Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word crush 1 Bengali definition [ক্রাশ্‌] (verb transitive), (verb intransitive) (১) চাপ দিয়ে অথবা চাপের ফলে ভাঙা; নিংড়ানো; দুমড়ে-মুচড়ে যাওয়া: He was crushed to death in a car accident; Sugar is made by crushing canes. crush up পাউডারের মতো গুঁড়া করা। crush out (of) রস নিংড়ানো। (২) ভাঁজের দাগ পড়া; যেখানে সেখানে ভাঁজ পড়া(৩) ধ্বংস করা; পরাজিত করা: His opponents were crushed. (৪) crush in/into/through/past, etc ভিড় ঠেলে ভিতরে ঢোকা; ভিড় ঠেলে এগিয়ে যাওয়াcrushing (adjective) মনোবল চূর্ণকারী: a crushing defeat. crushingly (adverb) চরম বিনষ্টিসাধন করে।
  • English Word crush 2 Bengali definition [ক্রাশ্‌] (noun) (১) a/the crush জনতার ভিড়crush barrier ভিড় এড়ানোর জন্য নির্মিত বেড়া। (২) (কথ্য) জনাকীর্ণ সভা-সমাবেশ(৩) (plural) get/have a crush on somebody (তরুণদের ক্ষেত্রে) প্রেমভাবে ভাবিত হওয়া(৪) ফলের রসের পানীয়
  • English Word crust Bengali definition [ক্রাস্‌ট্] (noun) (১) [countable noun, uncountable noun] রুটির মচমচে উপরিভাগ(২) [countable noun, uncountable noun] কঠিন উপরিভাগ: a crust of ice. (৩) মদের বোতলের ভিতরের শক্ত স্তর।  (verb transitive), (verb intransitive) crust (over) শক্ত আবরণ দিয়ে ঢাকা বা ঢেকে পড়া।
  • English Word crustacean Bengali definition [ক্রাস্টেইশ্‌ন্‌] (noun) কঠিন খোলাবিশিষ্ট কাঁকড়াজাতীয় প্রাণী
  • English Word crusted Bengali definition [ক্রাস্‌টিড্‌] (adjective) (১) কঠিন আবরণে আবৃত; খোলাযুক্ত(২) প্রাচীন; শ্রদ্ধেয়(৩) স্থায়ী; অনড়; বদ্ধমূল: crusted prejudices.
  • English Word crusty Bengali definition [ক্রাস্‌টি] (adjective) (crustier, crustiest) (১) কঠিন আবরণযুক্ত: crusty bread. (২) (ব্যক্তির আচরণ) খিটখিটে মেজাজের; অশোভন আচরণের অধিকারী; অভদ্র
  • English Word crutch Bengali definition [ক্রাচ্] (noun) (১) (পঙ্গু-ব্যবহৃত) ক্রাচ(২) ক্রাচের মতো দেখতে কোনো ‘ভর’। (লাক্ষণিক) নৈতিক সমর্থন; নির্ভরযোগ্যতা। (৩) দ্রষ্টব্য crotch (২).
  • English Word crux Bengali definition [ক্রাক্‌স্‌] (noun) (plural cruxes) অত্যন্ত জটিল; সমস্যার যে অংশের সমাধান সবচেয়ে দুরূহ: Now we come to the crux of the matter.
  • English Word cry 1 Bengali definition [ক্রাই] (verb intransitive), (verb transitive) (past tense, past participle cried) (১) cry (out) কাঁদা; আর্তনাদ করা(২) নিঃশব্দে কাঁদা; অশ্রুবিসর্জন করাcry one’s eyes/heart out অঝোরে কান্না; আকুল কান্না। cry oneself to sleep কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া। give somebody something to cry for/about অকারণ কান্নার জন্য শাস্তি দেওয়া। (৩) আর্তচিৎকার: He cried for help. cry for the moon অসম্ভব দাবি করা। দ্রষ্টব্য shame (৩). (৪) ফেরিওয়ালার হাঁক; নিলাম ডাকা(৫) cry something down তুচ্ছ বিষয় সম্পর্কে ধারণা দেওয়া; মূল্যহীনতা সম্পর্কে বুঝিয়ে বলাcry off দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়া: I had to cry off at the last moment. cry something up উচ্চ প্রশংসা করা।
  • English Word cry 2 Bengali definition [ক্রাই] (noun) (plural cries) (১) আর্তচিৎকারa far/long cry from অনেক দূরের ব্যাপার: It is a far cry from getting an Olympic Gold. in full cry শিকার সন্ধানে শিকারি কুকুরের ঘেউ ঘেউ; (আলংকারিক অর্থ) অতি উৎসাহে আক্রমণ। within cry (of) ডাক শোনার আওতায়। (২) ফেরিওয়ালা/চৌকিদারের হাঁক(৩) নীতিনির্ধারণী শব্দcry-baby (noun) ছিঁচকাঁদুনে ছেলেমেয়ে।
  • English Word crying Bengali definition [ক্রাইং] (attributively adjective); অতি জরুরি; প্রণিধানযোগ্য: a crying need.
  • English Word crypt Bengali definition [ক্রিপ্‌ট্] (noun) (গির্জার) ভূগর্ভস্থ কক্ষে
  • English Word cryptic Bengali definition [ক্রিপ্‌টিক্] (adjective) গুপ্ত; দুর্বোধ্যcryptically [ক্রিপ্‌টিক্‌লি] (adverb) দুর্বোধ্যভাবে।
  • English Word crypto- Bengali definition [ক্রিপটো-] (অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত) গুপ্ত-; ছদ্ম-: a crypto-fasicist.
