  • English Word Druid, druid Bengali definition [ড্রুইড্] (noun) প্রাচীন গল, আইরিশ ও ব্রিটেনবাসী কেলট্‌দের পুরোহিতDruidism এ ধরনের পুরোহিতের ধর্মমত।
  • English Word drum 1 Bengali definition [ড্রাম্] (noun) (১) (সংগীত) ঢাক বা ঢোলdrum fire (noun) বড় কামান থেকে ক্রমাগত নিক্ষিপ্ত ভারী গোলা। drum head (noun) ঢাকের চর্মাবরণ; জাহাজের কাছি জড়ানোর যন্ত্রের উপরিভাগ। drumhead court-martial যুদ্ধকালে অপরাধীদের দ্রুত বিচারে গঠিত সামরিক আদালত। drum-major [ড্রাম্‌ মেইজা(র্)] (noun) কুচকাওয়াজকারী সামরিক বাদকদলের নেতা; (America(n)) যে কোনো বাদকদলের পুরুষ নেতা। drum-majorette [ড্রাম্ মেইজারেট্] (noun) (America(n)) বাদকদলের অগ্রে গমনকারী সুসজ্জিত মেয়ে। drumstick (noun) (১) (ক) ঢোল বাজানোর কাঠি; ঢোলের কাঠি। (খ) রান্না করা মুরগি বা পাখির ঠ্যাং। (২) ঢোলসদৃশ কোনো বস্তু যেমন তেলের পিপা(৩) ঢাকের শব্দ
  • English Word drum 2 Bengali definition [ড্রাম্] (verb transitive), (verb intransitive) (drummed, drumming, drums) (১) ঢাক পিটানো(২) drum (on) ঢোল বাজানোর মতো শব্দ করা; ক্রমাগত পেটানো বা বাজানো: to drum on the table with fingers. (৩) drum up ঢাক পিটিয়ে ডাকা; আহ্বান করা; লোক সংগ্রহ করা; ঢোলশোহরত করে প্রচার করা; (লাক্ষণিক) কোনো কাজের প্রতি লোকের সমর্থন পেতে প্রচারকার্য চালানোdrum out অপমান করে বা লজ্জা দিয়ে কাউকে তাড়ানো। (৪) drum something into somebody’s head বারবার উল্লেখসহকারে মনে করিয়ে দেওয়া
  • English Word drunk Bengali definition [ড্রাঙ্‌ক্‌] (adjective) (past participle of drink 2) মদোন্মত্ত; মাতাল: He was so drunk that he could not walk. get drunk মদোন্মত্ত হওয়া। drunk with something (লাক্ষণিক) উল্লসিত: He was drunk with joy. □ (noun) মদোন্মত্ত ব্যক্তি; মাতাল; মাতলামির জন্য পুলিশ কর্তৃক অভিযুক্ত ব্যক্তি। drunkard [ড্রাঙ্‌কাড্] (noun) মদ্যপ।
  • English Word drunken Bengali definition [ড্রাঙ্‌কান্] (adjective) (সাধারণত attributive(ly)) (১) মাতাল; মদ্যপানাসক্ত(২) অতিরিক্ত মদপানের ফলে সংঘটিত: a drunken sleep. drunkenly (adverb) drunkenness (noun)
  • English Word drupe Bengali definition [ড্রুপ্‌] (noun) (উদ্ভিদ) আঁটিযুক্ত রসালো ফল, যেমন চেরি, জলপাই, প্লাম ইত্যাদি
  • English Word dry 1 Bengali definition [ড্রাই] (adjective) (drier, driest) (১) শুষ্ক; জলীয় বাষ্পহীনdry as a bone; bone-dry সম্পূর্ণ শুষ্ক। (২) বৃষ্টিহীন; বৃষ্টিশূন্য: dry weather; অপর্যাপ্ত বার্ষিক বৃষ্টিপাত সম্পন্ন: a dry climate. (৩) নির্জলা; শুষ্ক; খটখটে: a dry well; দুগ্ধবতী নয়; a dry cow. (৪) কঠিন বা শক্ত; তরল নয়: dry goods. (৫) মাখন ব্যতীত: dry bread. (৬) (মদ ইত্যাদি) সুমিষ্ট বা ফলের ঘ্রাণসমৃদ্ধ নয়: dry wine. (৭) (কথ্য) তৃষ্ণার্ত: feel dry; তৃষ্ণা উদ্রেককারী: dry work. (৮) আকর্ষণীয় নয়; নীরস: a dry subject. dry as dust অতিশয় শুষ্ক বা নীরস। (৯) আবেগপূর্ণ নয়; উষ্ণ অনুভূতিপূর্ণ নয়; শীতল: a dry welcome; বাহ্য প্রতীয়মান নয়: dry humour. (১০) সহজ সরল; অপ্রচ্ছন্ন: give me the dry facts and nothing else. (১১) তরল পদার্থের সঙ্গে সম্পর্কযুক্ত নয়: a dry cough, শুষ্ক কাশি (শ্লেষ্মাহীন): a dry death. পানিতে ডুবে নয় এমন মৃত্যু। (১২) (যৌগশব্দ) dry cell শুষ্ক বৈদ্যুতিক কোষ যার রাসায়নিক উপাদানসমূহ আঠালো পিণ্ডের আকারে খাপের মধ্যে আবদ্ধ থাকে ও চোয়ায় না: