D পৃষ্ঠা ৩৬
- English Word dogma Bengali definition [ডগ্মা America(n) ডোগ্মা] (noun) [countable noun] অন্ধবিশ্বাস বা গোঁড়া মতবাদ; ধর্মমত।
- English Word dogmatic Bengali definition [ডগম্যাটিক্ America(n) ডোগম্যাটিক্] (adjective) (১) (ব্যক্তি) মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন। (২) (উক্তি) যুক্তি বা তথ্যনির্ভর নয় এমন মতবাদ বা বিশ্বাস। dogmatically (adverb)
- English Word dogmatism Bengali definition [ডগ্ম্যাটিজাম্ America(n) ডোগ্ম্যাটিজাম্] (noun) [uncountable noun] গোঁড়ামি; যুক্তিহীন মতবাদ।
- English Word dogmatize, dogmatise Bengali definition [ডগ্মাটাইজ্ America(n) ডোগ্মাটাইজ্] (verb intransitive), (verb transitive) প্রমাণ উপস্থাপন না-করে নিশ্চিত মত প্রকাশ করা; যুক্তিতর্ক উপেক্ষা করে নিজের অন্ধবিশ্বাস জাহির করা।
- English Word doh Bengali definition [ডৌ] দ্রষ্টব্য do 5
- English Word doily, doyley, doyly Bengali definition [ডয়লি] (noun) (plural doilies) বৌল বা ডিশের নিচে স্থাপিত গোলাকার বা চতুষ্কোণ কাগজ, কাপড়ের টুকরা বা ম্যাট।
- English Word doings Bengali definition [ডূইঙ্জ্] (noun) (plural) (কথ্য) কার্যকলাপ; ঘটনাবলি; আচরণ: Tell me about all your doings outside Dhaka.
- English Word doldrums Bengali definition [ডলড্রামজ্] (noun) (plural) (১) নিরক্ষীয় শান্ত বলয়, যেখানে পালতোলা জাহাজসমূহ স্থির হয়ে পড়ত। (২) (কথ্য) in the doldrums (ক) মনমরা ভাবগ্রস্ত; বিষণ্ণতাগ্রস্ত;(খ) কর্মতৎপরতাহীন অবস্থায়।
- English Word dole Bengali definition [ডোউল্] (noun) (১) অংশ বা ভাগ; দানরূপে বন্টিত দ্রব্য। (২) [uncountable noun] বেকার ব্যক্তিকে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সাপ্তাহিক ভাতা। be/go on the dole এ ধরনের ভাতা পাওয়া বা পেতে শুরু করা। □(verb transitive) dole out খাদ্য বা অর্থ স্বল্প পরিমাণে ভাগ করে দেওয়া।
- English Word doleful Bengali definition [ডোঊল্ফ্ল্] (adjective) বেদনাময়; শোকপূর্ণ। dolefully (adverb) dolefulness (noun)
- English Word doll 1 Bengali definition [ডল্] (noun) (১) পুতুল। (২) (অশিষ্ট) সুসজ্জিতা কিন্তু নির্বোধ সুন্দরী তরুণী। (৩) (অশিষ্ট) মোহনীয় তরুণী বা রমণী।
- English Word doll 2 Bengali definition [ডল্] (verb transitive), (verb intransitive) doll up (কথ্য) সযত্নে সাজপোশাক করা: doll up for a dinner party.
- English Word dollar Bengali definition [ডলা(র্)] (noun) যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর কয়েকটি দেশে ব্যবহৃত মুদ্রার নাম।
- English Word dollop Bengali definition [ডলাপ্] (noun) (কথ্য) খাদ্যদ্রব্যের আকারহীন দলা: a dollop of rice.
