C পৃষ্ঠা ৫৪
- English Word coppice Bengali definition [কপিস্] (noun) ছোট ছোট গাছের ঝাড়; (যা মাঝে মাঝে ফেটে ফেলার জন্যই জন্মানো হয়)।
- English Word Copt Bengali definition [কপ্ট্] (noun) প্রাচীন মিসরীয়দের বংশোদ্ভূত মিসরীয় খ্রিষ্টান (বর্তমান মিসরের লোকসংখ্যার এক-দশমাংশ এরা)। Coptic (noun) মিসরের প্রচলিত খ্রিষ্টধর্ম; এই ধর্মের অনুষ্ঠানে ব্যবহৃত ভাষা। □ (adjective) Copt সম্পর্কিত।
- English Word copula Bengali definition [কপ্যিউলা] (noun) (ব্যাকরণ) ক্রিয়ারূপ যা subject এবং complement-কে যুক্ত করে; যেমন ‘be’ verb- এর বিভিন্নরূপ; যথা is, am, are ইত্যাদি।
- English Word copulate Bengali definition [কপ্যিউলেইট্] (verb intransitive) copulate (with) (বিশেষত জন্তু-জানোয়ারের) যৌনসঙ্গমে মিলিত হওয়া। copulation (noun) যৌনসঙ্গম। copulative [কপ্যিউলাটিভ্] (adjective) (আনুষ্ঠানিক) সংযোজনকারী। (noun) সংযোজক অব্যয়।
- English Word copy 1 Bengali definition [কপি] (noun) (১) অনুকরণ; অনুকৃতি; অনুলিপি; প্রতিলিপি; নকল। rough copy প্রাথমিক খসড়া। fair copy সংশোধিত এবং চূড়ান্ত খসড়া। copybook (noun) আদর্শলিপি; হাতের লেখা ভালো করে লেখার জন্য ব্যবহৃত বই। copybook maxims নীতিকথার বাঁধা বুলি যা আগের দিনের copybook- এ পাওয়া যেত। copycat (noun) (কথ্য) মাছিমারা কেরানি; দাসমনোবৃত্তিসম্পন্ন নকলবাজ। (২) বই বা খবরের কাগজের একটি; সংখ্যা: complimentary copy, সৌজন্যসংখ্যা। (৩) মুদ্রকের কাছে প্রেরিত পাণ্ডুলিপি: Send your copy to the printer in time. copyholder (noun) যে ব্যক্তি প্রুফসংশোধককে পাণ্ডুলিপি পড়ে শোনায়।
- English Word copy 2 Bengali definition [কপি] (verb transitive), (verb intransitive) (১) প্রতিলিপি করা: He copied the letter. (২) অনুকরণ করা; নকল করা: Young people copy the styles of filmstars. (৩) পরীক্ষায় অন্যকে বা কোনো কাগজখণ্ড দেখে লেখা এবং এর মাধ্যমে প্রতারণা করা।
- English Word copyleft Bengali definition [কপিলেফট্] (noun) (copyright- এর বিপরীত) [uncountable noun] (সাধারণত সফটওয়্যার) কপিলেফট; যা পণ্য ব্যবহারের অনুমতির পাশাপাশি এটি বিতরণ, পরিবর্তন, পরিমার্জনের ক্ষমতাও দেয়। যেমন উইকিপিডিয়া: We should have said copyleft free software, not shareware.
- English Word copyright Bengali definition [কপিরাইট্] (noun) গ্রন্থস্বত্ব; কোনো লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টকর্মের উপর একটি নির্দিষ্ট সময়ে স্থায়ী আইনগত অধিকার। (verb transitive) (কোনো বই ইত্যাদির জন্য) গ্রন্থস্বত্ব নেওয়া।
- English Word coquetry Bengali definition [ককিট্রি] (noun) ছেনালিপনা; ছেনালিপূর্ণ ব্যবহার; প্রণয়ের ভান। coquettish (adjective) ছেনালিপূর্ণ: coquetry smiles. coquette (noun) ছেনাল।
- English Word coracle Bengali definition [করাক্ল্] (noun) বেত, বাঁশ ইত্যাদি দিয়ে বানানো ভেলা ;(এদের উপর জলনিরোধক আচ্ছাদন দেওয়া থাকে)।
- English Word coral Bengali definition [করাল্ America(n) কোরাল্] (noun) প্রবাল। coralisland প্রবালদ্বীপ। coralreef প্রবালপ্রাচীর। (adjective) প্রবাল রঙের; লাল বা গোলাপি: coralips. coraline (adjective) প্রবালসম্পর্কিত; প্রবালতুল্য।
- English Word coramine Bengali definition [করামাইন্] (noun) হৃৎপিণ্ডের উত্তেজক ওষুধবিশেষ।
- English Word corbel Bengali definition [কোব্ল্] (noun) (স্থাপত্য) ভাররক্ষার্থে প্রাচীরগাত্রের বাড়তি অংশ; (যা একটি কারনিস বা খিলানকে ধরে রাখে)।
- English Word cord Bengali definition [কোড্] (noun) (১) দড়ি; রশি। (২) জীবদেহের তন্ত্রী: spinal cord, মেরুরজ্জু; vocal cords , স্বরতন্ত্রী। (৩) জ্বালানি কাঠের পরিমাপ (সাধারণত ১২৮ cubic ft). (verb transitive) দড়ি দিয়ে বাঁধা।
- English Word cordage Bengali definition [কোডিজ্] (noun) (জাহাজে ব্যবহৃত) দড়িদড়া।
- English Word cordial Bengali definition [কোডিআল্ America(n) কোজাল্] (adjective) (১) আন্তরিক; হার্দ্য; উষ্ণ; সহৃদয়; (ব্যবহার, অভ্যর্থনা ইত্যাদি বিষয়ক): We were accorded a cordial welcome. □ (noun) সুমিষ্ট বলবর্ধক ওষুধ; সুধা। cordially (adjective). cordiality (noun) আন্তরিকতা; সহৃদয়তা। (২) (noun) [uncountable noun, countable noun] ফলের নির্যাস থেকে তৈরি আলকোহলমুক্ত পানীয়: lime juice cordial.
