C পৃষ্ঠা ৬৬
- English Word crocus Bengali definition [ক্রোউকাস্] (noun) (plural crocuses ক্রোউকাসিজ) ক্রোকাস; প্রথম বসন্তে জন্মানো রঙিন ফুলের গাছবিশেষ।
- English Word croesus Bengali definition [ক্রীসাস্] (noun) খ্রিষ্টাপূর্বকালের এশিয়া মাইনরের এক ধনাঢ্য ব্যক্তি। a croesus মহাসম্পদশালী ব্যক্তি।
- English Word croft Bengali definition [ক্রফ্ট্ America(n) ক্রোফ্ট্] (noun) (British/Britain) ছোট খামার। crofter (noun) ছোট খামার মালিক।
- English Word cromlech Bengali definition [ক্রম্লেক্] (noun) খাড়া পাথরের উপর আড়াআড়িভাবে স্থাপিত বৃহৎ চ্যাপটা পাথর দিয়ে তৈরি প্রাগৈতিহাসিক কালের স্থাপত্য; প্রস্তরনির্মিত বৃত্তাকার সমাধিস্থল।
- English Word crone Bengali definition [ক্রোউন্] (noun) বিগতযৌবনা (বৃদ্ধা)।
- English Word crony Bengali definition [ক্রোউনি] (noun) (অশিষ্ট) ঘনিষ্ঠ বন্ধু; সঙ্গী; একান্ত সহচর।
- English Word crook Bengali definition [ক্রুক্] (noun) (১) রাখালদের ব্যবহৃত ছড়ি। (২) নদী অথবা পথের বাঁক। crook backed (adjective) কুঁজো। (৩) (কথ্য) অসদুপায়ে জীবনযাপনকারী। (৪) on the crook অসৎভাবে। (verb transitive), (verb intransitive) কুঁজো হওয়া; বেঁকে যাওয়া; বাঁকানো।
- English Word crooked Bengali definition [ক্রুকিড্] (adjective) (১) আঁকাবাঁকা; বঙ্কিম; বক্র। (২) (ব্যক্তি) অসৎ; জটিল। crookedly (adverb) বাঁকাভাবে। crookedness (noun) বক্রতা; জটিলতা।
- English Word croon Bengali definition [ক্রূন্] (verb transitive), (verb intransitive) গুনগুন করে গান করা; শোকপ্রকাশক গান করা; বিলাপ করা। crooner (noun) (১৯৩০ ও ১৯৪০–এর দশকে) জনপ্রিয় গায়ক; জনসভার গায়ক।
- English Word crop 1 Bengali definition [ক্রপ্] (noun) [countable noun] (১) শস্য; (plural) গাছগাছালি। crop-dusting (বিমান থেকে) সার ও কীটনাশক ছিটানো। (২) বর্গ; গুচ্ছ: a crop of questions.
- English Word crop 2 Bengali definition [ক্রপ্] (noun) [countable noun] (১) পাখির গলার থলেজাতীয় অংশ। neck and crop, দ্রষ্টব্য neck. (২) চাবুকের হাতল (অপিচ hunting- crop). (৩) খুব ছোট করে চুল ছাঁটার পদ্ধতি।
- English Word crop 3 Bengali definition [ক্রপ্] (verb transitive), (verb intransitive) (১) (পশুদের ক্ষেত্রে) আগা খেয়ে ফেলা। (২) (কোনো ব্যক্তির চুল অথবা ঘোড়ার লেজ) ছেঁটে দেওয়া। (৩) crop (with) বীজ বোনা। (৪) ফসল হওয়া। (৫) crop up/out (খনিজ পদার্থ) উত্তোলন করা। crop up (অপ্রত্যাশিতভাবে) আবির্ভূত হওয়া; উত্থাপিত হওয়া: All sorts of difficulties have cropped up.