- English Word dolly Bengali definition [ডলি] (noun) (plural dollies) (১) (শিশুবুলি) পুতুল। (২) ভারী বস্তু এদিক-সেদিক নেওয়ার জন্য চাকাওয়ালা কাঠামো বা মঞ্চ। (৩) (অশিষ্ট) আকর্ষণীয়ভাবে সজ্জিত নির্বোধ তরুণী বা বালিকা।
- English Word dolmen Bengali definition [ডল্মেন্] (noun) পাথরের টেবিল; প্রাগৈতিহাসিক যুগের প্রস্তরনির্মিত সমাধিকক্ষ (এতে দুটি প্রস্তরখণ্ডের উপর অপর একটি প্রস্তরখণ্ড লম্বা করে রাখা হতো)।
- English Word dolour Bengali definition [America(n)= dolor ডলার America(n) ডোউলার] (noun) (কাব্য) শোক; দুঃখ; মর্মযাতনা। dolourous [ডোউলারাস্] (adjective) দুঃখপূর্ণ; বিষাদময়।
- English Word dolphin Bengali definition [ডল্ফিন্] (noun) তিনি জাতীয় সামুদ্রিক প্রাণী; শুশুক।
- English Word dolt Bengali definition [ডোউল্ট্] (noun) নির্বোধ ব্যক্তি। doltish (adjective) নির্বোধ।
- English Word domain Bengali definition [ডোউমেইন্] (noun) (১) রাজ্য। (২) (লাক্ষণিক) চিন্তা, কর্ম, জ্ঞান ইত্যাদির এলাকা বা ক্ষেত্র।
- English Word dome Bengali definition [ডোউম্] (noun) গম্বুজ; (কাব্য) প্রাসাদ; অট্টালিকা; domed (adjective) গম্বুজাকৃতির; গম্বুজবিশিষ্ট।
- English Word Domesday Book Bengali definition [ডূম্জ্ডেই বুক্] (noun) (১০৮৬) খ্রিস্টাব্দে রাজা প্রথম উইলিয়মের নির্দেশে প্রণীত সমগ্র ইংল্যান্ডের ভূমিসমূহের মালিকানা, আয়তন ও মূল্য সম্পর্কিত খতিয়ান বা বিবরণ।
- English Word domestic Bengali definition [ডামেস্টিক্] (adjective) (১) ঘরোয়া; পারিবারিক; গার্হস্থ্য। (২) স্বদেশি; নিজ দেশীয়। (৩) (জীবজন্তু) গৃহপালিত; পোষা। (৪) ঘরকুনো; গৃহপ্রিয়।
- English Word domesticate Bengali definition [ডামেস্টিকেইট্] (verb transitive) (১) (ব্যক্তি) সাংসারিক করা। (২) (জীবজন্তু) পোষ মানানো। domesticated (adjective) সাংসারিক জীবনে অভ্যস্ত; ঘরকুনো; পোষমানা।
- English Word domesticity Bengali definition [ডামেস্টিসাটি] (noun) [uncountable noun] গার্হস্থ্য বা পারিবারিক জীবন।
- English Word domicile Bengali definition [ডমিসাইল্] (noun) (১) (আনুষ্ঠানিক) বাসা; বাসস্থান। □(verb transitive), (verb intransitive) স্থায়ীভাবে নিবাসিত করা বা হওয়া। domiciled (adjective) স্থায়ীভাবে নিবাসিত।
- English Word domiciliary Bengali definition [ডামিসিলিআরি] (adjective) (আনুষ্ঠানিক) স্থায়ী নিবাস সংক্রান্ত। a domiciliary visit বৈধ ক্ষমতাবলে কোনো কর্মচারী কর্তৃক তল্লাশির জন্য কারো গৃহে গমন; ডাক্তার কর্তৃক রোগীর বাড়িতে গমন।
- English Word dominant Bengali definition [ডমিনান্ট্] (adjective) (১) প্রবল; প্রধান; কর্তৃত্বময়; বিশিষ্টতম; প্রভাবশালী। (২) (উচ্চতা) সর্বোচ্চ dominantly (adverb) dominance [ডমিনান্স্] (noun) কর্তৃত্ব; আধিপত্য; সর্বোচ্চতা; প্রাধান্য।
- English Word dominate Bengali definition [ডমিনেইট্] (verb transitive), (verb intransitive) (১) কর্তৃত্ব করা; শাসন করা; আধিপত্য করা; প্রবল হওয়া। (২) (স্থান সম্পর্কে, বিশেষ উচ্চতা) অন্যদের ছাপিয়ে ওঠা। (৩) বিশিষ্টতম হওয়া। domination [ডমিনেইশ্ন্] (noun) [uncountable noun] শাসন; কর্তৃত্ব; নিরঙ্কুশ ক্ষমতা; অত্যাচার।
- English Word domineer Bengali definition [ডমিনিআ(র্)] ut domineer (over) আধিপত্যসুলভ কাজ করা বা কথা বলা; অত্যাচারীর মতো আচরণ করা; দাম্ভিক হওয়া; উদ্ধত ব্যবহার করা। domineering (adjective) প্রভুত্বব্যঞ্জক; দাম্ভিক; উদ্ধত। domineeringly (adverb)