D পৃষ্ঠা ৪২
- English Word drew Bengali definition [ড্রু] draw 2- এর past participle
- English Word dribble Bengali definition [ড্রিব্ল্] (verb transitive), (verb intransitive) (১) (তরল পদার্থ) পোঁটা ফোঁটা করে পড়া বা পড়তে দেওয়া; লালা ঝরানো: Babies often dribble on their bibs. (২) (ফুটবল) পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে যাওয়া; কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। □(noun) ঝরে পড়া ফোঁটাসমূহ; বল কাটিয়ে নেওয়ার কাজ।
- English Word driblet Bengali definition [ড্রিব্লিট্] (noun) অতি ক্ষুদ্র ফোঁটা; অতি অল্প পরিমাণ। in/by driblets একই সময়ে একটু একটু করে।
- English Word dribs and drabs Bengali definition [ড্রিব্জ্ এন্ ড্র্যাব্জ্] (noun) (plural) (কথ্য) সামান্য বা তুচ্ছ পরিমাণ। in dribs and drabs যৎসামান্য: She paid me in dribs and drabs, not all at once.
- English Word dried Bengali definition [ড্রাইড্] dry 2 -এর past tense ও past participle। dried fruit (noun) শুষ্ক ফল। dried milk (noun) [uncountable noun] গুঁড়া দুধ।
- English Word drier Bengali definition [ড্রাইআ(র্)] (comparative adjective), দ্রষ্টব্য dry 1, (noun) দ্রষ্টব্য dry 2 (noun) শুকানোর যন্ত্র: hair drier.
- English Word drift 1 Bengali definition [ড্রিফ্ট্] (noun) (১) [uncountable noun] চালনা; তাড়না; প্রবাহ; স্রোত। driftage [ড্রিফ্টিজ্] (noun) (জাহাজ) স্রোত, বায়ুপ্রবাহ বা জোয়ারেরা কারণে নির্ধারিত গতিপথ থেকে বিচ্যুতি। draft-net (noun) স্রোতে ভাসমান মাছ ধরার জাল। (২) [countable noun] প্রবাহতাড়িত বস্তুসমূহ: snow-drafts. draft-ice (noun) বায়ুপ্রবাহে ভাসন্ত তুষারপিণ্ড। draft-wood (noun) স্রোতে ভেসে আসতে আসতে তীরে বিক্ষিপ্ত কাঠের গুঁড়ি। (৩) [uncountable noun] ঝোঁক; প্রবণতা; সাধারণ অর্থ: I could not get the draft of what he was saying. (৪) [uncountable noun] ঘটনাপ্রবাহ। (৫) [uncountable noun] নিষ্ক্রিয় অবস্থা ও কোনো কিছু ঘটার প্রতীক্ষা।
- English Word drift 2 Bengali definition [ড্রিফ্ট্] (verb intransitive), (verb transitive) (১) স্রোতে বা বাতাসে ভেসে চলা: The boat drifted out to sea; (লাক্ষণিক) উদ্দেশ্যহীনভাবে পারিপার্শ্বিক অবস্থার অধীন হয়ে চলা: The country is drifting towards ruin. (২) তাড়িয়ে নেওয়া; একত্রে চালিত হওয়া। drifter (noun) (১) সমুদ্রপথে মাইন বসানো বা তুলে নেওয়ার কাজে ব্যবহৃত নৌকা বা জলযান। (২) প্রবাহতাড়িত বস্তু বা ব্যক্তি; (লাক্ষণিক) উদ্দেশ্যহীন লোক। driftless (adjective) উদ্দেশ্যহীন লোক।
- English Word drill 1 Bengali definition [ড্রিল্] (noun) তুরপুন; শক্ত বস্তুকে ছিদ্র করার যন্ত্রবিশেষ। □(verb transitive), (verb intransitive) তুরপুন দিয়ে ছিদ্র করা। drilling rig, দ্রষ্টব্য rig 1 (২)।
