D পৃষ্ঠা ৪
- English Word dart 2 Bengali definition [ডা:ট্] (verb intransitive), (verb transitive) অকস্মাৎ তীব্রবেগে ছোটা বা ছোটানো; তীরবেগে ছোটা বা ছোটানো; হানা: The horse darted away in a wink. The Headmaster darted an engry look at the pupil. She darted into the room.
- English Word darwan Bengali definition [দারোআন্] (অপিচ durwan) (noun) কোনো বাড়ির পাহারায় নিযুক্ত ব্যক্তি; দারোয়ান।
- English Word darzee Bengali definition [দোর্জি] (অপিচ durzee) (noun) যিনি পোশাক তৈরি করেন, দরজি।
- English Word dash 1 Bengali definition [ড্যাশ্] (noun) (১) [countable noun] বেগে ধাবন; প্রচণ্ডগতি: to make a dash for shelter; to make a dash at an opponent. at a dash ক্ষিপ্রবেগে; দৃপ্তভঙ্গিতে: The sergeant rode off at a dash. (২) (সাধারণত a/the dash of) (তরল পদার্থের কিংবা তরল পদার্থের উপর) আঘাত, অভিঘাত, প্রহার এবং তা থেকে উদ্ভূত শব্দ; ছিটে; ছপছপ: the dash of the waves on the rocks; the dash of roars striking the water. A dash of cold water brought him back to consciousness. (৩) [countable noun] কোনোকিছুর অল্পপরিমাণ মিশ্রণ বা সংযোজন; চিমটে; ফোঁটা; ছিটে: a dash of rose-water in the sherbet; a dash of pepper in the salad; blue with a dash of yellow. (৪) [countable noun] ছেদছিহ্নবিশেষ ( ̶); দ্রষ্টব্য পরিশিষ্ট ৬। (৫) the dash স্বল্প দূরত্বের দৌড়: the 100-metres dash. (৬) [uncountable noun] প্রবল কর্মতপরতা (-র সামর্থ্য); কর্মশক্তি; উদ্যম: He handled the case with competence and dash. cut a dash (চেহারায় ও আচরণে) চমৎকারিত্ব দেখানো; চোখধাঁধানো। dash board (noun) (ক) রাস্তায় কাদার ছিটে থেকে বাঁচতে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ইত্যাদির সম্মুখভাগে সংযুক্ত আড়ালবিশেষ; পরিস্থিতি। (খ) মোটরগাড়িতে বাতাবরণের নিচে বেগমাপক যন্ত্র; বিভিন্ন নিয়ন্ত্রণ কৌশল ইত্যাদি যুক্ত ফলক; নিয়ন্ত্রণপীঠ।
- English Word dash 2 Bengali definition [ড্যাশ্] (verb transitive), (verb intransitive) (১) প্রচণ্ড বেগে নিক্ষেপ করা বা নিক্ষিপ্ত হওয়া; প্রচণ্ড বেগে ধাবিত হওয়া; প্রবল বেগে চালনা করা: The torrents dashed over the fallen tree. The raft was dashed against the beach. A lorry dashed past the old man. The wild horses dashed through the field. dash something off চটপট লিখে বা এঁকে ফেলা: He dashed of a sketch before breakfast. (২) dash somebody’s hopes কারো আশা চুরমার বা বরবাদ করা। (৩) (কথ্য, Damn এর অক্ষুণ্ণ বিকল্পরূপে ব্যবহৃত) জাহান্নামে যাক: Dash it! dashing (adjective) উচ্চণ্ড; বেপরোয়া; প্রাণদীপ্ত; প্রাণবন্ত; তেজস্বী; করিৎকর্মা; অকুতোভয়: a dashing commando attack; a dashing horseman. dashingly (adverb) উচ্চণ্ডভাবে ইত্যাদি।
- English Word dastard Bengali definition [ডা:স্টা(র্)ড্] (noun) কাপুরুষ। dastardly (adjective), (adverb) কাপুরুষোচিতভাবে।
