D পৃষ্ঠা ৪১
- English Word drastic Bengali definition [ড্র্যাস্টিক্] (adjective) (ওষুধ, কার্য বা পদ্ধতি) জোরালো; আকস্মিক; অত্যন্ত কঠোর; তীব্র: drastic measures. drastically [ড্র্যাস্টিক্লি] (adverb)
- English Word draught Bengali definition (America(n)= draft [ড্রাফ্ট্ America(n) ড্র্যাফ্ট্] (noun) (১) [countable noun, uncountable noun] ঘর বা আবদ্ধ কোনো স্থানে বায়ুপ্রবাহ। (২) [countable noun] একবার জাল টানলে যতগুলো মাছ ধরা পড়ে; এক খেপের মাছ: draught net; মাছ ধরার টানা জাল। (৩) [uncountable noun] জাহাজ ভাসাতে পানির যে গভীরতার প্রয়োজন হয়: a ship with a draught of 10 feet. (৪) [uncountable noun] পিপা বা অন্য কোনো পাত্র থেকে তরল পদার্থ টেনে নেওয়ার কাজ: beer on draught. (৫) [countable noun] এক চুমুক; এক ঢোক: a draught of water. (৬) (plural, singular-এর সঙ্গে) (America(n)= checkers) দাবা জাতীয় এক প্রকার খেলা draughts(men) ঐ খেলায় ব্যবহৃত ঘুটি। □(verb transitive) দ্রষ্টব্য draft 2. draught-horse/animal গাড়ি টানার কাজে ব্যবহৃত ঘোড়া বা পশু, দ্রষ্টব্য pack 1 (১) ভুক্তিতে pack-horse. draughtsmen [ড্রাফ্ট্স্মান্ America(n) ড্র্যাফ্ট্স্মান্] (noun) (plural men) (১) = draftsman, মুশাবিদাকারী; নকশা অঙ্কনকারী। (২) দাবাজাতীয় খেলার ঘুঁটি, দ্রষ্টব্য উপরে(৬)।
- English Word draughty Bengali definition (America(n)= drafty) [ড্রাফ্টি America(n) ড্র্যাফ্টি] (adjective) শীতল; বায়ুপ্রবাহপূর্ণ।
- English Word Dravidian Bengali definition [দ্রাবিড়িআন্] (noun) (১) [countable noun] দক্ষিণ ভারতের অনার্য জনগোষ্ঠীর যে কোনো সদস্য; দ্রাবিড়। (২) [uncountable noun] এ জনগোষ্ঠীর ব্যবহৃত ভাষা; দ্রাবিড় ভাষা। □(adjective) দ্রাবিড় জাতি বা তাদের ভাষাসম্পর্কিত; দ্রাবিড়ীয়।
- English Word draw 1 Bengali definition [ড্র] (noun) (১) টান; যা টানা হয়েছে; লটারি: When is the next draw? অমীমাংসিত অবস্থা: The game ended in a draw. (২) আকর্ষক; যা আকৃষ্ট করে, দ্রষ্টব্য draw 2(৫): The panda is a great draw at the zoo. (৩) be quick/slow on the draw (ব্যক্তি) ঝট করে অস্ত্র (তরবারি, পিস্তল ইত্যাদি) খাপমুক্ত করতে পারা/না পারা; (লাক্ষণিক) কোনো কিছু দ্রুত বুঝতে সক্ষম/অক্ষম।
- English Word draw 2 Bengali definition [ড্র] (verb transitive), (verb intransitive) (past tense) drew [ড্রু], past participle drawn [ড্রন্] (১) টানা; টেনে আনা; টেনে সরানো: to draw a net through water, to draw a chair near the table; to draw a curtain across a window. (২) পিছন পিছন টেনে নিয়ে যাওয়া; সবলে কারো বা কোনো কিছুর অভিমুখী করা: A train is drawn by an engine. A carriage is drawn by horses. (৩) draw (out); draw (from/out of) টেনে বের করা: to draw blood; to draw nails from a board; to draw cards. (তাস খেলায় তাস টানা); to draw lots, দ্রষ্টব্য lot 2 (১)। to draw a gun (on somebody) গুলি করতে উদ্যত হওয়া। draw a blank কোনো কিছু না-পাওয়া; অকৃতকার্য হওয়া। (৪) draw (from/out of) প্রাপ্ত হওয়া: to draw water from a well; to draw one’s salary; to draw conclusions. draw tears/applause, etc কারণ হওয়া: Her story draw tears of the listeners. (৫) আকর্ষণ করা: The play is drawing well: His meetings draw large crowds. (৬) নিঃশ্বাস, বাতাস প্রভৃতি গ্রহণ করা; to draw a deep breath. draw one’s first/last breath জন্মগ্রহণ/মৃত্যুবরণ (শেষনিঃশ্বাস ত্যাগ) করা। (৭) চিমনি বা কোনো কিছু এমনভাবে নির্মিত হওয়া যাতে তার মধ্য দিয়ে বাতাস বা ধোঁয়া সহজে প্রবাহিত বা বের হাত পারে: This chimney draws badly. (৮) draw somebody (out) কোনো ব্যক্তির কাছ থেকে খবর বের করা বা তার অনুভূতি জানা: You can know the whole thing if you can draw him out. (৯) (ব্যবহৃত শব্দ/adverb অনুযায়ী বিভিন্ন অর্থে) নিকটবর্তী হওয়া: The examination was drawing near. সমাপ্ত হওয়া: The day drew to its close; পিছিয়ে যাওয়া: She drew back in fear; সরে যাওয়া: She drew away from hi m when he tried to kiss her; প্রস্থান করা: The enemy drew off seeing our forces; সমঅবস্থানে আসা; to draw level. (১০) নির্দিষ্ট দিকে চালিত করা; to draw someone aside. (১১) পেনসিল, কলম ইত্যাদির সাহায্যে কোনো কিছু অঙ্কন করা: to draw a straight line/circle; to draw a picture/diagram;(লাক্ষণিক) কথায় বর্ণনা করা: Dickens draws his charecters very well. draw distinction (between) দুটি বিষয়ের মধ্যে পার্থক্য বর্ণনা করা। draw parallel/comparision/analogy (between) দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য বর্ণনা করা। draw the a line (at) সীমারেখা নির্দেশ করে কী কী করা যাবে/যাবে না তা বলা ও তার বাইরে যেতে অস্বীকার করা: There is a point at which they will have to draw a line; It is difficult to draw a line between science and philosophy. (১২) কোনো কিছু লেখা: to draw a cheque. (১৩) (জাহাজ সম্বন্ধে) ভাসার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ পানির গভীরতার প্রয়োজন হওয়া: The ship draws 30 feet of water.১৪ জয়-পরাজয় নির্ধারিত না-হয়ে কোনো খেলা সমাপ্ত হওয়া: The team drew by 3- 3 goals.১৫ নির্যাস বের করা। (১৬) (সাধারণত past participle) (আকৃতি বা চেহারা) স্বাভাবিক অবস্থা থেকে ভিন্ন হওয়া: a face drawn with despair.১৭ (preposition(al) এবং adverb part-সহ বিশেষ ব্যবহার) draw aside নিভৃতে বা সংগোপনে কথা বলা: He drew me aside and whispered the news into my ears. draw away সরে যাওয়া: He derw away from the crowd. draw back (লাক্ষণিক) পূর্ব প্রতিশ্রুতি পালনে অনীহা প্রকাশ করা: He drew back from his commitment. draw down আনয়ন করা: to draw down blame on one’s head. draw for ভাগ্য নির্ধারণের জন্য লটারি করা: Let’s draw for choosing the next chairman draw in (দিন সম্বন্ধে) (ক) শেষ হওয়া। (খ) ক্রমশ সংক্ষিপ্ত হওয়া: (যানবাহন) গন্তব্যে পৌঁছা ও নেমে যাওয়া; The train has drawn in. draw into যুক্ত করা; He was drawn into the fight. draw on নিকটবর্তী হওয়া: Evening is drawing on. draw on/upon something/somebody ব্যাংক, মহাজন প্রভৃতির উপর চেক বা হুন্ডি কাটা; কারো সম্পদ, অভিজ্ঞতা ইত্যাদির উপর নির্ভর করা: You can draw on our resources.draw out (ক) (দিন) ক্রমশ বড় হওয়া: The days began to draw out as summer began.(খ) টেনে বড় করা: drawn-out speech.(গ) ব্যাংক থেকে টাকা তোলা। (ঘ) (ট্রেন ইত্যাদি) স্টেশন থেকে যাত্রা করা: The train drew out as the guard blew the whistle. draw up (ক) (যানবাহন) এসে থামা: The car drew up infront of the building.(খ) প্রস্তুত বা তৈরি করা: The committee has drawn up a plan.(গ) (সাধারণত passive, সৈন্যদল ইত্যাদি) যুদ্ধক্ষেত্রে শ্রেণিবদ্ধভাবে দণ্ডায়মান হওয়া। draw oneself up সোজাভাবে দণ্ডায়মান হওয়া: He drew himself up to his full hight.
