D পৃষ্ঠা ৩৯
- English Word dowel Bengali definition [ডাউআল্] (noun) দুই টুকরা কাঠ বা ধাতু জোড়া লাগানোর জন্য ব্যবহৃত পেরেক বা পিন।
- English Word dower Bengali definition [ডাউআ(র্)] (noun) (১) বিধবাকে প্রদত্ত স্বামীর সম্পত্তি। (২) যৌতুক। (৩) প্রকৃতির দান যেমন সৌন্দর্য, বুদ্ধিমত্তা। □(verb transitive) যৌতুক দেওয়া।
- English Word down 1 Bengali definition [ডাউন্] (noun) [uncountable noun] (১) কোমল/নরম পালক বা কেশ। (২) এ ধরনের কোনো কোমল, নরম বস্তু। ups and downs উত্থানপতন; ভাগ্যের পরিবর্তন: ups and downs in life.
- English Word down 2 Bengali definition [ডাউন্] (adverb) (১) (গতিনির্দেশক ক্রিয়াপদের সঙ্গে) উচ্চ অবস্থান থেকে নিম্ন অবস্থানে: He bent down to tie his shoelace. (২) (গতি নির্দেশক ক্রিয়াপদের সঙ্গে) খাড়া অবস্থান থেকে শায়িত অবস্থানে; He is down with flu. (৩) (অবস্থান নয় ভঙ্গিমার পরিবর্তন নির্দেশ করে এমন ক্রিয়াপদের সঙ্গে) Please sit down. (৪) (অবস্থানির্দেশক ক্রিয়াপদের সঙ্গে) She is not down yet (তৈরি হয়ে নিচে নামেননি)। (৫) অধিকতর গুরুত্বপূর্ণ স্থান থেকে কম গুরুত্বপূর্ণ স্থানে; অভ্যন্তরভাগ থেকে সৈকতে: We went down to Cox’s Bazar from Chittagong; down from the university. বিশ্ববিদ্যালয় থেকে। (৬) হ্রাস, সংকোচন বা স্তিমিত হওয়া অর্থে: The price of essential commodities has come down in recent months. Keep your speed down. (৭) কাগজে লিখিত রূপে: write something down. Take down this letter. (৮) পূর্ববর্তীকাল থেকে পরবর্তী কাল পর্যন্ত: This jewel has been passed down in our family by our ancestors. (৯) গলাধঃকরণকৃত: Can you get the medicine down? (১০) (বিভিন্ন phrase- এ) Down with নিপাত যাক: Down with dictators. down under (কথ্য) ইউরোপ থেকে ভূগোলকের অপরপৃষ্ঠে (অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড)। (১১) Up and down এদিক-সেদিক: He is walking up and down. money/cash down নগদ অর্থে কেনা। be down and out (কথ্য) (ক) (মুষ্টিযুদ্ধে) ভুপাতিত হওয়ার পর প্রতিযোগিতায় অংশগ্রহণে অক্ষম হওয়া;(খ) (লাক্ষণিক) জীবনসংগ্রামে পরাজিত হওয়া; বেকার ও অর্থশূন্য হওয়া। get down to work/business কাজে মনোনিবিষ্ট হওয়া। be down on somebody কারো প্রতি বিদ্বেষভাবাপন্ন হওয়া। down in the dumps (কথ্য) বিষণ্ণ; হতোদ্যম। down in the mouth (কথ্য) গোমড়ামুখ; বিষণ্ণবদন। down on one’s luck (কথ্য) ভাগ্যাহত; ভাগ্যপীড়িত। come down in the world নিম্নতর সামাজিক অবস্থায় পতিত হওয়া। come down on somebody কাউকে তীব্রভাবে তিরস্কার করা। down -to-earth (adjective) বাস্তব; কল্পনাপ্রসূত নয়।
- English Word down 3 Bengali definition [ডাউন্] (preposition(al)) (১) নিচে; নিম্নে; নিম্নাভিমুখে; নিচের দিকে। (২) নিম্নাংশে; দূরবর্তী অংশে; বরাবর: walking down the street. (৩) স্রোতধারা যেদিকে প্রবাহিত হয় সেদিকে: to go down the river. (৪) (সময়) অতীত থেকে নিকটবর্তী সময়; down the ages.