- English Word drill 2 Bengali definition [ড্রিল্] (noun) [countable noun, uncountable noun] (১) সৈন্যদের অনুশীলন বা কুচকাওয়াজ। (২) মৌখিক পুনরাবৃত্তি বা বারবার অনুশীলনের মাধ্যমে শিক্ষাদান: pronunciation drills. (৩) জরুরি অবস্থায় পালনীয় কার্যাবলির অনুশীলন: a fire drill. □ (verb transitive), (verb intransitive) বারংবার অনুশীলনের মাধ্যমে শিক্ষাদান করা।
- English Word drill 3 Bengali definition [ড্রিল্] (noun) খাত; খাত করে বা সারি বেঁধে বীজ বপন করার যন্ত্র; এভাবে রোপিত বীজ। □(verb transitive) সারি বেঁধে বীজ বপন করা।
- English Word drill 4 Bengali definition [ড্রিল্] (noun) [uncountable noun] খসখসে ও মোটা সুতি কাপড়।
- English Word drink 1 Bengali definition [ড্রিঙ্ক্] (noun) [countable noun, uncountable noun] (১) পানীয় দ্রব্য। (২) সুরা; মদ। be in drink/under the influence of drink/the worse for drink মাতাল, সুরামত্ত বা মদমত্ত হওয়া: He’s a good husband except when he’s in drink. drive somebody to drink কাউকে সুরাপানের দিকে ঠেলে দেওয়া: Unhappy family life drove him to the drink. take to drink নিয়মিত ও বেশি পরিমাণে মদ পানে অভ্যস্ত হওয়া। the drink (অপশব্দ) সমুদ্র।
- English Word drink 2 Bengali definition [ড্রিঙ্ক্] (verb transitive), (verb intransitive) (past tense drank [ড্রাঙ্ক্] past participle drunk [ড্রাঙ্ক্]) (১) পান করা। drink something down/off/up নিঃশেষে পান করা। (২) drink (in/up) (বৃক্ষ-তৃণাদি, ভূমি) শুষে নেওয়া: The thirsty soil drank up the water at once. (৩) drink something in (লাক্ষণিক) আগ্রহের সঙ্গে শ্রবণ করা, মনে গ্রহণ করা ইত্যাদি। (৪) সুরা পান করা বিশেষত মাত্রাতিরিক্তভাবে। (৫) drink (to) মদ্যপানকালে গ্লাস উঁচু করে ধরে কারো স্বাস্থ্য, সাফল্য ইত্যাদি কামনা করা। drinkable (adjective) পান করার যোগ্য: drink water. drinker (noun) বিশেষত যে ব্যক্তি বেশি মাত্রায় সুরা পান করে: a heavy drink. drinking (noun) বিশেষত সুরা পান: She is fond of drinking. drinking-bout (noun) মদ্যপানোৎসব। drinking-fountain (noun) সদর জায়গায় স্থাপিত ঝরনা বা কল যেখান থেকে জনগণ পানীয় জল খেতে পারে।
- English Word drip Bengali definition [ড্রিপ্] (verb intransitive), (verb transitive) (dripped, dripping, drips) (তরল পদার্থ) ফোঁটায় ফোঁটায় পড়া বা পড়তে দেওয়া; ঝরা বা ঝরানো: Blood was dripping from the cut in her finger. dripping wet সম্পূর্ণ সিক্ত। drip-dry (adjective) (বস্ত্র) পানি ঝরে দ্রুত শুকিয়ে যায় এমন: drip-dry shirts. □ (noun) (১) ফোঁটার আকারে পতন বা পতিত বস্তু: She was given saline drip at the hospital. (২) (অপশব্দ) নীরস ব্যক্তি।
- English Word dripping Bengali definition [ড্রিপিঙ্] (noun) [uncountable noun] ঝলসানো বা রোস্ট করা মাংস থেকে নির্গত চর্বি। dripping-pan (noun) রোস্ট করা মাংস থেকে নির্গত চর্বি যে পাত্রে জমা করা হয়।
