Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word crow 2 Bengali definition [ক্রোউ] (verb intransitive) (past tense crowed or (archaic) crew [ক্রূ] past participle crowed) (১) (মোরগ) কর্কশভাবে ডাকা(২) (শিশুদের ক্ষেত্রে) আনন্দধ্বনি করা(৩) crow (over) (ব্যক্তি) বিজয়োল্লাস-ধ্বনি করা। (noun)= crowing sound.
  • English Word crowbar Bengali definition [ক্রোউবা:(র্‌)] (noun) ভারী মালামাল স্থানান্তরে ব্যবহৃত বাঁকা প্রান্তবিশিষ্ট লৌহদণ্ড
  • English Word crowd Bengali definition [ক্রাউড্‌] (noun) [countable noun] (১) বিশৃঙ্খল জনতা। (would) pass in a crowd চোখে না-পড়ার মতো দোষত্রুটি। (২) the crowd জনতা; জনসাধারণfollow/move with the crowd সংখ্যাগরিষ্ঠের স্রোতে ভেসে চলা; দশজনের মতো চলা। (৩) (কথা) কোনো-না-কোনোভাবে সংঘবদ্ধ কিছু লোক(৪) অগোছালো জিনিসপত্র।  (verb intransitive), (verb transitive) (১) ভিড় করাcrowd round বৃত্তাবদ্ধ হওয়া। crowd through/in/into, etc. ভিড়ের মধ্যে চালিয়ে নেওয়া। crowded (with something) কোনো কিছুতে পরিপূর্ণ। crowd somebody/something out (of) ভিড়ের বাইরে রাখা। (২) (নৌচালনবিদ্যা)crowd on sail অনেক পাল টানা(৩) (কথ্য) চাপ প্রয়োগ করাcrowded (participial adjective) জনাকীর্ণ।
  • English Word crowdfunding Bengali definition [ক্রাউড্‌ফান্‌ডিঙ] (noun) সাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহই ক্রাউডফান্ডিং; সাধারণত কোনো সৃজনশীল আইডিয়া বাস্তবায়নে ওয়েবসাইটে আবেদনের মাধ্যমে জনগণের কাছ থেকে অত্যন্ত অল্পহারে অর্থ সংগ্রহের নেটওয়ার্ক: crowdfunding is not for everyone. □ (adjective) Crowdfunded জনঅর্থায়ন: There are two issues with crowdfunding sites that also have volunteer journalists.
  • English Word crown 1 Bengali definition [ক্রাউন্‌] (noun) (১) মুকুট; রাজশক্তি; নৃপতিCrown Colony গ্রেট ব্রিটেনের উপনিবেশ। crown prince সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ। crown princess উত্তরাধিকারী যুবরাজের পত্নী। crown witness রাজসাক্ষী। (২) বিজয়মাল্য(৩) পঁচিশ পেন্স সমমানের ব্রিটিশ মুদ্রাhalf a crown; a half crown (১৯৭১ পর্যন্ত) সাড়ে ১২ পেন্স মূল্যের ব্রিটিশ মুদ্রা(৪) মাথার চাঁদি অথবা টুপির চূড়া
  • English Word crown 2 Bengali definition [ক্রাউন্‌] (verb transitive) (১) মুকুট পরানো(২) রাজপদে বরণ করা: He was crowned as king. (২) crown (with) পুরস্কৃত হওয়া; রাজসম্মান লাভ করা(৩) crown (with) শীর্ষে অবস্থান করা(৪) আনন্দদায়ক সমাপ্তি টানাto crown (it) all ভাগ্য/সর্বনাশের চূড়ান্ত বা ষোলোকলা পূর্ণ হওয়া: I was jobless, we had no money, and to crown all, lost my father. (৫) ভাঙা দাঁতের উপর কৃত্রিম আবরণ দেওয়াcrowning (participial adjective) (কোনো attributive(ly)) সমাপ্তিসূচক; নিখুঁত পর্যায়ে নিয়ে যাওয়া: crowning glory.
  • English Word crozier Bengali definition [ক্রোউজিআ(র্‌) America(n) ক্রোউজার] (noun)= crosier.
  • English Word crozier, crosier Bengali definition [ক্রোউজিআ(র্‌) America(n) ক্রোউজার্‌] (noun) বিশপের হাতের দণ্ড
  • English Word crucial Bengali definition [ক্রূশ্‌ল্‌] (adjective) অত্যন্ত গুরুত্বপূর্ণ; সংকটপূর্ণ; মীমাংসাসূচকthe crucial test, the crucial moment.
