Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word dip 2 Bengali definition [ডিপ্‌] (noun) (১) দ্রুত স্নান: to have a dip; ডুব দেওয়ানোর মাধ্যমে দীক্ষিত করা। (২) ভেড়াকে স্নান করাতে ব্যবহৃত পরিষ্কারক তরল পদার্থ(৩) (রাস্তার) নিম্নমুখী ঢাল
  • English Word diphtheria Bengali definition [ডিফ্‌থিআরিআ] (noun) কণ্ঠনালির সংক্রামক রোগবিশেষ
  • English Word diphthong Bengali definition [ডিফ্‌থঙ্ America(n) ডিফ্‌থোঙ্] (noun) দ্বিস্বর; দুটি স্বরধ্বনির মিলনে একটি যৌগিক স্বরধ্বনি; দুটি স্বরবর্ণের যৌগিক রূপ, যেমন al/আই (piped শব্দে)।
  • English Word diploma Bengali definition [ডিপ্লোউমা] (noun) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  • English Word diplomacy Bengali definition [ডিপ্লোউমাসি] (noun) (১) কূটনীতি; দূত এবং দূতাবাসের মাধ্যমে বহির্দেশের সঙ্গে সম্পর্করক্ষার ব্যবস্থা; এই কাজে দক্ষতা(২) ব্যবসায়িক স্বার্থে বা অন্য কোনো কারণে মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কূটকৌশল
  • English Word diplomat Bengali definition [ডিপ্লাম্যাট্] (noun) (১) কূটনীতিক; কূটনীতিবিদ; কূটনৈতিক দূত(২) মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে কুশলী ব্যক্তি
  • English Word diplomatic Bengali definition [ডিপ্লাম্যাটিক্] (adjective) (১) কূটনৈতিক: diplomatic service; diplomatic relations between Bangladesh and other countries. (২) কুশলী; কূটনীতিকসুলভ; চতুর: a diplomatic answer. diplomatically (adverb) কূটনৈতিকভাবে।
  • English Word diplomatist Bengali definition [ডিপ্লোউমাটিস্‌ট্] = diplomat.
  • English Word dipper Bengali definition [ডিপা(র্)] (noun) (১) পেয়ালা আকৃতির লম্বা হাতাযুক্ত পাত্র যা দ্বারা তরল পদার্থ বণ্টন করা হয়(২) (America(n)) the Big Dipper; the Little Dipper উত্তর আকাশের তারকামণ্ডল
  • English Word dipsomania Bengali definition [ডিপ্‌সামেইনিআ] (noun) মদ্যপানের তীব্র আসক্তিজনিত ব্যাধিdipsomanic (noun) উক্ত ব্যাধিগ্রস্ত ব্যক্তি।
  • English Word dire Bengali definition [ডাইআ(র্)] (adjective) ভয়াবহ; মারাত্মক; ভীষণ: dire necessity; dire news. in dire straits ভয়াবহ/মারাত্মক অবস্থা: The firm is in dire straits and may go bankrupt. in dire need ভীষণ/অত্যন্ত প্রয়োজন We’re in dire need of your help.
  • English Word direct 1 Bengali definition [ডিরেক্‌ট্‌] (adjective) (১) সোজা; সরাসরি: There is a direct road from Dhaka to Mymensingh. (২) অব্যবহিত: I was in direct contact with the chairman. (৩) সরাসরি; খোলাখুলি; স্পষ্ট; দ্ব্যর্থহীন; দ্বিধাহীন: Give me a direct answer. (৪) সঠিক; বিপ্রতীপ: The two things are in direct opposition. (৫) বিবিধ ব্যবহার; direct action প্রত্যক্ষ সংগ্রাম (দাবি আদায়ের জন্য ধর্মঘট বা হরতালের মাধ্যমে)। Direct Current (DC) একমুখী বিদ্যুৎপ্রবাহ। direct tax প্রত্যক্ষ কর (করারোপিত ব্যক্তিকেই যে কর দিতে হয়, যেমন আয়কর)। □ (adverb) বিরতিহীন: The bus goes there direct. directness (noun)
  • English Word direct 2 Bengali definition [ডিরেক্‌ট্] (verb transitive), (verb intransitive) (১) কাউকে দিকনির্দেশনা দেওয়া; পথ বাতলে দেওয়া: Can you direct me to the nearest bus stop? (২) (চিঠি) ঠিকানায় পাঠানো: The letter was directed to his address. (৩) পরিচালনা করা; নিয়ন্ত্রণ করা: The film was directed by Satyajit Ray. (৪) আদেশ দেওয়া(৫) direct to/towards কোনো কিছুর অভিমুখে চালিত হওয়া/করা: We should direct our whole attention to study.
  • English Word direction Bengali definition [ডিরেক্‌শ্‌ন্] (noun) (১) গতিপথ; চলার দিক; The buses ply in different directions from the Central Bus Station. direction-finder বেতারতরঙ্গ কোন দিক থেকে আসছে তা নিরূপণের যন্ত্র। (২) have a good/poor sense of direction আপন অবস্থান বা লক্ষ্য সম্পর্কে সঠিক জ্ঞানসম্পন্ন হওয়া/না-হওয়া(৩) (সাধারণত plural) কর্তব্যকর্ম, গন্তব্য, কর্মপ্রণালি ইত্যাদি সম্পর্কিত নির্দেশ: Directions about using the medicine are printed on the label. (৪) নির্দেশনা; ব্যবস্থাপনা; নাটক/চিত্র পরিচালনা: Everybody has to work under the supervisor’s direction. (৫) চিঠিতে প্রাপকের নামঠিকানা: You should write the directions on the parcel carefully.
