Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word dobbin Bengali definition [ডবিন্‌] (noun) খাবারের ঘোড়ার আদুরে নাম
  • English Word docile Bengali definition [ডোউসাইল্‌ America(n) ডস্‌ল্] (adjective) সহজে বশ মানে এমন; বাধ্য; সহজে শেখানো যায় এমন: Teachers like docile pupils. docility [ডোউসিলাটি] (noun) বাধ্যতা।
  • English Word dock 1 Bengali definition [ডক্] (noun) (১) জাহাজঘাটা; ডক; ফেরিঘাট; যেখানে জাহাজ বা নৌকা মেরামত করা হয়, মাল খালাস করা হয়: The ship entered the dock. dry/graving dock যে ডক থেকে পাম্প দিয়ে পানি নিষ্কাশন করা যায়। floating dock ভাসমান ডক। wet dock যে ডকে পানিকে উঁচু জোয়ারাঙ্কে রাখা যায়। dock-dues ডক ব্যবহারের জন্য মাসুল। (২) (plural) অনেকগুলো ডকের সারি, যেখানে জাহাজঘাটা, অফিস ও আনুষঙ্গিক সুবিধা থাকেdockyard (noun) জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা। docker (noun) ডকইয়ার্ডের মালিক।
  • English Word dock 2 Bengali definition [ডক্] (verb intransitive), (verb transitive) (১) (জাহাজ) ডকে ঢোকা(২) জাহাজকে ডকে ঢোকানো(৩) আকাশে দুটি বিমানকে যুক্ত করার কৌশল দেখানো
  • English Word dock 3 Bengali definition [ডক্] (noun) কাঠগড়া; আদালতে আসামির দাঁড়ানোর স্থান
  • English Word dock 4 Bengali definition [ডক্] (verb transitive) dock (off) (১) (কোনো প্রাণীর লেজ) কেটে ছোট করা(২) বেতন, পারিশ্রমিক ইত্যাদি কমিয়ে দেওয়া: The new management docked the wages of the labourers.
  • English Word dock 5 Bengali definition [ডক্] (noun) বড় পাতা এবং ছোটো সবুজ ফুল ধরে এমন এক ধরনের সাধারণ আগাছা
  • English Word docket Bengali definition [ডকিট্] (noun) (১) চিঠি বা দলিলের বিষয়বস্তুর সারসংক্ষেপ(২) (বাণিজ্য) সরবরাহকৃত মালামালের তালিকা; বস্তা বা বাতিলের উপর ভিতরের মালের পরিচিতিমূলক লেবেল; মোড়কের উপর প্রদত্ত ব্যবহারবিধি। □(verb transitive) তালিকাভুক্ত করা; লেবেল লাগানো।
  • English Word doctor Bengali definition [ডক্‌টা(র্‌)] (noun) (১) চিকিৎসক= physician, surgeon. (২) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি (PhD) প্রাপ্ত ব্যক্তি। □(verb transitive) (১) (কথ্য) চিকিৎসা করা; বিড়াল বা ছাগল ইত্যাদিকে খাসি করা: to doctor a tomcat. (২) ভেজাল মেশানো(৩) (লাক্ষণিক) হিসাবপত্র জাল করা
  • English Word doctorate Bengali definition [ডক্‌টারাট্] (noun) যে উপাধি (ডিগ্রি) অর্জন করলে ডক্টর হওয়া যায়: Dr Ali did his doctorate in Physics.
  • English Word doctrinaire Bengali definition [ডক্‌ট্রিনেআ(র্)] (adjective) তাত্ত্বিক; কোনো তত্ত্বে অন্ধ বিশ্বাসী; তত্ত্বগত
  • English Word doctrinal Bengali definition [ডক্‌ট্রাইন্‌ল America(n) ডক্‌ট্রিন্‌ল্] (adjective) মতবাদগত; মতবাদবিষয়ক
  • English Word doctrine Bengali definition [ডক্‌ট্রিন্‌] (noun) মতবাদ; রাজনৈতিক দলের তত্ত্বগত শিক্ষা; কোনো ধর্মসম্প্রদায়ের বিশ্বাস ও উপদেশাবলির সমাহার; বিজ্ঞানীদের বিশেষ মতধারা বা school: Many Christians believe in the doctrine of trinity. Communist Party believes in the Marxist doctrine.
