D পৃষ্ঠা ২২
- English Word diatribe Bengali definition [ডাইআট্রাইব্] (noun) তীব্র ও তীক্ষ্ণ ভাষায় ভর্ৎসনা; প্রচণ্ড নিন্দামূলক বক্তৃতা।
- English Word dibble Bengali definition [ডিবল্] (noun) মাটিতে গর্ত করতে সূচালো মুখবিশিষ্ট খননযন্ত্র; খুরপি। □ (verb transitive) ঐরূপ যন্ত্রের সাহায্যে (চারা ইত্যাদি) গর্তে রোপণ করা।
- English Word dice Bengali definition [ডাইস্] (noun) ((plural) জুয়াখেলার জন্য ফুটকিচিহ্নিত ঘুঁটি; পাশা। dicebox (noun) চালার আগে যে সরু বাক্সের মধ্যে ঘুঁটিকে ঝাঁকানো হয়। □ (verb transitive) (১) পাশা খেলা। dice with death মৃত্যুঝুঁকি নিয়ে কোনো কাজ করা; জীবনবাজি রাখা। (২) (মুলা, গাজর) জুয়ার ঘুঁটির মতো চাকচাক করে কাটা।
- English Word dicey Bengali definition [ডাইসি] (adjective) (কথ্য) ঝুঁকিপূর্ণ; অনিশ্চিত।
- English Word dichotomy Bengali definition [ডাইক্টামি] (noun) দ্বিবিভাগ; দ্বিবিভাজন; (সাধারণত) পরস্পরবিরোধী দুই ভাগে বা জোড়ায় বিভক্ত করা: the dichotomy of truth and falsehood.
- English Word dicky 1, dickey Bengali definition [ডিকি] (noun) (কথ্য) (১) দুই আসনবিশিষ্ট মোটরগাড়ির পিছনের দিকের গুটানো অতিরিক্ত আসন। (২) dickybird পাখি বোঝাতে শিশুবুলি।
- English Word dicky 2 Bengali definition [ডিকি] (adjective) (অশিষ্ট) দুর্বল; নাজুক: He has a dicky heart.
- English Word dicotyledon Bengali definition [ডাইকটালীডান] (noun) অঙ্কুরোদ্গমকালে দুটি পাতা গজায় এমন সপুষ্পক উদ্ভিদ।
- English Word Dictaphone Bengali definition (noun) [ডিক্টাফোউন্] (noun) (বিশেষ ক্ষেত্রে) কথা রেকর্ড করার যন্ত্রবিশেষ।
- English Word dictate Bengali definition [ডিক্টেইট্ America(n) ডিক্টেইট্] (verb transitive), (verb intransitive) (১) অপরকে দিয়ে লেখানোর জন্য সশব্দ পাঠ করা বা বলা; He dictated a letter to his secretary. (২) কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে নির্দেশ দেওয়া: The General dictated terms to the defeated enemy. (৩) dictate to হুকুম করা: You cannot dictate to me! □ (noun) (বিশেষত যুক্তি বা বিবেকের) নির্দেশ: In doing this, I only followed the dictates of my common sense.
- English Word dictation Bengali definition [ডিক্টেইশ্ন্] (noun) (১) শ্রুতলিপি। (২) আদেশ।
- English Word dictator Bengali definition [ডিক্টেইটা(র্)] (noun) একনায়ক; স্বৈরশাসক; সার্বভৌম ক্ষমতাপ্রাপ্ত শাসক; শক্তিবলে বা অবৈধ উপায়ে ক্ষমতাপ্রাপ্ত শাসক। dictatorship (noun) একনায়কতন্ত্র; যে শাসনব্যবস্থায় একজন শাসক সর্বময় ক্ষমতার অধিকারী হন; এমন শাসব্যবস্থাধীন দেশ। dictatorial (adjective) একনায়কসুলভ: dictatorial government; dictatorial manner. dictatorially (adverb)
- English Word diction Bengali definition [ডিক্শ্ন্] (noun) শব্দচয়ন; শব্দ ব্যবহার; লেখায় বা বাচনে অবলম্বিত শব্দব্যবহারজনিত শৈলী।
- English Word dictionary Bengali definition [ডিক্শানারি] (noun) অভিধান।
- English Word dictum Bengali definition [ডিক্টাম্] (noun) বাণী; নীতিবাক্য; অনুশাসন।
- English Word did Bengali definition [ডিড্] দ্রষ্টব্য do.
- English Word didactic Bengali definition [ডিড্যাক্টিক্ America(n) ডাইড্যাক্টিক্] (adjective) (১) শিক্ষামূলক; নীতিমূলক। (২) শিক্ষকসুলভ: Nobody likes his didactic attitude. didactically (adverb)
- English Word didlle Bengali definition [ডিড্ল্] (verb transitive) didlle somebody (out of something) (কথ্য) প্রতারণা করা: They tried to didlle me out of my share of the money.
- English Word didn’t Bengali definition [ডিডন্ট্] দ্রষ্টব্য do.