- English Word cordite Bengali definition [কোডাইট্] (noun) ধোঁয়াহীন বিস্ফোরক দ্রব্য।
- English Word cordon Bengali definition [কোড্ন্] (noun) (১) রক্ষাব্যূহ; পুলিশ; সৈন্য কিংবা সামরিক চৌকি দ্বারা গঠিত বেষ্টনী: Police cordon. a sanitary cordon সংক্রামক রোগাক্রান্ত ও রোগমুক্ত এলাকাকে পৃথককারী রেখা বা বেষ্টনী। (২) সম্মানসূচক ফিতাবা পদক। cordonbleu [কোড্ন্ব্লা] (noun) রন্ধনকুশলতার জন্য বাবুর্চিকে প্রদত্ত পদক। □ (verb transitive) cordon off বেষ্টনীদ্বারা ঘেরাও বা পৃথক করা।
- English Word cords Bengali definition [কোড্জ্] (noun) (plural) (কথ্য) সস্তা সুতি কাপড়ের তৈরি ট্রাউজার।
- English Word corduroy Bengali definition [কোডারয়] (noun) (১) সস্তা ও মোটা সুতি কাপড়বিশেষ। (২) এমন কাপড়ে তৈরি ট্রাউজার। (৩) corduroy road কর্দমাক্ত জলা জায়গার উপর আড়াআড়ি কাঠের খণ্ড ফেলে তৈরি রাস্তা।
- English Word core Bengali definition [কো(র্)] (noun) (১) ফলের শক্ত শাঁস। (২) কোনো জিনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ; মর্মবস্তু: Try to get to the core of the subject. to the core পুরোপুরি: rotten to the core. □ (verb transitive) take out the core of শাঁস বের করে আনা: to core an apple.
- English Word corgi Bengali definition [কোগি] (noun) ছোট আকারের ওয়েলশ কুকুরবিশেষ।
- English Word coriander Bengali definition [করিঅ্যান্ডা(র্)] (noun) ধনেগাছ। corianderseed ধনে; ধনিয়া।
- English Word Corinthian Bengali definition [কারিন্থিআন্] (noun) (১) গ্রিসের অন্তর্গত করিন্থের অধিবাসী; করিন্থীয়। (২) (স্থাপত্য) গ্রিকস্থাপত্যের দৃষ্ট তিনরকম স্তম্ভের একটি। (৩) (প্রাচীন প্রয়োগ) শৌখিন; আমোদপ্রিয়।
- English Word cork Bengali definition [কোক্] (noun) (১) ওকজাতীয় বৃক্ষবিশেষ যার ছাল খুব পাতলা, স্থিতিস্থাপক ও শক্ত। (২) বোতলের ছিপি। corkscrew ছিপি খেলার যন্ত্র। (verb transitive) ছিপিযুক্ত করা; ছিপি লাগানো: to cork a bottle; (লাক্ষণিক) to cork up one’s emotions, আবেগ দমিয়ে রাখা।
- English Word corkage Bengali definition [কোকিজ্] (noun) (১) বোতলে ছিপি আঁটার কাজ। (২) খরিদ্দারের সঙ্গে আনা মদের বোতল খুলে দেওয়ার জন্য রেস্টুরেন্টের পরিচারকের প্রাপ্য মজুরি।
- English Word corker Bengali definition [কোকা(র্)] (noun) (অশিষ্ট) (প্রাচীন প্রয়োগ) (১) আশ্চর্যজনক কোনো কিছু। (২) অনুত্তরযোগ্য প্রশ্ন; যুক্তি।
- English Word cormorant Bengali definition [কোমারান্ট্] (noun) লম্বা গলাওয়ালা বিশাল সামুদ্রিক পাখিবিশেষ, যার ঠোঁটের নিচে থলে থাকে।
- English Word corn 1 Bengali definition [কোন্] (noun) (১) শস্যকণা; শস্য বা বীজ; গম; ভুট্টা ; যব (বিশেষত America(n)) ইত্যাদি শস্য-উদ্ভিদ। দ্রষ্টব্য cereal. corn-cob ভুট্টার মোচা যার গায়ে দানাগুলো আটকানো থাকে। corncrake (noun) সাধারণ ইউরোপীয় পাখিবিশেষ। corn-exchange ভুট্টাব্যবসায়ীরা যে স্থানে ব্যবসার জন্য মিলিত হয়। cornflakes (noun) (plural) ভুট্টার দানা দিয়ে বানানো একপ্রকার খাদ্য। cornflour (noun) (America(n) corn-starch) ভুট্টা বা চালের ময়দা। cornflower (noun) নীল ঝুমকার মতো দেখতে ফুল। cornpone (noun) ভুট্টার রুটি। (২) গম ইত্যাদির একটি দানা।
- English Word corn 2 Bengali definition [কোন্] (noun) প্রধানত পায়ের কড়া। tread on somebody’s corns (লাক্ষণিক) কারো মনে আঘাত দেওয়া।