  • English Word document Bengali definition [ডকিউমান্‌ট্] (noun) প্রমাণ; দলিল। [ডকিউমেন্‌ট্] (verb transitive) দলিল দেখিয়ে প্রমাণ করা; দলিল দেখানো। documentation (noun) [uncountable noun] দলিল রচনা; উপস্থাপন বা ব্যবহার।
  • English Word documentary Bengali definition [ডকিউমেন্‌ট্‌রি] (adjective) দলিলসংক্রান্ত; প্রামাণিক; দলিল দ্বারা সমর্থিত: documentary proof/evidence. (২) documentary (film) প্রকৃত ঘটনাদির চলচ্চিত্র; বাস্তব জীবনকে ভিত্তি করে রচিত চলচ্চিত্র; প্রামাণ্যচিত্র
  • English Word dodar Bengali definition [ডিআডা:র্‌)] (noun) পাইনজাতীয় গাছ; দেওদার
  • English Word dodder Bengali definition [ডডা(র্)] (verb intransitive) (কথ্য) কাঁপা বা কম্পমান হওয়া (জরা, দুর্বলতা ইত্যাদির কারণে): to dodder along, টলটলায়মান বা স্খলিত পদে চলাdodderer (noun) বার্ধক্যাদির ফলে কম্পমান বা থুবড়ে বুড়ো। doddering, doddery (adjective) কম্পমান; জরাগ্রস্ত।
  • English Word dodge 1 Bengali definition [ডজ্‌] (noun) (১) (কোনো আঘাত এড়ানোর) হঠাৎ পাশ কাটানোর ক্রিয়া(২) (কথ্য) কৌশল, ছল(৩) (কথ্য) কোনো কাজ সিন্ধ করার একটি চতুর পরিকল্পনা বা উপায়
  • English Word dodge 2 Bengali definition [ডজ্‌] (verb transitive), (verb intransitive) হঠাৎ সরে গিয়ে আঘাত বা কোনো কিছু এড়িয়ে যাওয়া; (কোনো সমস্যা বা অসুবিধা) কৌশলে পরিহার করা। dodger (noun) চতুর বা কৌশলী ব্যক্তি।
  • English Word dodgy Bengali definition [ডজি] (adjective) (কথ্য) (১) কৌশলপূর্ণ(২) ঝুঁকি অথবা ক্ষতির আশঙ্কা আছে এমন
  • English Word dodo Bengali definition [ডোউডোউ] (noun) (plural dodoes, dodos) মরিশাস দ্বীপের ওড়ার ক্ষমতাহীন অধুনালুপ্ত বড় পাখিবিশেষ; ডুডু
  • English Word doe Bengali definition [ডোউ] (noun) স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশdoeskin (noun) এ ধরনের প্রাণীর ছাল; [uncountable noun] এ ধরনের ছাল থেকে প্রস্তুত নরম চামড়া। doeeyed (adjective) হরিণীর ন্যায় কালো রঙের চোখবিশিষ্ট।
  • English Word doer Bengali definition [ডূআ(র্)] (noun) যে কাজ করে: He is a doer, not just a talker or thinker. (evil-doer, wrong-doer ইত্যাদি compound- এও ব্যবহৃত হয়)।
  • English Word does Bengali definition [ডাজ্‌], doesn’t [ডাজ্‌ন্‌ট্] দ্রষ্টব্য do 1
  • English Word doff Bengali definition [ডফ্‌ America(n) ডোফ্‌] (verb transitive) (পুরাতনী) (do + off) ছাড়া; খুলে ফেলা; ত্যাগ করা
  • English Word dog 1 Bengali definition [ডগ্‌ America(n) ডোগ্] (noun) (১) কুকুর; সারমেয়; অবজ্ঞাসূচক উক্তি; ঘৃণ্য; নীচ প্রকৃতির লোক: You lucky dog! (২) (phrase) a case of dog eat dog ব্যবসা বা অন্য কোনো কাজে দুরন্ত প্রতিযোগিতা, যেখানে নির্মম উপায় অবলম্বন করতে হয়die like a dog, die a dog’s death লজ্জা, অপমান বা দুর্দশাপীড়িত হয়ে মৃত্যুবরণ করা। a dog in the manger যে ব্যক্তি নিজেও ভোগ করে না এবং অন্যকেও ভোগ করতে দেয় না। dressed like a dog’s dinner. (কথ্য) এমনভাবে সাজপোশাকে সজ্জিত, যা বিশেষভাবে দৃষ্টি আকর্ষক। Every dog has his day (প্রবাদ), সকলের (এমনকি দুর্দশাগ্রস্ত ব্যক্তির) জীবনেই সুদিন আসে। give a dog bad name (and