Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word Dominican Bengali definition [ডামিনিকান্‌] (noun), (adjective) (১২১৫) খ্রিষ্টাব্দে খ্রিষ্টীয় সাধু সন্ত ডোমিনিক প্রবর্তিত মঠবাসী ভিক্ষুসম্প্রদায়
  • English Word dominie Bengali definition [ডমিনি] (noun) (স্কটল্যান্ডীয়) বিদ্যালয়ের শিক্ষক
  • English Word dominion Bengali definition [ডামিনিআন্‌] (noun) (১) [uncountable noun] কর্তৃত্ব; প্রভুত্ব; আধিপত্য; নিয়ন্ত্রণ(২) [countable noun] রাজত্ব; শাসিত এলাকা(৩) [countable noun] (পুরাতনী) ব্রিটিশ কমনওয়েলথের অন্তর্ভুক্ত স্বায়ত্তশাসিত রাজ্যসমূহ
  • English Word domino Bengali definition [ডমিনৌ] (noun) (plural dominoes or dominos [ডমিনৌজ]) (১) ফোঁটা দিয়ে চিহ্নিত সমতল আয়তকার কাঠ বা হাড়ের টুকরা(২) [uncountable noun] এ ধরনের টুকরা দিয়ে যে খেলা হয়(৩) বল নাচে পরিচয় গোপন করতে মুখোশসহ এক ধরনের আলখাল্লা
  • English Word don 1 Bengali definition [ডন্‌] (noun) (১) (British/Britain) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক(২) স্পেন দেশীয় ভদ্রলোক; স্পেনীয় ভাষায় Sir/Mr donrish উক্ত শিক্ষকসম্পর্কিত; শিক্ষকসুলভ (আচরণ); পণ্ডিতধর্মী
  • English Word don 2 Bengali definition [ডন্‌] (verb transitive) (donned, donning, dons) (পুরাতনী)= do+on পোশাকাদি পরিধান করা। তুলনীয় doff.
  • English Word donate Bengali definition [ডোউনেইট্ America(n) ডোউনেইট্] (verb transitive) (টাকা-পয়সা ইত্যাদি) দান করা
  • English Word donation Bengali definition [ডোউনেইশ্‌ন্] (noun) [uncountable noun] (১) দান কর্ম(২) দান হিসেবে প্রদত্ত বস্তু
  • English Word done Bengali definition দ্রষ্টব্য do
  • English Word donjon Bengali definition [ডন্‌জান্‌] (noun) সুরক্ষিত প্রধান দুর্গমিনার; দুর্গকূট
  • English Word donkey Bengali definition [ডঙ্‌কি] (noun) (plural donkeys [ডঙ্‌কিজ্‌]) গাধা; গর্দভ; নির্বোধ; স্থূলবুদ্ধিসম্পন্ন লোকdonkeyengine (noun) জাহাজের মাল খালাসের কাজে ব্যবহৃত ছোট বাষ্পীয় ইনজিন। donkey-jacket (noun) শ্রমিকদের পরিহিত ছোট মোটা কোট। donkey-work (noun) একঘেয়ে ক্লান্তিকর কাজ; কোনো কাজের কঠিন ও বিরক্তিকর অংশ।
  • English Word donor Bengali definition [ডোউনা(র্)] (noun) দাতা; যে দান করে (অর্থ, সম্পদ ইত্যাদি)। blood donor (noun) যিনি অন্যের দেহে পরিসঞ্চালনের জন্য নিজের রক্ত দেন।
  • English Word don’t Bengali definition [ডোউন্‌ট্] (১)= do not দ্রষ্টব্য do 1. (২) do’s and don’ts. দ্রষ্টব্য do 3(৩)
  • English Word Dooars Bengali definition [দুআর্‌স্‌] the Dooars (অপিচ the Duars [দূআর্‌স্‌] (noun) (plural) হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের পাহাড়ি এলাকা
  • English Word doodle Bengali definition [ডূড্‌ল্] (verb intransitive) (কথ্য) অন্যমনস্কভাবে হিজিবিজি কাটা। □(noun) এ ধরনের কাজ।
  • English Word doodle-bug Bengali definition [ডূড্‌ল্‌বাগ্] (noun) (কথ্য) চালকহীন উড়ন্ত বোমা বা ক্ষেপণাস্ত্র (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে লন্ডন শহরের উপর জার্মান আক্রমণে ব্যবহৃত)।
  • English Word doom 1 Bengali definition [ডূম্] (noun) (১) (সাধারণত singular) সর্বনাশ; মৃত্যু; অনিবার্য ধ্বংস; বিপর্যয়Doomsday [ডূমজ্‌ডেই] শেষ বিচারের দিন; পৃথিবীর শেষ। till Doomsday অনন্তকাল পর্যন্ত।
  • English Word doom 2 Bengali definition [ডূম্] (verb transitive) doom (to) (সাধারণত passive) (১) দণ্ডাজ্ঞা দেওয়া(২) ভাগ্য নির্দিষ্ট করাdoomed (adjective) ভাগ্যনির্দিষ্ট; দণ্ডপ্রাপ্ত।