- English Word drawback Bengali definition [ড্রব্যাক্] (noun) (১) [countable noun] (drawback of/to something/doing something) অসুবিধা; বাধা: The main drawback to such a holiday is the cost.
- English Word drawbridge Bengali definition [ড্রব্রিজ্] (noun) (১) জাহাজ ইত্যাদি যেতে দেওয়ার জন্য নদী বা খালের উপর স্থাপিত যে সেতু বিভক্ত করে এর অংশগুলো উত্তোলিত করা যায়। (২) দুর্গের চারদিকে বেষ্টনকারী খালের উপর স্থাপিত যে সেতু এক প্রান্তে টেনে তোলা যায়।
- English Word drawer Bengali definition [ড্রো(র্)] (noun) (১) দেরাজ; ড্রয়ার। (২) (plural) পূর্বে ব্যবহৃত বিশেষত মহিলাদের পাওয়ালা অন্তর্বাসবিশেষ। (৩) [ড্রোআ(র্)] চিত্র অঙ্কনকারী; চেক সইকারী ব্যক্তি।
- English Word drawing Bengali definition [ড্রোইঙ্] (noun) [uncountable noun] অঙ্কনবিদ্যা; পেনসিল ইত্যাদির সাহায্যে রেখা টেনে ছবি আঁকার পদ্ধতি; এভাবে আঁকা ছবি। drawingboard (noun) চিত্রকর বা নকশা অঙ্কনকারী যে সমতল বোর্ডে ছবি আঁকার কাগজ আটকে রাখেন; (লাক্ষণিক) পরিকল্পনার পর্যায়। drawingpin (noun)(America(n)= thumb-tack) ছবি আঁকার বোর্ড বা নোটিস বোর্ডে কাগজ আটকে রাখার চ্যাপটা মাথার পিন।
- English Word drawingroom Bengali definition [ড্রোইঙ্ রুম্ America(n) ড্রোইঙ্ রুম্] (noun) বৈঠকখানা; অভ্যর্থনা কক্ষ।
- English Word drawl Bengali definition [ড্রোল্] (verb intransitive), (verb transitive) ধীরে ধীরে টেনে টেনে কথা বলা; বিশেষ স্বরধ্বনিকে দীর্ঘায়িত করা: The speaker drawled on. □ (noun) উক্তভাবে কথন।
- English Word drawn Bengali definition [ড্রোন্] draw শব্দের past participle
- English Word dray Bengali definition [ড্রেই] (noun) চার চাকার মালবাহী ঠেলাগাড়ি।
- English Word dread Bengali definition [ড্রেড্] (noun) [uncountable noun] ভয়; আতঙ্ক; ভয়ের বস্তু। □(verb transitive), (verb intransitive) আতঙ্কিত হওয়া। dreaded (participial adjective) ভীষণ ভয় করা হয় এমন। dreadful [ড্রেড্ফ্ল্] (adjective) (১) ভয়ঙ্কর: What a dreadful story! (২) (কথ্য) খুব খারাপ; অপ্রীতিকর; নিরানন্দ: What a dreadful weather! (৩) নীরস; উপভোগ্য নয়: The play last night was dreadful.dreadfully [ড্রেড্ফালি] (adverb) (১) ভীষণভাবে; ভয়ঙ্করভাবে: dreadfully hurt. (২) (অনানুষ্ঠানিক সৌজন্যমূলক বাক্যে): I am dreadfully sorry. dreadfulness (noun). dreadless (adjective) নির্ভীক; অকুতোভয়।
- English Word dreadnought Bengali definition [ড্রেড্নোট্] (noun) বিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্যবহৃত শক্তিশালী রণতরিবিশেষ।
