• Bengali Word dice English definition [ডাইস্‌] (noun) ((plural) জুয়াখেলার জন্য ফুটকিচিহ্নিত ঘুঁটি; পাশা।
    dicebox (noun) চালার আগে যে সরু বাক্সের মধ্যে ঘুঁটিকে ঝাঁকানো হয়। □ (verb transitive) (১) পাশা খেলা। dice with death মৃত্যুঝুঁকি নিয়ে কোনো কাজ করা; জীবনবাজি রাখা। (২) (মুলা, গাজর) জুয়ার ঘুঁটির মতো চাকচাক করে কাটা।