Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word credulous Bengali definition [ক্রেডয়ুলাস্‌ America(n) ক্রেডজুলাস্‌] (adjective) সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ: The politicians sometimes cheat the credulous people. credulously (adverb) সরল বিশ্বাসে।
  • English Word creed Bengali definition [ক্রীড্‌] (noun) [countable noun] ধর্মীয় মতবিশ্বাস অথবা মতবাদthe Creed খ্রিষ্টীয় মতবাদের সারসংক্ষেপ।
  • English Word creek Bengali definition [ক্রীক্] (noun) (British/Britain) খাঁড়ি; (উত্তর আমেরিকার) ছোট নদী। be up the creek সংকটাপন্ন হওয়া; অগাধ জলে পতিত হওয়া।
  • English Word creel Bengali definition [ক্রীল্‌] (noun) খালই; মাছ রাখার চাঙারি
  • English Word creep Bengali definition [ক্রীপ্‌] (verb intransitive) (past tense, past participle crept) (১) হামাগুড়ি দিয়ে চলা; চুপিসারে চলা(২) (সময়, যুগ প্রসঙ্গে) নিঃশব্দে পেরিয়ে যাওয়া(৩) (লতাপাতা) দেওয়াল অথবা বেড়ায় লতিয়ে ওঠা(৪) ভয়ে গা শিরশির করে ওঠা।  (noun) (১) নামমাত্র উপকারের বিনিময়ে বড় ধরনের অনুগ্রহলাভের চেষ্টাকারী ব্যক্তি(২) give somebody the creeps (কথ্য) কারো গা শিরশির করানো; কারো ঘৃণার ভাব উদ্রেক করানো
  • English Word creeper Bengali definition [ক্রীপা(র্‌)] (noun) পতঙ্গ; পাখিবিশেষ; লতাপাতা
  • English Word creepy Bengali definition [ক্রীপি] (adjective) (creepier, creepiest) (কথ্য) গা ছমছম করে ওঠে এমন কিছু: a creepy story.
  • English Word cremate Bengali definition [ক্রিমেইট্‌] (verb transitive) পোড়ানো; শবদাহ করা: Mr Gandhi will be cremated. cremation [ক্রিমেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] দাহকর্ম। crematorium [ক্রেমাটোরিআম্‌] (noun) শবচুল্লি। crematory [ক্রেমাটারি America(n) ক্রেমাটোরি] (noun) (plural crematories)= crematorium.
  • English Word crenellated Bengali definition [ক্রেনালেইটিড্‌] (adjective) (দুর্গের ছাদে) কামান-গোলা নিক্ষেপের জন্য ছিদ্রবিশিষ্ট
  • English Word Creole Bengali definition [ক্রীআউল্‌] (noun), (adjective) (১) (ব্যক্তি প্রসঙ্গে) ওয়েস্ট ইন্ডিজ, স্প্যানিশ-আমেরিকা প্রভৃতি দেশে বসবাসরত মিশ্র অথবা অমিশ্র ইউরোপীয় এবং আফ্রিকান বংশোদ্ভূত(২) আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে বসবাসরত ইউরোপীয় এবং আফ্রিকান বংশোদ্ভূতদের ব্যবহৃত ফরাসি-স্প্যানিশ অথবা মিশ্র ইংরেজি ভাষা
  • English Word creosote Bengali definition [ক্রিআসোউট্] (noun) [uncountable noun] আলকাতরা থেকে প্রাপ্ত তেলতেলে পদার্থবিশেষ
  • English Word crépe, crepe Bengali definition [ক্রেউপ্‌] (noun) (১) এক ধরনের কাপড় বা কাগজ যা ভাঁজে পূর্ণ(২) crépe rubber জুতার সোল হিসেবে ব্যবহৃত কাঁচা রাবার(৩) crépe paper কুঞ্চিত পাতলা কাগজ
  • English Word crepitate Bengali definition [ক্রেপিটেইট্] (verb intransitive) পটপট শব্দ করা; ঘড়ঘড় করাcrepitation [ক্রেপিটেইশ্‌ন্‌] (noun) পটপট/ঘড়ঘড় আওয়াজ।
  • English Word crept Bengali definition [ক্রেপ্‌ট্] দ্রষ্টব্য creep.