- English Word cropper Bengali definition [ক্রপা(র্)] (noun) (১) good/bad/heavy/light cropper ফলদায়ক গাছগাছালি। (২) ছাঁটার লোক অথবা যন্ত্র; কাস্তে। (৩) come a cropper (কথ্য) পড়ে যাওয়া; পরীক্ষায় ফেল করা।
- English Word croquet Bengali definition [কোউকেই America(n) কোউকেই] (noun) [uncountable noun] ঘাসের মাঠে কাঠের বলখেলাবিশেষ।
- English Word croquette Bengali definition [কোউকেট্] (noun) [countable noun] মাছ, মাংস অথবা আলুর তৈরি গোলাকার কোপ্তাবিশেষ।
- English Word crore Bengali definition [ক্রো(র্)] (noun) (বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে) কোটি।
- English Word cros-legged Bengali definition [ক্রস্লেগ্ড্ America(n) ক্রোস্লেগ্ড্] (adverb) (ব্যক্তি প্রসঙ্গে) পায়ের উপর পা তুলে।
- English Word cross 1 Bengali definition [ক্রস্ America(n) ক্রোস্] (noun) (১) ক্রসচিহ্ন। make one’s cross (প্রাচীন প্রয়োগ) দলিলপত্রে স্বাক্ষরের বদলে নিরক্ষর জনগণ কর্তৃক ক্রস টানা। (২) (প্রাচীন প্রয়োগ) ক্রুশবিদ্ধ করার জন্য আড়াআড়িভাবে স্থাপিত কাঠের টুকরা; ক্রুশ। the Cross যিশুখ্রিষ্ট যে ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন; এ ক্রুশ অনুসরণে খ্রিষ্টানদের ধর্মীয় প্রতীক। market-cross গ্রাম অথবা শহরের বাজার এলাকায় নির্মিত ক্রুশাকৃতির স্মৃতিস্তম্ভ। ধর্মীয় বিধির অংশ হিসেবে ডান হাতে টানা ক্রুশচিহ্ন। (৩) (লাক্ষণিক) জীবন-যন্ত্রণা; দুঃখের বোঝা। (৪) নাইট পদবিধারীদের ব্যবহৃত তারকা অথবা ক্রুশাকারের প্রতীক। (৫) পারাপার স্থান। cut on the cross (পোশাক তৈরির ক্ষেত্রে) তির্যকভাবে কাটা। (৬) সংকরসৃষ্টি।
- English Word cross 2 Bengali definition [ক্রস্ America(n) ক্রোস্] (verb transitive), (verb intransitive) (১) cross (from) (to) পার হওয়া; এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া। cross a person’s path মুখোমুখি হওয়া। cross one’s mind চিন্তা বা ভাবনা ইত্যাদির উদ্রেক হওয়া। (২) cross (off/out/through) আড়াআড়ি লাইন টেনে বাতিল করা। cross a cheque চেক ক্রস করে দেওয়া। crossed cheque (noun) ব্যাংর মাধ্যমে পরিশোধ্য চেক। cross one’s t’s and dot one’s i’s (লাক্ষণিক) সতর্ক ও যথাযথ হওয়া। (৩) আড়াআড়িভাবে বা উপরে রাখা: to cross one’s legs; to cross one’s arms. cross somebody’s palm with silver তাকে (বিশেষ করে ভাগ্যগণনাকারীকে) একটি মুদ্রা দাও। cross swords with somebody যুদ্ধ অথবা বিতর্ক কর। keep one’s finger’s crossed (লাক্ষণিক) পরিকল্পনার চরম সাফল্য সম্পর্কে আশা পোষণ করা। (৪) cross oneself ভয় পেয়ে স্রষ্টার কাছে আশ্রয় লাভের উদ্দেশ্যে নিজদেহে ক্রুশ আঁকা। (৫) পরস্পরকে অতিক্রম করা। crossed line ক্রস কানেকশন; ভুলক্রমে টেলিফোনে ভিন্ন লাইনের সংযোগ। (৬) বিরুদ্ধাচরণ অথবা বাধাদান করা। (৭) cross (with) সংকর সৃষ্টি করা। cross swords; cross (with somebody) দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হওয়া; তর্কযুদ্ধে প্রবৃত্ত হওয়া।