- English Word dream 1 Bengali definition [ড্রীম্[ (noun) [countable noun] (১) স্বপ্ন। dreamland, dreamworld (noun(s)) স্বপ্নলোক; কল্পনারাজ্য। (২) অলীক কল্পনা; কাল্পনিক বিষয়। (৩) ভবিষ্যতের কল্পিত চিত্র। (৪) (কথ্য) প্রীতিকর বা মনোরম ব্যক্তি, বস্তু বা অভিজ্ঞতা। dreamless (adjective) স্বপ্নহীন। dreamlike (adjective) স্বপ্নবৎ; স্বপ্নের মতো। dreamboat (noun) বিপরীত লিঙ্গের অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তি।
- English Word dream 2 Bengali definition [ড্রীম্] (verb intransitive), (verb transitive) (past tense, past participle dreamed) [ড্রীম্ড্] অথবা dreamt [ড্রেম্ট্] (১) dream (about/of) স্বপ্ন দেখা; কল্পনা করা: He became aware that he was dreaming. I dreamt that I was beaten up by my best friend. I never dreamt such a thing would happen! (২) dream away one’s time অলসভাবে; কাজকর্ম না-করে স্বপ্ন দেখে সময় কাটিয়ে দেওয়া। (৩) dream up (কথ্য) মনে মনে অবাস্তব পরিকল্পনা করা। dreamer (noun) স্বপ্নদর্শী; ভাবুক; কল্পনাবিলাসী।
- English Word dreamy Bengali definition [ড্রীমি] (adjective) (১) স্বপ্নাবিষ্ট; স্বপ্নিল। (২) অস্পষ্ট। (৩) মনোরম। dreamily (adverb)
- English Word dreary Bengali definition [ড্রিআরি] (adjective) (drearier, dreariest) (কাব্যিক drear) বিষণ্ণ; নিরানন্দ। drearily (adverb)
- English Word dredge 1 Bengali definition [ড্রেজ্] (noun) নদী বা সাগরের তলদেশ থেকে কর্দমাদি তোলার যন্ত্র। □(verb transitive), (verb intransitive) dredge (up) এরূপ যন্ত্রের সাহায্যে কর্দমাদি উত্তোলন করা। dredger (noun) এরূপ যন্ত্র বহনকারী পোত।
- English Word dredge 2 Bengali definition [ড্রেজ্] (verb transitive), (verb intransitive) ছিটানো: to dredge sugar over a cake. dredger (noun) চিনি বা ময়দা ছিটানোর পাত্র।
- English Word dregs Bengali definition [ড্রেগ্জ্] (noun) (plural) (১) পাদ; তলানি: drink/drain to the dregs তলানি পর্যন্ত/নিঃশেষে পান করা। (২) (লাক্ষণিক) নিকৃষ্টতম অংশ: Murderers are the dregs of society. dreggy (adverb) তলানিপূর্ণ; পঙ্কিল।
- English Word drench Bengali definition [ড্রেন্চ্] (verb transitive) করা: to be drenched with rain. Their faces were drenched with sweat. drenching (noun) পরিপূর্ণভাবে সিক্ত।
- English Word dress 1 Bengali definition [ড্রেস্] (noun) (১) [countable noun] স্ত্রীলোকের ঘাগরা। (২) [uncountable noun] পোশাক; পরিচ্ছদ; পরিধেয় বস্ত্র। (৩) dress circle নাট্যশালার প্রথম গ্যালারির আসন যেখানে দর্শকবৃন্দ এককালে সান্ধ্যপোশাক পরিধান করতেন। dresscoat পুরুষের সান্ধ্যকোট। dressmaker বিশেষত মেয়ে ও শিশুদের পোশাক প্রস্তুতকারী মহিলা। dressrehearsal যথোচিত পোশাক পরে নাটকাদির পূর্ণাঙ্গ মহড়া। evening dress সামাজিক অনুষ্ঠান বা সান্ধ্যভোজে পরিধেয় পোশাক। fulldress বিশেষ অনুষ্ঠানে পরিধেয় পোশাক।
