C পৃষ্ঠা ৬৪
- English Word credulous Bengali definition [ক্রেডয়ুলাস্ America(n) ক্রেডজুলাস্] (adjective) সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ: The politicians sometimes cheat the credulous people. credulously (adverb) সরল বিশ্বাসে।
- English Word creed Bengali definition [ক্রীড্] (noun) [countable noun] ধর্মীয় মতবিশ্বাস অথবা মতবাদ। the Creed খ্রিষ্টীয় মতবাদের সারসংক্ষেপ।
- English Word creek Bengali definition [ক্রীক্] (noun) (British/Britain) খাঁড়ি; (উত্তর আমেরিকার) ছোট নদী। be up the creek সংকটাপন্ন হওয়া; অগাধ জলে পতিত হওয়া।
- English Word creel Bengali definition [ক্রীল্] (noun) খালই; মাছ রাখার চাঙারি।
- English Word creep Bengali definition [ক্রীপ্] (verb intransitive) (past tense, past participle crept) (১) হামাগুড়ি দিয়ে চলা; চুপিসারে চলা। (২) (সময়, যুগ প্রসঙ্গে) নিঃশব্দে পেরিয়ে যাওয়া। (৩) (লতাপাতা) দেওয়াল অথবা বেড়ায় লতিয়ে ওঠা। (৪) ভয়ে গা শিরশির করে ওঠা। (noun) (১) নামমাত্র উপকারের বিনিময়ে বড় ধরনের অনুগ্রহলাভের চেষ্টাকারী ব্যক্তি। (২) give somebody the creeps (কথ্য) কারো গা শিরশির করানো; কারো ঘৃণার ভাব উদ্রেক করানো।
- English Word creeper Bengali definition [ক্রীপা(র্)] (noun) পতঙ্গ; পাখিবিশেষ; লতাপাতা।
- English Word creepy Bengali definition [ক্রীপি] (adjective) (creepier, creepiest) (কথ্য) গা ছমছম করে ওঠে এমন কিছু: a creepy story.
- English Word cremate Bengali definition [ক্রিমেইট্] (verb transitive) পোড়ানো; শবদাহ করা: Mr Gandhi will be cremated. cremation [ক্রিমেইশ্ন্] (noun) [uncountable noun] দাহকর্ম। crematorium [ক্রেমাটোরিআম্] (noun) শবচুল্লি। crematory [ক্রেমাটারি America(n) ক্রেমাটোরি] (noun) (plural crematories)= crematorium.
- English Word crenellated Bengali definition [ক্রেনালেইটিড্] (adjective) (দুর্গের ছাদে) কামান-গোলা নিক্ষেপের জন্য ছিদ্রবিশিষ্ট।
- English Word Creole Bengali definition [ক্রীআউল্] (noun), (adjective) (১) (ব্যক্তি প্রসঙ্গে) ওয়েস্ট ইন্ডিজ, স্প্যানিশ-আমেরিকা প্রভৃতি দেশে বসবাসরত মিশ্র অথবা অমিশ্র ইউরোপীয় এবং আফ্রিকান বংশোদ্ভূত। (২) আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে বসবাসরত ইউরোপীয় এবং আফ্রিকান বংশোদ্ভূতদের ব্যবহৃত ফরাসি-স্প্যানিশ অথবা মিশ্র ইংরেজি ভাষা।
- English Word creosote Bengali definition [ক্রিআসোউট্] (noun) [uncountable noun] আলকাতরা থেকে প্রাপ্ত তেলতেলে পদার্থবিশেষ।
- English Word crépe, crepe Bengali definition [ক্রেউপ্] (noun) (১) এক ধরনের কাপড় বা কাগজ যা ভাঁজে পূর্ণ। (২) crépe rubber জুতার সোল হিসেবে ব্যবহৃত কাঁচা রাবার। (৩) crépe paper কুঞ্চিত পাতলা কাগজ।
- English Word crepitate Bengali definition [ক্রেপিটেইট্] (verb intransitive) পটপট শব্দ করা; ঘড়ঘড় করা। crepitation [ক্রেপিটেইশ্ন্] (noun) পটপট/ঘড়ঘড় আওয়াজ।
- English Word crept Bengali definition [ক্রেপ্ট্] দ্রষ্টব্য creep.
