Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word devalue Bengali definition [ডীভ্যাল্যিউ], devaluate [ডীভ্যাল্যিউট্] (verb transitive) মূল্য কমানো (যেমন মুদ্রার): Taka has been devalued several times. devaluation (noun) মূল্যহ্রাস; নতুন ও নিম্নতর মূল্যমান স্থিরকরণ
  • English Word Devanagari Bengali definition [দেবোনাগোরি] (অপিচ Nagari [নাগোরি]) (noun) [uncountable noun] হিন্দিসহ ভারতবর্ষের বেশ কয়েকটি আর্য ভাষার বর্ণমালা
  • English Word devastate Bengali definition [ডেভাসটেইট্] (verb transitive) ধ্বংস করা; বিধ্বস্ত করা: The entire coastal area was devastated by cyclone. devastation (noun) ধ্বংস।
  • English Word devata Bengali definition [দেবোতা] (noun) দেবতা
  • English Word develop Bengali definition [ডিভেলাপ্‌] (verb transitive), (verb intransitive) (১) বড় হওয়া (বা করা); পূর্ণতর; পক্বতর হওয়া (বা করা): Plants develop from seeds. We must develop our country economically. The idea of the poem gradually developed in the poet’s mind. developing country উন্নয়নশীল দেশ। (২) ক্রমে ক্রমে (লক্ষণাদি) প্রকাশিত হওয়া: symptoms of typhoid developed. He developed chronic dysentery. (৩) রাসায়নিক দ্রব্যাদি প্রয়োগে ফিল্মের নেগেটিভ থেকে ছবি পরিস্ফুট করা(৪) বাড়িঘর বানাতে নিচু জমি ভরাট করে উন্নত করা
  • English Word development Bengali definition [ডিভেলাপমান্‌ট্] (noun) (১) উন্নয়ন (develop -এর সব অর্থে)। (২) কোনো ঘটনার সর্বশেষ অবস্থা বা পর্যায়: We must await for further developments.
  • English Word devi Bengali definition [দেইবী] (noun) (১) স্ত্রী দেবতা; দেবী(২) (প্রধানত সম্বোধনে) সম্মানিত হিন্দু নারীদের নামের প্রধান অংশের সঙ্গে ব্যবহৃত উপাধি: Indira Devi, ইন্দিরা দেবী।
  • English Word deviant Bengali definition [ডীভিআনট্] (noun), (adjective) যে ব্যক্তির নৈতিক ও সামাজিক মান স্বাভাবিক বা সচরাচর দৃষ্ট মান থেকে ভিন্ন; স্বাভাবিক মান থেকে ভিন্ন
  • English Word deviate Bengali definition [ডীভিএইট্] (verb intransitive) deviate from পথভ্রষ্ট হওয়া; স্বাভাবিক মান থেকে চ্যুত হওয়া: deviate from the truth.
  • English Word deviation Bengali definition [ডীভিএইশ্‌ন্‌] (noun) বিচ্যুতি; স্বাভাবিক পথ থেকে সরে আসা; পার্থক্য: deviations from the rules will not be tolerated. deviationist (noun) সামাজিক বা রাজনৈতিক প্রতিষ্ঠানের রীতিনীতি থেকে বিচ্যুত ব্যক্তি; রীতি লঙ্ঘনকারী। deviationism (noun)
  • English Word device Bengali definition [ডিভাইস্‌] (noun) (১) পরিকল্পনা; ফন্দি; কৌশল: The burglar thought of a device to cheat the police. (২) কল: A device for killing mice; a nuclear device, পারমাণবিক বোমা। (৩) সাজসজ্জার নকশা বা সাজসজ্জায় ব্যবহৃত প্রতীক
  • English Word devil 1 Bengali definition [ডেভ্‌ল্] (noun) (১) অশুভ আত্মা; প্রেত; নিষ্ঠুর বা ষড়যন্ত্রকারী ব্যক্তিbetween the devil and the deep (blue) sea উভয়সংকট; শাঁখের করাত। given the devil his due বদমাশকেও তার প্রাপ্য প্রশংসা বা সুযোগ দেওয়া । Go to the devil গোল্লায় যাও! the Devil পাপাত্মাদের অধিপতি; শয়তান। to play the devil with বিপুল অনিষ্ট সাধন করা। to raise the devil হট্টগোল করা। (২) (poor) devil বেচারা ব্যক্তি; দুর্ভাগা ব্যক্তিprinter’s devil (প্রাচীন প্রয়োগ) ছাপাখানায় ফুটফরমাশ খাটার ছেলে। (৩) (কথ্য) (জোর বোঝাতে): Where the devil have you been, তুমি কোন চুলায় গিয়েছিলে? devil-may-care বেপরোয়া; ধৃষ্ট
  • English Word devil 2 Bengali definition [ডেভ্‌ল্] (verb transitive), (verb intransitive) (১) গুড়ামশলা ইত্যাদি দিয়ে ঝাঁজরিতে ভাজা; deviled kidneys.
