D পৃষ্ঠা ৩৮
- English Word dose Bengali definition [ডোউস্] (noun) (১) মাত্রা বা পরিমাপকৃত অংশ; এক মাত্রা ওষুধ। (২) অরুচিকর খাদ্যদ্রব্য; অরুচিকর বিষয়। (৩) (অপশব্দ) যৌনব্যাধি। □(verb transitive) এক মাত্রা করে (ওষুধ) ভাগ করা।
- English Word doss Bengali definition [ডস্] (noun) (British/Britain, অপশব্দ) (১) শয্যা; বিছানা; ঘুমানোর জায়গা। (২) স্বল্প সময়ের ঘুম: have a doss. □ (verb transitive)(British/Britain,অপশব্দ) doss down ঘুমানো। doss-house (noun) যেখানে সস্তায় রাত কাটাতে বিছানা পাওয়া যায়। dosser [ডসা(র্)] (noun) যে লোকের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই; ভবঘুরে ব্যক্তি।
- English Word dossier Bengali definition [ডসিআ(র্) America(n) ডোসিআ(র্)] (noun) কোনো ব্যক্তি বা ঘটনার তথ্যসংবলিত দলিল বা কাগজপত্র; সংক্ষিপ্তসার।
- English Word dot Bengali definition [ডট্] (noun) ফোঁটা; ফুটকি; বিন্দু; দশমিক চিহ্ন। dot and dashes তারবার্তা প্রেরণ করার মোর্স কোড বা পদ্ধতি। on the dot (কথ্য) ঠিক নির্দিষ্ট মুহূর্তে। (২) ফোঁটা বা বিন্দুর মতো কোনো চিহ্ন। □(verb transitive)(dotted, dotting, dots)১ বিন্দু দিয়ে চিহ্নিত করা। dot the/one’s/the i’s and cross one’s the one’s t’s (লাক্ষণিক) খুঁটিনাটি সব বিষয়ের প্রতি নজর দেওয়া; কোনো কিছু নির্ভুলভাবে করা। (২) বিন্দু দিয়ে ঢাকা: a field dotted with trees; dotted about, ছড়িয়ে ছিটিয়ে আছে এমন। a dotted line কোনো দলিলে সই করার জায়গা। sign on the dotted line ইতস্তত বা প্রতিবাদ না-করে রাজি হওয়া।
- English Word dotage Bengali definition [ডৌটিজ্] (noun) [uncountable noun] (১) অত্যধিক অনুরাগ। (২) ভীমরতি; বার্ধক্যজনিত বুদ্ধিনাশ।
- English Word dotard Bengali definition [ডোউটাড্] (noun) জড়বুদ্ধিসম্পন্ন; নির্বোধ বৃদ্ধ ব্যক্তি।
- English Word dote Bengali definition [ডোউট্] (verb intransitive) (১) dot on/upon অত্যধিক অনুরাগ বা ভালোবাসা প্রকাশ করা।
- English Word dotty Bengali definition [ডটি] (adjective) (dottier, dottiest) বিন্দু বা ফুটকি দিয়ে চিহ্নিত। (২) (কথ্য) নির্বোধ; পাগলা; বাতিকগ্রস্ত; দুর্বলচিত্ত।
- English Word double 1 Bengali definition [ডাব্ল্] (adjective) (১) দ্বিগুণিত; দুই গুণসম্পন্ন। (২) একই ধরনের দুটি অংশবিশিষ্ট: a gun with a double barrel. (৩) দুজনের জন্য উপযুক্ত বা নির্মিত: a double bed; a double room. (৪) দুই প্রকার: double purpose; double meaning. (৫) (ফুল) দ্বিদলচক্র; দুইচক্র পাপড়ি বিশিষ্ট: a double rose.
