Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word detachment Bengali definition [ডিট্যাচ্‌মান্‌ট্‌] (noun) [uncountable noun] বিয়োজন: the detachment of a coach from a train. (২) [uncountable noun] নিরাসক্তি; নির্লিপ্ততা; নির্বিকারত্ব; নিরপেক্ষতা: He reviewed the past with an air of detachment. (৩) [countable noun] (বিশেষত কর্তব্যপালনে প্রেরিত) মূলবাহিনী থেকে বিযুক্ত সেনা, জাহাজ ইত্যাদির ছোট দল
  • English Word detail 1 Bengali definition [ডীটেইল্ America(n) ডিটেইল্] (noun) (১) [countable noun] ক্ষুদ্র; বিশেষ তথ্য বা উপাত্ত; অনুপুঙ্খ; খুঁটিনাটি; আনুপুঙ্খিক তথ্য: You should not neglect a single detail. Now you have all the details. Every detail of the story has to be minutely examined. (২) [uncountable noun] আনুপুঙ্খিক তথ্যাদির সমাহারgo/enter into details আনুপুঙ্খিক আলোচনায় প্রবেশ করা। explain something in detail সবিস্তার/পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা করা। (৩) [uncountable noun] (শিল্পকলায়) সামগ্রিকভাবে বিবেচিত ক্ষুদ্রতর বা কম গুরুত্বপূর্ণ অংশসমূহ; আনুপুঙ্খিক বিষয়: Too much detail makes the picture clumsy. (৪) [countable noun]= detachment(৩)।
  • English Word detail 2 Bengali definition [ডীটেইল্ America(n) ডিটেইল্] (verb transitive) (১) detail (to/for) সবিস্তারে/পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করা: a detailed decription. (২) বিশেষ দায়িত্ব পালনে নিযুক্ত করা: A company was detailed to storm the fort. দ্রষ্টব্য detail 2 (৪)।
  • English Word detain Bengali definition [ডিটেইন্] (verb transitive) আটকে/ঠেকিয়ে রাখা; বিলম্ব করানো; নিবারিত/নিরুদ্ধ করা: The travelers were detained at the airport by the immigration authorities. The next item will not detain us long. The police detained the imposter for interrogation. detainee [ডিটেইনী] (noun) (বিশেষত রাজনৈতিক আন্দোলন, অপরাধ ইত্যাদির সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ কর্তৃক) নিরুদ্ধ ব্যক্তি; আটক-বন্দি।
  • English Word detect Bengali definition [ডিটেক্‌ট্‌] (verb transitive) (ব্যক্তি বা বস্তুর উপস্থিতি বা অস্তিত্ব, অপরাধীর পরিচয় ইত্যাদি) খুঁজে বের করা বা আবিষ্কার করা; পরিজ্ঞান/নিরূপণ/শনাক্ত করা: The inspector could detect no fault in the engine. He detected a small hole in the wall. detectable [ডিটেক্‌ট্‌আব্‌ল্‌] (adjective) পরিজ্ঞেয়; নির্ণয়। detector [ডিটেক্‌ট্‌টা(র্‌)] (noun) চাপ ও তাপের পরিবর্তন, বেতার-সংকেত ইত্যাদি আবিষ্কার করার যন্ত্র; নিরূপক। lie- detector দ্রষ্টব্য lie 1.
  • English Word detection Bengali definition [ডিটেক্‌শ্‌ন্‌] (noun) [uncountable noun] শনাক্তকরণ; আবিষ্করণ; নিরূপণ: the detection of crime.
  • English Word detective Bengali definition [ডিটেক্‌টিভ্‌] (noun) গোয়েন্দাdetective story/novel গোয়েন্দাগল্প; উপন্যাস।
  • English Word détente Bengali definition [ডেইটা:ন্‌ট্] (noun) [uncountable noun] (ফরাসি) বিশেষত দুই দেশের মধ্যে সন্তপ্ত অবস্থার প্রশমন; বিততি
  • English Word detention Bengali definition [ডিটেন্‌শ্‌ন্] (noun) (শাস্তিমূলক) আটকাবস্থা; বিনা বিচারে আটক বন্দি; (ভারত ও বাংলাদেশে) রাজনৈতিক কারণে বিনাবিচারে অনির্দিষ্টকালের বন্দিত্ব; বিনাবিচারে আটক রাজনৈতিক বন্দি। detention centre তরুণ বয়সের অভিযুক্তদের স্বল্পকালীন আটক রাখার স্থান।
  • English Word deteous Bengali definition [ডিউটিআস্‌ America(n) ডূটিআস্‌] (adjective) কর্তব্যনিষ্ঠ; অনুগত; বাধ্য
  • English Word deter Bengali definition [ডিটা(র্‌)] (verb transitive) deter from নিরুৎসাহিত করা; বাধা দেওয়া: Nothing can deter me from trying again. deterrence (noun) বাধা। deterrent (adjective) নিরোধক: Do you think that capital punishment is a deterrent to crimes?
  • English Word detergent Bengali definition [ডিটাজান্‌ট্‌] (adjective), (noun) ময়লা পরিষ্কারকারী (দ্রব্য): He has marketed a new detergent powder.