- English Word data Bengali definition [ডেইটা] (noun) (plural) (লাতিন datum এর plural) (১) তথ্য; উপাত্ত; (সাধারণত singular verb-সহ) প্রক্রিয়াজাতকরণের জন্য কম্পিউটার-পূর্বলেখের (প্রোগ্রাম) জন্য প্রস্তুত এবং পূর্বলেখের মাধ্যমে সঞ্চালিত তথ্য; উপাত্ত: The data may be processed now. databank কম্পিউটারের নথিভুক্ত উপাত্তের ব্যাপক সংগ্রহশালা; উপাত্ত সংগ্রহকেন্দ্র। database (noun) কম্পিউটারজাত উপাত্তের বৃহৎ ভাণ্ডার, বিশেষত প্রতিবেদন, বৃত্তান্ত ইত্যাদির তালিকা কিংবা সারাংশ; উপাত্তভাণ্ডার। data processing (noun) তথ্য উদ্ধার, সমস্যার সমাধান ইত্যাদি উদ্দেশ্যে কম্পিউটারের কার্যপরিচালনা; উপাত্ত প্রক্রিয়াজাতকরণ।
- English Word date 1 Bengali definition [ডেইট্] (noun) (১) তারিখ। dateline (noun) (ক) (intermediate dateline) (আন্তর্জাতিক) তারিখরেখা। (খ) সংবাদ-সাময়িকীতে নিবন্ধের তারিখ ও স্থানজ্ঞাপক বাক্যাংশ; দিনাঙ্ক। (২) [uncountable noun] যুগ; আমল: Monuments of Sultani date are abundant in Bangladesh. (৩) (বাক্যাংশে) be/go out of date সেকেলে হয়ে যাওয়া। সুতরাং, out of date (adjective) সেকেলে; অব্যবহারিক: out of date ideas/clothes. be/bring something up to date.(ক) হালফিল হওয়া/কালোন্নীত করা। (খ) সাম্প্রতিককাল পর্যন্ত সম্প্রসারিত করা/হওয়া; কালোন্নীত করা/হওয়া: bring a catalogue up to date দ্রষ্টব্য . update. সুতরাং up-to-date (adjective) কালোন্নীত; অধুনাতন: up-to-date styles/information. to date এযাবৎ; এখন পর্যন্ত: We have received no information to date. (৪) (কথ্য) নির্দিষ্ট স্থান ও সময়ে কারো সঙ্গে সামাজিক সাক্ষাৎকার; দর্শন: Have you got a date of her? blind date আগে কখনো সাক্ষাৎ হয়নি, এমন কারো সঙ্গে সামাজিকভাবে সাক্ষাৎ করার ব্যবস্থা; অজ্ঞাতদর্শন। (৫) (সম্প্রসারিত অর্থে) পুরুষের ক্ষেত্রে সঙ্গিনী এবং স্ত্রীর সঙ্গে সঙ্গী, যার সঙ্গে সাক্ষাতের স্থানকাল নির্ধারিত হয়েছে; অভিসারী/অভিসারিণী। dateless (adjective) অনন্ত; স্মরণাতীত; স্মরণাতিগ।
- English Word date 2 Bengali definition [ডেইট্] (verb transitive), (verb intransitive) (১) তারিখ বসানো/দেওয়া: to date letters. (২) তারিখ নির্ণয় করা; To date old manuscripts. (৩) date from/back (অতীতের) কোনো সময় থেকে বিদ্যমান থাকা: The monument dates back to the 1 6th century. (৪) সেকেলে হওয়ার লক্ষণ প্রকাশ পাওয়া: Her performance is in danger of becoming dated. (৫) সাক্ষাতের স্থানকাল স্থির করা। dated (adjective) সেকেলে; অচলিত। datable (adjective) তারিখ নির্ণয় করা যায় এমন।
- English Word date 3 Bengali definition [ডেইট্] (noun) খেজুর; খর্জুর।
- English Word dative Bengali definition [ডেইটিভ্] (noun), (adjective) (ব্যাকরণ) (লাতিন ও অন্যান্য বিভক্তিমূলক ভাষায়) ক্রিয়ার গৌণকর্মসূচক শব্দরূপ; (ইংরেজিতে শিথিলভাবে) গৌণকর্ম; সম্প্রদান; সম্প্রদান কারক। দ্রষ্টব্য . case 1 (৩).
- English Word datum Bengali definition [ডেইটাম্] (noun) তথ্য; উপাত্ত। দ্রষ্টব্য data.