- English Word double 2 Bengali definition [ডাব্ল্] (adverb) (১) দ্বিগুণ; দুই গুণ: Many things now cost double what they deed a few years ago. (২) যুগলভাবে; জোড়ায় জোড়ায়।
- English Word double 3 Bengali definition [ডাব্ল্] (noun) (১) দ্বিগুণ (পরিমাণ, সংখ্যা): Four is the double of two. double or quits জুয়া খেলায় ছক্কা ফেলে দ্বিগুণ অর্থলাভ বা সব হারানোর ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত। (২) কোনো ব্যক্তি বা বস্তু দেখতে হুবহু অপর কোনো ব্যক্তি বা বস্তুর মতো হওয়া: He is the double of his brother. (৩) (plural) (টেনিস বা ঐ জাতীয় খেলায়) জোড়ায় জোদায় প্রতিদ্বন্দ্বিতা। mixed doubles একজন পুরুষ ও মহিলার জোটের সঙ্গে অন্য একজন পুরুষ ও মহিলার জোটের প্রতিদ্বন্দ্বিতা। (৪) at the double (বিশেষত সৈন্যদের চলার গতি) হাঁটা বা দৌড়ের মধ্যবর্তী অবস্থা। (৫) [countable noun] (ব্রিজ খেলা) ‘ডবল’ দেওয়ার ঘোষণা বা কর্ম।
- English Word double 4 Bengali definition [ডাব্ল্] (verb transitive), (verb intransitive) (১) দুই গুণ করা বা হওয়া: His income has doubled. (২) double up/over/across ভাঁজ করা। double(back) গ্রেফতার এড়াতে হঠাৎ উলটাদিকে সবেগে দৌড়।
- English Word double 5 Bengali definition [ডাব্ল্] (যৌগশব্দে) double agent (noun) প্রতিদ্বন্দ্বী দুটি শক্তির পক্ষে একই সঙ্গে কাজ করে এমন ব্যক্তি। double barrelled (adjective) দোনলা: a double barreled gun; (লাক্ষণিক) দ্ব্যর্থক: double meaning. double bedded (adjective) দুইজনেরর উপযুক্ত বিছানাসংবলিত শয়নকক্ষ। double bind (noun) উভয়সংকট। double breasted (adjective) বুকের একপাশ আড়াআড়িভাবে অপর পাশ পর্যন্ত সম্মুখ দিকে ঢাকা যায় এমন (কোট)। double check (verb transitive) ভুলভ্রান্তি এড়ানোর উদ্দেশ্যে দুবার খতিয়ে দেখা। double-cross (verb transitive) উভয়পক্ষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। □(noun) এরূপ কর্ম। double-crown (noun) (৫১) x ৭৬ সেন্টিমিটার বা ২০ × ৩০ ইঞ্চি মাপের কাগজ। double dealer (noun) প্রতারক; শঠ; মুনাফেক। double-dealing (noun), (adjective) প্রতারণা। double decker দোতলা বাস, ট্রাম বা জাহাজ। double dutch (noun) (কথ্য) অর্থহীন বা বোধগম্য নয় এমন কথা বা বাক্য। double dyed গাঢ়ভাবে রঞ্জিত; (লাক্ষণিক) অনুদ্ধারণীয়ভাবে দুষ্কর্মে নিয়োজিত। double edged (adjective) দুধারী; দুইদিকে ধারবিশিষ্ট; (লাক্ষণিক) কোনো তর্ক বা প্রশংসা যা পক্ষে বা বিপক্ষে উভয় প্রকারে ভাবা যায়। double entry (noun) প্রতিটি আদান-প্রদান একবার জমার ঘরে আরেকবার খরচের ঘরে-এভাবে দুই জায়গায় লিপিবদ্ধ করার রীতি। double-faced (adjective) (= two faced) দুমুখো; কপট। double glazing (noun) ঠাণ্ডা প্রতিরোধ করতে এক স্তর কাচের পর বিছানো অন্য এক স্তর কাচ। double glazed (adjective) double jeopardy দ্বিগুণ ঝুঁকি বা বিপদ। double minded (adjective) দ্বিধাগ্রস্ত। double quick (adjective), (adverb) অতিদ্রুত বেগে। double standard অসম নীতি; এক ব্যক্তির জন্য এক প্রকার নিয়ম, অন্য ব্যক্তির জন্য অন্য প্রকার নিয়ম। double talk (noun) এমন উক্তি যার বাহ্যিক অর্থ প্রকৃত অর্থ থেকে ভিন্ন বা বিপরীত। double think (noun) দুটি সম্পূর্ণ বিপরীত চিন্তাধারা একত্রে পোষণ করার ক্ষমতা। double tongued (adjective) এক মুখে দুই কথা বলে এমন প্রতারক; শঠ।
- English Word double denim Bengali definition [ডাব্ল্ ডেইনিম্] (noun) [uncountable noun] (অনানুষ্ঠানিক) জিনসের শার্ট আর জিনসের প্যান্ট পরিধান (ফ্যাশনের দৃষ্টিতে যা অপরাধ বিবেচিত); ডাবল ডেনিম: Fahim proved you can wear double denim and look good at the same time.
