Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word dextrose Bengali definition [ডেক্‌স্‌ট্রোউজ্‌] (noun) গ্লুকোজ, দ্রাক্ষা-শর্করা
  • English Word Dhakai Bengali definition [ঢাকাই] (adjective) (সাধারণত attributive(ly)) বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আগত অথবা ঢাকা সম্পর্কিত: Dhakai sari, ঢাকাই শাড়ি।
  • English Word dharma Bengali definition [ধর্‌মো] (noun) [uncountable noun] (বিশেষত হিন্দু বা জৈনধর্ম অনুসারে) সৎ আচার, আচরণ, কর্তব্য, দয়া, নৈতিকতা, সামাজিক বিধান প্রভৃতি; ধর্মাচরণ; ধর্ম
  • English Word dhow Bengali definition [ডাউ] (noun) আরবদের ব্যবহৃত এক-মাস্তুলের জাহাজ
  • English Word dhrupad Bengali definition [ধ্রূপদ্] (noun) [uncountable noun] (সংগীত) উত্তর ভারতে প্রচলিত উচ্চাঙ্গ সংগীতের রাগবিশেষ, যার লয় খুব ধীর
  • English Word diabetes Bengali definition [ডাইআবীটিজ্‌] (noun) বহুমূত্ররোগ; মধুমেহ; ডায়াবেটিস
  • English Word diabetic Bengali definition [ডাইআবেটিক্] (adjective) বহুমূত্ররোগগ্রস্ত; বহুমূত্ররোগসংক্রান্ত
  • English Word diabolic Bengali definition [ডাইআবলিক্] (adjective) শয়তানসুলভ; নারকীয়/নিষ্ঠুরdiabolical (adjective) diabolically (adverb) diabolis (noun) শয়তানি; নারকীয়; নিষ্ঠুর আচরণ; শয়তানের উপাসনা।
  • English Word diacritic Bengali definition [ডাইআক্রিটিক্] (adjective), (noun) লেখা বা মুদ্রণে ব্যবহৃত বিশেষ চিহ্ন যা দ্বারা একটি বর্ণের (letter) বিভিন্ন ধরনের উচ্চারণের ঈঙ্গিত পাওয়া যায়diacritical (adjective)= diacritic.
  • English Word diadem Bengali definition [ডাইআডেম্] (noun) মুকুট, উষ্ণীষ ইত্যাদি
  • English Word diaeresis, dieresis Bengali definition [ডাইএরাসিস্‌] (noun) কোনো স্বরবর্ণের উপর প্রদত্ত চিহ্ন, যা দ্বারা বোঝানো হয় যে ঐ স্বরবর্ণটিকে পূর্ববর্তী স্বরবর্ণ থেকে পৃথকভাবে উচ্চারণ করতে হবে, যেমন naive.
  • English Word diagnose Bengali definition [ডাইআগ্‌নোউজ্‌] (verb transitive) লক্ষণ দেখে রোগনির্ণয়: The disease was diagnosed as typhoid/diphtheria.
  • English Word diagnosis Bengali definition [ডাইআগনৌসিস্‌] (noun) রোগনির্ণয়; রোগনির্ণয়পত্র
  • English Word diagnostic Bengali definition [ডাইআগ্‌নস‌্‌টিক্] (adjective) রোগনির্ণয়সম্পর্কিতdiagnostics (noun) রোগনির্ণয়তত্ত্ব।
  • English Word diagonal Bengali definition [ডাইআগা্‌নল্] (noun), (adjective) (সরলরেখা যা) জ্যামিতিক ক্ষেত্রে দুই অসন্নিহিত কোণের মধ্যে সংযোগস্থাপক বা উক্ত কোণদ্বয়ের ভেদক; তির্যক; (জ্যামিতি) কর্ণ।
  • English Word diagram Bengali definition [ডাইআগ্র্যাম্‌] (noun) কোনোকিছু ব্যাখ্যা করতে ব্যবহৃত চিত্র; রেখাচিত্রdiagrammatic, diagrammatical (adjective(s)) diagrammatically (adverb)
  • English Word dial Bengali definition [ডাইআল্] (noun) (১) সময়মাপক যন্ত্রবিশেষ; ঘড়ি(২) ঘড়ির মুখপট্ট, যেখানে সংখ্যাচিহ্ন বা সময়জ্ঞাপক অন্য কোনো চিহ্ন খচিত থাকে(৩) রেডিওসেটে যুক্ত চাকতি বা ফলক যাতে বিভিন্ন বেতার কেন্দ্রের তরঙ্গদৈর্ঘ্যের সংখ্যা খচিত থাকে(৪) সংখ্যাখচিত টেলিফোনের ফলক যা ব্যবহার করে টেলিফোন লাইনের সংযোগ ঘটানো যায়; ডায়াল। □ (verb transitive) টেলিফোনের ডায়ালস্থ সংখ্যা ঘুরিয়ে বা চেপে সংযোগ স্থাপন করা।
  • English Word dialect Bengali definition [ডাইআলেক্‌ট্‌ভ] (noun) (১) ভাষার আঞ্চলিক রূপ; উপভাষা; আঞ্চলিক উচ্চারণপ্রণালি; স্থানিক ভাষা বা বাচন; সামাজিক শ্রেণিভেদে উচ্চারণ পার্থক্যdialectal (adjective) উপভাষাগত; উপভাষাসংক্রান্ত।
  • English Word dialectic Bengali definition [ডাইআলেক্‌টিক্] (noun) (অপিচ plural) দ্বান্দ্বিকতা; অস্তিনাস্তির বিরোধভিক্তিক বিচারশাস্ত্র বা ন্যায়শান্ত্রdialectical (adjective) দ্বান্দ্বিকতামূলক। dialectical materialism কার্ল মার্ক্সস প্রবর্তিত দ্বান্দ্বিক বস্তুবাদ। dialectician (noun) দ্বান্দ্বিক ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি।
  • English Word dialogue Bengali definition [ডাইআলগ্‌] (noun) (America(n) dialog) (১) সংলাপ; কথোপকথন: The dialogue of the film has been written by a famous writer. (২) মতবিনিময় (যেমন নেতাদের মধ্যে): a dialogue between the government and the opposition parties.
