Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word convoy 2 Bengali definition [কন্‌ভয়] (noun) (১) নিরাপত্তা দেওয়ার জন্য একত্র গমন; নিরাপত্তা(২) (যুদ্ধ জাহাজ, সেনাদলের) নিরাপত্তাদায়ী শক্তি(৩) নিরাপত্তা ব্যবস্থার অধীনে অনেক জাহাজ; সরবরাহ যানবাহনের একত্র গমন: The army convoy was ambushed by the guerillas.
  • English Word convulse Bengali definition [কান্‌ভাল্‌স্‌] (verb transitive) (১) (সাধারণত passive) প্রবলভাবে আলোড়িত বা কম্পিত হওয়া: Lebanon is being convulsed by a civil war. (২) (শরীরের অঙ্গ) আক্ষিপ্ত হওয়া বা আক্ষেপ ঘটানো: His body convulsed with pain.
  • English Word convulsion Bengali definition [কান্‌ভাল্‌শ্‌ন্‌] (noun) (১) সহিংস আলোড়ন, বিধ্বংসী আলোড়ন: Earthquake causes a convulsion of nature. In 1969, Bangladesh saw a political convulsion. (২) (সাধারণত plural) শরীরের বা শরীরের কোনো প্রত্যঙ্গের ভয়ানক আলোড়ন; পেশির সংকোচনের ফলে প্রবল আক্ষেপ: Tetanus causes convulsions in the body. (৩) প্রবল হাস্যরোল: His jokes were so funny that we were all in convulsions.
  • English Word convulsive Bengali definition [কান্‌ভাল্‌সিভ্‌] (adjective) ভয়ানক বিক্ষুব্ধ; আক্ষিপ্ত অথবা (পেশিগত) আক্ষেপ সৃষ্টিকারী।
  • English Word cony, coney Bengali definition [কোউনি] (noun) (১) [America(n)] খরগোশ(২) খরগোশের চামড়া; বিশেষ করে যখন একে এমনভাবে রং ও প্রক্রিয়াজাত করা হয় যাতে অন্য প্রাণীর পশম বলে ভ্রম হয়(৩) স্ত্রীলোককে প্রিয় নামে ডাকার সম্বোধনবিশেষ
  • English Word coo Bengali definition [কূ] (noun) কূজন; ঘুঘুর ডাক।  (verb transitive), (verb intransitive) কূজন করা; কপোত কূজনের মতো করে মধুর স্বরে কথা বলা। দ্রষ্টব্য bill 2.
  • English Word cook Bengali definition [কুক্] (verb transitive), (verb intransitive) (১) রান্না করা(২) রান্না বা সিদ্ধ হওয়া; This meat has not cooked well. (৩) বানানো; (গল্প) বানিয়ে বলা: He cooked up a story of illness to deceive his teachers. □ (noun) বাবুর্চি। cookbook = cookery-book, পাকপ্রণালিসম্পর্কিত বই। cookhouse (noun) বাইরের রন্ধনশালা (যেমন ক্যাম্পে), জাহাজের গ্যালি এলাকা। too many cooks spoil the broth (প্রবাদ) অনেক লোকে এক কাজ করলে কাজটি পণ্ড হয়; অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। What’s cooking (কথ্য) কী ব্যাপার চলছে?
  • English Word cooker Bengali definition [কুকা(র্‌)] (noun) (১) রান্নার যন্ত্র; যেমন চুলা, স্টোভ ইত্যাদি(২) রান্নার জন্য ফলানো ফলাদি (যেমনি আপেল, নাশপাতি ইত্যাদি)।
  • English Word cookery Bengali definition [কুকারি] (noun) [uncountable noun] রন্ধনশৈলী; পাকপ্রণালি
  • English Word cooky, cookie Bengali definition [কুকি] (noun) ছোট পাতলা মিষ্টি কেক (বিশেষত গৃহে তৈরি); (America(n)) বিস্কুট
  • English Word cool 1 Bengali definition [কূল্‌] (Adjective) (১) ঈষৎ ঠাণ্ডা: a cool day. (২) অনুত্তেজিত; শান্ত: Keep cool in the face of danger. cool-headed (adjective) শান্ত স্বভাবের। (৩) আবেগহীন; নিরুত্তাপ: a cool reception. play it cool শান্তভাবে পরিস্থিতি সামলানো। (৪) (টাকার অঙ্ক) শীতলভাবে উল্লেখ করা(৫) (America(n) অশিষ্ট) মধুর; উপভোগ্য। □ (noun) (১) সাধারণত the cool শীতল বাতাস বা স্থান; শীতলতা: in the cool of evening, সন্ধ্যার শীতলতায়। (২) (কথ্য) শান্তভাব। keep one’s cool চিত্তের শান্তভাব বজায় রাখা।
