Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word convenience Bengali definition [কান্‌ভীনিআন্‌স্‌] (noun) (১) সুবিধা: I always carry a portfolio for convenience. at somebody’s earliest convenience সুবিধামতো সময়ে। a marriage of convenience এমন বিয়ে যাতে আর্থিক বা অন্যরকম সুবিধা প্রাপ্তিই প্রধান বিবেচনার বিষয়। (২) যন্ত্র; হাতিয়ার বা অন্য কিছু যা সহায়ক বা সুবিধাজনক: The house has all the modern conveniences. make a convenience of (somebody) কারো ভালোমানুষির সুযোগ গ্রহণ করা। conveniencefood টিনজাত বা প্যাকেটকৃত খাবার।
  • English Word convenient Bengali definition [কান্‌ভীনিআন্‌ট্] (adjective) সুবিধাজনক: This is a convenient place for me to live in. We should arrange a convenient time for the meeting. conveniently (adverb)
  • English Word convent Bengali definition [কন্‌ভান্‌ট্‌ America(n) কন্‌ভেন্‌ট্] (noun) সংসারত্যাগী সন্ন্যাসীদের (বিশেষ করে সন্ন্যাসিনীদের) আবাস; সংঘ; মঠ। দ্রষ্টব্য monastery. convent school সন্ন্যাসিনীদের দ্বারা পরিচালিত স্কুল বা বিদ্যালয়।
  • English Word convention Bengali definition [কান্‌ভেন্‌শ্‌ন্‌] (noun) (১) সমিতি; রাজনৈতিক দল ইত্যাদির সদস্যদের সম্মেলন, ব্যবসা বা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত ব্যক্তিদের সভা(২) বিভিন্ন রাষ্ট্রের বা শাসকদের মধ্যে কোনো ব্যাপারে সমঝোতা (কিন্তু আনুষ্ঠানিক চুক্তি নয়): Geneva conventions, যুদ্ধবন্দিদের প্রতি কী রূপ ব্যবহার করা হবে সে বিষয়ে আন্তর্জাতিক সমঝোতা(৩) চলতি প্রথা বা রীতি (বিশেষ করে আচার ব্যবহার সম্বন্ধে): A man living in society has to abide by its conventions. (৪) দাবা; তাস ইত্যাদি খেলায় ‘ডাক’ দেওয়া; ঘুঁটি চালা ইত্যাদির নিয়মকানুন
  • English Word conventional Bengali definition [কান্‌ভেন্‌শানল্] (adjective) (১) রীতিমাফিক; রীতিসম্মত(২) ঐতিহ্যগত; গতানুগতিক: a conventional warfare. conventionally (adverb)
  • English Word conventionality Bengali definition [কান্‌ভেন্‌শান্যালাটি] (noun) প্রথাগত গুণ বা চরিত্র
  • English Word converge Bengali definition [কান্‌ভাজ্‌] (verb intransitive) converge (at/on/upon) একই বিন্দু অভিমুখী হওয়া এবং একই বিন্দুতে এসে মিলিত হওয়া; সমকেন্দ্রাভিমুখী বা সমকেন্দ্রী হওয়া: Freedom fighters of all areas converged on Dhaka.
  • English Word convergence Bengali definition [কান্‌ভাজান্‌স্‌] (noun) সমকেন্দ্রিকতা; সমধর্মিতা; একই কেন্দ্র অভিমুখে যাত্রাconvergent (adjective) সমকেন্দ্রাভিমুখ; সমধর্মী; সমস্বভাব।
  • English Word conversant Bengali definition [কান্‌ভাস্‌ন্‌ট্‌] (adjective) conversant with অবগত; গভীর জ্ঞানসম্পন্ন: The teacher is conversant with the grammatical rules.
  • English Word conversation Bengali definition [কনভাসেইশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] কথোপকথন; আলোচনা; সংলাপconversational (adjective) আলাপচারিতামূলক; কথ্য।
  • English Word converse 1 Bengali definition [কান্‌ভাস্‌] (verb intransitive) converse (with somebody) (about/on something) (আনুষ্ঠানিক) আলাপ-আলোচনা করা; সংলাপ চালানো
  • English Word converse 2 Bengali definition [কন্‌ভাস্‌] (noun) (adjective) (১) বিপরীত(২) বিপরীত বস্তু বা বিষয়; (গণিত ও ন্যায়.) বিপরীত প্রতিজ্ঞা বা উপাত্তconversely (adverb)
  • English Word conversion Bengali definition [কান্‌ভাশ্‌ন্‌ America(n) কান্‌ভাজ্‌ন্‌] (noun) পরিবর্তন; ধর্মান্তরিতকরণ; অন্য ধর্মগ্রহণ: A group of people took conversion to Islam; রূপান্তর: This firm specializes in conversions of houses (into flats).
  • English Word convert 1 Bengali definition [কান্‌ভাট্] (verb transitive) (১) পরিবর্তন করা; রূপান্তর করা: to convert rags into paper/taka into dollars. (২) ধর্মান্তর করা: He was converted from Hinduism to Islam. (৩) অসৎপথ থেকে সৎপথে আনা: to convert from evil ways to goodlines.
  • English Word convert 2 Bengali definition [কন্‌ভাট্‌] (noun) ধর্মান্তরিত ব্যক্তি; এক বিশ্বাস থেকে অন্য বিশ্বাসে আস্থাস্থাপনকারী ব্যক্তি: a convert to Islam; a convert to socialism.