- English Word die 1 Bengali definition [ডাই] (noun) (১) (plural dice) দ্রষ্টব্য dice. (২) (plural dies) [ডাইজ্] মুদ্রা বানানোর ধাতব ছাঁচ। die-cast (adjective) ছাঁচে ধাতু ঢালাই করে বানানো: die-cast toys, ছাঁচে বানানো খেলনা, যেমন ছোট্ট খেলনা মোটরগাড়ি।
- English Word die 2 Bengali definition [ডাই] (verb intransitive) (past tense, past participle died, pres. part dying) (১) প্রাণ হারানো; মারা যাওয়া: Plants die if they do not get water. die of রোগ; অনাহার বা দুঃখে মারা যাওয়া। die by one’s own hand আত্মহত্যা করা। die for one’s country দেশের জন্য আত্মদান করা। এ ছাড়া, to die through neglect; to die in battle; to die a beggar/martyr ইত্যাদি। (২) বিশেষার্থবোধক বাক্যাংশসমূহ, die in one’s bed স্বাভাবিক মৃত্যুবরণ করা। die with one’s boots on কর্মক্ষম অবস্থায়, যুদ্ধরত অবস্থায় মারা যাওয়া। die in the last ditch আত্মরক্ষার প্রাণপণ সংগ্রামের পর যারা যাওয়া। die in harness কর্মরত অবস্থায় মারা যাওয়া। (৩) be dieing for something to do something কোনোকিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করা: I am dieing for a cup of tea. She is dieing to know where you’ve been. (৪) অবলুপ্ত হওয়া: A few die-hards are trying to stop the reforms. His fame as a musician will never die. (৫) die-hard (attributive(ly)) অতিরিক্ত গোঁড়া সমর্থক: He is a die-hard Marxist. A few die-hards are trying to stop the reforms. (৬) বিবিধ ব্যবহার (adverbial particle-সহযোগে) die-away: আস্তে আস্তে ক্ষীণ হওয়া; মিলিয়ে যাওয়া; The noise soon died away. die down আগুনের আঁচ ক্রমে নির্বাপিত হওয়া; (শব্দ বা আওয়াজ) কমে যাওয়া: The fire/the noise died down. die off একে একে মরে যাওয়া: The plants of this garden are dieing off. die out অবলুপ্ত হওয়া: With the death of the youngest son, the family died out. Many old superstitions are dieing out.
- English Word diesel Bengali definition [ডীজ্ল্] (noun) diesel engine জ্বালানি তেলচালিত ইনজিন (বাস বা ট্রেনের) যেখানে পেট্রল ব্যতীত অন্য তেল ব্যবহার করা হয়। dieseloil (noun) ভারী জ্বালানি তেলবিশেষ।
- English Word diet 1 Bengali definition [ডাইআট্] (noun) (১) (কোনো ব্যক্তি বা গোষ্ঠীর) সাধারণ খাদ্য: The diet of our people comprise rice, fish and vegetables. (২) চিকিৎসাগত কারণে নির্ধারিত খাদ্য; বাছাই করা খাদ্যসামগ্রী: The doctor put me on a diet. □ (verb transitive), (verb intransitive) নিজেকে বা অন্যকে একটি নির্দিষ্ট খাদ্যতালিকায় সীমাবদ্ধ করা: He is still dieting. dietary [ডাইআটরি] (adjective) পণ্য ও পথ্যবিধিসংক্রান্ত: A patient must follow the dietary rules prescribed for him. dietary taboos খাদ্যবিষয়ক নিষেধ: Beef is a dietary taboos for Hindus. dietetics (noun) পথ্যব্যবস্থ্যাবিদ্যা। dietician (noun) পথ্যবিদ্যাবিশারদ।
- English Word diet 2 Bengali definition [ডাইআট্] (noun) জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে আলোচনার জন্য সম্মেলনমালা।
- English Word differ Bengali definition [ডিফা(র্)] (verb intransitive) (১) differ (from) ভিন্নরূপ হওয়া: The two sisters differ in their physical appearance. (২) differ from (somebody) (about/on something) ভিন্নমত প্রকাশ করা; প্রতিবাদ করা: I differ from you on this question.
- English Word difference Bengali definition [ডিফ্রান্স্] (noun) (১) পার্থক্য: The difference between the two things is clear. (২) বিয়োগফল: The difference between 10 and 3 is 7. (৩) মতানৈক্য: We tried to settle our differences amicably. (৪) make a/some/no/any/not much/a great deal of difference সামান্য/কিছু/বেশ গুরুত্বপূর্ণ।
- English Word different Bengali definition [ডিফ্রান্ট্] (adjective) (১) ভিন্ন; অন্য রকম: The two things are different in size and shape. different from/to/(America(n)) than:Your dress is different from mine. (২) পৃথক: These two boxes are to be kept in different rooms. differently (adverb): ভিন্ন বা অন্যরকমভাবে।
- English Word differential Bengali definition [ডিফারেন্শ্ল্] (adjective) (১) পার্থক্যমূলক; পার্থক্যনির্ভর; (গণিত) ন্যূনতম বিয়োগফলসংক্রান্ত। differential calculus ব্যবকলনী ক্যালকুলাস; অন্তরকলন। □ (noun) ন্যূনতম বিয়োগফল; পার্থক্য (যেমন দক্ষ এবং অদক্ষ শ্রমিকের মজুরির মধ্যে): The new increase in the wages of unskilled labour will upset the wage differential.
- English Word differentiate Bengali definition [ডিফারেন্শিএইট্] (verb transitive) (১) পার্থক্য করা; পার্থক্য দেখানো: One should be able to differentiate between right and wrong. differentiation (noun) পার্থক্যকরণ।
- English Word difficult Bengali definition [ডিফিকাল্ট্] (adjective) (১) কঠিন; দুঃসাধ্য; শ্রমসাধ্য: He finds it difficult to stop smoking. It’s difficult to climb this mountain. (২) (এমন ব্যক্তি) যে সহজে সন্তুষ্ট হয় না; যে সহজে রুষ্ট হয়; অবাধ্য: a difficult person to get on with.