- English Word doublet Bengali definition [ডাব্লিট্] (noun) (১) ১৪০০-১৬০০ সাল পর্যন্ত ইউরোপে পুরুষের পরিধেয় আঁটো জামাবিশেষ। (২) জুড়ি; জোড়ার একটি (বিশেষত একই উৎস থেকে উৎপন্ন) দুটি শব্দ, যা ভিন্ন রূপ যা অর্থ পেয়েছে (যেমন balm, balsam > Lat balsamum)।
- English Word doubly Bengali definition [ডাব্লি] (adverb) (১) দ্বিগুণভাবে: to be doubly sure.
- English Word doubt 1 Bengali definition [ডাউট্] (noun) [uncountable noun] সংশয়; অনিশ্চয়তা; [countable noun] সন্দেহ। in doubt অনিশ্চিত। without doubt নিশ্চিতভাবে। beyond/past (all) doubt সন্দেহাতীতভাবে। no doubt নিঃসন্দেহে; সন্দেহের অবকাশ নেই। throw doubt upon something কোনো কিছুর নিশ্চয়তা বা বিশ্বাসযোগ্যতা সম্পর্কে সন্দেহ জাগানো।
- English Word doubt 2 Bengali definition [ডাউট্] (verb transitive) doubt (if/whether) অনিশ্চিত হওয়া; সন্দেহ করা; অবিশ্বাস করা; সংশয়াপন্ন হওয়া।
- English Word doubtful Bengali definition [ডাউট্ফ্ল্] (adjective) doubtful (about/of) সন্দিগ্ধ; সন্দেহাপন্ন; দ্বিধাগ্রস্ত; অনিশ্চিত। doubtfully (adverb)
- English Word doubtless Bengali definition [ডাউট্লিস্] (adverb) নিঃসন্দেহে; নিশ্চিত। doubtfully (adverb) নিশ্চিতভাবে।
- English Word douche Bengali definition [ডুশ্] (noun) চিকিৎসার প্রয়োজনে শরীরের বাইরে বা ভিতরে নলের সাহায্যে প্রযুক্ত-জলধারা; ডুশ দেওয়া; ডুশ দেওয়ার যন্ত্র।
- English Word dough Bengali definition [ডোউ] (noun) [uncountable noun] মাখা ময়দার তাল; (অশিষ্ট) টাকাপয়সা। doughnut (noun) চিনি ও ময়দা মাখিয়ে তেলে ভেজে প্রস্তুত বৃত্তাকার বা বলয়সদৃশ পিঠা। doughy (adjective) ময়দার তালের মতো নরম।
- English Word doughty Bengali definition [ডউটি] (adjective) (পুরাতনী কৌতুক) সাহসী ও বলবান: a dough soldier.
- English Word dour Bengali definition [ডুআ(র্)] (adjective) কঠোর; জেদি; একগুঁয়ে।
- English Word douse, dowse Bengali definition [ডাউস্] (verb transitive) পানিতে ডুবানো; জলমগ্ন করা; পানি ছিটানো বা ঢালা। douse the glim (কথ্য) আলো নেভানো।
- English Word dove 1 Bengali definition [ডাভ্] (noun) (১) ঘুঘু; পায়রা; শান্তি বা নম্রতার প্রতীক। dovecote [ডাভ্কোউট্] (noun) ঘুঘুর বাসা; পায়রার খোঁপ; আদরসূচক সম্বোধন। flutter the dove-cotes (কথ্য) শান্ত ব্যক্তিদের শঙ্কিত করে তোলা।
- English Word dove 2 Bengali definition [ডোউভ্] (America(n)) dive (ঝাঁপ দেওয়া) শব্দের অতীতকালের রূপ।
- English Word dovetail Bengali definition [ডাভ্টেইল্] (noun) দুই টুকরা কাঠ জোড়া লাগাতে কাঠ মিস্ত্রিদের এক ধরনের জোড়া। □(verb transitive), (verb intransitive) dovetail (with/into) এভাবে সংযুক্ত করা বা জোড়া লাগানো; (লাক্ষণিক) খাপ খাওয়ানো।
- English Word dowager Bengali definition [ডাউআজা(র্)] (noun) (১) মৃত স্বামীর খেতাব বা সম্পত্তিপ্রাপ্ত নারী। (২) (কথ্য) সম্ভ্রান্ত বয়স্ক নারী।
- English Word dowdy Bengali definition [ডাউডি] (adjective) (dowdier, dowdiest) (১) (পোশাক পরিচ্ছদ) জীর্ণ; অপরিপাটি। (২) (ব্যক্তি) অপরিপাটি বা জীর্ণ পোশাক পরিহিত।