- English Word daub Bengali definition [ডোব্] (verb transitive), (verb intransitive) (১) লেপা; লেপন করা; প্রলেপ দেওয়া; মাখানো: to daub paint on a canvas; to daub a wall with plaster. (২) আনাড়ির মতো আঁকা। (৩) নোংরা করা: floor daubed with paints. □(noun) (১) প্রলেপ। (২) [countable noun] কাঁচা/অপটু হাতে আঁকা ছবি; কুচিত্র। dauber (noun) আনাড়ি আঁকিয়ে।
- English Word daughter Bengali definition [ডোটা(র্)] (noun) কন্যা; মেয়ে; আত্মজা; তনয়া। daughter-in-law [ডোটা(র্) ইন্ লো] (plural daughters-n-law [ডোটাজ ইন লো]) পুত্রবধূ। daughterly (adjective) কন্যাসুলভ: daughterly affection.
- English Word daunt Bengali definition [ডোন্ট্] (verb transitive) নিরুৎসাহ/দমন করা: nothing daunted অদম্য নিঃশঙ্ক।
- English Word dauntless Bengali definition [ডোন্ট্লিস্] (adjective) অদম্য; নির্বিশঙ্ক; অকুতোভয়। dauntlessly (adverb) অকুতোভয়ে; নির্ভয়ে।
- English Word dauphin Bengali definition [ডোফিন্] (noun) ফরাসি রাজার জ্যেষ্ঠপুত্রের উপাধি (১৩৪৯ থেকে ১৮০০ পর্যন্ত); যুবরাজ।
- English Word davenport Bengali definition [ড্যাভ্ন্পোট্] (noun) (১) (British/Britain) একাধিক দেরাজ ও কবজাআঁটা পাল্লাযুক্ত আসবাববিশেষ (পাল্লাটি খুলে লেখার ডেস্ক হিসেবে ব্যবহার করা যায়); ড্যাভেনপোর্ট। (২) (America(n)) দু-তিনজনের মানুষের বসার জন্য হাতল ও হেলানওয়ানা দীর্ঘ আসনবিশেষ। দ্রষ্টব্য settee.
- English Word davit Bengali definition [ড্যাভিট্] (noun) জাহাজের নৌকা ঝুলিয়ে রাখা ও নামানো-ওঠানোর জন্য ছোট ছোট দুটি দণ্ডের যে কোনো একটা; নৌক্রোঞ্চ।
- English Word dawdle Bengali definition [ডোড্ল্] (verb intransitive), (verb transitive) dawdle (away) দেরি করা; কালক্ষেপণ করা: Tell him not to dawdle away his time. dawdler [ডোডলা(র্)] (noun) কালক্ষেপক; দীর্ঘসূত্রী।
- English Word dawn 1 Bengali definition [ডোন্] (noun) [uncountable noun, countable noun] ঊষা; ভোর; প্রত্যুষ; প্রভাত; নিশান্ত। (২) [uncountable noun, countable noun] (লাক্ষণিক) আরম্ভ, সূচনা: উন্মেষ: the dawn of civilization/love/understanding.
- English Word dawn 2 Bengali definition [ডোন্] (verb intransitive) ভোর হওয়া; আলো ফোটা: The day is dawning. (২) dawn (on/upon somebody) প্রতিভাত হতে শুরু করা; (মনে) স্পষ্ট হতে শুরু করা; উন্মেষিত হওয়া: Don’t worry, the truth will dawn upon you. It has just dawned on the victim that...
