D পৃষ্ঠা ২৪
- English Word dilemma Bengali definition [ডিলেমা] (noun) উভয়সংকট; এমন অবস্থা যখন দুটি সমান অগ্রহণযোগ্য বা অসুবিধাজনক বিকল্পের একটিকে বেছে নিতে হয়। on the horns of a dilemma উভয়সংকটাবস্থা; শাঁখের করাত; জলে কুমির, ডাঙার বাঘ।
- English Word dilettante Bengali definition [ডিলিট্যান্টি] (noun) কাব্য বা সংগীত ইত্যাদির অনুরাগী কিন্তু এসব বিষয়ে অগভীর জ্ঞানসম্পন্ন বা এসব ব্যাপারে যথেষ্ট অভিনিবেশ নেই এমন ব্যক্তি।
- English Word diligence Bengali definition [ডিলিজান্স্] (noun) অধ্যবসায়; পরিশ্রম।
- English Word diligent Bengali definition [ডিলিজান্ট্] (adjective) অধ্যবসায়ী; পরিশ্রমী। diligently (adverb)
- English Word dill Bengali definition [ডিল্] (noun) আচার ইত্যাদিকে সুগন্ধি করার জন্য ব্যবহৃত একপ্রকার লতা।
- English Word dilly-dally Bengali definition [ডিলিড্যালি] (verb intransitive) হেলায়ফেলায় সময় কাটানো: ইতস্তত ঘোরাফেরা করে সময় কাটানো; সময় অপচয় করা।
- English Word dilute Bengali definition [ডাইলিউট্] (verb transitive) dilute (with) (প্রধানত জল মিশিয়ে) কোনো তরল পদার্থকে অধিকতর তরল করা: This medicine has to be diluted with water. □ (adjective) (এসিড ইত্যাদি) তরলীকৃত করায় কম শক্তিসম্পন্ন। dilution (noun) তরলীকরণ; তরলীভবন। dilutely (adverb) অনুজ্জ্বলভাবে; অস্পষ্টভাবে। diluteness (noun) নিষ্প্রভতা; অস্পষ্টতা।
- English Word dim Bengali definition [ডিম্] (adjective) (১) অনুজ্জ্বল; অস্পষ্ট; মৃদু: I could not hardly see his face in the dim light of a candle. (২) (চোখ বা চোখের দৃষ্টিসম্পর্কিত) ঝাপসা: His eye sight is getting dim. take a dim view of (কথ্য) নৈরাশ্যমূলক ধারণা পোষণ করা।
- English Word dime Bengali definition [ডাইম্] (noun) (যুক্তরাষ্ট্র ও কানাডার) দশ সেন্ট মূল্যের মুদ্রা।
- English Word dimension Bengali definition [ডাইমেন্শ্ন্] (adjective), (noun) (১) দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা- এদের যেকোনো একটি; মাত্রা: A box has three dimensions, i.e it has length, breadth and depth. (২) আয়তন; মাপ; ব্যাপ্তি: We have to know the dimensions of the problem. (৩) (বীজগণিত) সংখ্যাদির ঘাতমাত্রা। dimensional (adjective) (নির্দিষ্টসংখ্যক) মাত্রাযুক্ত: three dimensional object. 3D (Three dimensional-এর সংক্ষেপ) ত্রিমাত্রিক 3D films.
- English Word diminish Bengali definition [ডিমিনিশ্] (verb transitive), (verb intransitive) হ্রাস করা; হ্রাসপ্রাপ্ত হওয়া: Profit diminishes as the cost rises.