- English Word dress 2 Bengali definition [ড্রেস্] (verb transitive), (verb intransitive) (১) পোশাক পরিধান করা বা করানো। dress up অনুষ্ঠানাদির জন্য বিশেষ পোশাকে সজ্জিত হওয়া: He is dressed up for the party. (২) রীতিগত বা অভ্যাসগতভাবে পোশাক পরিধান করা: He dresses well. (৩) be dressed in পরিহিত: The woman dressed in black has lost her husband. (৪) পোশাক পরতে দেওয়া: How much does it cost them a year to dress their children? (৫) ব্যবহারের জন্য প্রস্তুত করা: to dress leather: নরম ও মসৃণ করা; to dress a salad, দ্রষ্টব্য dressing(৩); to dress a chicken, পালক ইত্যাদি ফেলে মুরগির বাচ্চাকে রান্নার জন্য প্রস্তুত করা। (৬) চুল আঁচড়ানো বা পরিপাটি করা: to dress one’s hair. dress somebody down (লাক্ষণিক) কাউকে ভীষণভাবে তিরস্কার করা: They dressed the wicked boy down severely. dressing-down (noun) ভীষণ তিরস্কার। (৭) ক্ষতস্থান পরিষ্কার করা ও পট্টি দেওয়া। (৮) মনোরম ও আকর্ষণীয় করা: to dress a shop window. (৯) (সামরিক) সৈন্যদের শ্রেণিবদ্ধ করা বা এক সারিতে দাঁড় করানো: The officer dressed the soldiers.
- English Word dresser 1 Bengali definition [ড্রেসা(র্)] (noun) যে পোশাক পরিধান করায়;(ক) অস্ত্রচিকিৎসকের সহকারী হিসেবে যে ক্ষত স্থান পরিষ্কার করে ও পট্টি বাঁধে;(খ) রঙ্গমঞ্চের রূপসজ্জাকর; যে অভিনেতা-অভিনেত্রীর পোশাক পরিধান করায়। hair dresser (noun) যে ব্যক্তি চুল ছাঁটে বা পরিপাটি করে।
- English Word dresser 2 Bengali definition [ড্রেসা(র্)] (noun) (১) রান্নাঘরে বাসনপত্র, ছুরি, কাঁটা চামচ ইত্যাদি রাখার আলমারিবিশেষ। (২) (America(n)) যে টেবিলের উপর রান্নার জন্য মাংস ইত্যাদি তৈরি করা হয়।
- English Word dressing Bengali definition [ড্রেসিঙ্] (noun) (১) [uncountable noun] পোশাক পরিধান বা ক্ষতস্থান পরিষ্কার করে পট্টি বাঁধার কাজ। dressing-case (noun) ভ্রমণে ব্যবহৃত দ্রব্যাদির বাক্স। dressing-gown (noun) (America(n)= bath-robe) আলখাল্লাজাতীয় ঢিলা জামাবিশেষ, যা পাজামার সঙ্গে পরা হয় (নিজগৃহে পোশাক পরার পূর্বে পরিহি৩)। dressing-room (noun) সাজঘর; পোশাক পরিধানের ঘর। dressing-table (noun) প্রসাধন বা সাজসজ্জা করার জন্য বড় আয়নাওয়ালা টেবিল। (২) [countable noun, uncountable noun] যা দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করা হয় ও পট্টি বাঁধা হয়- তুলা ব্যান্ডেজ ইত্যাদি। (৩) [countable noun, uncountable noun] সালাদ বা ঐ জাতীয় খাবারের স্বাদ বাড়ানোর জন্য তেল, সিরকা ও চূর্ণ মসলা দিয়ে তৈরি তরল পদার্থবিশেষ। (৪) [uncountable noun] সুতি বা রেশমি কাপড় তৈরিকালে তা শক্ত করতে ব্যবহৃত মাড় বা কলপ।
- English Word dressy Bengali definition [ড্রেসি] (adjective) (dressier, dressiest) (কথ্য) (১) (ব্যক্তি) সাজপোশাকপ্রিয়। (২) (পোশাক) শৌখিন; কেতাদুরস্ত।