  • English Word dialysis Bengali definition [ডাইঅ্যালিসিস্] (noun) (চিকিৎসাশাস্ত্র) রোগীর জীবনরক্ষায় বিশেষ ব্যবস্থাRenal dialysis রোগীর কিডনি অকেজো হয়ে গেলে যে পদ্ধতিতে তাকে বাঁচিয়ে রাখা হয়।
  • English Word diameter Bengali definition [ডাইআমিটা(র্)] (noun) (১) ব্যাসরেখা; ব্যাস(২) লেন্স বা চশমার কাচের বিবর্ধনশক্তির পরিমাপের একক: This lens magnifies 10 diameters.
  • English Word diametrically Bengali definition [ডাইআমেট্রিক্‌লি] (adverb) সম্পূর্ণভাবে; পুরোপুরি (উল্টা): The two brothers hold diametrically opposite views about politics.
  • English Word diamond Bengali definition [ডাইআমান্‌ড্] (noun) (১) উজ্জ্বল মূল্যবান রত্নপাথরবিশেষ; হীরা; হীরক: a diamond ring. diamond jubilee হীরকজয়ন্তী; ৬০ বছরপূর্তি উদযাপনrough diamond বাহ্যিকভাবে রূঢ় কিন্তু অন্তরে সদর ব্যক্তি; অমার্জিত প্রতিভাবান ব্যক্তি। (২) তাসের খেলার রুহিতন(৩) হীরকনির্মিত কোনো বস্তু
  • English Word diaper Bengali definition [ডাইআপা(র্)] (noun) (১) বুটিদার কাপড়(২) (America(n)) শিশুদের জন্য জেল দিয়ে তৈরি একবার ব্যবহার উপযোগী ন্যাপি, যা তরল পদার্থ শুয়ে নেয়
  • English Word diaphanous Bengali definition [ডাইঅ্যাফানাস্‌] (adjective) স্বচ্ছ (পোশাক বা বোরকার কাপড়বিষয়ক); নির্মল
  • English Word diaphragm Bengali definition [ডাইআফ্র্যাম্‌] (noun) (১) বক্ষ ও উদরের মধ্যবর্তী ঝিল্লির পরদা; মধ্যচ্ছদা(২) (লেন্সের ভিতর দিয়ে) ক্যামেরায় আলোক প্রবেশ নিয়ন্ত্রণের কৌশলবিশেষ(৩) কম্পনশীল পাত বা চোঙ যা কোনো কোনো যন্ত্রে (যেমন টেলিফোন রিসিভার, লাউডস্পিকার) শব্দতরঙ্গ সৃষ্টিতে ব্যবহৃত হয়
  • English Word diarrhoea Bengali definition [ডাইআরিআ] (noun) উদরাময়; পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা
  • English Word diary Bengali definition [ডাইআরি] (noun) ব্যক্তিগত দৈনিক জীবনযাত্রার কাহিনি; দিনলিপি; রোজনামচা; দৈনিক দেখাসাক্ষাৎ, কর্তব্যকর্ম, চিন্তাভাবনা টুকে রাখার খাতাdiarist (noun) দিনলিপিকার।
  • English Word diaspora Bengali definition [ডাইয়্যাস্‌পরা] (noun) (১) ফিলিস্তিনে রোমান দখল ও ব্যবিলনে নির্বাসনের পর ফিলিস্তিনের বাইরে বিভিন্ন সম্প্রদায়ের মাঝে ইহুদিদের বিচ্ছিন্ন বসতি: Judaism in the diaspora as a missionary religion in the less militant sense. (২) আদিতে একই জাতিভুক্ত বা সংস্কৃতির বাহক কোনো সম্প্রদায়ের ছড়িয়ে ছিটিয়ে বিশ্বের নানা প্রান্তে বসবাস; ডায়াসপোরা: The diaspora was an infection spreading across europe.