- English Word drive 1 Bengali definition [ড্রাইভ্] (noun) (১) মোটরগাড়িতে ভ্রমণ; (বাসে নয়): We went for a drive in our car. (২) (অপিচ America(n) driveway) বড় রাস্তা থেকে বাড়ির দরজা বা গ্যারেজ পর্যন্ত সংক্ষিপ্ত ব্যক্তিগত পথ; উদ্যানের মধ্য দিয়ে গাড়ি চালানোর নির্দিষ্ট রাস্তা। (৩) [uncountable noun] ক্রিকেট, গলফ ইত্যাদি খেলায় বলে বা ঘুঁটিতে সজোরে মারা; [countable noun] আঘাত বা মার। (৪) [uncountable noun] কর্মশক্তি; উদ্যম; প্রেরণা: a man with drive. (৫) বিশেষত প্রচেষ্টা, অভিযান: ant-smuggling drive. (৬) ক্রীড়া প্রতিযোগিতায়, বিশেষত তাস খেলায়: a bridge drive. (৭) (কারিগরি) বিশেষত গাড়ি চালানোর উদ্দেশ্যে ব্যবহৃত যন্ত্রপাতি: four wheel drive. (৮) জীবজন্তুকে তাড়িয়ে শিকারির দিকে আনা।
- English Word drive 2 Bengali definition [ড্রাইভ্] (verb transitive), (verb intransitive) (past tense drove [ড্রোউভ্] past participle driven [ড্রিভ্ন্]) (১) চিৎকার করে, আঘাত করে বা অন্য কোনো উপায়ে জীবজন্তু বা মানুষকে একটি বিশেষ দিকে ধাবিত করা বা তাড়িয়ে নেওয়া: to drive the cattle. drive somebody into a corner (লাক্ষণিক) কোণঠাসা করা; সঙ্গিন অবস্থায় ফেলা। (২) রেলইনজিন, বাস, মোটরগাড়ি বা অন্য কোনো যানবাহন চালনা করা; জীবজন্তু বা জীবজন্তু টানা শকট, লাঙল ইত্যাদি নিয়ন্ত্রণ বা পরিচালনা করা: to drive a taxi/cart. driving licence (noun) কর্তৃপক্ষের দেওয়া মোটরগাড়ি চালানোর অনুমতিপত্র। driving school যে প্রতিষ্ঠানে মোটরগাড়ি চালানো শিক্ষা দেওয়া হয়। driving test (noun) মোটরগাড়ি চালানোর অনুমতিপত্র পেতে গাড়ি চালানোর যোগ্যতা পরীক্ষা। (৩) ব্যক্তিগত মোটরগাড়িতে যাওয়া বা ভ্রমণ করা (সাধারণের ব্যবহৃত যানবাহনে নয়)। drive in cinema/restaurant যে বিশেষ ধরনের সিনেমা ও রেস্তোরাঁয় লোকজন তাদের গাড়িতে বসে চলচ্চিত্র উপভোগ বা খাদ্য গ্রহণ করতে পারে। (৪) ব্যক্তিগত মোটরগাড়িতে কাউকে কোথাও নিয়ে যাওয়া বা পৌঁছে দেওয়া: I will drive you to the airport. (৫) (সাধারণত passive) (বৈদ্যুতিক, বাষ্পীয় বা অন্য কোনো শক্তি) চালিত করা: Early train engines were driven by steam-power. driving-belt যে বেল্টের সাহায্যে ইনজিন বা মোটর থেকে যন্ত্রে গতি সঞ্চারিত হয়। driving wheel যে চাকা একটি যন্ত্রের বিভিন্ন অংশে শক্তি বিতরণ করে। (৬) (বায়ু বা পানি) কোনো বস্তুকে একটি বিশেষ দিকে নিক্ষিপ্ত করা বা তাড়িয়ে নেওয়া। (৭) দ্রুত ও সবলে চলা বা অগ্রসর হওয়া। (৮) drive something in; drive something into পেরেক, স্ক্রু ইত্যাদি কোনো কিছুর মধ্যে ঢোকানো/প্রবেশ করানো। (৯) সজোরে আঘাত করা; (ক্রিকেটে) সজোরে বল মারা বা পিটানো: to drive a ball to the boundary line. drive something home (লাক্ষণিক) কোনো কিছু স্পষ্টভাবে উপলব্ধি করা। let drive at কারো প্রতি আঘাত তাক করা (তরবারি, মুষ্টি ইত্যাদির মাধ্যমে)। (১০) কাউকে কোনো অবস্থার মধ্যে পড়তে বাধ্য করা: You will drive me mad. (১১) কঠোর পরিশ্রম করা: He drove himself very hard. (১২) খোঁড়া বা গর্ত করা: to drive a tunnel through a hill. (১৩) সম্ভব করা; ঘটানো। (১৪) drive at (কেবল progressive tense-এ) বোঝাতে চাওয়া; অর্থ করা: What are you driveing at?১৫ স্থগিত করা বা রাখা: You should not drive decisions till the end.
