Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word cricket 1 Bengali definition [ক্রিকিট্] (noun) ঝিঁঝি পোকা
  • English Word cricket 2 Bengali definition [ক্রিকিট্‌] (noun) [uncountable noun] ক্রিকেট খেলাnot cricket (কথ্য) অন্যায়; অখেলোয়াড়োচিত। cricketer (noun) ক্রিকেট খেলোয়াড়।
  • English Word cried Bengali definition [ক্রাইড্‌] দ্রষ্টব্য cry 1.
  • English Word crier Bengali definition [ক্রাইআ(র্‌)] (noun) (১) নকিব; আদালতের ঘোষকtown-crier (প্রাচীন প্রয়োগ) নকিব। (২) কাঁদুনে শিশু
  • English Word cries Bengali definition [ক্রাইজ্‌] দ্রষ্টব্য cry 1, দ্রষ্টব্য cry 2.
  • English Word crikey Bengali definition [ক্রাইকি] (interjection) (কথ্য) বিস্ময়সূচক চিৎকার
  • English Word crime Bengali definition [ক্রাইম্‌] (noun) (১) [countable noun] অপরাধcrime-fiction অপরাধ-উপন্যাস; রহস্যোপন্যাস। (২) আইনের দৃষ্টিতে অপরাধমূলক কোনো ভুল কাজ; অন্যায়: It would be a crime if you do not help the poor relatives. (৩) (সেনাবাহিনীতে) আইনভঙ্গের অপরাধcrimesheet (noun) সৈন্যদের অপরাধতালিকা।
  • English Word criminal Bengali definition [ক্রিমিন্‌ল্] (adjective) অপরাধসম্পর্কিত: a criminal act; criminal law. □ (noun) অপরাধী ব্যক্তি। criminally [ক্রিমিন্‌আলি] (adverb)
  • English Word criminology Bengali definition [ক্রিমিনলাজি] (noun) [uncountable noun] অপরাধতত্ত্ব; অপরাধবিদ্যা
  • English Word crimp Bengali definition [ক্রিম্প্‌] (noun) (তাপ দিয়ে) চুল কোঁকড়ানো
  • English Word crimson Bengali definition [ক্রিম্‌জন্] (adjective), (noun) গাঢ় লাল; টকটকে লাল।  (verb transitive), (verb intransitive) লাল করা; লাল হওয়া।
  • English Word cringe Bengali definition [ক্রিন্‌জ্‌] (verb intransitive) (১) cringe (at) ভয়ে পিছিয়ে যাওয়া অথবা নুইয়ে পড়া: He will cringe like a dog. (২) দাসসুলভ আচরণ করা; একেবারে ছোট হয়ে যাওয়া। He cringes before a rich man.
  • English Word crinkle Bengali definition [ক্রিংক্‌ল্‌] (noun) সামান্য ভাঁজ; কুঞ্চন। □ (verb transitive), (verb intransitive) crinkle (up) ভাঁজ পড়া; ভাঁজ পড়ানো। crinkly [ক্রিংকলি] (adjective) (crinklier, crinkliest) কুঞ্চিত (চুল); ভাঁজযুক্ত।
  • English Word crinoline Bengali definition [ক্রিনালিন্‌] (noun) (১) শক্ত মোটা কাপড়(২) শার্ট ফাঁপানোর জন্য হালকা কাজবিশেষ
  • English Word cripple Bengali definition [ক্রিপ্‌ল্‌] (noun) পঙ্গু লোক।  (adjective) খোঁড়া; খঞ্জ।  (verb transitive) খোঁড়া করা; (লাক্ষণিক) পঙ্গু করে দেওয়া।
  • English Word crisis Bengali definition [ক্রাইসিস্] (noun) (plural crises ক্রাইসীজ্‌) সংকটকাল; চূড়ান্ত পর্যায়; সন্ধিক্ষণ
  • English Word crisp Bengali definition [ক্রিস্‌প্‌] (adjective) (১) (খাদ্য) মচমচে(২) (আবহাওয়া) কুয়াশাপূর্ণ; ঠাণ্ডা অথচ শুকনো: The crisp air. (৩) কেতাদুরস্ত। □ (noun) (America(n))= chip (অপিচ potato crisp) চিপ; আলুর চিপ। □ (verb transitive), (verb intransitive) মচমচে হওয়া; মচমচে করা। crisply (adverb) কেতাদুরস্তভাবে। crispness (noun) মচমচে ভাব; কেতাদুরস্ত স্বভাব।
  • English Word crisscross Bengali definition [ক্রিস্‌ক্রস্‌ America(n) ক্রিস্‌ক্রোস্‌] (adjective) আঁকাবাঁকা; ক্রসের মতো রেখাসম্পন্ন। □ (verb transitive), (verb intransitive) এঁকেবেঁকে চলা; ক্রসের মতো রেখাটানা।
  • English Word criterion Bengali definition [ক্রাইটিআরিআন্‌] (noun) (plural criteria [ক্রাইটিরিআ] বিচারের মাপকাঠি; মানদণ্ড
  • English Word critic Bengali definition [ক্রিটিক্‌] (noun) (১) সমালোচক(২) খুঁতসন্ধানী; নিন্দুক
  • English Word critical Bengali definition [ক্রিটিক্‌ল্‌] (adjective) (১) সংকটপূর্ণ: a critical moment. (২) সমালোচনামূলক: critical judgements on literature. critically [ক্রিটিইক্‌ল্‌] (adverb) সমালোচনার দৃষ্টিতে।
  • English Word criticism Bengali definition [ক্রিটিসিজাম্] (noun) (১) শিল্প-সাহিত্য সমালোচনা(২) খুঁতসন্ধান
  • English Word criticize Bengali definition [ক্রিটিসাইজ্‌] (verb transitive), (verb intransitive) criticize (for) সমালোচনা করা; ত্রুটিনির্দেশ করা
  • English Word critique Bengali definition [ক্রিটীক্] (noun) [countable noun] সমালোচনামূলক নিবন্ধ
  • English Word croak Bengali definition [ক্রোউক্] (noun) ব্যাঙ অথবা দাঁড়কাকের কর্কশ ডাক।  (verb transitive), (verb intransitive) croak (out) কর্কশ স্বরে ডাকা।
  • English Word crochet Bengali definition [ক্রোউশেই America(n) ক্রোশেই] (verb transitive),(verb intransitive) কাপড়ে ফুল তোলা; (শাল ইত্যাদি) হাতে বোনা।  (noun) [uncountable noun] হাতে বোনা লেস ইত্যাদি।
  • English Word crock 1 Bengali definition [ক্রক্] (noun) মাটির কলসি; মৃৎপাত্র; কলসির কানা; খোলামকুচি
  • English Word crock 2 Bengali definition [ক্রক্] (noun) (কথ্য) বৃদ্ধ বা দুর্বল ঘোড়া; অথর্ব ব্যক্তি; অতি পুরনো মোটরযান।  (verb transitive), (verb intransitive) crock up অথর্বে পরিণত করা/হওয়া; অকেজো করা/হওয়া।
  • English Word crockery Bengali definition [ক্রকারি] (noun) [uncountable noun] চীনামাটির পাত্র; বাসনকোসন
  • English Word crocodile Bengali definition [ক্রকাডাইল্‌] (noun) (১) কুমিরcrocodiletears (noun) (plural) কুম্ভীরাশ্রু; মায়াকান্না। (২) (British/Britain কথ্য), দুজন-দুজন করে স্কুলছাত্রদের মিছিল