  • English Word convertible Bengali definition [কান্‌ভাটাব্‌ল্‌] (adjective) পরিবর্তনযোগ্য; রূপান্তরযোগ্য: Banknotes are not convertible into gold.  (noun) গুটানো যায় এমন ছাদওয়ালা ভ্রমণগাড়ি। convertibility (noun) রূপান্তরযোগ্যতা।
  • English Word convex Bengali definition [কন্‌ভেক্‌স্‌] (adjective) উত্তল; বৃত্তের মতো ক্রমোন্নত তলবিশিষ্ট: a convex lens. দ্রষ্টব্য concave. convexity (noun) উত্তলতা।
  • English Word convey Bengali definition [কান্‌ভেই] (verb transitive) (১) convey (from/to) বহন করা; গাড়িতে করে পৌঁছে দেওয়া; এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা(২) মতামত; অনুভূতি, চিন্তা ইত্যাদি অন্যকে জানানো: Please convey my best wishes to him. (৩) (জমি বা সম্পত্তির) পূর্ণ অধিকার বা মালিকানা দেওয়াconveyer/ conveyor (noun) ব্যক্তি বা যন্ত্র যা কোনো জিনিসকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। conveyer-belt (কারখানায়) চাকার উপর চলমান ফিতা বা বেল্টের সাহায্যে মাল একস্থান থেকে অন্যস্থানে নেওয়া হয়।
  • English Word conveyance Bengali definition [কান্‌ভেইআন্‌স্‌] (noun) (১) পরিবহন(২) গাড়ি বা অন্য যানবাহন যা পরিবহনে ব্যবহৃত হয়(৩) সম্পত্তি হস্তান্তরের দলিলconveyancer (noun) সম্পত্তি হস্তান্তরের দলিল রচনাকারী। conveyancing (noun) সম্পত্তি হস্তান্তরের আইনগত প্রক্রিয়া।
  • English Word convict 1 Bengali definition [কন্‌ভিক্‌ট্‌] (noun) দণ্ডিত অপরাধী
  • English Word convict 2 Bengali definition [কান্‌ভিক্‌ট্‌] (verb transitive) convict somebody (of something) (১) দোষী সাব্যস্ত করা; অপরাধী বলে রায় দেওয়া: The man was convicted of murder.
  • English Word conviction Bengali definition [কান্‌ভিক্‌শ্‌ন্‌] (noun) (১) কাউকে দোষী সাব্যস্তকরণ: He cannot escape conviction if the case is taken to the court. (২) দৃঢ় বিশ্বাস বা প্রত্যয়: I have the firm conviction that... (৩) বিশ্বাস উৎপাদন: His speech lacked conviction. (not) carry বিশ্বাসযোগ্য না-হওয়া। be open to conviction নিজের বিশ্বাস উৎপন্ন হতে পারে এমন সাক্ষ্য শ্রবণে প্রস্তুত থাকা।
  • English Word convince Bengali definition [কান্‌ভিন্‌স্‌] (verb transitive) প্রমাণ, যুক্তি ইত্যাদির সাহায্যে দৃঢ় প্রত্যয় উৎপাদন করা; কাউকে বোঝানো: He gave me the job only when he was convinced of my honesty. convincing (adjective) দৃঢ় প্রত্যয় উৎপাদক; বিশ্বাসযোগ্য। convincible (adjective) বোঝালে বোঝে এমন (ব্যক্তি)।
  • English Word convivial Bengali definition [কন্‌ভিভিআল্] (adjective) (১) আড্ডা, উল্লাস বা মদ্যপান পছন্দ করে এমন; (ব্যক্তি)। (২) আনন্দ-উল্লাসময়: a convivial evening. উল্লাসমুখর। conviviality (noun) মদ্যপানোৎসবপ্রিয়তা; ভোজোৎসবপ্রিয়তা।
  • English Word convocation Bengali definition [কন্‌ভাকেইশ্‌ন্‌] (noun) (১) সমবেত হওয়ার আহ্বান(২) বিশ্ববিদ্যালয়সমূহের সমাবর্তন সভা (যেখানে ডিগ্রি দেওয়া হয়)।
  • English Word convoke Bengali definition [কান্‌ভোউক্] (verb transitive) (আনুষ্ঠানিক) সমবেত হওয়ার জন্য ডাকা; সভা আহ্বান করা: to convoke a meeting of the Senate.
  • English Word convoluted Bengali definition [কন্‌ভালূটিড্] (participial adjective) (জীববিদ্যা, প্রাণিবিদ্যা) জটপাকানো; কুণ্ডলীকৃত; মোচড়ানো (যেমন ভেড়ার শিং); (লাক্ষণিক) জটিল এবং দুরূহ: a convoluted argument.
  • English Word convolution Bengali definition [কন্‌ভালূশ্‌ন্‌] (noun) কুণ্ডলী; পাক; মোচড়: the convolutions of a snake.
  • English Word convolvulus Bengali definition [কন্‌ভালভিউলাস্‌] (noun) পেঁচিয়ে পেঁচিয়ে বড় হয় এমন ফুলগাছবিশেষ
  • English Word convoy 1 Bengali definition [কন্‌ভয়] (verb transitive) যুদ্ধ জাহাজকে নিরাপত্তা দিতে তার সঙ্গে অন্য কোনো যুদ্ধ জাহাজের চলা; (নিরাপত্তার জন্য) একত্র গমন: The warships were convoyed across the Bay.