  • English Word door Bengali definition [ডো(র্)] (noun) (১) দরজা; দ্বার; দুয়ার; কপাট(২) back door খিড়কি দরজা; বাড়ির পেছন দিকের দরজাfront door সামনের দরজা; রাস্তার দিকে প্রধান দরজা। next door পাশের বাড়ি; He lives next door. next door to (লাক্ষণিক) প্রায়। two/three doors away/down/off দুই তিনখানা বাড়ির পর। from door to door (ক) এক দরজা থেকে অন্য দরজায়; দ্বারে দ্বারে: He begs from door to door.(খ) বাড়ি-বাড়ি: He sells goods from door to door.(গ) (adjective) a door to door salesman. out of doors ঘরের বাইরে; খোলা জায়গায়। within doors ঘরের মধ্যে; বাড়ির ভিতর। lay something at somebody’s door কাউকে কোনো কিছুর জন্য দায়ী করা বা কোনো কিছু দেওয়া। show somebody the door কাউকে চলে যেতে বলা বা তেমন মনোভাব প্রকাশ করা। to show someone to the door কাউকে বিদায় জানানোর জন্য সৌজন্যবশত দ্বার পর্যন্ত সঙ্গে যাওয়া। shut the door in someone’s face বিমুখ করা; মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া। by the back door গোপনে বা কৌশলে। at the door নিকটবর্তী; দ্বারে উপস্থিত। The examination is at the door. (২) (লাক্ষণিক) উপায়To shut/close the door to/on অসম্ভব করে তোলা: The union has shut the door to any new agreement. door-knob (noun) দরজার গোলাকার হাতল, যা ঘোরালে তালা খোলে। doorman (noun) হোটেল বা প্রেক্ষাগৃহের সম্মুখে উর্দিপরিহিত দারোয়ান। door-mat (noun) পাপোশ। door-nail (noun) যে গৃহের সবাই মারা গেছে, সেই গৃহের দরজায় বসানো পেরেক। dead as a door-nail নিশ্চিতভাবে মৃত। door-plate (noun) নামফলক; বাড়ি বা ঘরের দরজার আটকানো গৃহস্বামীর নাম লেখা ফলক। doorpost (noun) কপাটের একপার্শ্বস্থ খাড়া কাঠ। deaf as a door-post সম্পূর্ণ বধির বা কালা; বদ্ধকালা। doorstep (noun) বাড়ির দরজার সামনে সিঁড়ির ধাপ। door sill দরজার নিম্নস্থ কাঠ বা পাথরের ফলক। door stopper (noun) (ক) দরজা খোলা রাখার জন্য দ্বারদেশে স্থাপিত বস্তু;(খ) দরজা যাতে দেওয়ালে আঘাত না-করতে পারে, এজন্য দেওয়ালের গায়ে লাগানো রাবারের মাথাওয়ালা ঠেকা। doorway (noun) দেউড়ি; প্রবেশপথ।
  • English Word doosra Bengali definition [ডূজরা] (noun) (ক্রিকেট) অফস্পিন বোলারের বিশেষ ধরনের বোলিং: Doosra puts batsmen in trouble.
  • English Word dope Bengali definition [ডোউপ্] (noun) [uncountable noun] (১) বার্নিশে ব্যবহৃত এক প্রকার ঘন ও ভারী তরল পদার্থ(২) কলকব্জা মসৃণভাবে চালাতে ব্যবহৃত ঘন তরল পিচ্ছিলকারী পদার্থ(৩) (কথা) আফিম; ক্ষতিকর মাদক দ্রব্য; নিদ্রাচ্ছন্নতা উদ্রেগকারী ও চেতনানাশক মাদক(৪) (অপশব্দ) তথ্য(৫) মূর্খ লোক। □(verb transitive) মাদকদ্রব্য প্রয়োগ করে অচৈতন্য করা বা উদ্দীপ্ত করা। dopey [ডোউপি] (adjective) (অপশব্দ) মাদকদ্রব্য সেবনের ফলে নিদ্রাচ্ছন্ন বা হতচেতন; বোকা।
  • English Word Dorian Bengali definition [ডোরিআন্‌] (adjective) (১) গ্রিসের ডরিস প্রদেশবিষয়ক(২) ডরিসের অধিবাসী
  • English Word Doric Bengali definition [ডরিক্ America(n) ডো:রিক্] (adjective) (১) (স্থাপত্য) প্রাচীন গ্রিসের ডরিস প্রদেশের স্থাপত্যরীতি অনুযায়ী নির্মিত স্তম্ভ(২) ঐ প্রদেশের ভাষাসংক্রান্ত
  • English Word dormant Bengali definition [ডোমান্‌ট্‌] (adjective) (১) সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়: a dormant volcano. (২) অব্যবহৃত; অন্তর্নিহিত: dormant mental powers. dormancy (noun) সুপ্তাবস্থা; নিষ্ক্রিয় অবস্থা।
  • English Word dormitory Bengali definition [ডোমিট্‌রি America(n) ডোমিটোরি] (noun) (plural dormitories) (১) বহুশয্যাবিশিষ্ট শয়নকক্ষ(২) (America(n)) স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থাকা ও পড়াশোনার জন্য একাধিক শয্যাবিশিষ্ট কক্ষসমূহসংবলিত ভবন
  • English Word dormouse Bengali definition [ডোমাউস্] (noun) (plural mice) ইঁদুর বা কাঠবিড়ালির মতো এক প্রকার ছোট প্রাণী
  • English Word dorsal Bengali definition [ডোস্‌ল্] (adjective) (ব্যবচ্ছেদবিদ্যা) পৃষ্ঠদেশীয়; পৃষ্ঠদেশসংক্রান্ত
  • English Word dory 1 Bengali definition [ডোরি] (noun) (plural dories) (১) জাহাজের বাতি বা আলোক(২) উত্তর আমেরিকায় কড মাছ ধরতে জেলেদের ব্যবহৃত চ্যাপ্টা তলাবিশিষ্ট দাঁড়টানা নৌকা
  • English Word dory 2 Bengali definition [ডোরি] (অপিচ, John Dory) এক ধরনের ভক্ষণযোগ্য মাছ
  • English Word dosage Bengali definition [ডোউসিজ্‌] (noun) [uncountable noun] মাত্রা অনুযায়ী ওষুধ প্রদান; এক মাত্রা পরিমাণ ওষুধ