• Bengali Word two English definition [টূ] (noun), (adjective) ১ দুই, দ্রষ্টব্য পরি ৪।
    break/cut something in two দ্বিখণ্ডিত করা; দুই ভাগ করা। put two and two together অভিজ্ঞতা থেকে অনুমান করা; দুইয়ে দুইয়ে যোগ করা। by twos and threes দুই তিন জন করে। two can play (at) that game (পালটা আক্রমণের হুমকিসূচক) এ খেলা আমরাও খেলতে জানি। (২) (যৌগশব্দে) two-edged (adjective) (তরবারি) দুইধারি; (লাক্ষণিক যুক্তি ইত্যাদি) দুটি সম্ভাব্য (এবং বিপরীত) অর্থবিশিষ্ট। two-faced (adjective) কপট; দুমুখো। two-fold (adjective), (adverb) দ্বিগুণ; দ্বিগুণিত। two-handed (adjective) (তরবারি) দুই হাত দিয়ে চালাতে হয় এমন; (করাত) দুদিকে দুজনে মিলে চালাতে হয় এমন; দুহাতি। twopence [টাপান্‌স্‌ America(n) টূপেন্‌স্‌] (adjective) দুই পেনির সমষ্টি। twopenny [টাপানি America(n) টূপেনি] (adjective) দুই পেনি দামের। two penny piece (British/Britain) দুই পেনি মূল্যমানের মুদ্রা। two penny- halfpenny [টাপ্‌নি হেইপ্‌নি America(n) হ্যাফ্‌পেনি] (adjective) (কথ্য) প্রায় মূল্যহীন; বাজে; তুচ্ছ। two-a-penny (adjective) সুলভ; সস্তা। two- piece (noun) সদৃশ বা মানানসই কাপড়ের তৈরি জোড়া পোশাক, যেমন প্যান্ট ও জ্যাকেট, স্কার্ট ও জ্যাকেট (সাঁতারের জন্য) বক্ষবন্ধনী ও জাঙিয়া ইত্যাদি: (attributive(ly)) a two-piece suit. two-ply (adjective) দুই সুতার বা দুই পরতবিশিষ্ট; দো-সুতি; দোপরতা: two-ply wood/wool. two- seater (noun) দুই আসনবিশিষ্ট গাড়ি, উড়োজাহাজ ইত্যাদি। two-timing (adjective) (অপশব্দ) প্রতারণাপূর্ণ; শঠতাপূর্ণ; শঠ; প্রতারক। two-way (attributive(ly)) (adjective) (ক) (সুইচ) উভয় প্রান্ত থেকেই বিদ্যুৎপ্রবাহ চালু বা বন্ধ করা যায় এমন, দোমুখী। (খ) (রাস্তা) দুই দিকেই যানবাহন চলাচল করতে পারে এমন; দোমুখো। (গ) (বেতারযন্ত্র ইত্যাদি) প্রেরণ ও গ্রহণক্ষম; উভয়মুখী।