- English Word day Bengali definition [ডেই] (noun) (১) [uncountable noun] দিন; দিবস; দিনমান; দিবাভাগ। before day সূর্যোদয়ের/ভোর হওয়ার আগে। by day দিনের বেলা; দিনমানে: We travelled by day. pass the time of the day (with somebody) সম্ভাষণ বিনিময় করা (যেমন ‘good morning’ বলা)। (২) [countable noun] (মধ্যরাত্রি থেকে) চব্বিশ ঘণ্টা সময়; দিন; একদিন: There are seven days in a week. The day after tomorrow আগামী পরশু। the day before yesterday গত পরশু। this day week এক সপ্তাহ পর (আজকের এই দিনে): If today is 1 November, this day week be ৪ November. This day fortnight পক্ষকাল পরে (আজকের এই দিন): If today is 1 May, this day fortnight will be 1 5 May. day after day; every day দিনের পর দিন; প্রতিদিন; প্রত্যহ। day in, day out (অনির্দিষ্টকাল) দিনের পর দিন; অবিরাম। from day to day; from one day to the next দিনে দিনে (দিনে দিনে দিন ফুরাবে); একদিন পরে: To the last syllable of recorded time, we just muddled along from day to day. one day একদা; একদিন (অতীত বা ভবিষ্যতে)। the other day সেদিন; কয়েকদিন আগে। some day (কোনো) একদিন (ভবিষ্যতে)। one of these days (প্রতিশ্রুতিদানে বা ভবিষ্যদ্বাণী দিতে গিয়ে) অদূর ভবিষ্যতে; অচিরে। one of those days সেই দুঃখ/দুর্দশার দিনে। that ’ll be the day (বক্রোক্তি) সেটা কখনো ঘটবে না। if he’s a day (বয়স) কম করে হলেও; অন্তত: She is fifty if she’s a day! not be one’s day অশুভ দিন: It’s not my day. to a/the day ঠিক এই দিন: five years ago to the/a day. Day- এর পরে সাপেক্ষে সর্বনামের অনুপস্থিতি লক্ষণীয়: the day (on which) she left school. (৩) কাজের জন্য নির্ধারিত সর্বমোট সময়; দিন; কার্যদিবস: The workers want a six hours day. My working day is eight hours. You have done a good day’s work. call it a day আজকের মতো যথেষ্ট কাজ হয়েছে বলে স্থির করা; নিবৃত্ত/ক্ষান্ত হওয়া: Let us call it a day, আজকের মতো ক্ষান্ত হওয়া যাক। all in a/the day’s work স্বাভাবিক নিত্যকর্মের সব অংশ। at the end of the day দিনের কাজের শেষে; দিনের শেষে। early/late in the day অতি আগেভাগে/অতি বিলম্বে। day off ছুটির দিন। (৪) (প্রায়ই plural) সময়; কাল; আমল; দিন; জীবন; বেলা; in my boyhood days; in the days of British Raj; in his school days; in days of old/in olden days. সেকালে; বিগত দিনে; in days to come, ভবিষ্যতে; অনাগত দিনে; the men of other days, সেকালের/সে যুগের মানুষ। better days সুদিন: He saw better days. fall on evil days দুঃখদুর্দশায় পড়া; (কারো জন্য) দুর্দিন/দুঃসময় যাওয়া। the present day একাল; বর্তমান সময়। সুতরাং, present (attributively adjective) একালের; আধুনিক: present-day scientists. (in) these days আজকের দিনে। in those days সেকালে; সে যুগে। in this day and age (বহুব্যবহারে জীর্ণ) বর্তমান কালে/যুগে। (৫) (পূর্বপদ his, her, their ইত্যাদি-সহ singular) জীবৎকাল; জীবদ্দশা; সাফল্য, সমৃদ্ধি, সক্ষমতা ইত্যাদির কাল; সুদিন: She was a beauty in her day. Monarchy had its day. Every dog has its day (প্রবাদ) সবার জীবনেরই সৌভাগ্য বা সাফল্যের একটা সময় থাকে। Those were the days (বকুনি) তখন ছিল সুসময়। (৬) the day প্রতিদ্বন্দ্বিতা: They will win/carry the day. We’ve lost the day. The day is yours. (৭) (সাধারণত