  • English Word crucible Bengali definition [ক্রূসিব্‌ল্‌] (noun) ধাতু গলানোর পাত্র। (লাক্ষণিক) মহাপরীক্ষা; মহাসংকট।
  • English Word crucifix Bengali definition [ক্রূসিফিক্‌স্‌] (noun) যিশুখ্রিস্টের আকৃতিসংবলিত ক্রুশের মডেল
  • English Word crucifixion Bengali definition [ক্রূসিফিক্‌শ্‌ন্‌] (noun) [uncountable noun] ক্রুশবিদ্ধ করে প্রাণবধthe Crucifixion যিশুখ্রিস্টের মৃত্যু।
  • English Word cruciform Bengali definition [ক্রূসিফোম্‌] (adjective) ক্রুশাকৃতির
  • English Word crucify Bengali definition [ক্রূসিফাই] (verb transitive) ক্রুশবিদ্ধ করে মারা
  • English Word crud Bengali definition [ক্রাড্] (noun) (British/Britain অশিষ্ট) অপ্রিয় ব্যক্তিcruddy (adjective) অপ্রিয়; অপ্রীতিকর।
  • English Word crude Bengali definition [ক্রুড্‌] (adjective) (১) (দ্রব্যপ্রসঙ্গে) অশোধিত; অপরিবর্তিত: crude oil. (২) স্থূল(৩) অসমাপ্ত; ত্রুটিপূর্ণcrudely (adverb)
  • English Word cruel Bengali definition [ক্রূআল্] (adjective) (crueller, cruellest) (১) (ব্যক্তির ক্ষেত্রে) নিষ্ঠুর; নির্দয়(২) নৃশংস। অন্যের যন্ত্রণায় উদাসীন। cruelly [ক্রূআলি] (adverb) নিষ্ঠুরভাবে।
  • English Word cruelty Bengali definition [ক্রূআল্‌টি] (noun) (১) [uncountable noun] নিষ্ঠুরতা; নিষ্ঠুর আনন্দ; নিষ্ঠুর প্রকৃতি(২) নিষ্ঠুর কাজ: Cruelty to animals is severely punished in England.
  • English Word cruet Bengali definition [ক্রূইট্‌] (noun) (১) লবণ; গোলমরিচ; সিরকার শিশি বা বোতল(২) (অপিচ cruet-stand) সিরকার বোতল; চাটনির বয়াম; লবণ; গোলমরিচ গুঁড়ার পাত্র ইত্যাদি রাখার স্ট্যান্ড
  • English Word cruise Bengali definition [ক্রুজ্‌] (verb intransitive) (১) প্রমোদের উদ্দেশ্যে অথবা শত্রুর জাহাজের উদ্দেশ্যে তরি ভাসানো(২) (গাড়ি ও বিমানের ক্ষেত্রে) কম জ্বালানি খরচ করে ভ্রমণ করা। □ (noun) cruising voyage প্রমোদভ্রমণ। cruiser [ক্রূজা(র্‌)] (noun) দ্রুতগতিসম্পন্ন যুদ্ধজাহাজ। cabin-cruiser শয্যাসজ্জিত প্রমোদতরি।
  • English Word crumb Bengali definition [ক্রাম্] (noun) (১) [countable noun] শুকনো খাবারের ছোট্ট টুকরা; পাউরুটির ভিতরের নরম অংশ। দ্রষ্টব্য crust (১)। (২) (লাক্ষণিক) যৎকিঞ্চিৎ; অতি সামান্য
  • English Word crumble Bengali definition [ক্রাম্‌ব্‌ল্] (verb transitive), (verb intransitive) ভাঙা; ভেঙে টুকরা টুকরা করা; ভেঙে পড়া; (সাম্রাজ্যের) পতন হওয়া। (লাক্ষণিক) (আশা) ধুলায় লুটিয়ে যাওয়া; ধূলিসাৎ হওয়া।
  • English Word crumbly Bengali definition [ক্রাম্‌ব্‌লি] (adjective) ভঙ্গুর
  • English Word crummy Bengali definition [ক্রামি] (adjective) (অপশব্দ) খারাপ; অযোগ্য; ফালতু; যা-তা: Most of his records are pretty crummy.
  • English Word crumpet Bengali definition [ক্রাম্‌পিট্‌] (noun) (British/Britain) (১) গরম বড়াবিশেষ(২) (অপশব্দ) মাথা(৩) (অপশব্দ) যৌনাবেদনময়ী রমণী
  • English Word crumple Bengali definition [ক্রাম্‌প্‌ল্‌] (verb transitive), (verb intransitive) (১) চাপ দিয়ে ভাঁজ পড়ানো: to crumple one’s clothes. (২) ভাঁজ ভাঁজ হওয়া(৩) crumple up (সাহিত্যিক, লাক্ষণিক) ভেঙে টুকরা টুকরা করা; চূর্ণবিচূর্ণ হওয়া
  • English Word crunch Bengali definition [ক্রান্‌চ্] (verb transitive), (verb intransitive) (১) কচকচ শব্দ করে চিবানো(২) মচমচ শব্দে ভাঙা।  (noun) কচকচানি। when it comes to the crunch; when the crunch comes (কথ্য) সংকটকালে; চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সময়ে।
  • English Word crunk Bengali definition [ক্রাঙক্] (adjective) (বিশেষত নিগ্রোদের অপভাষা) (হিপ হপ ড্যান্স মিউজিক থেকে) খুবই প্রাণবন্ত; প্রাণপ্রাচুর্যে ভরপুর; শিহরণময়: Don’t get crunk with some raw hip hop.  (noun) এক ধরনের হিপ হপ মিউজিক: You said before that crunk is just recycled bass music. বিকল্প বানান krunk.
  • English Word crupper Bengali definition [ক্রাপা(র্‌)] (noun) ঘোড়ার পিঠের জিনসংলগ্ন চর্মবন্ধনী; ঘোড়ার পিছন ভাগ
  • English Word crusade Bengali definition [ক্রূসেইড্] (noun) (১) ক্রুসেড; একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে মুসলমানদের অধিকার থেকে তীর্থভূমি উদ্ধারের লক্ষ্যে খ্রিষ্টানদের অভিযান; ধর্মযুদ্ধ; মুসলিম-খ্রিষ্টান ধর্মযুদ্ধ(২) ন্যায়ের সংগ্রাম; a crusade against bribery. □ (verb intransitive) crusade (for/against) ক্রুসেডে অংশগ্রহণ করা। crusader (noun) ধর্মযুদ্ধে অংশগ্রহণকারী; মুজাহিদ।