  • English Word devilish Bengali definition [ডেভা্‌লিশ] (adjective) শয়তানোচিত; অতিমন্দ; নিষ্ঠুর। □ (adverb) (কথ্য) অত্যন্ত: It’s devilish hot.
  • English Word devilment Bengali definition [ডেভলমান্‌ট্], devilry [ডেভলরি] (noun(s)) (১) শয়তানি; বদমাইশি(২) অতিশয় উচ্ছলতা: full of devilment.
  • English Word deviod Bengali definition [ডিভয়ড্] (adjective) deviod of বিহীন; বর্জিত: deviod of sense/shame.
  • English Word devious Bengali definition [ডীভিআস্‌] (adjective) (১) ঘোরানো; সর্পিল; অসরল: We took a devious route to avoid the busy market place. (২) চাতুর্যপূর্ণ; শঠতাপূর্ণ: Some people use devious means to get rich quickly.
  • English Word devise Bengali definition [ডিভাইজ্‌] (verb transitive) কল্পনা করা; পরিকল্পনা করা; ভেবে বের করা; উদ্ভাবন করা: We devised a scheme to raise funds for our trip.
  • English Word devitalize, devitalise Bengali definition [ডীভাইটালাইজ্] (verb transitive) জীবনীশক্তি বা তেজ হরণ করা; হীনবল করাdevitalization, devitalisation (noun(s))
  • English Word devolution Bengali definition [ডীভালূশ্‌ন্] (noun) বিকেন্দ্রীকরণ; ক্ষমতা হস্তান্তরকরণ
  • English Word devolve Bengali definition [ডিভল্‌ভ্‌] (verb intransitive), (verb transitive) (১) devolve on/upon কাজ বা দায়িত্ব হস্তান্তরিত হওয়া; উত্তরাধিকারসূত্রে হস্তান্তরিত হওয়া বা করা: When the Speaker of the parliament is ill, his duties devolve upon the Deputy Speaker.
  • English Word devote Bengali definition [ডিভোউট্] (verb transitive) devote oneself/something to নিজেকে অথবা কোনোকিছু (যেমন সময়, শক্তি) নিয়োজিত করা: He devoted himself to social work. He devoted his time to tennis. devoted (adjective) একান্তভাবে নিয়োজিত; অনুরক্ত।
  • English Word devotee Bengali definition [ডেভাটী] (noun) devotee of যে ব্যক্তি কোনোকিছুতে নিজেকে নিয়োজিত করে: He is a devotee of music. (২) কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় গোত্রের একান্ত ভক্ত, এর জন্য আত্মোৎসর্গকারী। দ্রষ্টব্য votary.
  • English Word devotion Bengali definition [ডিভোউশ্‌ন্] (noun) devotion (for) গভীর অনুরক্তি; ধার্মিকতা; আরাধনা; ঈশ্বরভক্তি; পরম বিশ্বস্তভাবে সেবা(২) devotion (to) আত্মনিয়োজন: devotion to the cause of independence. (৩) (plural) প্রার্থনা: The old man was at his devotion. devotional (adjective) ভক্তিমূলক: devotion songs.
  • English Word devour Bengali definition [ডিভোউ(র্)] (verb transitive) (১) গোগ্রাসে গেলা; লোভীর মতো খাওয়া: The hungry man devoured his dinner. (লাক্ষণিক) Teenagers devour everything that is shown on the TV. The fire devoured the whole village. (২) be devoured by কৌতূহল, উদ্বেগ ইত্যাদি দ্বারা সম্পূর্ণভাবে গ্রস্ত হওয়া
  • English Word devout Bengali definition [ডিভাউট্] (adjective) (১) ধর্মপ্রাণ; ধার্মিক: He is a devout Muslim/Christan. (২) (প্রার্থনা, আশীর্বাদ) আন্তরিক; সাগ্রহ: My father had devout wishes for my success. devoutly (adverb) আন্তরিকভাবে; ভক্তিপূর্ণভাবে। devoutness (noun)
  • English Word dew Bengali definition [ড্যিউ America(n) ডূ] (noun) শিশির; নীহারdew drop শিশিরবিন্দু। dewy (adjective) শিশিরসিক্ত।
  • English Word dewlap Bengali definition [ড্যিউল্যাপ্] (noun) গবাদিপশুর (গরু, ঘোড়া প্রভৃতি) গলকম্বল
  • English Word dexterity Bengali definition [ডেক্‌স্টেরাটি] (noun) দক্ষতা (বিশেষত হাত দিয়ে কাজ করায়); নিপুণতা
  • English Word dexterous, dextrous Bengali definition [ডেক্‌স্‌ট্রাস্‌] (adjective) দক্ষ; হাতের কাজে পারদর্শী; কুশলীdexterously (adverb)