Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word difficulty Bengali definition [ডিফিকাল্‌টি] (noun) (১) দুঃসাধ্যতা; কাঠিন্য; মুশকিল; বাধা; জটিলতা; প্রতিবন্ধকতা: Do you have any difficulty in understanding spoken English? He completed the work without any difficulty.
  • English Word diffident Bengali definition [ডিফিডান্‌ট্] (adjective) আত্মপ্রত্যয়হীন; নিজের শক্তিতে আস্থাহীন; সংশয়ীdiffidently (adverb) diffidence (noun) আত্মপ্রত্যয়হীনতা; অবিশ্বাস।
  • English Word diffract Bengali definition [ডিফ্র্যাক্‌ট্‌] (verb transitive) গুঁড়িয়ে ছড়িয়ে দেওয়া; আলোকরশ্মিকে বর্ণালিরূপে বিচ্ছুরিত বা অপবর্তিত করাdiffraction (noun) (আলোকরশ্মির) অপবর্তন। diffractive (adjective) অপবর্তনমূলক।
  • English Word diffuse 1 Bengali definition [ডিফ্যিউজ্‌] (verb transitive), (verb intransitive) বিকীর্ণ করা; চারদিকে ছড়িয়ে দেওয়া; পরিব্যাপ্ত করা; প্রচার করা: Smoke that is diffused throughout the room. diffusion (noun) ব্যাপন।
  • English Word diffuse 2 Bengali definition [ডিফ্যিউস্‌] (adjective) (১) বিস্তৃত; বিকীর্ণ; ছড়ানো-ছিটানো: a diffuse light. (২) (রচনা) শব্দবহুল; বাগ্বহুল; অযথা ফেনানো হয়েছে এমনdiffusely (adverb) diffuseness (noun)
  • English Word dig 1 Bengali definition [ডিগ্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle dug) (১) খনন করা; খোঁড়া; কোদাল বা খনিত্র দিয়ে মাটিতে গর্ত করা; মাটি খুঁড়ে কোনোকিছু তোলা: They dug a pond near their house. (২) (অশিষ্ট) উপভোগ করা; বুঝতে পারা; হৃদয়ঙ্গম করা: I am sorry, I don’t dig modern poetry. (৩) adverbial particle এবং preposition(al)- সহযোগে বিবিধ ব্যবহার: dig in, dig into something তৃপ্তিসহকারে খেতে শুরু করা: I dug into the food as soon as it was served. dig something in মাটি খুঁড়ে তার সঙ্গে কিছু (যেমন সার) মিশানো। dig something into something ঢুকিয়ে দেওয়া; বিদ্ধ করা: The soldier dug his bayonet into the man’s belly. dig something out (of something) বের করা; They dug the box out of its hole.dig something up ১ খুঁড়ে বের করা: The archeologists dug up a statue of Buddah. (২) (লাক্ষণিক) প্রকাশ করা; (মন্দার্থে) কোনো তথ্যাদি আবিষ্কার করা: Media usually love to dig up scandal.
  • English Word dig 2 Bengali definition [ডিগ্‌] (noun) (১) ব্যঙ্গপূর্ণ উক্তি; খোঁচা দেওয়া কথা: I thought in your comment had a dig at me. (২) প্রত্নতত্ত্ববিদদের খননস্থান(৩) (British/Britain কথ্য) ছাত্রাবাস (১/২ কামরাবিশিষ্ট, কোনো পরিবারের সঙ্গে): Are you living at home or in digs?
  • English Word digest 1 Bengali definition [ডাইজেস্‌ট্] (noun) সার-সংক্ষেপ; প্রধানত আইনাদির সার-সংকলন
  • English Word digest 2 Bengali definition [ডাইজেস্‌ট্] (verb transitive), (verb intransitive) (১) খাদ্যদ্রব্য হজম করা; পরিপাক করা; হজম বা পরিপাক হওয়া: Some foods are digested easily than others. (২) আত্মস্থ করা: You cannot digest all informations contained in that book. digestible (adjective) সহজপাচ্য; হজমসাধ্য। digestibility (noun) সহজপাচ্যতা।
  • English Word digestion Bengali definition [ডাইজেস্‌চান্] (noun) পরিপাক: Drink tea with your meal as an aid to digestion, হজমক্ষমতা: Some children usually have good digestion.