Attributive(ly) এবং যৌগশব্দে) day-bed দিনের বেলা শোয়া বা বিশ্রামের জন্য শয্যা; দিবাশয্যা। day-book (বাণিজ্য) বৃহদ্গণনা-পুস্তকে স্থানান্তরিত করার উদ্দেশ্যে প্রতিদিনের বিক্রয়ের তাৎক্ষণিক হিসাবের খাতা; বিক্রয়পুস্তক। day-boy/girl বাড়ি থেকে গিয়ে যে প্রতিদিন স্কুলে হাজিরা দেয়; অনাবাসিক ছেলে/মেয়ে। day-break (noun) [uncountable noun] উষা; প্রভাত; ভোর। day care (noun) [uncountable noun] ছোট শিশুদের জন্য দিনের বেলায় বাড়ি থেকে দূরে তত্ত্বাবধানের ব্যবস্থা; দিবাকালীন তত্ত্বাবধান: a day-care centre. day-dream (noun), (verb intransitive) দিবাস্বপ্ন (দেখা); জাগরস্বপ্ন। day-labourer দিনমজুর। day-long (adjective), (adverb) দিনভর; সারাদিনের; দিনব্যাপী; সারাদিন ধরে। day nursery দিবাকালীন শিশুশালা। day release (noun) [uncountable noun] শিক্ষাগ্রহণের উদ্দেশ্যে কর্মচারীদের দায়িত্ব থেকে অব্যাহতিদানের (যেমন সপ্তাহে একদিন) ব্যবস্থা; আহ্নিক অব্যাহতি। day return (noun) [countable noun] একদিনের জন্য বৈধ (অনেক সময় রেয়াতি হারে) যাওয়া-আসার টিকিট; একদিনের ফেরতটিকিট। day-school (আবাসিক, নৈশস্কুল ও রবিবারের স্কুলের সঙ্গে বৈপরীত্যক্রমে)। day shift বিশেষত খনিতে দিবাভাগের নির্দিষ্ট নিরতকাল এবং তখন কর্মরত শ্রমিকবৃন্দ; দিবাকালীন পর্যায়। day-spring (কাব্যিক) উষা; নিশান্ত; অরুণোদয়। day-time [= day (১)] দিনের বেলা; দিবাকালে।
- English Word daycation Bengali definition [ডেইকেইশ্ন্] (noun) (plural daycations) (day আর vaction মিলে তৈরি) [countable noun] যে ভ্রমণ বা ছুটি একদিনের বেশি স্থায়ী হয় না; একদিনের ছুটি: I’m taking a daycation next Tuesday. □(noun) daycationer এই ধরনের ছুটি ভোগকারী বা সফরকারী: Daycations do not stay away overnight.
- English Word daylight Bengali definition [ডেইলাইট্] (noun) [uncountable noun] (১) দিবালোক; দিনের আলো: You can reach the next village in daylight, দিনের আলো থাকতে থাকতে। daylight robbery (noun) [uncountable noun] প্রকাশ্যে প্রতারণা; দিনদুপুরে ডাকাতি। daylight saving (noun) [uncountable noun] ঘড়ির কাঁটা এড়িয়ে দেওয়া, যাতে দেরিতে রাত হয়; দিবালোক সাশ্রয়। দ্রষ্টব্য summer ভুক্তিতে summertime. (২) ভোর; প্রভাত: leave/arrive before daylight.
- English Word daze Bengali definition [ডেইজ্] (verb transitive) হতবুদ্ধি/স্তম্ভিত করা; মাথা ঘুরিয়ে দেওয়া: I felt dazed, as the stone hit me on the head. The victim was in a dazed state. □(noun) in a daze বিমূঢ় অবস্থায়। dazedly [ডেইজিড্লি] (adverb) বিমূঢ়ভাবে।
- English Word dazzle Bengali definition [ড্যাজ্ল্] (verb transitive) চোখধাঁধানো; দৃষ্টিসন্তাপক। dazzled by bright light. dazzling (adjective) চোখধাঁধানো। □(noun) [uncountable noun] দীপ্তি; দ্যুতি; ঔজ্জ্বল্য।
- English Word DC Bengali definition [ডিসি] [abbreviation of Deputy Commissioner] (noun) (১) জেলা প্রশাসক; ডিসি। (২) কোনো নগরীর পুলিশ কর্মকর্তা; ডিসি।
- English Word de facto Bengali definition [ডেইফ্যাক্টো] (adjective), (adverb) (লাতিন) কার্যত (বিধিগতভাবে হোক কি না হোক): the de facto king.
- English Word de riquer Bengali definition [ডা রিগা(র্)] (predicatively adjective) (ফরাসি) শিষ্টাচার বা আদব-কায়দার পক্ষে অত্যাবশ্যক; আবশ্যিক; রীতিসম্মত; A dress suit is de riquer at the party.