- English Word diminuendo Bengali definition [ডিমিনিউএন্ডোউ] (noun) (সংগীত) সরোচ্চতার ক্রমহ্রাস।
- English Word diminution Bengali definition [ডিমিনিউশ্ন্ (America(n) ডিমিনূশ্ন্] (noun) হ্রাস; হ্রাসপ্রাপ্তি; হ্রাসকৃত পরিমাণ।
- English Word diminutive Bengali definition [ডিমিনিউটিভ্] (adjective) (১) হ্রাসপ্রাপ্ত আকারসম্পন্ন; অতি ক্ষুদ্র। (২) (ব্যাকরণ) ক্ষুদ্রতাবোধক অনুসর্গ। □ (noun) ক্ষুদ্রতাবোধক অনুসর্গযুক্ত শব্দ, যেমন booklet, ক্ষুদ্রপুস্তক; পুস্তিকা।
- English Word dimity Bengali definition [ডিমিটি] (noun) উঁচু উঁচু ডোরাযুক্ত শক্ত সুতি কাপড়।
- English Word dimple Bengali definition [ডিম্প্ল্] (noun) গালের টোল; মৃদু বাতাসে সৃষ্ট জলের উপরিভাগের গর্ত। □ (verb transitive), (verb intransitive) টোল পড়া; টোল সৃষ্টি করা।
- English Word din Bengali definition [ডিন্] (noun) একটানা উচ্চ শব্দ; হট্টগোল: They are making a din in the corridor. □ (verb transitive), (verb intransitive) (১) হট্টগোল করা; নিনাদিত হতে থাকা: The cries of the injured soldiers were still dining in his ears. (২) din something into somebody ক্রমাগত বলে কোনো কথা কারো কানে ঢোকানোর চেষ্টা করা।
- English Word dine Bengali definition [ডাইন্] (verb intransitive), (verb transitive) (১) (আনুষ্ঠানিক) ভোজন করা। (২) ভোজ দেওয়া। dining-car (noun) ট্রেনে খাবার গাড়ি। dining-table (noun) ভোজনটেবিল। dining-room (noun) খাবারঘর।
- English Word diner Bengali definition [ডাইনা(র্)] (noun) (১) ভোজনকারী। (২) রেলগাড়িতে খাবারগাড়ি। (৩) (America(n)) রেলের খাবারগাড়ির আকৃতিতে বানানো রেস্তোরাঁ।
- English Word ding-dong Bengali definition [ডিঙ্ডঙ্] (noun), (adverb) ঘণ্টাধ্বনি; ঢংঢং আওয়াজ; ঘণ্টাধ্বনির মতো। a ding-dong struggle/battle যে প্রতিযোগিতায় দুইপক্ষ পালাক্রমে সুবিধা পায়।
- English Word dinghy Bengali definition [ডিঙ্গি] (noun) ছোট নৌকা; ডিঙি নৌকা; বাতাস দিয়ে ফোলানো যায় এমন রবারের নৌকা (উড়োজাহাজে থাকে, আপৎকালীন ব্যবহারের জন্য)।
- English Word dingle Bengali definition [ডিঙ্গ্ল্] (noun) বৃক্ষশোভিত গভীর উপত্যকা।
- English Word dingy Bengali definition [ডিন্জি] (adjective) নোংরা; মলিন; নিরানন্দ; নিষ্প্রভ: a dingy part of the old town.
- English Word dinky Bengali definition [ভিঙ্কি] (adjective) (British/Britain) (কথ্য) ফুটফুটে; ছিমছাম।
- English Word dinner Bengali definition [ডিনা(র্)] (noun) দিনের প্রধান ভোজ; খানা; ভোজ। dinner-jacket (noun) আনুষ্ঠানিক ভোজসভায় পুরুষদের পরিধেয় কালো রঙের জ্যাকেট।
- English Word dinosaur Bengali definition [ডাইনাসো(র্)] (noun) বিশালাকায় সরীসৃপবিশেষ (বর্তমানে লুপ্ত)।
- English Word dint Bengali definition [ডিন্ট্] (noun) (১) আঘাত; শক্তি। (২) by dint of বলে; সাহায্যে; দ্বারা। He succeeded by dint of his perseverance.
- English Word diocese Bengali definition [ডাইঅসিস্] (noun) বিশপের এলাকা। diocesan (adjective) বিশপের এলাকাসংক্রান্ত।
- English Word dioxide Bengali definition [ডাইঅক্সাইড্] (noun) (রসায়ন) অক্সিজেনের দুই অণু এবং অন্য ধাতু বা মৌলের এক অণুর সংযোগের ফলে সৃষ্ট অক্সাইড। carbon dioxide (CO 2).
- English Word dip 1 Bengali definition [ডিপ্] (verb transitive), (verb intransitive) (১) dip in/into তরল পদার্থে চুবানো। (২) ডুব দিয়ে তোলা; ডুবে যাওয়া; তলিয়ে যাওয়া। dip-stick কোনো পাত্রে তরল পদার্থ কতটুকু আছে তা মাপার দণ্ড (যেমন গাড়ির ইনজিনের ট্যাংকে)। (৩) dip into (লাক্ষণিক) to dip into one’s purse, খরচ করা; to dip into the future, ভবিষ্যৎ কেমন হবে তা অনুমান করা; to dip into a book/author, কোনো বই বা লেখক কেমন, তার ধারণা নেওয়ার জন্য নজর বুলানো। (৪) তলিয়ে যাওয়া diped into the horizon. (৫) একবার নামিয়ে পুনরায় ওঠানো: to dip a flag.