  • English Word crystal Bengali definition [ক্রিস্‌ট্‌ল্] (noun) (১) [uncountable noun] স্ফটিক; কোয়ার্টজের মতো প্রাকৃতিক উপাদান; অলংকার হিসেবে ব্যবহৃত স্ফটিক টুকরাcrystal clear স্ফটিকস্বচ্ছ; (লাক্ষণিক) সহজবোধ্য। crystal-gazing ভবিষ্যৎ জানার উদ্দেশ্যে স্ফটিকবলের প্রতি দৃষ্টিপাত। (২) [uncountable noun] পেয়ালা, জগ ইত্যাদি বানানো যায় এমন পুরু কাচ(৩) [countable noun] (বিজ্ঞান) প্রাকৃতিক নিয়মে কয়েকটি পদার্থের অণুর সুনির্দিষ্ট আকার ধারণ(৪) (America(n) ঘড়ির কাচ
  • English Word crystalline Bengali definition [ক্রিস্‌টালাইন্‌] (adjective) স্ফটিকনির্মিত; স্ফটিকসদৃশ; অতি স্বচ্ছ
  • English Word crystallize, crystallise Bengali definition [ক্রিস্‌টালাইজ্‌] (verb transitive), (verb intransitive) (১) স্ফটিকীকরণ(২) চিনি-মিছরির দানা দিয়ে (ফল ইত্যাদি) ঢাকা(৩) (ভাবনা-চিন্তার ক্ষেত্রে লাক্ষণিক) স্ফটিকস্বচ্ছcrystallization, crystallisation [ক্রিস্‌টালাইজেইশ্‌ন্‌ America(n) ক্রিস্‌টালিজইশ্‌ন্‌] (noun) স্ফটিকীকরণ।
  • English Word CSR Bengali definition [সিএসআর] (noun) [uncountable noun] corporate social responsibility–এর শব্দসংক্ষেপ। এটা corporate conscience, corporate citizenship, sustainable responsible business বা Responsible Business নামেও পরিচিত। এটা ব্যবসায়ের আদলে কর্পোরেট নীতিমালার সমন্বয়: Almost half of Bangladesh’s top 100 companies have failed a test in CSR.
  • English Word cub Bengali definition [কাব্‌] (noun) (১) সিংহ, ভালুক, বাঘ ইত্যাদির শাবকcub reporter কমবয়সী অনভিজ্ঞ সংবাদদাতা। Cub (Scout) জুনিয়র স্কাউট। (২) অভদ্র তরুণ
  • English Word cubby-hole Bengali definition [কাবি হোউল্] (noun) বদ্ধপ্রকোষ্ঠ; ক্ষুদ্র বেড়া-দেওয়া স্থান
  • English Word cube Bengali definition [কিয়ূব্‌] (noun) (১) ঘনক্ষেত্র; ঘনক্ষেত্রাকৃতির প্রস্তরখণ্ড অথবা কাঠের গুঁড়ি(২) (গণিত) ঘনফল (যেমন ৩৩= ৩ × ৩× ৩= ২৭)।  (verb transitive) ঘনফলে পরিণত করা।
  • English Word cubic Bengali definition [কিয়ূবিক্‌] (adjective) ঘনক্ষেত্রবিশিষ্ট; ঘনক্ষেত্রসংক্রান্ত
  • English Word cubical Bengali definition [কিয়ূবিক্‌ল্‌] (adjective) = cubic.
  • English Word cubicle Bengali definition [কিয়ূবিক্‌ল্‌] (noun) আলাদা কক্ষ হিসেবে ব্যবহারের জন্য বড় কক্ষের পরদা দেওয়া অংশ
  • English Word cubism Bengali definition [কিয়ূবিজাম্‌] (noun) বিশ শতকে সৃষ্ট এক ধরনের আধুনিক শিল্পরীতি; কিউবিজম; জ্যামিতিক গঠনের শিল্পকর্মবিশেষ: Cubism is represented by Picasso and Braque. cubist [কিয়ূবিস্‌ট্‌] (noun) কিউবিজম পদ্ধতির শিল্পী: The cubists use a new way of representing reality.
  • English Word cubit Bengali definition [কিয়ূবিট্] (noun) আঠারো থেকে বাইশ ইঞ্চি অথবা পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন সেন্টিমিটার সমমানের দৈর্ঘ্যের পরিমাণ
  • English Word cuckold Bengali definition [কাকোউল্ড] (noun) (পুরাতনী) ব্যভিচারী স্ত্রীর স্বামী।  (verb transitive) কাউকে ব্যভিচারী স্ত্রীর স্বামীতে পরিণত করা।
  • English Word cuckoo Bengali definition [কুক্] (noun) কোকিলcuckoo-clock যে ঘড়ির ঘণ্টা কোকিল-ডাকে ধ্বনিত হয়।
  • English Word cucumber Bengali definition [কিয়ূকামবা(র্‌)] (noun) [countable noun, uncountable noun] শস্যas cool as a cucumber নিরুত্তেজ; স্থিরচিত্ত; আত্মমগ্ন।
  • English Word cud Bengali definition [কাড্] (noun) [uncountable noun] জাবর; জাবরকাটা; (লাক্ষণিক) রোমন্থন করা; একই কথার পুনরাবৃত্তি করা।