  • English Word digestive Bengali definition [ডাইজেস্‌টিভ্] (adjective) (১) পরিপাকসংক্রান্ত; হজমসংক্রান্ত: He suffers from digestive trouble. (২) হজমি; পরিপাকশক্তিবর্ধক: These are digestive tablets. The digestive system পরিপাকতন্ত্র। digestivetube পরিপাকনালি।
  • English Word digger Bengali definition [ডিগা(র্‌)] (noun) (১) খননকারী; খনি-খনক(২) যান্ত্রিক খনক; খনন যন্ত্র(৩) (অশিষ্ট) অস্ট্রেলিয়ার অধিবাসী
  • English Word digging Bengali definition [ডিগিঙ্] (noun) খননকার্য; লোকে যে স্থানে সোনা বা অন্য ধাতুর সন্ধানে খননকাজ চালায়
  • English Word digit Bengali definition [ডিজিট্] (noun) (১), ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যার যেকোনো একটি(২) হাত বা পায়ের (প্রধানত) বুড়ো আঙুল
  • English Word digital Bengali definition [ডিজিটাল্‌] (noun) (১) আঙুল(২) (যেমন পিয়ানোতে) আঙুলের সাহায্যে কী বা তার বাজানো(৩) যে সংকেত বা প্রতীকের দুটি নির্ধারিত স্তর থাকে; কোনো অজানা অবস্থা থাকে না এবং যার স্তর দুটি সময়ের সঙ্গে ধাপে ধাপে পরিবর্তিত হয় এবং ধাপসমূহের মান নির্দিষ্ট থাকে। □ (verb transitive) (১) যা দেখতে আঙুলের মতো(২) (ইলেকট্রনিক্সে) যা পৃথক বা বিযুক্ত সংখ্যার মাধমে তথ্য প্রদান করা(৩) যা হাতের আঙুলের সাহায্যে চালানো যায় (যেমন ডিজিটাল সুইচ)। (৪) এমন সংখ্যা ব্যবহার করা যা হিসাব করার সময় সব চলকের প্রতিনিধিত্ব করে(৫) ডায়ালে সংখ্যাতাত্ত্বিক তথ্য দেখানোর পরিবর্তে সংখ্যার সারি প্রদর্শন করা (ডিজিটাল ঘড়ি)। (৬) যে ডিভাইস সংখ্যার বিযুক্ত মানের আদলে কোনো তথ্য তৈরি, সংরক্ষণ, প্রক্রিয়াজাত, গ্রহণ, সম্প্রচার অথবা প্রদর্শন করতে পারেdigital Bangladesh বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের আগে তার দল আওয়ামী লীগের ইশতেহার ঘোষণার সময় বলেছিলেন, তারা ক্ষমতায় এলে তথ্যপ্রযুক্তিভিত্তিক এক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন। সরকার এজন্য ‘ভিশন ২০২১’ নামে ডিজিটাল বাংলাদেশের এক রূপকল্পও ঘোষণা করে। পরে এর ব্যাখ্যার বলা হয়, ‘ডিজিটাল বাংলাদেশ’ মানে হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে সুশাসন থাকবে, সরকারের কার্যক্রমে দায়বদ্ধতা ও স্বচ্ছতা থাকবে, দুর্নীতি কমে যাবে। digital camera (noun) এমন ক্যামেরা যাতে সনাতনী ফিল্ম ব্যবহৃত হয় না, বরং তার বদলে মেমরি চিপের মধ্যে ছবি ধারণ করে রাখার ব্যবস্থা থাকে। digital electronics (noun) ইলেকট্রনিক্সের যে শাখায় সংখ্যা, সংকেত এবং বিভিন্ন ডিজিটাল বর্তনীতে এর গঠন, কার্যপ্রণালি, ডিজাইন সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা করা হয় (যেমন কম্পিউটার ও মোবাইল ফোন)।
  • English Word digital divide Bengali definition [ডিজিটাল্ ডিভাইড্] (noun) প্রযুক্তিগত ব্যবধান; ডিজিটাল প্রযুক্তি যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুযোগ-সুবিধা ভোগকারী এবং এসব সুযোগ হতে বঞ্চিত কিংবা কম সুবিধা ভোগকারী লোকদের মধ্যকার ব্যবধানই ডিজিটাল ডিভাইড; এটা এখন তথ্যপ্রযুক্তি খাতে প্রবেশাধিকারে কোনো নির্দিষ্ট অঞ্চল বা এলাকার অর্থনৈতিক ও সামাজিক অসাম্য নির্দেশ করে: To struggle with the digital divide, we must address access, content and commerce issues.
  • English Word digital immigrant Bengali definition [ডিজিটাল্ ইমিগ্রান্‌ট্] (noun) [countable noun] ডিজিটাল অভিবাসী; ডিজিটাল ইমিগ্রান্ট; ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রসারের আগে যিনি জন্মগ্রহণ করেছেন: Most parents and grandparents are digital immigrants.