- English Word drivel Bengali definition [ড্রিভ্ল্] (verb intransitive) (drivelled, drivelling, drivels America(n) driveled, driveling, drivels ) (১) (শিশুর মতো) লালা ঝরানো: What’s he drivelling about? (২) মূর্খ বা বোকার মতো কথা বলা; বোকা হওয়া। □(noun) [uncountable noun] (১) লালা। (২) অর্থহীন কথা বা বোকার মতো কথা। driveler, America(n) driveler [ড্রিভেলা(র্)] (noun) লালা ঝরানো ব্যক্তি; (লাক্ষণিক) বোকা; হাবা।
- English Word driven Bengali definition [ড্রিভ্ন্] drive 2 –এর past participle
- English Word driver Bengali definition [ড্রাইভা(র্)] (noun) (১) গাড়োয়ান; মোটরগাড়ি, রেলগাড়ি ইত্যাদির চালক: a taxi/bus-driver. (২) যে ব্যক্তি জীবজন্তু তাড়িয়ে নিয়ে যায়। slave-driver (noun) দ্রষ্টব্য slave. (৩) (কারিগরি) যন্ত্রের যে অংশ সরাসরি শক্তি গ্রহণ করে, যথা ইনজিনের driving wheel. (৪) (গলফ) খেলার শুরুতে যে লম্বা দণ্ডের সাহায্যে বলকে সজোরে আঘাত করা হয়।
- English Word drizzle Bengali definition [ড্রিজ্ল্] (verb intransitive) গুঁড়ি গুঁড়ি বা খুব হালকাভাবে বৃষ্টি হওয়া। □(noun) [uncountable noun] গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। drizzly (adjective) গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপূর্ণ: drizzle weather.
- English Word drogue Bengali definition [ড্রোউগ্] (noun) (১) সমুদ্রে জাহাজকে স্থির করার নোঙরবিশেষ। (২) বায়ুর গতিনির্দেশ করতে মাস্তুলের উপর বিমানবন্দরে উড্ডীন চটের নল বা বেলুন। (৩) জঙ্গিবিমান থেকে গোলাবর্ষণের মহড়ার জন্য অন্য বিমানের পিছনে টেনে নিয়ে যাওয়া বস্তু। (৪) drogue parachute (noun) বড় প্যারাসুটকে তার থলি থেকে টেনে বের করতে ব্যবহৃত ছোট প্যারাস্যুট; অবতরণকারীর বিমান বা পতনশীল বস্তুর গতি কমানোর কাজে ব্যবহৃত প্যারাসুট।
- English Word droll Bengali definition [ড্রৌল্] (adjective) অদ্ভুত; মজাদার; হাস্যকর। drollery (noun) [uncountable noun] ভাঁড়ামি; ঠাট্টা; হাস্যরস। [countable noun] (plural drollries) এ ধরনের কাজ।
- English Word dromedary Bengali definition [ড্রমাডারি America(n) ড্রমাডেরি] (noun) কুঁজওয়ালা এক ধরনের দ্রুতগামী উট।
- English Word drone Bengali definition [ড্রৌন্] (noun) (১) পুং মৌমাছি। (২) পরমুখাপেক্ষী; আলসে; নিষ্কর্মা লোক। (৩) [countable noun] একঘেয়ে, ক্লান্তিকর বক্তা বা বক্তৃতা। (৪) রেডিও নিয়ন্ত্রিত চালকহীন বিমান বা নৌযান। □(verb transitive), (verb intransitive) (১) গুন গুন করা। (২) ক্লান্তিকর বা একঘেয়েভাবে বাজা বা কথা বলা। (৩) একঘেয়েভাবে বাজা, গান করা বা বক্তৃতা করা। drone on ক্লান্তিকর বা একঘেয়েভাবে কথা বলা।
- English Word droolworthy Bengali definition [ড্রুল্ওআ(র)দি] (adjective) (বিকল্প বানান 'drool-worthy') (১) খুবই আকর্ষণীয়; খুবই কাম্য: An example of something droolworthy is a vintage car. (২) (খাদ্য ও পানীয় সম্পর্কে) গন্ধে অথবা দেখতে চমৎকার: Fahimbought a droolworthy pastry and cake for his birthday party.