- English Word down 4 Bengali definition [ডাউন্] (verb transitive) (কথ্য) ভূপাতিত বা ধরাশায়ী করা। down tools (শ্রমিক) ধর্মঘট করা; কাজ বন্ধ করা।
- English Word down 5 Bengali definition [ডাউন্] (adjective) (১) নিম্নস্থানে, বিশেষত ভূতলে: The plane is down. (২) দিগন্তের নিচে: The sun is down. (৩) নিচের তলায়: Nobody is down yet. (৪) নিম্ন স্তরে: Sales are down. (৫) বিষণ্ণ; হতোদ্যম। down at heel (ব্যক্তি) গোড়ালি ক্ষয়ে যাওয়া জুতো পরিধানকারী অথবা এমন পোশাক পরিহিত ব্যক্তি, যা তার আর্থিক দৈন্য প্রকাশ করে।
- English Word down payment Bengali definition [ডাউন্পেইমান্ট্] (noun) ক্রয়কালে বা পণ্যদ্রব্য গ্রহণের সময় পুরো দামের যে অংশ নগদ দেওয়া হয়।
- English Word down-stream Bengali definition [ডাউন্স্ট্রীম্] (noun) নদীর স্রোত যেদিক প্রবাহিত হয় সেদিক; ভাটি।
- English Word downcast Bengali definition [ডাউন্কাস্ট্ America(n) ডাউন্ক্যাস্ট্] (adjective) (১) (ব্যক্তি) অবসাদগ্রস্ত; ক্লান্ত; দুঃখিত; হতোদ্যম। (২) (চোখ) আনত; অবনত।
- English Word downfall Bengali definition [ডাউন্ফোল্] (noun) (সাধারণত singular) পতন; অধঃপতন; সর্বনাশ।
- English Word downgrade Bengali definition [ডাউন্গ্রেইড্] (verb transitive) নিচে নামানো; তুচ্ছ করা।
- English Word downhearted Bengali definition [ডাউন্হা:টিড্] (adjective) মনমরা; হতোদ্যম।
- English Word downhill Bengali definition [ডাউন্হিল্] (adverb) ক্রমনিম্ন; ঢালু। □(noun) ক্রমনিম্ন ভূমি; ঢালু-জমি। go downhill (লাক্ষণিক) অবস্থার অবনতি হওয়া; অবস্থা খারাপ হওয়া (অর্থ, স্বাস্থ্য ইত্যাদি)।
- English Word download Bengali definition [ডাউন্লোউড্] (verb transitive) (সাধারণত ইন্টারনেটের সহায়তায়) কম্পিউটারের মাধ্যমে কোনো ডাটা বা উপাত্তের কপি করা: It would be wise to download your program to another computer before testing it. □ (noun) ডাটা ডাউনলোড করার প্রক্রিয়া: With every download of data, the time baseline of the light curves is extended.
- English Word downpour Bengali definition [ডাউন্পো(র্)] (noun) (সাধারণত singular) প্রচুর বৃষ্টিপাত ইত্যাদি।
- English Word downright Bengali definition [ডাউন্রাইট্] (adjective) (১) সহজ; সরল; সৎ: a downright sort of person. (২) সম্পূর্ণরূপে; ডাহা: a downright lie. □ (adverb) পুরাদস্তুর। downrightness (noun)
- English Word downs Bengali definition [ডাউন্জ্] (noun) (১) উন্মুক্ত উচ্চভূমি। (২) the Downright দক্ষিণপূর্ব ইংল্যান্ডের কেন্ট উপকূলবর্তী সমুদ্র।
- English Word downstairs Bengali definition [ডাউনস্টেআজ্] (adjective), (adverb) নিচতলায়; বিশেষত একতলায়; নিচের সিঁড়ি।
- English Word downtown Bengali definition [ডাউন্ টাউন্] (adverb) (বিশেষত America(n)) শহরের নিম্ন এলাকায়; ব্যবসাবাণিজ্যের কেন্দ্রস্থলে।
- English Word downtrodden Bengali definition [ডাউন্ট্রডেন্] (adjective) উৎপীড়িত; নিপীড়িত; পদদলিত।
- English Word downward Bengali definition [ডাউন্ওআড্] (adjective) নিম্নগামী; নিম্নাভিমুখী। downward(s) (adverb) নিম্নে; নিম্নদিকে।
- English Word downy Bengali definition [ডাউনি] (adjective) কোমল; কোমল পালকে আবৃত।
- English Word dowry Bengali definition [ডাউআরি] (noun) (plural dowries) [countable noun] বরপণ; বিয়ের সময় বরকে প্রদত্ত অর্থ ও সম্পত্তি; যৌতুক; বিয়ের সময় কনেকে প্রদত্ত উপঢৌকন।
- English Word dowse Bengali definition [ডাউস্] (verb transitive) দ্রষ্টব্য douse.
- English Word dowsing Bengali definition [ডাউজিঙ্] (noun) [uncountable noun] Y-আকৃতির দণ্ডের সাহায্যে ভূগর্ভস্থ পানি বা ধাতুর সন্ধান; দ্রষ্টব্য diviner. dowser (noun) ঐরূপ অনুসন্ধানকারী ব্যক্তি।
- English Word doxology Bengali definition [ডক্সলাজি] (noun) (plural doxologies) বিশেষত গির্জায় গাওয়া হয় এমন (সাধারণত সংক্ষিপ্ত) ঈশ্বরের বন্দনাগীতি বা প্রশংসাসূচক গান।
- English Word doxy Bengali definition [ডক্সি] (noun) দুশ্চরিত্রা স্ত্রীলোক।
- English Word doyen Bengali definition [ডয়আন্] (noun) শিক্ষাপ্রতিষ্ঠানের বিভাগীয় ডিন; কূটনৈতিক সংস্থার কর্মচারীদের মধ্যে প্রবীণতম সদস্য; কোনো শ্রেণি বা গোষ্ঠীর সহকর্মীদের মধ্যে প্রবীণতম ব্যক্তি।
- English Word doyley, doyly Bengali definition (noun)= doily