• Bengali Word draught English definition (America(n)=draft [ড্রাফ্‌ট্ America(n) ড্র্যাফ্‌ট্] (noun) ১ [countable noun, uncountable noun] ঘর বা আবদ্ধ কোনো স্থানে বায়ুপ্রবাহ।
    (২) [countable noun] একবার জাল টানলে যতগুলো মাছ ধরা পড়ে; এক খেপের মাছ: draught net; মাছ ধরার টানা জাল। (৩) [uncountable noun] জাহাজ ভাসাতে পানির যে গভীরতার প্রয়োজন হয়: a ship with a draught of 10 feet. (৪) [uncountable noun] পিপা বা অন্য কোনো পাত্র থেকে তরল পদার্থ টেনে নেওয়ার কাজ: beer on draught. (৫) [countable noun] এক চুমুক; এক ঢোক: a draught of water. (৬) (plural, singular-এর সঙ্গে) (America(n)= checkers) দাবা জাতীয় এক প্রকার খেলা draughts(men) ঐ খেলায় ব্যবহৃত ঘুটি। □(verb transitive) দ্রষ্টব্য draft 2. draught-horse/animal গাড়ি টানার কাজে ব্যবহৃত ঘোড়া বা পশু, দ্রষ্টব্য pack 1 (১) ভুক্তিতে pack-horse. draughtsmen [ড্রাফ্‌ট্‌স্‌মান্ America(n) ড্র্যাফ্‌ট্‌স্‌মান্] (noun) (plural men) (১) = draftsman, মুশাবিদাকারী; নকশা অঙ্কনকারী। (২) দাবাজাতীয় খেলার ঘুঁটি, দ্রষ্টব্য উপরে(৬)।