- English Word cross 3 Bengali definition [ক্রস্ America(n) ক্রোস্] (adjective) (১) (কথ্য) বদরাগী; খিটখিটে মেজাজের। as cross as two sticks (কথ্য) অত্যন্ত বদরাগী। (২) (ঝড়-বাতাসসম্পর্কিত) প্রতিকূল; বিরোধী; উল্টা। crossness (noun) বাতাসের প্রতিকূলতা।
- English Word cross-benches Bengali definition [ক্রস্বেন্চিজ্ America(n) ক্রোস্বেন্চিজ্] (noun)(plural) হাউস অব কমনসের স্বতন্ত্র সদস্যদের ব্যবহৃত বেঞ্চসমূহ। cross-bencher হাউস অব কমন্সের স্বতন্ত্র সদস্য।
- English Word cross-check Bengali definition [ক্রস্চেক্ America(n) ক্রোস্চেক্] (verb transitive),(verb intransitive) বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে হিসাবনিকাশ নিরীক্ষা করা। (noun) ক্রসনিরীক্ষণ।
- English Word cross-country Bengali definition [ক্রস্কান্ট্রি America(n) ক্রোস্কান্ট্রি] (adjective),(adverb) রাস্তার বদলে মেঠো পথে চলা।
- English Word cross-current Bengali definition [ক্রস্ কারেন্ট' America(n) ক্রোস্ কারেন্ট ] (noun) আড়াআড়ি প্রবাহিত স্রোতোধারা; (লাক্ষণিক) (জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে) সংখ্যাগুরু বিরোধী মনোভাব; বিরোধী স্রোত।
- English Word cross-division Bengali definition [ক্রস্ ডিভিজন্ America(n) ক্রোস্ ডিভিজন্] (noun) [uncountable noun] এমনভাবে বিভিন্ন শ্রেণি বা দলে বিভাজন, যে ক্ষেত্রে এক শ্রেণি বা দলের মধ্যে অন্য শ্রেণি বা দলের অংশবিশেষ থেকে যায়।
- English Word cross-examine Bengali definition [ক্রস্ ইগ্জ্যামিন্ America(n) ক্রোস্ ইগ্জ্যামিন্](verb transitive) জেরা করা। cross-examiner [ক্রস্ ইগ্জ্যামিনা(র্)](noun) জেরাকারী। cross-examination [ক্রস্ ইগ্জ্যামিনেইশ্ন্ America(n) ক্রোস্ ইগ্জ্যামিনেইশ্ন্] (noun) জেরা; সওয়াল-জবাব; প্রশ্নোত্তর।
- English Word cross-fertilize, cross-fertilise Bengali definition [ক্রস্ ফা:টালাইজ্ America(n) ক্রোস্ ফা:টালাইজ্] (verb transitive) (উদ্ভিদ) সংকর-প্রজনন করা cross-fertilization, cross-fertilisation [ক্রস্ ফা:টালাইজেইশ্ন্ America(n) ক্রোস্ ফা:টালাইজ্] (noun) সংকর-প্রজনন।
- English Word cross-head(-ing) Bengali definition [ক্রস্ হেড্(ইং) America(n) ক্রোস্ হেড্(ইং)] (noun) (সংবাদপত্রে) দুই কলামজুড়ে শিরোনামা।
- English Word cross-index Bengali definition [ক্রস্ ইনডেক্স্ America(n) ক্রোস্ ইনডেক্স্] (noun), (verb transitive) গ্রন্থের একপৃষ্ঠায় প্রদত্ত বক্তব্যের সঙ্গে ভিন্নপৃষ্ঠায় প্রদত্ত সম্পর্কযুক্ত বক্তব্য; সম্পর্কযুক্ত বক্তব্য উপস্থাপন করা।
- English Word cross-piece Bengali definition [ক্রস্পীস্ America(n) ক্রোস্পীস্] (noun) আড়াআড়িভাবে স্থাপিত টুকরা।