  • English Word directive Bengali definition [ডিরেক্‌টিভ্] (noun) সাধারণ বা বিস্তারিত নির্দেশ
  • English Word directly Bengali definition [ডিরেক্‌ট্‌লি] (adverb) (১) সরাসরিভাবে: He looked at me directly. (২) অবিলম্বে: Come home directly. (৩) অল্পক্ষণের মধ্যে: We will reach home directly. □ (conjunction) (কথ্য) যেইমাত্র: He came here directly and fell into danger.
  • English Word director Bengali definition [ডিরেক্‌টা(র্‌)] (noun) পরিচালক (ব্যবসাপ্রতিষ্ঠানের, নাটকের, সিনেমার ইত্যাদি)। directorship (noun) কোনো প্রতিষ্ঠানের পরিচালকের পদ; এ পদে বহাল থাকার মেয়াদthe Board of Directors ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালকমণ্ডলী।
  • English Word directorate Bengali definition [ডিরেক্‌টারাট্] (noun) (১) পরিচালকের পদ; পরিচালকের দফতর; পরিদফতর: directorate of education, শিক্ষা পরিদফতর। (২) পরিচালকমণ্ডলী
  • English Word directory Bengali definition [ডিরেক্‌টারি] (noun) যে বইতে কোনো স্থানের অধিবাসী, ব্যবসাপ্রতিষ্ঠান ইত্যাদির ঠিকানা থাকে; নির্দেশিকা; টেলিফোন গ্রহীতাদের নাম ঠিকানা বর্ণানুক্রমিকভাবে সাজানো থাকে এমন বই: telephone directory.
  • English Word dirge Bengali definition [ডাজ্‌] (noun) অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গাওয়া শোকসংগীত; মৃতের জন্য শোকগীতি
  • English Word dirk Bengali definition [ডাক্] (noun) একপ্রকার ছোরা
  • English Word dirndl Bengali definition [ডান্‌ড্‌ল্] (noun) আঁটসাঁট ঊর্ধ্ব বসনযুক্ত ঘাগরা
  • English Word dirt Bengali definition [ডাট্‌] (noun) (১) ময়লা দ্রব্য (ধুলা, মাটি, কাদা ইত্যাদি)। (২) আলগা মাটি: a dirt road, (America(n)) কাঁচা রাস্তা। as cheap as dirt সস্তা; নিম্নশ্রেণির; অশ্লীল। fling/throw dirt at somebody কারো প্রতি নোংরা বাক্যবর্ষণ। treat somebody like dirt তুচ্ছ জ্ঞান করা। dirt cheap (adjective) মূল্যহীন; সস্তা। dirtrack (noun) মোটর রেসের জন্য অঙ্গারচূর্ণের তৈরি রাস্তা। (৩) অপবিত্র চিন্তা বা অশ্লীল বাক্যালাপ
  • English Word dirty 1 Bengali definition [ডাটি] (adjective) (১) অপরিষ্কার; ময়লা; ধূলিময়: My hand are dirty; dirty work. (২) (আবহাওয়া সম্পর্কিত) ঝড়ো; দুর্যোগপূর্ণ: Do not go out on such a dirty night. (৩) অশ্লীল: dirty books কুরুচিপূর্ণ বই। (৪) (কথ্য) নীচ; অসম্মানজনক: dirty trick; বিরক্তিপূর্ণ: He gave me a dirty look. dirtily (adverb)
  • English Word dirty 2 Bengali definition [ডাটি] (verb transitive), (verb intransitive) নোংরা করা; ময়লা করা; ময়লা হওয়া: She dirtied her clothes while playing in the garden. Black dresses do not dirty easily.
  • English Word disability Bengali definition [ডিসাবিলাটি] (noun) (১) অক্ষমতা(২) কোনো কিছু যা অক্ষম করে বা অযোগ্য করে: He has a disability in speech.
  • English Word disable Bengali definition [ডিস্এইব্‌ল্] (verb transitive) অক্ষম করা; বিশেষ অঙ্গচালনার শক্তি থেকে বঞ্চিত করা; বিকলাঙ্গ করা: The accident disabled him for life. disablement (noun) পঙ্গুত্ব; বিকলাঙ্গতা।
  • English Word disabuse Bengali definition [ডিসাব্যিউজ্‌] (verb transitive) ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করা; কাউকে সঠিক ধারণায় স্থিত করা: Proper education can disabuse a man of communal prejudices.
  • English Word disadvantage Bengali definition [ডিসাড্‌ভান্‌টিজ্‌ America(n) ডিসাড্‌ভ্যান্‌টিজ্‌] (noun) (১) অসুবিধা; সাফল্য বা উন্নতির পথে বাধাস্বরূপ; প্রতিকূল অবস্থা বা পরিস্থিতি
  • English Word disaffected Bengali definition [ডিসাফেক্‌টিড্] (adjective) বিরক্ত; বিরূপ; বৈরী; বিদ্রোহী; অবাধ্যdisaffection (noun) রাজনৈতিক অসন্তোষ; অনানুগত্য; দ্রোহ।