- English Word drop 1 Bengali definition [ড্রপ্] (noun) (১) (ক) বিন্দু; ফোঁটা: a drop of water.(খ) (plural) ওষুধের ফোঁটা: ear/eye drops. in drops; drop by drop ধীরে ধীরে; ফোঁটায় ফোঁটায়। (২) অত্যন্ত স্বল্প পরিমাণ। only a drop in the/bucket ocean নগণ্য পরিমাণ। (৩) মাতাল করে এমন পানীয়: He had a drop too much. (৪) ফোঁটার আকার সদৃশ কোনো কিছু, দ্রষ্টব্য ear 1 (১); কর্ণালংকার। (৫) হ্রাস: a sudden drop in temperature. at the drop of a hat সংকেত দেওয়ামাত্র; চটপট; সাগ্রহে। (৬) যা ফেলা হয় বা পতিত হয়: a drop of food from an aircraft. a drop in the gallows ফাঁসিতে লটকানো ব্যক্তির পদতল থেকে পড়ে যাওয়া মাচান। drop-curtain দৃশ্যযবনিকা; নাটকের অঙ্কশেষে যে পরদা ফেলে রঙ্গমঞ্চকে দর্শকদের চোখের আড়াল করা হয়।
- English Word drop 2 Bengali definition [ড্রপ্] (verb transitive), (verb intransitive) (-p-) (১) (তরল পদার্থ) ফোঁটায় ফোঁটায় পড়া বা পড়তে দেওয়া। (২) ফোঁটায় ফোঁটায় ঝরা বা ঝরতে দেওয়া। drop anchor নোঙর ফেলা। drop a stich পশমের জামা বোনায় ঘর বাদ ফেলা। (৩) কমা বা কমতে দেওয়া: The wind has dropped. (৪) পতিত করা বা হওয়া: dropping zone. (৫) তেমন ভাবনাচিন্তা না-করে বা উপস্থিতমতো কিছু বলা বা লিখে পাঠানো: drop a line. (৬) উচ্চারণে বা লেখায় বাদ পড়া বা দেওয়া; He often drops h’s when he speaks. (৭) কাউকে গাড়ি থেকে কোথাও নামানো: Drop me at the corner. (৮) সংশ্রব ত্যাগ করা। (৯) বাদ দেওয়া: to drop a bad habit. (১০) প্রসঙ্গের ইতি টানা: Let’s drop the subject. (১১) drop across somebody/something (= run across) হঠাৎ কারো বা কোনো কিছুর দেখা পাওয়া। drop away= drop off (ক) drop back; drop behind পিছিয়ে পড়া। drop in on somebody, drop by/in/over/round অনির্ধারিতভাবে/হঠাৎ দেখা করতে যাওয়া বা আসা: He drops in on me quite often. He dropped in for tea. He dropped by to see me. drop off (ক) সংখ্যায় কমে যাওয়া; সরে পড়া; His friends dropped off one by one. (খ) ঘুমিয়ে পড়া; তন্দ্রালু হওয়া: He dropped off during the lecture. drop out কোনো কাজ/প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ থেকে বিরত হওয়া: He dropped out of the game. drop out (noun) (ক) যে শিক্ষার্থী শিক্ষালাভ থেকে বিরত হয়: school drop outs. (খ) যে ব্যক্তি সামাজিক কর্মে অংশ নেওয়া থেকে বিরত থাকে। drop through (কথ্য) পণ্ড হওয়া; ভেস্তে যাওয়া: The scheme has dropped through.
- English Word dropper Bengali definition [ড্রপা(র্)] (noun) (১) যে কিছু ফেলে যায়। (২) তরল পদার্থ ফোঁটায় ফোঁটায় ফেলার ছোট নল বা টিউববিশেষ।