• Bengali Word summer English definition [সামা(র্‌)] (noun) [uncountable noun, countable noun] গ্রীষ্মকাল (গ্রীষ্মমণ্ডলের বাইরে মে বা জুন থেকে আগস্ট পর্যন্ত); গ্রীষ্ম; নিদাঘ; In (the) summer; this/next/last summer; (attributive(ly)) summer weather; the summer holidays.
    গ্রীষ্মাবকাশ; summer cottage/house,(গ্রীষ্মকালে ব্যবহারের জন্য) গ্রীষ্মকুটির; a girl of ten summers; (সাহিত্য) দশ বছর বয়সের মেয়ে। summer-house (noun) বাগান, পার্ক ইত্যাদি স্থানে আসন-সংবলিত আশ্রয়; ছায়াঘর; আতপঘর। summer school (noun) (প্রায়ই কোনো বিশ্ববিদ্যালয়ে) গ্রীষ্মের ছুটির সময়ে আয়োজিত বক্তৃতামালা; গ্রীষ্মকালীন অধ্যয়নক্রম। summertime (noun) গ্রীষ্মকাল। summertime (কোনো-কোনো দেশে স্বীকৃত) গ্রীষ্মকালীন সময় (গ্রীষ্মকালে ঘড়ির কাঁটা একঘণ্টা এগিয়ে দিয়ে সময় গণনা করা হয়, যাতে সন্ধ্যা একঘণ্টা পিছিয়ে যায়)। দ্রষ্টব্য (noun) daylight ভুক্তিতে daylight Saving. Indian summer, দ্রষ্টব্য Indian (৩). □ (noun) গ্রীষ্মযাপন করা: summer at the seaside/in the mountains. summery (adjective) গ্রীষ্মকালীন; গ্রীষ্মসুলভ; গ্রীষ্মের উপযোগী; গরমকালের: a summery dress.