  • English Word crepuscular Bengali definition [ক্রিপাস্‌কয়ুলা(র্‌)] (adjective) (আনুষ্ঠানিক) গোধূলিকালীন
  • English Word crescendo Bengali definition [ক্রিশেন্‌ডোউ] (noun) (plural crescendos [ক্রিশেন্‌ডোউজ্‌]) (adverb), (adjective) (সংগীত) ক্রমাগত চড়া হয়ে ওঠা (সুর); (লাক্ষণিক) ক্রমে চরমের দিকে যাওয়া
  • English Word crescent Bengali definition [ক্রেস্‌ন্‌ট্] (noun) (১) অর্ধচন্দ্রাকার(২) the Crescent (লাক্ষণিক) ইসলাম ধর্ম ও মতবাদ(৩) (attributive(ly)) crescent-shaped (adjective) ক্রমাগত বৃদ্ধিশীল
  • English Word cress Bengali definition [ক্রেস্‌] (noun) [uncountable noun] (সালাদে ব্যবহৃত) পাতাবিশিষ্ট ঝাল স্বাদের শাকগাছ
  • English Word crest Bengali definition [ক্রেস্‌ট্] (noun) (১) পাখির ঝুঁটিcrest fallen (adjective) (লাক্ষণিক) বিষণ্ণ; হতাশ। (২) শিরস্ত্রাণে ব্যবহৃত পাখির পালক; (কাব্যিক) শিরস্ত্রাণ। (৩) বর্মছাপ; সিলমোহর: the family crest, পারিবারিক সিলমোহর। (৪) পাহাড়ের শৃঙ্গ; ঢেউয়ের চূড়া: on the crest of a wave; (লাক্ষণিক) সুসময়ে। crested (adjective) ঝুঁটিবিশিষ্ট।  (verb transitive), (verb intransitive) শীর্ষে ওঠা।
  • English Word cretacious Bengali definition [ক্রিটেইশাস্‌] (adjective) (ভূতত্ত্ব) চকখড়িসদৃশ: The cretacious age, চকপ্রস্তর যুগ; যে যুগে খড়ির পাহাড় সৃষ্টি হয়েছিল।
  • English Word cretin Bengali definition [ক্রেটিন্‌ America(n)ক্রীট্‌ন্‌] (noun) মানসিক প্রতিবন্ধীcretinous [ক্রেটিনাস্‌ America(n) ক্রীট্‌নাস্‌] (adjective) মানসিকভাবে বিকলাঙ্গ।
  • English Word cretonne Bengali definition [ক্রেটন্‌] (noun) [uncountable noun] পরদা ও সোফায় ব্যবহৃত ছাপা সুতিকাপড়
  • English Word crevasse Bengali definition [ক্রিভ্যাস্‌] (noun) হিমবাহের তুষারের উপরিভাগে গভীর ফাটল
  • English Word crevice Bengali definition [ক্রেভিস্‌] (noun) (পাহাড় অথবা দেওয়ালের) ফাটল
  • English Word crew 1 Bengali definition [ক্রূ] (noun) (১) (collective noun) জাহাজের নাবিক; বিমানের ক্রু; রেলকর্মীground crew বিমান মেরামতে নিয়োজিত কারিগর; স্থল-ক্রু। (২) একত্রে কোনো কাজে নিয়োজিত ব্যক্তিবর্গcrew-cut (noun) কদমছাঁট। crew-neck (noun) গোলাকার কলার। □ (verb intransitive) নাইয়া-মাঝিদের মতো তৎপর হওয়া।
  • English Word crew 2 Bengali definition [ক্রূ] crow –এর past tense
  • English Word crib 1 Bengali definition [ক্রিব্‌] (noun) (১) কাঠের গামলা(২) (America(n)) লবণ, ভুট্টা ইত্যাদি রাখার পাত্র(৩) (America(n))= creche ক্রিসমাসে গির্জায় স্থানীয়দের প্রতিনিধিত্ব(৪) শিশুদের ঘের দেওয়া শয্যা। □ (verb transitive) সংকীর্ণ স্থানে আবদ্ধ হওয়া।
  • English Word crib 2 Bengali definition [ক্রিব্‌] (noun) (১) নকল রচনা(২) আক্ষরিক অনুবাদ।  (verb transitive), (verb intransitive) নকল করে সাহিত্য রচনা করা।
  • English Word cribbage Bengali definition [ক্রিবিজ্‌] (noun) [uncountable noun] তাস খেলাবিশেষ
  • English Word crick Bengali definition [ক্রিক্] (noun) a crick গলা ও পিঠের পেশিতে টান পড়া; ব্যথা।  (verb transitive) ব্যথা হওয়া; ব্যথা জন্মানো।