• Bengali Word data English definition [ডেইটা] (noun) (plural) (লাতিন datum এর plural) ১ তথ্য; উপাত্ত; (সাধারণত singular verb-সহ) প্রক্রিয়াজাতকরণের জন্য কম্পিউটার-পূর্বলেখের (প্রোগ্রাম) জন্য প্রস্তুত এবং পূর্বলেখের মাধ্যমে সঞ্চালিত তথ্য; উপাত্ত: The data may be processed now.
    databank কম্পিউটারের নথিভুক্ত উপাত্তের ব্যাপক সংগ্রহশালা; উপাত্ত সংগ্রহকেন্দ্র। database (noun) কম্পিউটারজাত উপাত্তের বৃহৎ ভাণ্ডার, বিশেষত প্রতিবেদন, বৃত্তান্ত ইত্যাদির তালিকা কিংবা সারাংশ; উপাত্তভাণ্ডার। data processing (noun) তথ্য উদ্ধার, সমস্যার সমাধান ইত্যাদি উদ্দেশ্যে কম্পিউটারের কার্যপরিচালনা; উপাত্ত প্রক্রিয়াজাতকরণ।