hang him) (প্রবাদ) (গুরুতর ক্ষতি সাধনের পূর্বে) কোনো ব্যক্তির দুর্নাম রচনা করা। give/throw something to the dogs অপ্রয়োজনীয় পদার্থ বোধে কোনো কিছু ছুড়ে ফেলে দেওয়া; আত্মরক্ষার্থে কোনো কিছু বর্জন করা। go to the dogs গোল্লার যাওয়া; সর্বনাশগ্রস্ত হওয়া। help a lame dog over a stile বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা। lead a dog’s life সর্বদা সমস্যা পরিপূর্ণ অসুখী জীবনযাপন করা। lead somebody a dog’s life কাউকে শান্তি না দেওয়া; সব সময়ে অস্থির বা জ্বালাতন করা। Let sleeping dogs lie (প্রবাদ); না-ঘাঁটানো; স্বেচ্ছায় নিজেকে বিপদে বা ঝামেলায় না-জড়ানো। look like a dog’s breakfast/dinner (কথ্য) অপরিচ্ছন্ন; এলোমেলো; অগোছালো। Love me, love my dog (প্রবাদ) আমাকে চাইলে আমার বন্ধুদেরও চাইতে বা পছন্দ করতে হবে। not stand even a dog’s chance প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা না-থাকা। be top dog কর্তৃত্ব করা যায় এমন পদ বা অবস্থায় থাকা। be (the) under dog বশ্যতা স্বীকার করে চলতে হয় এমন পদ বা অবস্থায় থাকা। treat somebody like a dog কারো প্রতি জঘন্য আচরণ করা; দুর্ব্যবহার করা। (৩) the dogs (কথ্য) গ্রেহাউন্ড কুকুরের দৌড় প্রতিযোগিতা(৪) (যৌগশব্দ) dog-bee পুরুষ মৌমাছি; dog-berry (noun) জামজাতীয় বুনো ফলdog-biscuit (noun) কুকুরের জন্য মোটা শক্ত বিস্কুট। dog-cart (noun) দুজন যাত্রীর উপযোগী (পিঠে পিঠ লাগিয়ে বসতে পারে এমন) ঘোড়ার গাড়ি। dog-collar (noun) কুকুরের গলা বেষ্টনকারী বন্ধনী, যার সঙ্গে চামড়ার দড়ি লাগানো যায়; খ্রিষ্টান ধর্মযাজকদের পরিহিত শক্ত কলার, যা গলার দিকে বাঁধা হয়। dog-days বছরের উষ্ণতম সময় (জুলাই-আগস্ট মাস)। dog-eared (adjective) (বই) ব্যবহারের ফলে পাতার কোনাগুলো বেঁকে গিয়েছে এমন। dogfish (noun) ছোট ধরনের হাঙ্গর মাছ। dog-fight (noun) কুকুরের লড়াই; জঙ্গি বিমানের এলোমেলো লড়াই। doghouse (America(n)) কুকুরের থাকার ঘর। in the dog-house (কথ্য) হীন বা দুর্দশাগ্রস্ত অবস্থা। dog’sbody কলুর বলদ। dog-tired অতিশয় ক্লান্ত; পরিশ্রান্ত। dog -trot কুকুরের ধীর ও স্বচ্ছন্দ গতি। dog-watch বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা বা সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জাহাজের পাহারাdog-like কুকুরের ন্যায়: dog -like devotion. doggy, doggie [ডগি, America(n) ডোগি] (noun) শিশুদের ভাষায় কুকুরের নাম।
  • English Word dog 2 Bengali definition [ডগ্‌ America(n) ডোগ্] (verb transitive) (dogged, dogging, dogs) (কুকুরের মতো) নিবিড়ভাবে অনুসরণ করা: We were dogged by misfortune throughout the journey.
  • English Word dog-grass Bengali definition [ডগ্ গ্রা:স্] (noun) দূর্বা ঘাস। এটা ইংরেজিতে couch grass, common couch, twitch, quick grass, quitch grass (also just quitch), quackgrass, scutch grass ও witchgrass নামেও পরিচিত।
  • English Word dogged Bengali definition [ডগিড্ America(n) ডোগিড্] (adjective) একগুঁয়ে; নাছোড়বান্দাdoggedly (adverb) doggedness (noun)
  • English Word doggerel Bengali definition [ডগারাল্ America(n) ডোগারাল্] (noun) [uncountable noun] অনিয়মিত ছন্দের মূল্যহীন বা বাজে কবিতা