  • English Word cool 2 Bengali definition [কূল] (verb transitive), (verb intransitive) ঠাণ্ডা করা বা হওয়া: Wait for his anger to cool. cool down/off (লাক্ষণিক) শান্ত হওয়া; উত্তেজনা বা উৎসাহের উপশম হওয়া; মিইয়ে যাওয়া: His love gradually cooled down. a cooling off period (শিল্প ক্ষেত্রে) শ্রমিকরা ধর্মঘটের হুমকি দিলে কর্তৃপক্ষ তাদের মেজাজের উগ্রতা যাতে ঠাণ্ডা হয়ে পড়ে সে জন্য যে কালহরণের কৌশল নেন। cooling-tower (noun) শিল্পকারখানার গরম পানিকে ঠাণ্ডা করার কাজে ব্যবহৃত বিশাল জলাধার।
  • English Word coolant Bengali definition [কূলান্‌ট্‌] (noun) (পারমাণবিক চুল্লিতে) ঠাণ্ডা বা শীতল করার জন্য ব্যবহৃত তরল পদার্থ
  • English Word cooler Bengali definition [কূলা(র্‌)] (noun) যে পাত্রে কোনো বস্তুকে ঠাণ্ডা করা হয়: water cooler, air cooler; (অশিষ্ট) জেলখানার সেল।
  • English Word coolie Bengali definition [কূলি] (noun) কুলি; ভাড়াটে বা চুক্তিবদ্ধ হয়ে বিদেশে গমনকারী ভারতীয় বা চীনা অদক্ষ শ্রমিক (তুচ্ছার্থে অশিষ্ট)।
  • English Word coon Bengali definition [কূন্‌] (noun) আমেরিকার ভালুকজাতীয় প্রাণিবিশেষ; (অশিষ্ট) নিগ্রো; চতুর ব্যক্তি।
  • English Word coop Bengali definition [কূপ্‌] (noun) বাচ্চাসহ মুরগি রাখার খাঁচা।  (verb transitive) coop up খাঁচায় রাখা; (কোনো ব্যক্তিকে) আটকে রাখা: He stayed cooped up in the jail for 7 years.
  • English Word cooper Bengali definition [কূপা(র্‌)] (noun) টব, পিপে ইত্যাদির নির্মাতা
  • English Word coot Bengali definition [কূট্] (noun) সাঁতার এবং ডুব দিতে পারে এমন কয়েক প্রকার পাখির সাধারণ নাম
  • English Word cop 1 Bengali definition [কপ্‌] (noun) (অশিষ্ট, অনানুষ্ঠানিক) পুলিশ
  • English Word cop 2 Bengali definition [কপ্‌] (verb transitive), (verb intransitive) (অশিষ্ট) (১) cop it শাস্তি পাওয়া(২) cop out কোনো কাজ, দায়িত্ব পরিত্যাগ করা(৩) not much cop তেমন উৎকৃষ্টমানের নয়: not much cop as a singer.
  • English Word cope 1 Bengali definition [কোউপ্‌] (noun) বিশেষ অনুষ্ঠানে খ্রিষ্টান পুরোহিতরা যে ধরনের ঢোলা আলখাল্লা পরে থাকেন
  • English Word cope 2 Bengali definition [কোউপ্‌] (verb transitive), (verb intransitive) cope (with) সাফল্যের সঙ্গে আরত্ত করা; পেরে ওঠা; সমানে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা: The work load is so big that I cannot cope with it.
  • English Word copeck Bengali definition [কোউপেক্] (noun) রাশিয়ার মুদ্রা- এক রুবলের একশ ভাগের একভাগ
  • English Word Copernican Bengali definition [কাপানিকান্‌] (adjective) the Copernican system/theory পোলিশ জ্যোতির্বিদ কোপার্নিকাস (১৪৭৩- ১৫৪৩) প্রবর্তিত তত্ত্ব- যার প্রতিপাদ্য হলো, পৃথিবীসহ সৌরজগতের সকল গ্রহ সূর্যের চারদিকে ঘুরছে
  • English Word coping Bengali definition [কোউপিঙ্] (noun) (স্থাপত্য) দেওয়ালের উপরিভাগে পাথর বা ইটের বাড়তি অংশ
  • English Word copious Bengali definition [কোউপিআস্‌] (adjective) প্রাচুর্যপূর্ণ: a copious supply; (লেখক সম্বন্ধে) প্রচুর লেখেন এমন। copiously (adverb)
  • English Word copper 1 Bengali definition [কপা(র্‌)] (noun) (১) তামা রাসায়নিক প্রতীক (Cu): (attributive(ly)) copper wire, তামার তার(২) ধাতুনির্মিত বিশাল পাত্র, বিশেষত যার ভিতর কাপড়চোপড় সিদ্ধ করা হয়(৩) তামার তৈরি মুদ্রা(৪) copper beech তামা রঙের পাতা ধরে এমন বিচ গাছcopper captain (noun) ভুয়া সেনাপতি। copper-bottomed (adjective) (জাহাজসম্পর্কিত) তলদেশ তামার পাতে মোড়া এমন। copperhead (noun) আমেরিকার বিষাক্ত সাপবিশেষ। copperplate (noun) তাম্রফলক। coppersmith (noun) তাম্রকার।
  • English Word copper 2 Bengali definition [কপা(র্‌)] (noun) (অশিষ্ট) পুলিশ
  • English Word Copper-T Bengali definition [কপা(র্‌)টী] (noun) গর্ভনিরোধে মহিলাদের জরায়ুতে স্থাপিত এক ধরনের পাতলা ধাতব পদার্থ