  • English Word digital native Bengali definition [ডিজিটাল্ নেইটিভ] (noun) [countable noun] ডিজিটাল স্বদেশি; ডিজিটাল নেটিভ; যিনি ইন্টারনেট ও মোবাইল ফোনের মতো ডিজিটাল প্রযুক্তির মধ্যেই বেড়ে উঠছেন: Our digital native children simultaneously instant message one another, listen to iPods and watch videos – while doing their homework.
  • English Word digital revolution Bengali definition [ডিজিটাল রেভালূশন] (noun) অ্যানালগ, যান্ত্রিক আর ইলেকট্রনিক প্রযুক্তিকে ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর করার বিরামহীন চেষ্টা আর কর্মযজ্ঞই ডিজিটাল রেভলিউশন বা ডিজিটাল বিপ্লব। এটা third industrial revolution বা তৃতীয় শিল্প বিপ্লব নামেও পরিচিত: The digital revolution has yet to fulfill its promise of higher productivity and better jobs.
  • English Word digital wildfire Bengali definition [ডিজিটাল্ ওআইল্‌ড্‌ফাইআ(র্)] (noun) [countable noun] ইন্টারনেটের মাধ্যমে স্পর্শকাতর অথচ ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়া; ডিজিটাল দাবদাহ: World Economic Forum flags digital wildfires as risk to global stability.
  • English Word dignify Bengali definition [ডিগ্‌নিফাই] (verb transitive) সম্মান বা মর্যাদা দান করা; মহীয়ান করা: The prize-giving ceremony was dignified by the presence of the great leader. dignified (participial adjective) সম্মানিত; মর্যাদাবান; গভীর: a dignified man.
  • English Word dignitary Bengali definition [ডিগ্‌নিটারি] (noun) উচ্চপদস্থ ব্যক্তি
  • English Word dignity Bengali definition [ডিগ্‌নাটি] (noun) (১) সম্মানিত বা মর্যাদাপূর্ণ অবস্থা; মর্যাদা: the dignity of labour. (২) প্রশান্ত গাম্ভীর্য: You should not lose dignity in the face of danger. beneath one’s dignity কারো পক্ষে মর্যাদাহানিকর; অপমানকর: It’s beneath my dignity to talk to such a scoundrel. stand on/upon one’s dignity যথোচিত সম্মানপূর্ণ ব্যবহার পেতে জেদ ধরা। (৩) উচ্চপদ; মর্যাদা; উপাধি
  • English Word digraph Bengali definition [ডাইগ্রাফ্‌ America(n) ডাইগ্র্যা:ফ্‌] (noun) যে বর্ণদ্বয় মিলিতভাবে একটি ধ্বনি সৃষ্টি করে (যেমন sh/শ/)।
  • English Word digress Bengali definition [ডাইগ্রেস্‌] (verb intransitive) digress (from) লেখায় বা ভাষণে মূল প্রসঙ্গ থেকে চ্যুত হওয়া; অপ্রাসঙ্গিক হওয়াdigression (noun) মূল প্রসঙ্গ থেকে বিচ্যুতি; অপ্রাসঙ্গিকতা: In your speech, sometimes you have had a few digress.
  • English Word digs Bengali definition [ডিগ্‌স্‌ কথ্য British/Britain] (noun) কোনো বাড়িতে (হোটেলে নয়) ভাড়া থাকা: He has to leave home and go into digs.
  • English Word dike, dyke Bengali definition [ডইক্] (noun) (১) খাল; নালা; পরিখা(২) মাটির দীর্ঘ বাঁধ (বন্যা নিরোধের জন্য)। (৩) (অশিষ্ট) সমকামী পুরুষ। □ (verb intransitive), (verb transitive) বাঁধ নির্মাণ বা পরিখা খনন করা।
  • English Word dilaltory Bengali definition [ডিলাটারি] (adjective) দীর্ঘসূত্রী; শ্লথগতিসম্পন্ন
  • English Word dilapidated Bengali definition [ডিল্যাপিডেইটিড্‌] (adjective) (দালানকোঠা, আসবাব ইত্যাদি সম্পর্কিত) ধ্বংসপ্রাপ্ত; মেরামতহীন; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত: It’s risky to live in a dilapidated building. dilapidation (noun) ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংসস্তূপে পরিণত অবস্থা।
  • English Word dilate Bengali definition [ডাইলেইট্] (verb intransitive), (verb transitive) (১) প্রসারিত হওয়া; বৃহত্তর হওয়া; প্রসারিত বা বড় করা(২) dilate upon (আনুষ্ঠানিক) কোনো বিষয়ে সামগ্রিকভাবে বলা বা লেখা: For want of time, I could not dilate upon the subject. dilation (noun) প্রসারণ; বিস্তারণ।