  • English Word deteriorate Bengali definition [ডিটিআরিওআরেইট] (verb transitive), (verb intransitive) অবনতি ঘটা বা ঘটানো: The political situation deteriorated quickly. deterioration (noun) অবনতি।
  • English Word determinant Bengali definition [ডিটামিনান্‌ট্‌] (adjective), (noun) নির্ধারক; সিদ্ধান্তকারী (বস্তু, কারণ, উপাদান ইত্যাদি); (গণিত) ছক।
  • English Word determinate Bengali definition [ডিটামিনাট্‌] (adjective) সীমাবদ্ধ; নির্ধারিত; চূড়ান্ত
  • English Word determination Bengali definition [ডিটামিনেইশ্‌ন্‌] (noun) (১) দৃঢ়সংকল্প: He has a firm determination to learn English. (২) স্থিরীকরণ: The determination of the meaning of the word created some problems. (৩) (কোনোকিছুর সংখ্যা বা পরিমাণ) গণনা
  • English Word determinative Bengali definition [ডিটামিনাটিভ্‌ America(n) ডিটামিনেইটিভ্] (noun), (adjective) সীমানির্দেশক; নিষ্পত্তিকর; সিদ্ধান্তকর; অবসানকর ক্ষমতাসম্পন্ন
  • English Word determine Bengali definition [ডিটামিন্] (verb transitive), (verb intransitive) (১) দৃঢ় সিদ্ধান্ত করা; দৃঢ় সংকল্প করা: We determine to reach the city before sunset. (২) সিদ্ধান্ত করা; সঠিকভাবে নির্ণয় বা নিরূপণ করা: We tried to determine the exact meaning of the word. (৩) গণনা করে বের করা: to determine the speed of light/the height of a mountain by trigonometry.
  • English Word determiner Bengali definition [ডিটামিনা(র্‌)] (noun) (ব্যাকরণ) যে শব্দ noun এর পূর্বে বসে noun-এর অর্থকে নির্দিষ্ট বা সীমিত করে।
  • English Word detest Bengali definition [ডিটেস্‌ট্] (verb transitive) তীব্র ঘৃণা করাdetestable (adjective) ঘৃণার্হ; ঘৃণিত। detestation (noun) তীব্র ঘৃণা।
  • English Word dethrone Bengali definition [ডীথ্রোউন্‌] (verb transitive) (কোনো শাসককে) সিংহাসনচ্যুত করা; (লাক্ষণিক) কাউকে প্রভাবশালী অবস্থান বা পদ থেকে সরিয়ে দেওয়া। dethronement (noun) সিংহাসনচ্যুতি।
  • English Word detonate Bengali definition [ডেটানেইট্] (verb transitive), (verb intransitive) উচ্চশব্দে বিস্ফোরিত হওয়া বা বিস্ফোরণ ঘটানোdetonator (noun) বোমা বা গোলার যে অংশটি প্রথমে বিস্ফোরিত হয়ে বোমা বা গোলাকে বিস্ফোরিত করে। detonation (noun) বিস্ফোরণ; বিস্ফোরণের শব্দ।
  • English Word detour Bengali definition [ডীটুআ(র্) America(n) ডিটুআ(র্)] (noun) ঘোরানো পথ; মূলপথ বন্ধ থাকলে যে বিকল্প পথ ব্যবহৃত হয়। □ (verb transitive) বিকল্প পথ ব্যবহার করা।
  • English Word detoxify Bengali definition [ডীটক্‌সিফাই] (verb transitive) কোনো বস্তু থেকে বিষাক্ত উপাদান সরিয়ে দেওয়াdetoxification (noun) বিষাক্ত উপাদান অপসারণ প্রক্রিয়া।
  • English Word detract Bengali definition [ডিট্র্যাক্‌ট্‌] (verb intransitive) detract from হরণ করা; (গুণ) খর্ব করা; মানহানি বা কুৎসা করা: The poor texture detracts from the cloth’s quality. detractor (noun) নিন্দুক; কুৎসাকারী; যে ব্যক্তি অন্যের খ্যাতি খর্ব করতে তৎপর। detraction (noun) হরণ; খর্বকরণ; নিন্দা।
  • English Word detriment Bengali definition [ডেট্রিমান্‌ট্‌] (noun) ক্ষতি: I know nothing to his detriment, তার প্রতি কোনো বৈরূপ্য নেই। to the detriment of ক্ষতি বা অনিষ্ট সাধন করে: He worked hard to the detriment of his health. detrimental (adjective) ক্ষতিকর: Smoking is detriment to health. detrimentally (adverb)
  • English Word detritus Bengali definition [ডিট্রাইটাস্‌] (noun) শিলাদির ঘর্ষণজনিত ক্ষয়ে সৃষ্ট পদার্থ, যেমন কাঁকর, বালি, পলি
  • English Word deuce 1 Bengali definition [ড্যিউস্‌ America(n) ড্যিডূস্‌] (noun) (১) পাশার দুয়া বা তাসের দুরি(২) (টেনিস খেলায়) যে অবস্থায় পর পর দুটি পয়েন্ট পেলে প্রতিদ্বন্দ্বীদের একজন বিজয়ী হয়
  • English Word deuce 2 Bengali definition [ড্যিউস্‌ America(n) ড্যিডূস্‌] (noun) (প্রাচীন কথ্য) (বিরক্তিসূচক উক্তিতে) শয়তান; দুর্ভাগ্যdeuced (adjective) শয়তানোচিত।
  • English Word devadashi Bengali definition [দেবোদাশি] (noun) (পুরাতনী) কোনো মন্দির বা দেবতার নামে উৎসর্গীকৃত নর্তকী; দেবদাসী