• Bengali Word day English definition [ডেই] (noun) ১ [uncountable noun] দিন; দিবস; দিনমান; দিবাভাগ।
    before day সূর্যোদয়ের/ভোর হওয়ার আগে। by day দিনের বেলা; দিনমানে: We travelled by day. pass the time of the day (with somebody) সম্ভাষণ বিনিময় করা (যেমন ‘good morning’ বলা)। (২) [countable noun] (মধ্যরাত্রি থেকে) চব্বিশ ঘণ্টা সময়; দিন; একদিন: There are seven days in a week. The day after tomorrow আগামী পরশু। the day before yesterday গত পরশু। this day week এক সপ্তাহ পর (আজকের এই দিনে): If today is 1 November, this day week be ৪ November. This day fortnight পক্ষকাল পরে (আজকের এই দিন): If today is 1 May, this day fortnight will be 1 5 May. day after day; every day দিনের পর দিন; প্রতিদিন; প্রত্যহ। day in, day out (অনির্দিষ্টকাল) দিনের পর দিন; অবিরাম। from day to day; from one day to the next দিনে দিনে (দিনে দিনে দিন ফুরাবে); একদিন পরে: To the last syllable of recorded time, we just muddled along from day to day. one day একদা; একদিন (অতীত বা ভবিষ্যতে)। the other day সেদিন; কয়েকদিন আগে। some day (কোনো) একদিন (ভবিষ্যতে)। one of these days (প্রতিশ্রুতিদানে বা ভবিষ্যদ্বাণী দিতে গিয়ে) অদূর ভবিষ্যতে; অচিরে। one of those days সেই দুঃখ/দুর্দশার দিনে। that ’ll be the day (বক্রোক্তি) সেটা কখনো ঘটবে না। if he’s a day (বয়স) কম করে হলেও; অন্তত: She is fifty if she’s a day! not be one’s day অশুভ দিন: It’s not my day. to a/the day ঠিক এই দিন: five years ago to the/a day. Day- এর পরে সাপেক্ষে সর্বনামের অনুপস্থিতি লক্ষণীয়: the day (on which) she left school. (৩) কাজের জন্য নির্ধারিত সর্বমোট সময়; দিন; কার্যদিবস: The workers want a six hours day. My working day is eight hours. You have done a good day’s work. call it a day আজকের মতো যথেষ্ট কাজ হয়েছে বলে স্থির করা; নিবৃত্ত/ক্ষান্ত হওয়া: Let us call it a day, আজকের মতো ক্ষান্ত হওয়া যাক। all in a/the day’s work স্বাভাবিক নিত্যকর্মের সব অংশ। at the end of the day দিনের কাজের শেষে; দিনের শেষে। early/late in the day অতি আগেভাগে/অতি বিলম্বে। day off ছুটির দিন। (৪) (প্রায়ই plural) সময়; কাল; আমল; দিন; জীবন; বেলা; in my boyhood days; in the days of British Raj; in his school days; in days of old/in olden days. সেকালে; বিগত দিনে; in days to come, ভবিষ্যতে; অনাগত দিনে; the men of other days, সেকালের/সে যুগের মানুষ। better days সুদিন: He saw better days. fall on evil days দুঃখদুর্দশায় পড়া; (কারো জন্য) দুর্দিন/দুঃসময় যাওয়া। the present day একাল; বর্তমান সময়। সুতরাং, present (attributively adjective) একালের; আধুনিক: present-day scientists. (in) these days আজকের দিনে। in those days সেকালে; সে যুগে। in this day and age (বহুব্যবহারে জীর্ণ) বর্তমান কালে/যুগে। (৫) (পূর্বপদ his, her, their ইত্যাদি-সহ singular) জীবৎকাল; জীবদ্দশা; সাফল্য, সমৃদ্ধি, সক্ষমতা ইত্যাদির কাল; সুদিন: She was a beauty in her day. Monarchy had its day. Every dog has its day (প্রবাদ) সবার জীবনেরই সৌভাগ্য বা সাফল্যের একটা সময় থাকে। Those were the days (বকুনি) তখন ছিল সুসময়। (৬) the day প্রতিদ্বন্দ্বিতা: They will win/carry the day. We’ve lost the day. The day is yours. (৭) (সাধারণত Attributive(ly) এবং যৌগশব্দে) day-bed দিনের বেলা শোয়া বা বিশ্রামের জন্য শয্যা; দিবাশয্যা। day-book (বাণিজ্য) বৃহদ্‌গণনা-পুস্তকে স্থানান্তরিত করার উদ্দেশ্যে প্রতিদিনের বিক্রয়ের তাৎক্ষণিক হিসাবের খাতা; বিক্রয়পুস্তক। day-boy/girl বাড়ি থেকে গিয়ে যে প্রতিদিন স্কুলে হাজিরা দেয়; অনাবাসিক ছেলে/মেয়ে। day-break (noun) [uncountable noun] উষা; প্রভাত; ভোর। day care (noun) [uncountable noun] ছোট শিশুদের জন্য দিনের বেলায় বাড়ি থেকে দূরে তত্ত্বাবধানের ব্যবস্থা; দিবাকালীন তত্ত্বাবধান: a day-care centre. day-dream (noun), (verb intransitive) দিবাস্বপ্ন (দেখা); জাগরস্বপ্ন। day-labourer দিনমজুর। day-long (adjective), (adverb) দিনভর; সারাদিনের; দিনব্যাপী; সারাদিন ধরে। day nursery দিবাকালীন শিশুশালা। day release (noun) [uncountable noun] শিক্ষাগ্রহণের উদ্দেশ্যে কর্মচারীদের দায়িত্ব থেকে অব্যাহতিদানের (যেমন সপ্তাহে একদিন) ব্যবস্থা; আহ্নিক অব্যাহতি। day return (noun) [countable noun] একদিনের জন্য বৈধ (অনেক সময় রেয়াতি হারে) যাওয়া-আসার টিকিট; একদিনের ফেরতটিকিট। day-school (আবাসিক, নৈশস্কুল ও রবিবারের স্কুলের সঙ্গে বৈপরীত্যক্রমে)। day shift বিশেষত খনিতে দিবাভাগের নির্দিষ্ট নিরতকাল এবং তখন কর্মরত শ্রমিকবৃন্দ; দিবাকালীন পর্যায়। day-spring (কাব্যিক) উষা; নিশান্ত; অরুণোদয়। day-time [=day (১)] দিনের বেলা; দিবাকালে।