dry cell battery, শুষ্ক বৈদ্যুতিক কোষসম্পন্ন ব্যাটারি। dry-clean (verb) পানি ছাড়া (পেট্রোল ইত্যাদি দিয়ে) বস্ত্রাদি পরিষ্কার করা। dry cleaner, dry cleaning (noun(s)) জাহাজ তৈরি বা মেরামতের জন্য যে পোতাশ্রয়ের পানি পাম্পের সাহায্যে বের করে দেওয়া যায়। dry dock দ্রষ্টব্য dock 1 (১)। dry goods শুষ্ক পণ্যদ্রব্য, যেমন খাদ্যশস্য; (America(n)) কাপড়, পোশাক, পরদা ইত্যাদি। dry ice ঘনীভূত বা শক্ত অবস্থাপ্রাপ্ত কার্বন ডাই-অক্সাইড, যা খাদ্যদ্রব্য বা অন্যান্য জিনিস ঠাণ্ডা রাখার জন্য ব্যবহৃত হয়। dry measure শুষ্ক ফসলাদির মাপ। dry nurse (noun) স্তন্যদান ছাড়াই যে ধাত্রী শিশুপালন করে। dry rot (noun) বাতাস না-পাওয়ার কারণে কাঠের ক্রমশ ক্ষয়প্রাপ্তি ও গুঁড়ায় পরিণতি; (লাক্ষণিক) প্রচ্ছন্ন সামাজিক ও নৈতিক অবক্ষয়। dry-shod (adjective), (adverb) জুতা বা পা ভেজে না এমনভাবে। dry-walling চুন-সুরকি ব্যতীত প্রাচীর নির্মাণ। drily (adverb) dryness (noun)
  • English Word dry 2 Bengali definition [ড্রাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle dried) (১) dry (out) শুষ্ক করা বা হওয়াdryup সম্পূর্ণ শুষ্ক করা বা হওয়া: The ponds and the rivers have dried up. His imagination seems to have dried up. Dry up! (অপশব্দ) চুপ কর! (২) (সাধারণত past participle) জলীয় বাষ্প দূরীকরণসহকারে সংরক্ষিত: dried fish/meat/milk.dryer, drier [ড্রাইআ(র্)] (noun) (১) (ব্যক্তি) যে শুল্ক করে(২) শুষ্ক বা জলবিহীন করার যন্ত্র বা উপাদান: a hair-drier.
  • English Word dryad Bengali definition [ড্রাইআড্‌] (noun) (গ্রিকপুরাণ) বনপরী
  • English Word dual Bengali definition [ডিউআল্ America(n) ডূআল্] (adjective) দুটি অংশসংবলিত; দ্বিগুণ; দ্বৈত: dual control; dual ownership. dual carriageway (America(n) divided highway) দুটি অংশে বিভক্ত রাস্তা, যার একটি অংশে কেবল একদিকেই গাড়ি যেতে পারে। dualism (noun) দ্বৈতবাদ। dualist (noun) দ্বৈতবাদী। duality (noun) দ্বৈততা; দ্বিত্ব।
  • English Word dub Bengali definition [ডাব্‌] (verb transitive) (dubbed, dubbing, dubs) (১) কাঁধে তরবারি ছুঁইয়ে কাউকে ‘নাইট’ উপাধি দেওয়া; খেতাব দেওয়া; উপনামে অভিহিত করা: Vanice was once dubbed the commercial capital of the old world. (২) পৃথকভাবে শব্দ গ্রহণ করে ফিল্মের পার্শ্বস্থ শব্দ বহনকারীর ফিতায় সংযোজন করা, বিশেষত এভাবে চলচ্চিত্রকে ভাষান্তরিত করা: Bangla film dubbed into English.
  • English Word dubbin Bengali definition [ডাবিন্] (noun) [uncountable noun] চামড়াকে নরম ও পানিরোধক করতে ব্যবহৃত ঘন চর্বি
  • English Word dubiety Bengali definition [ডিউবাইআটি America(n) ডূবাইআটি] (noun) [uncountable noun] সন্দেহ; সংশয়; সন্দিগ্ধতা; অনিশ্চয়তা: [countable noun] (plural dubieties) অনিশ্চিত ব্যাপার।
  • English Word dubious Bengali definition [ডিউবিআস্ America(n) ডূবিআস্] (adjective) (১) (of/about) সন্দেহপূর্ণ; সন্দিগ্ধ: I feel dubious of his honesty. I am dubious about the idea of lending him my car. I remain dubious about her motives. (২) (ব্যক্তি) সন্দেহজনক (সম্ভবত অসৎ, বিশ্বাসযোগ্য নয়) : He is a dubious character. (৩) (বস্তু বা কাজ) সন্দেহজনক; অনিশ্চিত; দ্ব্যর্থক: a dubious compliment.
  • English Word ducal Bengali definition [ডিউক্‌ল্‌ America(n) ডূক্‌ল্‌] (adjective) ডিউক বা ডিউকের মতো