- English Word crepuscular Bengali definition [ক্রিপাস্কয়ুলা(র্)] (adjective) (আনুষ্ঠানিক) গোধূলিকালীন।
- English Word crescendo Bengali definition [ক্রিশেন্ডোউ] (noun) (plural crescendos [ক্রিশেন্ডোউজ্]) (adverb), (adjective) (সংগীত) ক্রমাগত চড়া হয়ে ওঠা (সুর); (লাক্ষণিক) ক্রমে চরমের দিকে যাওয়া।
- English Word crescent Bengali definition [ক্রেস্ন্ট্] (noun) (১) অর্ধচন্দ্রাকার। (২) the Crescent (লাক্ষণিক) ইসলাম ধর্ম ও মতবাদ। (৩) (attributive(ly)) crescent-shaped (adjective) ক্রমাগত বৃদ্ধিশীল।
- English Word cress Bengali definition [ক্রেস্] (noun) [uncountable noun] (সালাদে ব্যবহৃত) পাতাবিশিষ্ট ঝাল স্বাদের শাকগাছ।
- English Word crest Bengali definition [ক্রেস্ট্] (noun) (১) পাখির ঝুঁটি। crest fallen (adjective) (লাক্ষণিক) বিষণ্ণ; হতাশ। (২) শিরস্ত্রাণে ব্যবহৃত পাখির পালক; (কাব্যিক) শিরস্ত্রাণ। (৩) বর্মছাপ; সিলমোহর: the family crest, পারিবারিক সিলমোহর। (৪) পাহাড়ের শৃঙ্গ; ঢেউয়ের চূড়া: on the crest of a wave; (লাক্ষণিক) সুসময়ে। crested (adjective) ঝুঁটিবিশিষ্ট। (verb transitive), (verb intransitive) শীর্ষে ওঠা।
- English Word cretacious Bengali definition [ক্রিটেইশাস্] (adjective) (ভূতত্ত্ব) চকখড়িসদৃশ: The cretacious age, চকপ্রস্তর যুগ; যে যুগে খড়ির পাহাড় সৃষ্টি হয়েছিল।
- English Word cretin Bengali definition [ক্রেটিন্ America(n)ক্রীট্ন্] (noun) মানসিক প্রতিবন্ধী। cretinous [ক্রেটিনাস্ America(n) ক্রীট্নাস্] (adjective) মানসিকভাবে বিকলাঙ্গ।
- English Word cretonne Bengali definition [ক্রেটন্] (noun) [uncountable noun] পরদা ও সোফায় ব্যবহৃত ছাপা সুতিকাপড়।
- English Word crevasse Bengali definition [ক্রিভ্যাস্] (noun) হিমবাহের তুষারের উপরিভাগে গভীর ফাটল।
- English Word crevice Bengali definition [ক্রেভিস্] (noun) (পাহাড় অথবা দেওয়ালের) ফাটল।
- English Word crew 1 Bengali definition [ক্রূ] (noun) (১) (collective noun) জাহাজের নাবিক; বিমানের ক্রু; রেলকর্মী। ground crew বিমান মেরামতে নিয়োজিত কারিগর; স্থল-ক্রু। (২) একত্রে কোনো কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ। crew-cut (noun) কদমছাঁট। crew-neck (noun) গোলাকার কলার। □ (verb intransitive) নাইয়া-মাঝিদের মতো তৎপর হওয়া।
- English Word crew 2 Bengali definition [ক্রূ] crow –এর past tense
- English Word crib 1 Bengali definition [ক্রিব্] (noun) (১) কাঠের গামলা। (২) (America(n)) লবণ, ভুট্টা ইত্যাদি রাখার পাত্র। (৩) (America(n))= creche ক্রিসমাসে গির্জায় স্থানীয়দের প্রতিনিধিত্ব। (৪) শিশুদের ঘের দেওয়া শয্যা। □ (verb transitive) সংকীর্ণ স্থানে আবদ্ধ হওয়া।
- English Word crib 2 Bengali definition [ক্রিব্] (noun) (১) নকল রচনা। (২) আক্ষরিক অনুবাদ। (verb transitive), (verb intransitive) নকল করে সাহিত্য রচনা করা।
- English Word cribbage Bengali definition [ক্রিবিজ্] (noun) [uncountable noun] তাস খেলাবিশেষ।
- English Word crick Bengali definition [ক্রিক্] (noun) a crick গলা ও পিঠের পেশিতে টান পড়া; ব্যথা। (verb transitive) ব্যথা হওয়া; ব্যথা জন্মানো।